মৌরিতানিয়ার মতো হয়ে যাচ্ছে পৃথিবীর নদী ও নারী
গহ্বর থেকে উঠে আসছে সাপ
উঠে আসছে পাপ
বিলাস দ্রব্যের মতো আমাদের চায়ের কাপ
শুষে নিচ্ছে যাবতীয় কনডেন্স মিল্ক
সিলসিলা ড্রেসের মতোই রঙিন
বড় রঙিন সন্তোষে কাটানো বালকবেলা
আহা সিলসিলা কাপড়ে ঢাকা মেয়েরা
তুমাদের মনে পড়ে
....কবিতার নাম মরে যাবার আগে ও পরে
মন্তব্য
হে হে...
মজা পেলাম
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
খুবা ভালোলাগছে! কিছু মনে পড়ে না?
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বাঘা'দা, বেশ লাগল----
টুইকা রাখো।
অজ্ঞাতবাস
মজা পাইলাম খুব
নতুন মন্তব্য করুন