তাহিতি দ্বীপের বাঁহাতি ছোকরা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ২২/১০/২০০৭ - ৫:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তাহিতি দ্বীপপুঞ্জে এক বাঁহাতি ছোকরা ঘুরে বেড়াচ্ছিল
অযথা। সারা দিনমান ধরে ঘুরে বেড়াচ্ছিল
নারকোল আর কেয়ার বনজুড়ে ছিল স্বাভাবিক নিস্তব্ধতা
সেই সময় এক নিহত ঘোড়া
এসে সামনে দাঁড়ালো। বলল, ট্যাকে কয় ট্যাকা আছে?
বাঁহাতি ছোকরা ডানহাতে প্রাণ নিয়ে রুদ্ধশ্বাস দৌড়ে
ঘোড়া থেকে দূরে যেতে চাইলো। কিন্তু নিহত ঘোড়া বুড়া হলেও চমৎকার গতি হারায়নি এখনো।
ফলাফল: খাড়ার উপর ধরা পড়লো বাঁহাতি ছোকরা।
ট্যাকের ট্যাকাগুলান নিহত ঘুড়া ঘাসের মতোন চিবিয়ে খেল এটফার্স্ট
তারপর জল চাইলো খলের মতো হেসে,
এইবার এট্টুহানি পানি দে ছ্যামড়া,
ডরাইলি ক্যা? এইধরনের আলগা পিরিতি।
বাঁহাতি ছোকরা দু'হাতে চোখ মোছে
আর খুনখুন করে কাঁদে।
তার চোখের জল মাটিতে নামার আগেই
জল হিসাবে উহা গিলে ফেলে ঘুড়া।
কাঁদতেউ দেয় না ঠিকমতোন।
কেয়া আর নারকোল বনে তখনও স্বাভাবিক নিস্তব্ধতা।


মন্তব্য

সৌরভ এর ছবি

ভাল্লাগলো!
নিহত ঘুড়া? ক্যামনে কী!


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সবুজ বাঘ এর ছবি

তাই না? তাইলে ক্যামনে কি?

তারেক এর ছবি

মারাত্মক হইছে!!
কিন্তু আপনার ধারেকাছে থাকলেই বিপদ। কখন নিহত ঘুড়ার গলা কাইটা কার নাম বসায়ে দ্যান কওন যায় না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

সকেস্ট্রা,
তুমি তাইলে বাঁইচা আছ। আমতো মুনে করছিলাম অন্য সিন।

সুমন চৌধুরী এর ছবি

সিন?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।