নিকোবর দ্বীপপুঞ্জে ফালতু নোক
বসবাস করে না বলেই প্রতীয়মান হয়।
তারপরো কেন যানি মনে হয়
উখানেউ ফালতু নোক পাউয়া যেতে পারে
হয়তো ডাল তরকারি খাউয়ারত অবস্থায়।
কারণ বাঘ, সিংহ আর প্রজাপতির দেশেই
যখন ফালতু নোক ঘুরে বেড়ায় এন্তার
তখন নিকোবর দ্বীপপুঞ্জ এমন কোনো মেয়েলিপনার জায়গা নয়,
যেখানে ফালতু নোক ডাল তরকারি দিয়ে ভাত মারবে না।
তাই হে আমার নিকোবর দ্বীপপুঞ্জ
তুমাকে ভালবেসে আমিই না হয়
ফালতু লোক সেজে তুমার কাছে গেলাম
আমাকে শুধু খেলাধুলার জন্য
কিছু নারী সাথী দিউ-যারা ফুল ভালবাসে প্রেম ভালবাসে
আর খেলাধুলার পর খেতে দেয় ভরপেট।
কাজ নয়, কামের বিনিময়ে খাদ্য থিউরিকে ভালবেসে।
মন্তব্য
যাওয়ার সময় নিয়া যাইয়ো
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
তাতো যামুই। উইহানে একা যাইয়া মরুম না!
সকাম আর মোকামের ঘেরাটোপ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মুকাম খালি থাকলে কুকাম চলে বেশি।
কথা পুরাপুরি সইত্য
কি মাঝি? ডরাইলা?
কুকাম! কাম আবার কু কবে থেইকা ?
চমৎকার বক্তব্য উপস্থাপিত হয়েছে। সাখাওয়াৎ
নতুন মন্তব্য করুন