লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ৪:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:
বাসায় কুনো বিড়াল ঢুকলেই মাতা খারাপ হইয়্যা যাইতো। চেষ্টা করতাম কীভাবে ক্ষণিকের ছেলে বিড়াল চুদনার পুকে কত জোরে আঘাত হানা যায়। যেজন্য বিড়াল ঢুকামাত্রই দরোজার পিছন থিক্যা একটা ডাশা বাইর কইরা ক্যাচা একটা শক্তিশালী বাড়ি দেয়ার চিষ্টা নিতাম সব সমুয়। কিন্তু সে চিষ্টা সব সুময় সাফল্যমণ্ডিত হইতো-এই রকম বাহাদুরী না নেউয়াই ভালো। তয় সুময় সুময় যে চিষ্টা সাফল্যের মুখ দেকতো না, সেডা বলাউ মিছা কতা।
তবে- কুডা কলেজে এট্টা বিড়াল মারছিলাম মনের মতো। পায়ে আছিল অক্সেফার্ড জুতা। হঁাটতাছি অন্যমনস্ক ভঙ্গিতে। হঠাশ পায়ের এক কদম দূরেই এট্টা বিড়াল বাজল। কতা নাই বার্তা নাই জুতাডা গিয়্যা বিড়ালের বুকের মইেদ্য এট্টা বক্সিন মারলো। কিন্তু বিড়ালডা বক্সিনের আঘাত সহ্য করবার না পাইরা উইড়া গিয়া এক মাডামরে বলাৎকারের মতো কইরা ফালাইলো। ম্যাডাম কতক্ষণ আউ আউ কইরা পরে আমারে খিস্তি খেউড় শুরু করলো। কইলো- তুমি মানুষ? এইভাবে কেউ বিড়াল মারে। আমার পেটের ভিতর তখন সাফল্যের মজা পাক পাইড়া মুখের মইদ্যে সুমানে হাসি পয়দা করতাছে।
কিন্তু ম্যাডামের তীর্যক কতাবার্তা এতই শক্তিশালী ছিল যে হাসি ভুইল্যা এক ধরনের মনখারাপ আমাকে বেদম অাক্রমণ করলো। মনে হইল বিড়াল মারা আনন্দদায়ক হইলেউ উহা পাপ।
মন্তব্য
অজ্ঞাতবাস
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আবার লিখবো হয়তো কোন দিন
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
অজ্ঞাতবাস
হমম
নতুন মন্তব্য করুন