পিথিবির সবচেয়ে বাজে লুকটা এই মাত্র মারা গেলেন। উনি আমার বাবা ছিলেন। উনাকে আমি ভালবাসতাম না। উনিও আমাকে না।
শেষদিকে উনি বেলেহাজের মতো একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটর জন্য ঘুরতো। আমি নানাভাবে এইজন্য তাকে অপমান করেছি। কারণ একদিন এই লুক সার্টিফিকেট ছিড়তে ছিড়তে বলছিলন, চেনা বামুনের পৈতা লাগে না।
কালের পরিক্রমায় অতিচেনা বামুনও পৈতাহীন হলে অচেনা হয়ে যায়।
মন্তব্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জানি না কেন.....রক্ত জমাট বেঁধে গেলো।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
আহ্। তাঁর আত্মা শান্তি পাক।
অপূরণীয় ক্ষতি। খুবই কষ্ট লাগলো খবরটা শুনে।
বাঘা,
.........
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
কষ্ট হচ্ছে খুব।
আপনাকে সমবেদনা।
কষ্ট হচ্ছে খুব।
আপনাকে সমবেদনা।
বাঘাদা... আন্তরিক সমবেদনা। উনার আত্মা শান্তি পাক, পরম করুনাময়ের কাছে এই প্রার্থনা করি।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
সমবেদনা রইলো।। উনার আত্মা শান্তি লাভ করুক।।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
গভীর সমবেদনা রইল। আপনার আব্বার মুক্তিযুদ্ধের ঘটনাগুলি লিখে ফেলুন। এইগুলো লিখে রাখা জরুরী হয়ে গেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খুব খুবই কষ্ট পেলাম শুনে। উনার আত্মা শান্তিতে থাকুক। আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না...মনে পড়ে তোর বাড়িতে গিয়ে দেখেছিলাম কীভাবে উনি সবার যত্ন-আত্তি করতেছিলেন। আহারে এত ভালো মানুষটা চলে গেলেন...এই ক্ষতির কোন সমবেদনা হয় না। মামা তুই শক্ত থাকিস এই সময়টাতে, যদি পারিস...
বাঘাদা পাশে আছি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সমবেদনা জানাই।
তার আত্মা শান্তি লাভ করুক। সমবেদনা রইল।
পলাশ রঞ্জন সান্যাল
গভীর সহমর্মিতা।
সমবেদনা জানাই।
সমবেদনা জানালাম।
মানুষের আত্মা কখনো শান্তি পায় না। আমরা জীবিতরা (যারা আত্মা + আরো অন্যান্য পদার্থ) কখনো কখনো আত্মার দিকে তাক করে শান্তি ছুড়ি। বরং এই কর্মকাণ্ডে আত্মারা আমোদ পেতে পারে। যেকোনো মৃত্যুই তাই অনুশোচনার কারণ। গভীর অনুশোচনা। গভীর অনুশোচনা।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আপনার কথা গুলো খুব ভালো লাগল।
ভালোলাগার ইতিহাসটুকু এখানে থাকুক।
দুঃখিত
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুমম্.........
কালের পরিক্রমায় অতি চেনা বামুনও পৈতাহীন হলে অচেনা হয়ে যায় ।
সত্যিই...।।
শান্তি পাক তাঁর আত্মা...।
সমবেদনা জানাই....খুব কঠিন এক সময় পার করছেন আপনি......গভীর সমবেদনা রইল। তাঁর আত্মা শান্তি লাভ করুক...এটাই প্রার্থনা করি।
আন্তরিক সমবেদনা জানাই .......
দুঃখিত ও সমবেদনা রইল।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
গভীর সমবেদনা
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
...........................................
...........................................
সমবেদনা.............................
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সমবেদনা বাঘাদা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আন্তরিক সমবেদনা
এই গভীর কষ্ট আর অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি আসুক আপনার জীবনে এই কামনা রইল
সমবেদনা জানাই৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
গভীর সমবেদনা...
----------------------------------------
সমবেদনা জানাই৷
...........................
Every Picture Tells a Story
আন্তরিক সমবেদনা................. বাঘা। ভাল থাকুন।
বুঝতে পারছি না, ২০১০ সাল আমার জন্য কুফা-সাল না কি! আমার ব্যক্তিগত জীবন আর সচল মিলে এই বছরের প্রথম মাস থেকে কেবলই মৃত্যু সংবাদ পেয়ে আসছি। 'কুফা-দশ', দূর হ্ জলদি।
বাঘ-মামা, আন্তরিক সমবেদনা জানাচ্ছি। উনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক।
- বুদ্ধু
...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
সমবেদনা নিন বাঘাদা...
_________________________________________
সেরিওজা
......
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
গভীর সমবেদনা জানাই ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কষ্টগুলো যখন 'ফান' হয়ে বেরোয়, তখন তা বুঝি আরো বেশি কষ্টকর হয়ে ওঠে !
পিতারা সন্তানের কাছে বটবৃক্ষের সমতূল, তা যেভাবেই হোক। গতকাল আমার প্রয়াত পিতার বাৎসরিক ক্রিয়া সম্পন্ন হয়েছে, আজ পেলাম আপনার দুঃসংবাদটি।
এখানে কোন সান্ত্বনা নেই, সমব্যথিতা জানাচ্ছি।
এতদিন আপনি পুত্র ছিলেন, এবার সত্যিকার অর্থে একজন পিতা হলেন। বিষয়টাকে এভাবে ভাবলে হয়তো প্রকৃতির স্বতসিদ্ধ নিয়মের কাছে ভেঙে পড়বেন না। এক অনিশ্চিৎ-অনির্দিষ্ট-অশেষ পথে আমরা সবাই এক-একটা গন্তব্যের আশ্চর্য পথচারি কেবল।
ভালো থাকুন, সবসময়। এই কামনা রইলো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এমনিই একটা লিখা পড়ছি ভেবেই শুরু করেছিলাম। অনেক বড় একটা ধাক্কা খেলাম।
সমবেদনা বাদে আর কোনো শব্দ জানা নেই
সমবেদনা রইল।
শাপলু, ভালো থাকার চেষ্টা করুন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সমবেদনাতো আর হওয়ার না, যতটুকু সম্ভব
---------------------------------------
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বাঘা. আমার বাপ যখন অসুস্থ তখন ভেবেছি বুড়ইরা আমারে না দেইখ্যা যাইব না। ছুটি-ছাটার বন্ধবস্ত করায় ব্যাস্ত: সতো হইলে বাপ, মরার আগে একবার দেখতে না পারলে কল্ঙ্ক। ছুটি নিসি, ফ্লাইট রেডী। এর মধ্যে দেশের থেইক্যা খবর আইল, তুমি ছুটি পিছায়া দেও। তোমার বাপরে আমরা মাটি দিসি, তুমি চল্লিশায় আইস।
তর বাপের দেখভাল কাছে থেকে করতে পেরেছিস। নিজে মাটি দিলি। আর কি চাস! বাপতো কারো চির কাল থাকে না। এই সব আপ্ত বাক্যের প্রয়োজন তোর নাই জানি। তবুও নিজের বাপের কথা মনে পড়ায় এসে গেলো। ভাল থাকিস।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
গভীর সমবেদনা রইল।
...
- আমি সমবেদনা জানাতে পারি না, প্রকাশও না। তারপরেও সমব্যথী জানবেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাবার আত্নার শান্তি কামনা করছি। শোক সইবার পান শকতি!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
উল্টো পথে হাঁটা এ দেশে এর চেয়ে ভাল আর কি হতে পারে...........একজন মুক্তিযোদ্ধা সনদের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, শুনলেই মনে হয় আমরা এক কলন্কিত জাতি.....ভবিষ্যতের যেকোন মুক্তির যুদ্ধে নিশ্চিতভাবেই আমার মত রাজাকারের সংখ্যা আরো বাড়বে।
আপনাকে অনেক অনেক সমবেদনা....
আমি কেউ না তবু আপনার পিতার কাছে বেহায়া আর নির্লজ্জ জাতির হয়ে ক্ষমা চাইছি...
যার যায়, যার হারায়, সে-ই জানে, আর বাকিটা বা বাকিরা পুরাই ভ্রান্ত ধারমা। নিজে সেই জ্বলন্ত আগুনের ওপর হেঁটে এসেছি খালি পায়ে, তাই অভিজ্ঞতা অনুমানযোগ্য। এখানে ভাষার ব্যবহার নিতান্তই অশ্লীল লাগে, চূড়ান্ত রকমের।
তারপরও বলি, আপনিই তো এখন পিতার দায়িত্ব নিচ্ছেন, যিনি আকাশের চাইতেও উঁচু।
সবার সাথে থাকবেন, একা থাকলেই কষ্টগুলো চেপে বসে।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
আমার নিজকে নিজের জুতাপেটা করতে ইচ্ছে করছে। এই মানুষটার সাথে সাক্ষাত করব বলে ভেবেছি গত চারমাস ধরে। তাঁর নিজের ব্যাপারে, পাকিস্তানীদের সাথে তাঁর সন্মূখ সমরের ব্যাপারে, মুক্তিযুদ্ধে তাঁর মারাত্মক আহত হবার ব্যাপারে, মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে তাঁর বঞ্চনার ব্যাপারে, ক্যান্সারের সাথে তাঁর দীর্ঘ যুদ্ধের ব্যাপারে বিস্তারিত কথা বলব বলে ভেবে রেখেছিলাম। সেগুলো লিখব ভেবেছিলাম। কিছুই আর হলনা।
**********************************************
শাপলু, এই শোকের কোন সান্ত্বনা হয়না, এই ক্ষতির কোন পূরণ হয়না। তাই মিথ্যা সান্ত্বনা দেবার ধৃষ্টতা দেখাবোনা। আমি জানি সময় এই শোককে সামান্য প্রশমিত করবে মাত্র, কিন্তু এর ক্ষত সারা জীবন ভর থেকে যাবে। ভালো থাকবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তিনি যেখানে গেছেন সেখানে আসলেই চেনা বামুনের পৈতা লাগেনা,
আশা করি সেখানে তিনি শান্তি পাবেন।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
...
সমবেদনা।
আমার বাপেরও একই চিন্তাভাবনা ছিলো। উনিও এতোদিন চেনা বামনের ভাব ধরেই ছিলেন। হঠাত কি মনে করে এখন সার্টিফিকেটের জন্য দৌড়ানোর ধান্ধায় দেশে যাওয়ার জন্য টিকেট বুকিং দিয়েছিলেন (জিঞ্জেস করায় বলেছিলেন পৈতা নিতে যেতে চান )। আমার বকা খেয়ে টিকেট বাতিল করেছেন গত পরশু।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সব মিলিয়ে সময়টা একটু অস্থির। সুস্থ থাকুন সেটাই সবচেয়ে দরকারি এখন।
---------------
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
খুবই খারাপ লাগল শুনে। ওনার আত্মা শান্তি পাক এবং উনি স্বর্গবাসী হোন এই কামনা
করছি। সেখানে কিন্তু পৈতের কোন দরকার পরবে না।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
দুঃখিত এবং সমব্যাথিত...
''চৈত্রী''
গভীর সমবেদনা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
এই কঠিন সময়গুলো আমাদের অনেক্কেই পার করতে হয়েছে বা হবে। অব্যক্ত সমবেদনা আপনার পিতার মৃত্যুতে।
--শফকত মোর্শেদ
-----------------------------------------------------------------------------------------------
সহজ কথা যায় না বলা সহজে
কি মাঝি, ডরাইলা?
আমি শান্তনা দিতে পারিনা। সমবেদনাও না। আপনাকে শুধু এ টুকুই বলতে পারি, প্রার্থনা করি, পরম করুণাময় যেন শোক সহ্য করবার ক্ষমতা আপনাকে দেন।
--------------------------------------------------------------------------------
নতুন মন্তব্য করুন