গেম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ২৯/০৬/২০১২ - ১২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেম হেরে গেছি বহু আগেই
কেবল মৌরসিপাট্টাই বাকি
তবু সেম গেম এলে এখনও মুষড়ে পড়ি খেলিবার তরে


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

চোখ টিপি

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

চলুক ম্যাঁও

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রদীপ্তময় সাহা এর ছবি

হেরে গিয়েও মৌরসিপাট্টা ?? অ্যাঁ

সবুজ বাঘ এর ছবি

মাতায় নানাবিধ মৌরসিপাট্টা গাড়িয়া বসিয়াছে। তাই ভুলভাল বকিতাছি। কিছু মুনে নিবাইন না জনাব।

প্রদীপ্তময় সাহা এর ছবি

না না, কুছু মুনে কুরি নাই । হাসি
এইরকম আরও কিছু ভুলভাল বকেন। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সবুজ বাঘ এর ছবি

আপনার দয়ার শরীল।

সবজান্তা এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

এইডা কী হইল? কিছু তো বুঝলাম না। আমার দেখি ৩ডা পাঁচতারা! কেউ এট্টু বুঝায়ে বলবেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সবজান্তা এর ছবি

শান্ত, তিনটা পাঁচতারা মানে হইলো তিনজন লোকের কবিতাটা খুব ভাল্লাগছে দেঁতো হাসি তিনজনের মধ্যে আমি একজন। আমার মনে হইছে এইটা একটা চমৎকার কবিতা... মাত্র তিন লাইনেই গেম দিয়া দিছে চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

বুঝা পাইছি বন্ধু। তা আছো কেমুন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

"মৌরসিপাট্টাই" মানে কি একটু বলবেন? তাহলে আবারো পড়তে সুবিধা হতো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সবুজ বাঘ এর ছবি

আমিই কি জানি?

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

মৌরসি পাট্টা- খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত বা ঐ বন্দোবস্তের দলিল।(সংসদ্ বাঙ্গালা অভিধান, চতুর্থ সংস্করণ)

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

খেলারাম খেলে যা চোখ টিপি

দুর্দান্ত এর ছবি

বাঘাদা - মনে রাখবেন "পিলার ইস দা সাকসেস অফ ফেইলিউর"

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, কি মন্তব্যরে বাবা! বাক্যটার অর্থ নিয়ে গবেষণা করছি।

অনিন্দ্য রহমান এর ছবি

তাই বইলা করাত দিয়া কাটবেন শাপলুভাই?
৫ তারা।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবুজ বাঘ এর ছবি

করাত একটা ভ্রান্ত ধারমা। পিথিবি পেনফুল না হইলে চেনখুলার আনন্দ থাকতো না।

ধৈবত এর ছবি

তারেক অণু এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

এইটারে বলে বাঘা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

পুতুল এর ছবি

এতো দিন কুতায় ছিলেন বাঘ মামা।
এখন থেকে নিয়মিত লিখুন।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুমন চৌধুরী এর ছবি

সেমগেম সেমসাইড থেকে ভালো?

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

কস কী??

সবুজ বাঘ এর ছবি

সেমসাইড সেমগেম সেমসাইড সেম পেন ইজিকাল্টু ওরে ওইডাই ধরছে।।ইতি বারকোশভাঙ্গা পাগল।

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

খেকশিয়াল এর ছবি

বাঘাদা কতা কয় না কিল্লাই? সে কি গেম খেলে? গবেষণা ভাল পাইনু দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ফকির লালন এর ছবি

হাততালি

সবুজ বাঘ এর ছবি

সবাইরে ধন্যবাদ।

তানিম এহসান এর ছবি

তোমাকেও ধন্যবাদ।

তাপস শর্মা এর ছবি

দুর্ধর্ষ। এভাবেও বলা যায়...... এভাবেও দেখা যায়।

দ্রোহী এর ছবি

ব্যায়াম করেন বেশি বেশি। চোখ টিপি

কিম্ভূত এর ছবি

বুঝি নাই একদমই। ওঁয়া ওঁয়া

ক্রেসিডা এর ছবি

আমি যেভাবে বুঝে নিয়েছি, শোয়েব ভাই এর তথ্য অনুযায়ী "মৌরসি পাট্টা- খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত বা ঐ বন্দোবস্তের দলিল।(সংসদ্ বাঙ্গালা অভিধান, চতুর্থ সংস্করণ)"

তার মানে প্রথম লাইনের হেরে যাওয়া হয়তো কোন এক অতীতের নাড়িতে হাত রেখে তার হৃৎস্পন্দন অনভব করা, মানে এই হেরে যাওয়া পা যে কোন কিছু থেকে হতে পারে, যেহেতু ২য় লাইনে মৌরসি পাট্টা তখাটা এসেছে, তাই আক্ষরিক অর্থ ধরে যদি এগুই, তবে হেরে যাওয়াটা কোন একটা দৃঢ় অবস্থান থেকে সরে আসা, শেষ লাইনে "সেম গেম এলে শুষড়ে পড়া" শুধুই একটা অভ্যস্ততা.. বা পুনরায় তার অবস্থান ফিরে পাবার বাসনা, বা মুষড়ে পড়াটা একটা লোভ, ..

সেম ভাবে অন্য বাবে ও নেয়া যায়, লাইক.. দৃঢ় অবস্থান .. বা মৌরসি পাট্টা- তাকে জমি ভোগের অর্থ ধরে অন্য ভোগ এ চিন্তা করা.. ব্লা ব্লা....

আশা করি কবি রাগ করবেন না আমার মতো করে বুঝে নেয়ায়। কবিতা তো এমনি.. এক এক পঠনে এক এক অর্থ নিয়ে আসা।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

আবার যদি "গেম" টাকে একটা সময় বা একটা মুহুর্ত ধরে নেয়া যায়, আর "মৌরসিপাট্টাই" মানে জমি ভোগ করা... "জমি" টাকে যদি কোন নারী দেহ.. বা একটা অভ্যস্ততা.. একরকম রুটিনমাফিক চলা.. (যেমন প্রিটেন্ড করা.. কিন্তু আদতে তা ভিন্ন).. তাহলে অন্য ভাবে ভাবা যায় লেখাটাকে।

যাক.. সরি, আমি শুধু আমার চিন্তা-ভাবনাটুকুকে প্রকতাশ করলাম.. যদি আপনি আপনার এঙ্গেলে ভাবতে পারেন বা চেষ্টা করে দেখেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

বাপ্পীহায়াত এর ছবি

কবিতা বুঝিনা তবে বাঘা'দা কে অনেকদিন পরে লিখতে দেখে ভাল লাগল চলুক

সাইফ তাহসিন এর ছবি

গবেষনা???? কেম্নে কি?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।