অতএব সুমন রাজন মোহন
বন্ধু আমরা তিনজন
একটা গান ছিল পৃথিবিতে
এহনো মনে পড়ে স্ট্যানগান
উইড়া আহা ঝাঁক ঝাঁক গুলি
পাহাইড়া ও চইরা দর্শকগো সিটের তলে টুক পলান্তি
রেজ্জাক আলঙ্গীর ও শুহেলরানা
উয়া ঢিশুম উয়া ঢিশুম্মা হাহাহা
নানাবিধ হাসতামশা ও বন্ধুত্ব শ্যাষে
শত্রু হইয়া যায় একদিন চোক্খের পলকে
তাহাদে নিরুতিশয় গিয়ানজাম।
এ ওরে মারে কিম্বা মারবার নিগ্যা ছ্যাহার নগাল পিছ পিছ ঘুরে
একদিন সব্বাই মইরা যায়
কিম্বা বাঁইচা থাকে আলঙ্গীরে কিম্বা রেজ্জাকে
ক্যারা জানে?
তয় ঠোঁটে সিকারেট ঝুলাইয়া
মইরা যায় সুহেল রানা
এহনো চোকে ভাসে
তাহাদের প্রেমিকারা কিম্বা বউ ও ভাবীরা
সুচরিতা, শাবানা নাকি ববিত্যা?
না অন্য কেউ? কাজরী বা ওলিভিয়া?
এহন আর জানি ন্যা
খালি সুমন রাজন মোহন আইসা
পুরাইনা সুমায় মুনে করায়
একটা স্ট্যানগান
ঝাঁক ঝাঁক গুলি
আমার পাহাইড়া হৃদয়
খালি সিটের তলে পলায়
মন্তব্য
আর তো কিছু কওয়ার নাই...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
তয় ঠোঁটে সিকারেট ঝুলাইয়া
মইরা যায় সুহেল রানা
এহনো চোকে ভাসে
হাচাঐ কইছ বাগু।
---
ছুডুবেলায় ভাবতাম ওয়াসিম আর জসিম এর ওর নাম লইলা মারামারি করে। ওয়াসিম জসিমরে ঘুসি দিবার সময় দাত মুখ খিচাইয়া কয় "উই জসিম উই জসিম" আর জসিমও ওয়াসিম রে কন্নি মারবার কালে চিক্কুর পারে "উই ওয়াসিম উই ওয়াসিম"। পরে আমার ছুডু চাচা বুঝাইয়া দিল। ওগুলা মাইরের একশান আওয়াজ। ঢিশুম ঢিশুম।
হায় শুহেল রানা, হ্যারার ট্যাক্লা লইয়া ২ লাইন ল্যাকপা না?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সবুজ রঙের এক বাঘ আইসা
আমি যে আজন্মা পাহাইড়া
হেই কতাডা বার বার মুনে করায়।
আহ শুহেল্রানা
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
সুমন, রাজন, মোহন
বন্ধু আমরা তিনজন
ভালোবাসার জিঞ্জির বাঁধা
আমাদের জীবন
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এখনো ঢিশুম ঢিশুম হয়, খালি আওয়াজ পাওয়া যায় না।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
১৯৭৯ সালের ছবি দিলীপ বিশ্বাসের 'জিঞ্জির'!!! মামা ধরতে পারছি
...........................
Every Picture Tells a Story
অভিসার হলে দেখেছিলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বাহ, বাঘা'দার ইউজুয়াল ফর্মাটের বাইরের লেখা
খুব ভাল লাগল বাঘা'দা!
বাঘ ভাই... কি খপ্পর?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
চমৎকার লাগলো।
ছবিটার কথা এখনো মনে আছে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ভালু , ভালু এবং ভালু !!
এই না হইলে আমগো বাঘা'দা ।
কিন্তু দাদা 'পৃথিবী'র জাগায় পিথিমি লেকলেই তো বেশি মানাইতো মনে লয়
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার মনে হইতাছে অই ছিনামার হিরু এইখানে মাইনর ফ্যাক্টর। কথা হইল, আইজ থিক্কা ১৫ ২০ বচ্ছর আগের উদ্দাম জীবন, বহমান তামসিকতা, পরবর্তি ঘটমান ও পুরাঘটীত অতীত বর্তমান ভবিষ্যত, বইয়া চলা সুময় , নানা চড়াই উৎরাইয়ের পরে আইজকার নিরাবেগ নির্মোহ রোমন্থনের সুখ। সুহেল্রানা খালি ফর্ম হিসেবে ইউজ হইছে, আর কিছু না।হেরে বেল দেওনের কিছু নাইক্কা।
বাঘা দা আমার ভ্রমভঞ্জন কইরেন।আমি হালায় কবিতা ভালা বুজি না...
আরেক কথা বাঘা দা, পূর্ববর্তি মইন্তব্যের পরিপ্রেক্ষিতে, আমি নিযেই আপনেরে কইছিলাম আগে যে আপ্নের ল্যাখা বেরসিক পাঠকরে ব্যাখ্যার কোন দায় আপনের নাই, থাকনের দরকার ভি নাই। তাই ঐ ভ্রম্ভঞ্জনের আবেদন আপনে চাইলেই খারিজ করবার পারেন, নো বিগ ডিল। তয় আমার একটু বুঝবার মঞ্চাইছিল...এই আরকি।
মাহবুব।
ভাল লাগছে
অরে শুহেলরানা !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
নতুন মন্তব্য করুন