একটা ফালতু গ্যাংটক আমাকে মাথায় তুলে বলল
দ্যাখ, আমি কত বড়!!
আমি চাইলেই সমুদ্রকে ভালবাসতে পারি।
আদর করতে পারি ইচ্ছামতো
যত্রতত্র সমুদ্রের সারা শরীর।
এমনকি চাইলে কামড়ো বসাতে পারি সমুদ্রের গালে
ফাল দিয়ে মাথা থেকে নেমে গ্যাংটককে কইলাম,
দ্যাক..আমি কত ছুটো..
আমি চাইলেই সমুদ্রকে ভালবাসতে পারি না
আদর করতে পারি না ইচ্ছামতো
যত্রতত্র সারা শরীর তো দূরস্থান।
তারপরো সমুদ্রের পায়ের কাছে নিত্যি বসে থাকি
তার সৌন্দর্যমণ্ডিত ভুতুমটাকে দেখব বলে।
ফালতু গ্যাংটক আমার নাজেহাল দশা দেখে অযথাই হাসে।
মন্তব্য
হ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কী হ?
হা হা হা হা
উইইইইইইইইইই
লাইন ছাড়া চলেনা রেলগাড়ি
চমৎকার।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আফনেরা খুশি হইলে আমার নাখোশ হউয়ার কুনো উফায়ই নাই।
গ্যাংটক অযথাই গাসে নারে। বাটে পড়লে বুঝবি।
গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা
তুই এত সকালেই কীভা কইরা বুঝলি?
নতুন মন্তব্য করুন