বিরাট কিছু স্বপ্ন এসে কামড় দিল গতকাল রাতে
দেকলাম, বাবা কেন ভালবাসে না মাকে কিংবা মা কেন ভালবাসে না বাবাকে তার রহস্যউদঘাটনের জন্য আমি নেমে পড়েছি পাহাড় থেকে বহু নীচে। যেখানে বাবা বসে ভালবাসছে সকালের বিকাল আর বিকালের সকালটাকে। আমি তাকে বললাম, চলো আমরা বাড়ি ফিরে যাই। আর তখনই পাহাড়টা ভেঙ্গে পড়ল আমাদের মাথায়। আমরা রুদ্ধশ্বাস দৌড়ে পাহাড়ের আরো উপরে উঠে যেতে চাইলাম। সেই সময় বালক বেলার বন্ধু অথবা তার ছেলে, খুব পরিচিত, বলল, আয় এদিকে আয়। আমি তার ডাকে বাবার হাত ছেড়ে চলে গেলাম তার পিসিমার বাসায়। যেখানে মিসিমা দাঁড়িয়েছিল আমা হতে বহুদূরে। তারপর শুধু আমি আর মিসিমা জড়াজড়ি গড়াগড়ি বহু বহুকাল ধরে খেয়ে যাচ্ছি পৃথিবীর শঙ্খ নদী।
মন্তব্য
নদীখেকো বাঘ । সর্বনাশ!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুম
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমনে না তিন পুরুষ আগে বইদ্দ ধর্ম গ্রহণ নিসেন, তো এহন নদী চিবাইবার নুইছেন যে ?
ক্যামনে কি ?
-----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
তো, গল্প কই? এইবার মনে হয় ধরা খাইলাম...।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
- হুমম
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ, তাইতো দ্যাকতাছি।
মজা লাগছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ কবিতা!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
কছ কি?
মিসিমার সাথে যুগান্তর গড়াগড়ির পর ও কি জানা গেল না বাবা-মা ভালবাসার অস্তিত্ব বা অনুপস্থিতির রহস্য?
ক্যামনে? স্বপ্ন কি এতই ভুদাই, ব্যাকই জানিয়া দিব এত সহজে?
স্বপ্ন তাইলে কি?
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শঙ্খনদী বানান 'সঙখ্নধি' ধরনের কিছু না দেখেই কৌতুহলী হয়েছিলাম লেখাটা পড়তে।
অসাধারন!
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
বদহজম না হইলে ঠিকাছে।
হাঁটুপানির জলদস্যু
হ্যালো বি-বাঘিনী, আমি বাঘরানা।
বাঘরানা মানে কি?
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
বাঘরানা মানে আশেক মিশুক রানা।
অ্যা!
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
- তাইলে ঘুড়ারানা কি?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবুজ বাঘ, আপনার কল্পনা ক্ষমতা সত্যিই অসাধারণ। লেখাটা না পড়া হলে অনেক মিস করতাম।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ঘুডারানা রানিঙ্গে আছে। ভ্রান্ত চিল যেভাবে ঘুম পাড়ে পাগলা রদের তীরে।
বাঘরানা এইটা ঠিক না।সব বানান ভুল আর শুধু নিজের নামের বানান ঠিক?ছি ছি ছি! আপনার লেখার কথা ছিল "ভাগড়াণা"
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
খুব ঠিক ।
নতুন মন্তব্য করুন