প্রতিশ্রুত সত্যের কাছে হুমায়ুন হাশিম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: মঙ্গল, ২০/০৭/২০১০ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকালের রোদ জমে আছে পৃথিবীর পাদুকায়

রাদুকার চপ্পল পরে হাঁটছেন হুমায়ুন হাশিম

আমি জানি লোকটা ফালতু নয়

কিঙবা ফালতুই। ডাল তরকারি দিয়ে ভাত মেরেছে কি মারেনি

সে তর্কে না যাই, তবে সাকুরায় বসে লোকটাকে একটা চিলড ফস্টার গিলতে দেখেছি

হুইস্কির পয়সা ছিল না বলে। এমনটি নয়, আসলে সে ফস্টারই ভালবাসে

যদিও লোকেরা তা মানে না। তারা জানে, হুমায়ুন হাশিম হুইস্কি পারে না

আরে নারে না, আমি তারে দেখেছি অফিসের নারী কলিগদের সাথে হেসে হেসে কথা কইতে

চলতে ফিরতে মিটিমিটি হাসি সৌহার্দ্য বিনিময়ে

তা সত্ত্বেও ইনিযে বিনিয়ে চুগলখুরিতে পাইনি

একা একা মনে মনে সে পৃথিবীরেই শুধু ভালবাসে

আর বাসে নিজেরে


মন্তব্য

সবজান্তা এর ছবি

"জীবনে আনন্দের" গন্ধ পাইলাম... ভালো লাগলো, অনেক দিন পর !


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাঘাদা,
মাঝে মধ্যে এইরকম অনবদ্য কবিতা দিয়ে পাশা উল্টে দ্যান একেবারে! খুবই ভালো লাগল!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিন্দ্য রহমান এর ছবি

ভালো হইসে ...
(এক মাতাল বন্ধু আমাকে বলসিল ভোরের কাগজ আমি মাথার নিচে বালিশ বানায়া শুই ... সেই রামও আছে, অযোধ্যাও আছে, মাঝখান দিয়া রাবণটা মইরা গেল মন খারাপ )
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার লাগলো।

তাসনীম এর ছবি

দুর্দান্ত...
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আনন্দী কল্যাণ এর ছবি

অদ্ভুত রকমের ভাল!!

অতিথি লেখক এর ছবি

ভিন্ন রকমের স্বাদ পেলাম। ভাল লাগলো।

অনন্ত

মুস্তাফিজ এর ছবি

হুমায়ুন হাশিম মানে সাংবাদিক হুমায়ুন হাশিম? উনি শুনেছিলাম অ্যান্থনি মাসক্যারেনহাসের 'দি রেপ অব বাংলাদেশ’ এর অনুবাদে হাত দিয়েছিলেন।

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

চমৎকার কবিতা !!!

_________________________________________

সেরিওজা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেকদিন পরে বাঘার অরজিনাল সবুজ রঙটা জ্বলজ্বল করে উঠলো... পুরাই সিরাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

ভাল লাগলো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নাশতারান এর ছবি

আপনি একজন মহান বাঘ।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

ওরে বাঘা ...

----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সংসপ্তক এর ছবি

পুনর্গ্রাউল!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি
স্পর্শ এর ছবি

আরেকবার পড়ে গেলাম।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।