নিস্তলরয় বনাম ফুটবল ও পিস্তল অথবা নাইলোটিকা মাছ

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ১০/০১/২০১৩ - ১১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাইলোটিকা মাছের গভীরে জমে আছে লাল
অথবা আমাদের পিস্তল পবিত্র পিস্তল আমার
এখানে কুমুদিনী গার্লস কলেজের সামনে একা দাঁড়িয়ে
তোমাকে দেখব বলে এই ঘনঘোর অন্ধকার
নিশাচর পাখির মতো তন্দ্রাহীন
প্রখর রোদে

এই যে বিকেলবেলাগুনি ধসে গেল
এই যে নির্দয় প্রেম একদিন ফুরিয়ে গেল
এই যে অকস্মাৎ মানুষের মন
শনপাপড়ির মতো থোকা থোকা
মিষ্টি হয়ে ঝরে পড়ে মানুষেরই মনে
অরণ্যে ভরনপোষনের দায় কে কাহারে দিছে
তবু পিস্তল প্রিয় পিস্তল আমার
এইখানে চুপ মেরে বসো
হাসো হোহো হো
বিকালের রোদ মেরে এলে আমরাও ঝাপাবো
ব্যাপক ফুটবলে

ওগো নিস্তলরয় আমাকে ফুটবল খেলা শিখাও


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

লাইছেন আছে?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবুজ বাঘ এর ছবি

নাইছেন (সেন্স) আছে...

অরফিয়াস এর ছবি

হুমম, দেশী নাকি বিদেশী মেশিন ?? চিন্তিত

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সবুজ বাঘ এর ছবি

শুশুতোষ মেশিঙ

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অরণ্যে ভরনপোষনের দায় কে কাহারে দিছে?

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

এই যে বিকেলবেলাগুনি ধসে গেল
এই যে নির্দয় প্রেম একদিন ফুরিয়ে গেল
এই যে অকস্মাৎ মানুষের মন
শনপাপড়ির মতো থোকা থোকা
মিষ্টি হয়ে ঝরে পড়ে মানুষেরই মনে

কিছু বলবো, কিন্তু কী বলবো! 'এত সুন্দর'- এটুকুই গুছিয়ে বলা যায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সবুজ বাঘ এর ছবি

এইবার এট্টু আইলা ঝাইলা কইলা বলো

মণিকা রশিদ এর ছবি

কাজকম্ম ছাইড়া উৎকাইল্যার নাহান গার্লস ইশকুলের সামনে মজনু হয়া খাড়ায়া থাকলে এরাম হবেনা তো কিরাম হবে! হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সবুজ বাঘ এর ছবি

গাছইশকুল না ম্যাঠাম, গাছ কালেজ। কিরাম আর হবে, সিরামই হবে। কিছু মনে নিবাইন না মেঠাম, মুনে হচ্চে কাজ কম্মো ছাড়া নিয়া আপনের তেমুন সমেস্যা নাই, যেমুন সমেস্যা গাছইশকুলের সামনে খাড়ানি নিয়া। হেহেহে

মণিকা রশিদ এর ছবি

হো হো হো

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনার্য সঙ্গীত এর ছবি

আহা, বাঘা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সবুজ বাঘ এর ছবি

হাসি

সবজান্তা এর ছবি

এখানে কুমুদিনী গার্লস কলেজের সামনে একা দাঁড়িয়ে
তোমাকে দেখব বলে এই ঘনঘোর অন্ধকার
নিশাচর পাখির মতো তন্দ্রাহীন
প্রখর রোদে

হে হে... এই কামই তাইলে করতেন ব্রাদার হো চো মিন হো হো হো

যাই হোক দাদা, একদম ঘাপিয়ে দিয়েছেন। অনেকদিন পর...

সবুজ বাঘ এর ছবি

আরেহ পিটার ভামরুনগ্রাদ কুথাকার, ব্যাফারডা মুটেও সেরাম না। আসলে আমাগো ইস্কুলে দুইডা পুলা পড়তো। আমাগো ক্লাশেই। দুইডারই চুল খাড়া খাড়া। আর অতিরক্ত ফর্শার কারমে ঠোঁট লাল। ফলে চুলখাড়া খাড়ার কমবেশ অনুযায়ী একটার নাম দিলাম মাহেরু জানোয়ার আরেকটার নাম লাল সাপের বাচ্চা। তে সুমায়ের বিবর্তনে কার নাম যে লাল হাপের বাচ্চা আর কার নাম যে মাহেরু জুনার তা আর আমার মুনে থাকলো না। ফলে দুইটার নামই হইয়া গেল মাহেরু জুনার। তে ম্যালাদিন পর একদিন টাঙ্গাইল গেছি। রিকশা নইয়া আইফার নুইছি, তো কুমুদিনী কালেজের সামনে একটা মাহেরু জুনার আমারে দেইখা হাসপার নুইছে। ভাবলাম, ম্যালা দিন পর দেহা, ইশকুলের ন্যায় উহারে কিছু গুতা দ্বারা যাই। ফলে ফাল দ্বারা রিকশা হইতে নামিয়া পড়িয়া আইগিয়া গেলাম। হ্যানশিপের উদ্দেশ্যে হস্ত বাড়াইয়া দিলাম। কিন্তু নির্ধারিত টাইম অতিক্রান্ত হওনের পরও দেহি মাহেরু হস্তমৈথুন করে না। উপরন্তু মিচিমিচি হাসিয়াই যাইতাছে। ফলে উহার পেটুলিতে হাতখানা ঢুকাইয়া দ্বারা নাড়াচাড়া করিতেই উহা কহিতে লাগিল, খাড়া খাড়া দেকপার দে। এইবার আমার হুশ ফিরিয়া আসিল, আমি উহার দৃষ্টি অনুসরম দ্বারা দেখিতে পাইলাম, উহা হামাক নয়, কুমুদিনী কালেজ দেখিতেছে। হেহেহে।

সবজান্তা এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

অরণ্যে ভরনপোষনের দায় কে কাহারে দিছে

খেকশিয়াল এর ছবি

অরণ্যে ভরনপোষনের দায় কে কাহারে দিছে

হে হে জুটতো সেরম একটা সীতা, ভরনপোষন তো কিছুই না, "সোনার হরিণ আইনা দাউ! সোনার হরিণ আইনা দাউ!" কইয়া কানের পোক নড়াইয়া দিতো দেঁতো হাসি

'প্রকৃতি'টা খুবই সুন্দর হইছে হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

করিম এর ছবি

Nistlerএর উচ্চারণ কিন্তু ‘নিসলরয়”।

সাফিনাজ আরজু এর ছবি

এই যে বিকেলবেলাগুনি ধসে গেল
এই যে নির্দয় প্রেম একদিন ফুরিয়ে গেল
এই যে অকস্মাৎ মানুষের মন
শনপাপড়ির মতো থোকা থোকা
মিষ্টি হয়ে ঝরে পড়ে মানুষেরই মনে

চলুক চলুক হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

"শনপাপড়ির মতো থোকা থোকা
মিষ্টি হয়ে ঝরে পড়ে মানুষেরই মনে"

শনপাপড়ি কি থোকা থোকা হয়? বহুদিন খাইনি দেখতে কেমন একটু ভুলে গেছি। ইয়ে, মানে...

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

নীড় সন্ধানী এর ছবি

পিস্তলের হাসিতে কি বাইর আর চ্যাতলে কি বাইর হয়?
খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।