একটা শক্তিশালী বাঘের গল্ফ ২

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমতাবস্থায় পরাই তিন দিনের না খাউয়া খিদা নিয়া ভাত খাইতে বসিল বাঘ। কিন্তু খাইতে বসিয়াই দেখিল বউ আবারো ছুঠো পাতিলে ভাত রানছে। এই দেইখ্যা বাঘের মাথাডা একটা চপ্পড় দিয়া উঠল। রাগে ক্ষোভে দুৎখে মাথা আইলা ঝাইলা হইয়া গেলগা। তারপরো দাঁতে খামঠি দিয়া কুনো ধরনের উচ্চ বাচ্য না করিয়া অধিকাংশ ভাত নিজের পাতে ঢালিয়া লইবার আয়োজন সারিয়া ফেলিল। ভালো কুনো তরকারি দিয়া ভাতের অভাব দূর করা যায় কি-না সেই ভাবিয়া।
কিন্তু রসুই ঘর হইতে বাঘনি যহন কচু শাক, নতি ভাজির মতো আইড়া কাইড়া ধুনফুন মার্কা তরকারি আনিয়াই তরকারি আনয়নের কাজ সারিল,তখন আর বাঘ নিজের মস্তিষ্ক ঠিক রাখিতে পারিল না। আঙ্গুলের মস্তক অতি তাচ্ছিল্য ভরিয়া কচু শাকের প্যাটের মইধ্যে ঘ্যাচ কইরা হান্দাইয়া দিল এবং ঘি তুলার মতো আঙ্গুল বাঁকা করিয়া উহা আবার বালভর্তি নিজ মুখে পুরিয়া লইল। কিন্তু জিবলা কুনো ভালো মন্দ স্বাদ বুঝার আগেই আক থু আক থু করিয়া কচু শাকদিগকে বিস্তর ছ্যাপ এবং কাশ সহিত মাটিতে লুটাইয়া দিল।
ইহা দেখিয়া বাঘনির বেজায় গুস্বা পাইলেউ অফরাধ হইছে ভাবিয়া খালি কহিল, কী অইল? তক্কারি স্বাদ অয় নাই?
বাঘের পচা মুখ ক্যাচা দিয়া বাইর কইরা দিল,ধুন হইছে। এইন্না দিয়া ভাত খাউয়া যায় না বড়? ঘরে আর কুন্তা(কোনকিছু) নাই? নিত্যি খালি কচু হাগ, নতির মাইরে চুদি।
এইবার বাঘনিউ তার মেজাজ হ্যাজাক বাতি বানিয়া ফালাইলো। ফোঁশ কইরা কইয়া ফালাইলো, এহহ..বাজার থিক্যা যা আনবেন তাইতো রান্দুম নাকি?মুরাদ দুই আনার খাইবার চাইবেন ষু্ল্ল আনার তাইলে ক্যামনে অইব?
এই আর যাইবা কই? বাঘ ভয়ানক ক্ষেপিয়া গেল, আমার মুরাদ দুই আনার? কী কইলি? আমার মুরাদ দুই আনার? তর দুলা ভাইরা
বাজারে আগুন ধরাইব.. চুতমারানির পুলারা দুই ট্যাহার ইলশা চাইশ্য ট্যহা চুদাইব, তাইলে আমার মুরাদ থাকপো ক্যামনে? খাড়া আইজকাই তর দুলাবাইয়ের সরকারের মাইরে চুদতাছি। আমি কিছু খাইবার পারুম না, আর ব্যাক শালাই ব্যাক কিছু খাইয়া হালাইব, তাতো হইবার পারে না? আইজকাই ইয়ার এট্টা হেস্তনেস্ত দিম..কইয়া গেলাশের পানি মুকে ঢাইলা ফছ কইরা কুলি ছিটায় ছ্যাপ ছিটাইনা কচু শাকের উপর। বাঘনি এইবার অফরাদবোধে ভুগে বাঘের হাত টানিয়া ধরে, থাইক যাউন নাগবো না।
আশকারা পাইয়া বাঘ আরো ভয়ঙ্কর হইয়া উঠে। আত ছাড়। ভালোয় ভালোয় কইলাম আত ছাড়। এত বড় কতা! এথো বড় কতা! আমার নিহি মুরাদ নাই? অতচ এমুন কুনো বাইনচোদের বাচ্চা পিথিমীতে আছে,যে আমার নগে ঘুষাঘুষি নাগলে পারবো? খালি কি ঘুষাঘুষি? দেইক না কুনো রচনা লেকপার, গরু ঘুড়া, নাশপাতি ভেড়া আমাগো গিরাম,আমাগো টাউন স্কুল থিক্যা দুনিয়ার হেন কিছু, দেহিছে কুন চুদমার পুত আমার চাইয়া ভালো লেহে? তারপরো আমারে এত বড় কতা হুনন নাগলো, এত বড় কতা? সরকারের মাইরে না চুইদা আমি আইজ বাইত্তে ফিরুম না, আইজক্যা উয়ারে আমি খাইছি।
থাইক আফনের আর মুরাদ দেহান নাগবো না। এহন সিজিল মতো বইয়া খাইয়া নেন..আমি তো জানি আফনের মুরাদ কতহানি..কতাডা শ্যাষো করবার পারলো না বাঘনি। যে ভাতের পাতিল থিক্যা রাগ উৎপন্ন হইছিল পরথম সেই পাতিলের পুটকি পেইছা একটা কাচা নাত্তি কষাইল বাঘ। ভাতের পাতিল উইড়া গিয়া উরেবাবারে মারে কইরা চিকার দিয়া পড়ল দেউয়ালের পিঠে। দেউয়াল ভাতের পাতিলের এমুন আচমকা আক্রমণে দিশেহারা হইলেউ ব্যাক হিল মাইরা ভাতের পাতিলরে যেইহানে আছিল সেই শানের মেঝেতে ফালাইয়া দিতে দেরি করল না। পাতিল শানের মেঝেতে কতক্ষণ পাক পাইড়া থরথর কাফাকাফির পর হরহর কইরা সবডি ভাত বমি কইরা দিল শানে। যেইহানে আগে থাকতেই ছ্যাপ ছিটাইনা কচু শাক আর পানি পইড়া আছে। তারউফর ভাত পইড়া দাফড়াইতে লাগিল আর গলা চাফরিয়া চিকার পাড়া ধরল,আমি কীয়ের নিগা এই বাইত্তে আইছিলাম, কীয়ের নিগা? আর তো আহুম না। এত অত্যাচার গিলা বাইচা তাহা পাফ। ইয়ারা মানুষ্যা। ইয়ারা ভাত তুমা গুতায়।
চলবো?


মন্তব্য

সৌরভ এর ছবি

এই পর্বটাও সেরম।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি

চলবো মানে? পেরশন করার সাহস পাইলেন কই?

সুমন চৌধুরী এর ছবি

দুলাভাইয়ের কি হৈল?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অপালা এর ছবি

পড়তাছি আগ্রহ নিয়া ই

হিমু এর ছবি
উৎস এর ছবি

হ, দুলাভাইয়ের ঘটনা বলতে হবে।

হযবরল এর ছবি

দুউলাভাইয়ের লগে ভইনের কতাও বলা লাগপে।

দ্রোহী এর ছবি

এখনো খাড়াইয়া রইছে, কি খাড়াইয়া রইছে তা কমুনা।

উত্তেজনা নাগতিছে, চুতমারানি দুলাভাইয়ের কি হৈল?


কি মাঝি? ডরাইলা?

ঝরাপাতা এর ছবি

দারুন নেগেছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।