হাসপাতাল

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৪:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
পরাজিতরা মাথা হেট করে চলে যাবে আর বিজয়ীরা আনন্দে লাফাবে লাফাতে লাফাতে যখন মুষড়ে পড়বে আমি তখন আনন্দের ক্ষণস্থায়ীত্ব দেখে মুচকি হাসি চোখ কথা বলে। বহুকথা না বুঝে বুঝে প্রেমে পড়েছি বহুবার আর তাতে আমার এ অগোছালো জীবন আরো বেশি ঝড়ো কাক হয়েছে টিনের চালে বৃষ্টি..পতনের শব্দ অধোপতনেরো গড়িয়ে গড়িয়ে কতদূর? তবু আমি ঠিকই টের পাই বৃষ্টি আর রঙিন প্রজাপতির শত্রুতা আর সেই ছোট্ট মেয়েটা- যার আদরের বাড়াবাড়িতে ঘর ছাড়তে চায় না বেড়ালটা অথচ বাড়ির সব্বাই তাকে বের করে দেয় রাস্তায়। সেই মেয়েটা যার হুহু কান্নায় অভিভূত মুগ্ধ হয়ে আমি তাকে পড়াই রবারি মানে ডাকাতি। আর এই ঘোর আধুনিক কালেউ জানি, আমার পায়ের আঙ্গুলের ক্ষত ঢের বেশি কষ্ট দেবে তবু আমি হাসপাতালে যাব না।

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
অনাহুত বেড়াল আর অভিমানী ক্ষতের জন্য বিষন্নতা । লাইন নং ৭ এ কি 'অধোপতনেরা ' হবেনা? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি
অধপতন এরো। ো তো লেকা যায় না।
হাসান মোরশেদ এর ছবি
বুঝা গেলো তবে । -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি
হ, আমাগো পরিচয়েই মধ্যেই অনাহুত, রবাহুত আগুন্তক-এইন্যা মিশ্যা রইছে।
সচলায়তন এর ছবি
=DX -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সবুজ বাঘ এর ছবি
বস, তালি দিলেন কারে ইয়ার্কি কইরা?
সচলায়তন এর ছবি
কি মুসিবত! মডু তালি দিলেও পাবলিকে বাকা চক্ষে দ্যাখে! -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সবুজ বাঘ এর ছবি
তাউতো কতা!
সুমন চৌধুরী এর ছবি
আহ্ অনেক দিন পরে পড়লাম....তুমি এই স্টাইলটা পুরাই কি বাদ্দিলা? এইটা সেই ১৯৯৯ এ শুনছিলাম মনে হয় প্রথম। শুইনাই পাঙ্খা। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
নজমুল আলবাব এর ছবি
ভাল লাগছে। মনে হয় কবিতাপাড়া সরগরম হবে আমাদের। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভুল সময়ের মর্মাহত বাউল
সৌরভ এর ছবি
মর্মাহত হইলাম ।

আবার লিখবো হয়তো কোন দিন

সবুজ বাঘ এর ছবি
আমার আবার কুনো স্টাইল আছিল নি? ঘ্যাছাঘ্যাছ মারতাম, কিছু অইলে অইতো না অইলে ফেরাই।
সবুজ বাঘ এর ছবি
হ, ১৯৯৯ সালেই। যেইবার বুড়ির বাড়ির নদ খাইবার যাইয়া পায়ে ব্যাদনা পাউয়া আর হেই ব্যাদনা নিয়া প্রেমে পড়া। তাহাদে জ্বইলা পুইড়া মইরা যাউয়া অসুন্দর গুপ্ত।
সবুজ বাঘ এর ছবি
তাই না আলবাব?
অরূপ এর ছবি
:-? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
সুমন চৌধুরী এর ছবি
অসুন্দর গুপ্তরে বাঁচান যায় না বান টোনা দিয়া? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
আঁচলরে ফিরিয়্যা আনা যায় না?
সুমন চৌধুরী এর ছবি
ঐটা ভালো না। ট্রাফিক না থাকাটা অবশ্য ভালো। তবে জাগায় জাগায় খানাখন্দকে হুদাই মরার দর্কার কি? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হযবরল এর ছবি
প্রেমের বায়বীয় ফান্দই তো কাল হইলোরে বাঘা। কিন্তু টুশ্যানি করতে গিয়া ইষ্টি কুটুম মিষ্টি কুটুম খেলছো। বহুৎ নেকী।
সবুজ বাঘ এর ছবি
ক্যারা লো তুই হজা, এত ফাইন কইরা আইন গাইন ধইরা হালাইলি? ছাত্রী আছিল বছর সাতেকের, তর সিন দেহার মাজেদা নিয়া এহন এট্টু নজ্জা খা।
অরূপ এর ছবি
সবুজ বাগডাসা, মাল ছাড়েন, পাংখা বানায় পলাইলেন কোনে? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
সবুজ বাঘ এর ছবি
আইয়া খালি নানান গিয়ানজাম দেহি। ভালা লাগে না। তাছাড়া কয়ডা আইড়া কাইড়া মন্তব্য কইরা ভয়ে আছি। যুদি খেদাইয়া দেয়? তাই এট্টু চুপ আছি।
হযবরল এর ছবি
একই লেখা কয়বার পড়ুম ? আর ছাত্রী নাই, একটাই ছাত্রী ?
সুমন চৌধুরী এর ছবি
গ্যাঞ্জাম নাই এখন। আর কখনো গ্যাঞ্জাম থাকলেও নিজের ন্যাহা চুপচাপ লেইখা গেলে গ্যাঞ্জাম অটোমেটিক পথ ভুল কইরা থাইমা যাইবো। তখন আমরা ছাড়া আর গ্যাঞ্জাম করার লোক থাকবো না। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি

তাই ন্যা?

সুমন চৌধুরী এর ছবি

নাকি?

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

তাইলে আর কি?

সুমন চৌধুরী এর ছবি

নতুন কিছু ছাড়ো...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।