• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

হাসতে নাকি জানেনা কেউ -০২

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: রবি, ২৯/০৩/২০০৯ - ৯:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনুকরন এবং অনুসরণ এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। কেন জানি আমাদের মধ্যে অনুকরণ প্রবনতাই বেশী লক্ষ্য করা যায়। তাই আমেরিকান আইডলের আদলে ভারত যখন ইন্ডিয়ান আইডল চালু করে বসে আমরাও হন্যে হয়ে পড়ি এই জাতীয় কিছু একটা করার। ফলে চ্যানেলে চ্যানেলে প্রতিযোগীতা চলতে থাকে, বড়দের, ছোটদের। বলতে দ্বিধা নেই এই জাতীয় অনুষ্ঠাণ আমাদের বাংলা গানের বিস্তৃতিতে সাময়িক ভাবে সহায়কও হয়েছে কিন্তু এর আসল উদ্দেশ্য ‘মেধাবী শিল্পী সংগ্রহের’ কাছ থেকে আমরা দূরে সরে গিয়েছি ‘মূনাফা অর্জনের দিকে’। তাই বর্তমানের লক্ষ্যবস্তু রিকশাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, যাদের সংখ্যা অনেক সুতরাং মুঠোফোনের মাধ্যমে প্রেরিত মেসেজের সংখ্যাও হবে অনেক বেশী।ভাবতে অবাক লাগে মুনাফা অর্জন করা হবে তাদের কাছ থেকে যাদের খেয়ে পড়ে বাঁচার জন্য মাসিক আয় অতিসামান্য। এই অনুকরণ প্রসঙ্গে একটি কৌতুক মনে পড়ে গেল, অনেক দিন আগে বিটিভিতে দেখেছিলামঃ

দুই বন্ধুর ইন্টারভিউ

দুই বন্ধু গিয়েছে একটি প্রাইভেট ফার্মে চাকুরীর ইন্টারভিউ দিতে।এদের মধ্যে একজন অতিচালাক আরেকজন মহামুর্খ। প্রথমে চালাক বন্ধুর ডাক পড়েছে।সামনে বসা ইন্টারভিউ বোর্ডের প্রধান প্রশ্ন করছেন,

‘বলুন বাংলাদেশ কোন সালে স্বাধীন হয়েছে?’

যেহেতু সে অতিচালাক সুতরাং ভাবনায় পড়ে গেল যে কেন তাকে এত সহজ একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, এবং ধরেই নিল যে সরাসরি উত্তর দিলে তার প্রকৃত মেধা যাচাই হবেনা, সুতরাং পেঁচিয়ে উত্তর দিতে হবে।মনে মনে ঠিক করে সে বেশ বিজ্ঞের মত উত্তর দিল,

‘আসলে স্বাধীন হবার কথা ছিল ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় কিন্তু হল ১৯৭১ সালে’

এবারে দ্বিতীয় প্রশ্ন করে,

‘দেশের কিছু বুদ্ধিজীবির নাম বলুন’

এই পর্যায়ে সে সমস্যায় পরে যায়, প্রশ্নকর্তা কি আওয়ামীলীগের নাকি বিএনপি’র? কাকে রেখে কার নাম বলবে আবার কি মনে করবে এই ভেবে সে উত্তর দেয়,

‘আসলে স্যার অনেকেইত আছে কাকে রেখে কাকে বলব?’

প্রশ্নকর্তা এবার তার তৃতীয় ও শেষ প্রশ্ন করার প্রস্তুতি নেয়। তখন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে বেশ হই চই চলছে।সেই আঙ্গিকে জিজ্ঞেস করলেন,

‘আচ্ছা শেয়ার বাজারের এই যে ধ্বস তার প্রতিকার কি হতে পারে?’

এক্ষেত্রে সে বেশ ঝামেলায় পড়ে যায়, কারন এই বিষয়ে সে কিছুটা অজ্ঞ।তাই চালাকি করে উত্তর দিল,

‘স্যার এটা আসলে একটা গবেষণার বিষয়’

যাই হোক চালাক বুন্ধুটি এইভাবে তার ইন্টারভিউ শেষ করে এসে বাইরের রুমে যেখানে তার বোকা বন্ধুটি অপেক্ষা করছে নিজের ইন্টারভিউয়ের জন্য সেখানে আসল। বোকা বন্ধুটি এইবারে তার হাতে ধরে বসল, তাকে কি কি প্রশ্ন করেছে তার উত্তর বলে দিতে হবে কারন সে গোপন সুত্রে খবর পেয়েছে যে সবাইকেই প্রশ্নকারীরা একই রকম প্রশ্ন করছে। সুতরাং চালাক বুন্ধুটি যদি তাকে তার উত্তরগুলি বলে যায় তাহলে সে এই যাত্রায় রক্ষা পায়। হাজার হলেও বন্ধুত তাই আর অনুরোধ ফেলতে পারলনা।সে বলল ঠিক আছে তুই প্রথম প্রশ্নের উত্তরে বলবি, ‘হবার কথা ছিল ১৯৪৭ সালে হয়েছে ১৯৭১ সালে’, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবি, ‘অনেকেইত আছেন কাকে রেখে কাকে বলব’, আর শেষ প্রশ্নের উত্তরে বলবি, ‘এটা আসলে একটা গবেষণার বিষয়’।

এইভাবে চালাক বুন্ধুর মুখের শিখানো বুলি মুখস্থ করে বোকা বুন্ধুটি গিয়েছে ইন্টারভিউ বোর্ডের সামনে। প্রশ্নকর্তার প্রথম প্রশ্ন,

‘আপনার জন্ম সাল কত ?’

কমন পড়ে যাওয়ার ঝটপট উত্তর,

‘হওয়ার কথা ছিল ১৯৪৭ সালে হয়েছে ১৯৭১ সালে’

উত্তর শুনে ভ্যাবাচ্যাকা খাওয়া প্রশ্নকর্তা এবার জিজ্ঞেস করে,

‘আপনার বাবার নাম বলুনত দেখি?’

বোকা লোকটি খুশি হয়ে উত্তর দেয়,

‘অনেকেইত আছে কাকে রেখে কাকে বলব’

এই পর্যায়ে প্রশ্নকর্তা সহ ইন্টারভিউ বোর্ডের সবার মাথা বিগরে যাবার কথা। তাই জিজ্ঞেস করে,
‘আপনি পাগল না ছাগল?’

বোকা বন্ধুটি উৎফুল্য হয়ে জবাব দেয়,

‘এটা একটা গবেষণার বিষয় স্যার’


মন্তব্য

দেবোত্তম দাশ এর ছবি

হা হা হা গবেষনার বিষয় বটে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সচল জাহিদ এর ছবি

দাদা এই এসএমএস প্রতিযোগীতার ভবিষ্যৎ নিয়া একটা গবেষণা করেনত। এখনত রিকশাওয়ালা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা গানের প্রতিযোগীতা হচ্ছে, কয়দিন পরে শুরু হবে ঠেলা গাড়ি ওয়ালা, ট্রাক-বাস ড্রাইভার, হেলপার, মাঝি, জেলে, টোকাই, ফকির, হুজুর এদের প্রতিযোগীতা !!! দেশের সবাই শিল্পী হইয়া গেলে গান শুননের লোকইত থাকবনা।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

মুস্তাফিজ এর ছবি

:))

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হাহাহাহা

সুহান রিজওয়ান এর ছবি

স্যার যে কী বলেন না...!!!

-------------------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সচল জাহিদ এর ছবি

কেনরে ভাই মিছা কিছু কইলাম নাকি !!!!

পুনশ্চঃ সুহান, ভাইয়া ডাকটার মধ্যে একটা আপন আপন গন্ধ আছে তাই সেই সম্বোধনটাই দাবী করি।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

আনিস মাহমুদ এর ছবি

সিরিজ ভাল হচ্ছে। চলুক।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সচল জাহিদ এর ছবি

উৎসাহের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা পেলে এই সিরিজটা লিখতে থাকব। সেই সুযোগে অনেক কৌতুক সংগ্রহের ঝুলিতে চলে আসবে।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

লিখা চমৎকর হচ্ছে।
শুধু প্রতিযেগিতা টাই না কেমন যেন বেমানান।
পরবর্তী পাঠের অপেক্ষায় থাকলাম।

অভিনন্দন সহ

সচল জাহিদ এর ছবি

উৎসাহের জন্য ধন্যবাদ। কি করব বলুন অতিথি লেখক, তাই একবার পোষ্ট করে দিলে ভুল থাকলেও সংশোধন করার এখতিয়ার নাই।কবে যে নিজের লেখা সংশোধন করার ক্ষমতা পাব !!

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

আলাভোলা এর ছবি

:))

ভাইয়া, বানান আর টাইপো একটু খেয়াল কইরা।

--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

তীরন্দাজ এর ছবি

মজার গপ্প; পরিবেশনের গুনে আরো বেশী মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ তীরুদা

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

বিপ্লব রহমান এর ছবি

দারুণ! :))
---
সূচণা বক্তব্যটি একটি বিস্তারিত আলাদা লেখা হলে ভালো হতো।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সচল জাহিদ এর ছবি

পরামর্শের জন্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে লেখার চেষ্টা করছি।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

(হোহোহো)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুলতানা সাদিয়া এর ছবি

দারুণ তো!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

অতিথি লেখক এর ছবি

(Y) :)

দেবদ্যুতি

এক লহমা এর ছবি

:)

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।