মায়োনিজ মাখানো ঘুড়ার ডিম দ্বারা ভাত পান করার পর
শইল্যে একটা মৌরিতানিয়া বাসা বাঁন্ধে
আমি তারে বললাম, মৌরিতানিয়াগো...আমি তুমাকে ভালোবাসি
ভালোবাসি তুমার আধার কালো চোখ মিটিমিটি হাসি
বাসি ফুলসদৃশ নধর অধর গিধরের ন্যায় পান করিতে
তাহার পর টাইগ্রিস নদীর জলে চান করিতে
আমাগো চাইরপাশে তখন ফ্যান্টাশটিক সব দৃশ্যাবলি
না রঙ না রক্ত কেবলি ঋতুরাজ বসন্ত ফুল পাখি লতা পাতাসমেত কিঞ্চিত হিমেল হাওয়া খালি খেলা করে খালি ড়্যালা করে
প্রিয় মৌরিতানিয়াগো....বলিয়া চাহিয়া রহি
সে হাসে। হাসিয়া কহে, এইন্না ব্যাকেই বলে। আরও কহে, ফইচক্যা ছ্যাড়া কুনহানকার, তাত্তাড়ি চেন নাগান, আপনের প্যানের।
মন্তব্য
মৌরিতান বলে একটা দেশ আছেনা?
খুব আনন্দ নিয়ে পড়লাম। দারুন! অনেকদিন পরে লিখলে হে ব্যাঘ্র!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ফাঁকিবাজের লিস্টি করে সন্দেশ মামা একটা কামের কাম করছে। সবাই এখন ফড়ফড়িয়ে লেখাশুরু কচ্চে । বহুদিন পর বাঘ মামার লেখা পাইলাম
কি বিচিত্র লেখনি আর তার ক্যাটেগরি .. এই রাত্রি দ্বিপ্রহরে মুখভর্তি হাসি নিয়ে ঘুমোতে যাচ্ছি
বাঘ আবার সবুজ হয় নাকি! কলিকালে কত কি দেখবো
বহুদিন পর ব্যাঘ্র কাউরে ভালোবাসিলো
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বহুদিন পরে লিখলেন। ভাল লাগছে।
কবিতাটা ঠিক বুঝি নাই। তাছাড়া ভাত আবার পান করে কিভাবে?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
''তাছাড়া ভাত আবার পান করে কিভাবে?''
ফালতু কিছু কালারের সন্ধানে আলতু করে ভাত ঘাটাঘাটি কইরা দুয়েকদিন পর যখন ভাতটারে খাইতে যাবেন ঠিক তখনই আপনি আবস্কার করবেন যে ভাত ব্যাপারটা পান করা ছাড়া আর কোন উপাই নাই।
হুজুর স্যারে ভাত পান করার সহি কায়দা শিখাইছিল ক্লাসে। অভিজ্ঞ মানুষ।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হুম
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ভাত পানিতে ভিজিয়ে রাখলে দুই দিনের মধ্যে সেটা বাড লাইটের মতো ভাত লাইটে পরিণত হয়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
বাঘ কেন ডাগদর?
ব্যাঘ্রচিকিৎসা ভালু পাইলাম।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সবুজ বাঘের কবিতা !!!! আহা কী আনন্দ আকাশে বাতাসে
আপনিও তো অনেকদিন ধরে লিখেন না, আনন্দীদি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
লিখলাম
দারুণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
চরম।
ডাকঘর | ছবিঘর
আমিও এক্কালে হাত্তালি দিয়া ড়্যালা কর্তাম। বসন্তের ড়্যালা -- ওরে গৃহবাসী খোল দ্বার খোওওল, লাগল যে দোল, স্থলে জলে বনতলে লাগল যে দোল। ওস্তাদরে পুরানা গার্টেনে ঘাউ কর্তে ম্যালা পরে দেখলাম। ধন্যবাদ।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দারুণ হয়েচে।
...........................
Every Picture Tells a Story
সবুজ বাঘ কী নিরামশাষী হয় ?
যাই হোক লেখাটা পুরো না বুঝলেও নিজের মত করে বুঝতে পারছি ।
কে জানে কী বুঝছি ।
তবে এই মাথা ঘামানোর ব্যাপারটাই বেশ ভাল ।
আর ভাল অবশ্যই আপনার নিক টা ।
ভালো থাকবেন ।
বাঘ কখন সবুজ হয়? বাঘ যখন কবিতা লেখে-- তখন অবুজ হতে হতে বাঘ মামা সবুজ হয়ে পড়ে। সবুজ বাঘের কবিতা ভালো লাগল।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
হালুম
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
উড়ে ! বাঘা! জবর হৈছে!!
আরো রংবেরং-এর মৌরিতানিয়া লোইয়া আসো
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বহুতদিন পর বাঘ মামা আইল।
খুব দুঃখ ভারাক্রান্ত কবিতা, খুউউউউব। বেশি ড়্যালা কইরেন না, নাইলে ধর্মতলার মোড়ে টাঙ্গায়া রাখবো
অলমিতি বিস্তারেণ
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
বাঘাদা রক্স
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হেইয়া নি কারবার!!?
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এইন্না ব্যাকেই বলে।
facebook
কত শত দিন পরে সবুজ বাঘের কবিতা। নস্টালজিক হয়ে গেলাম।
ইচ্ছার আগুনে জ্বলছি...
প্যানের চেন নাগাইছিলেন শেষ পন্তক?
অনেকদিন পর এলেন। অয়েলকামব্যাক।
কোন্দিক দিয়া হান্দাইল মাথার মইধ্যে না হান্দাইল না হেইডাও বুঝবার পারলাম না। তয় ক্যটাগরীটা জব্বর মানাইচে লিখাডার সাথে।
মৌরিতানিয়াগো, ভালোবেসে এত ঝ্বালা আগে বুঝিনি।
সবাইকে ধন্যবাদ।
সেরাম......ক্লাসিক......
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বহুদিন পর আপনার লেখা পড়লাম!
নতুন মন্তব্য করুন