পল টিবেটের এক বাটনের চাপে
লিটল বয় আছড়ে পড়েছিল হিরোশিমার বুকে, মূহুর্তের মধ্যে কেড়ে নিয়েছিল ছেষট্টি হাজার মানুষের জীবন। তারপরেও আরো বাষট্টি বছর শান্তিতে ঘুমিয়েছিলেন পল, গর্ব করে বলতেন প্রতিরাতে আমার সুনিদ্রা হয় আর আমাকে একই পরিস্থিতিতে এই ধরনের কাজ আবার করতে বললে আমি তাই আবার করব (
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া)।
***********************************************************
লুকাস আর হেইডেন গ্রীষ্মের ছুটিতে এক চলচিত্র স্কুল থেকে এক মাসের একটি স্বল্পমেয়াদী কোর্স শেষ করে ট্রেনে বাড়ি ফিরছিল। ট্রেনে আড্ডার ফাঁকে একসময় হেইডেন লুকাসকে এক অভিনব প্রশ্ন করল, আচ্ছা তোমাকে যদি দশ মিলিয়ন ডলার দিয়ে বলা হয় একটি বাটন চাপতে যার কারনে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে তুমি কি তা করবে ? এই ছোট্ট একটি প্রশ্ন এই দুই তরুনের মনে এনে দেয় একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র করার ভাবনা তার ফলাফল পুরষ্কার বিজয়ী ছবিঃ ব্ল্যাক বাটন। ইউটিউবের কল্যানে ছবিটি দেখুনঃ
আজকের এই সময়ে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজারটা মারনাস্ত্র তৈরী হচ্ছে সেখানে এই প্রশ্নটি কিন্তু আসলেই ভাববার বিষয়। পলের মত পৃথিবীতে কতজন মানুষ আছে যাদের এক বাটনের চাপে পৃথিবী থেকে অগনিত মানুষ হারিয়ে যাবে ? আরো ভাল করে বললে পলের মত মানুষদের দিয়ে যারা এই কাজটা করাবে তাদের সংখ্যাটা কত ?
ভাবুনত ছবিটি তৈরী করতে কত খরচ হয়েছে ? অঙ্কটা মাত্র ২০০ ডলার যার শতকরা ৬০ ভাগ খরচ হয়েছে পিজার পেছনে।অভিনয় করেছেন হেইডেন এবং তার বাবা রবার্ট গ্রাব আর পরিচালক ছিলেন লুকাস।
********************************************************************
এই সিরিজের আগের লেখাগুলিঃ
চিকেন আলা কারতঃ চল তোমাদের তাদের সেই অজানা গল্প শোনাই
হোয়াট ইজ দ্যাটঃ অনুভূতির চক্র
দেশান্তরীঃ একই ইতিহাস কেন বার বার ফিরে আসে?
মন্তব্য
দারুন!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
দারুন লাগলো
সাফি
ধন্যবাদ সাফি ভাই
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মাত্র সাত মিনিটে এইরকম একটা সিচুয়েশান তৈরী করা যায়---এইটা না দেখলে আমার জানা হতো না---
ছবিটার কিছু জিনিস আগে থেকেই ধরা যাচ্ছিল---কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটা এই ছবিটা তার উপস্থাপনা গুনের জন্যে দাগ কেটে যায়।
অনেক ধন্যবাদ মুভিটা শেয়ার করার জন্যে---
ধন্যবাদ অনিকেতদা।
প্রথমে ছবিটা আরো বড় ছিল পরে কেটে ছোট করে প্রতিযোগীতায় দেয়া হয়েছিল। নিচের লিঙ্কগুলিতে এর তৈরীর ইতিহাস ও এর কেটে ফেলা অংশ দেখা যাবে।
তৈরীর ইতিহাসঃ পর্ব ১
তৈরীর ইতিহাসঃ পর্ব ২
কেটে ফেলা অংশ
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মারাত্মক! অনেক ধন্যবাদ ভাইয়া এই লেখাটার জন্য!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
ধন্যবাদ স্বপ্নহারা।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ছবিটির তৈরী এবং উপস্থাপনা চমতকার সন্দেহ নেই। তবে এই ছবির আবেদনের সাথে পল টিবেটের চিন্তার তুলনা সরাসরি চলে না। এই ছবির মূলে উঠে এসেছে, মানুষের নৈতিকতার একটি অংশ, তা হল লোভ। আরেকটি ব্যাপার হতে পারে একজন মানুষের কাছে, টাকার তুলনায় আরেকজন মানুষের জীবনের মূল্য কতখানি।
কিন্তু পল টিবেটের মত মানুষের সমস্যা হল বিশ্বাস, বা অন্ধবিশ্বাসও বলা চলে। পল টিবেটের ক্ষেত্রে কাজ করেছে তাঁর নিজের দেশের প্রতি অন্ধবিশ্বাস। সেখানে যেকোন অর্থবিনিময় ছাড়াও সে একই কাজ করতো এবং সে যে একই কাজ আবারো করতে আগ্রহী সেটা তার কথাতেও জানা যায়। হিরোসিমার ঘটনা তুলে ধরে মানুষের জীবন বা মানবিকতা কতটা তুচ্ছ এ ধরণের অন্ধ বিশ্বাসের কাছে। ইসরায়েল বা আমেরিকা মনে করে তাদের নিজেদের রক্ষার জন্য ফিলিস্তিন বা ইরাক বা আফগানিস্তানের মত দেশের কিছু মানুষ মরলে কিছু নয়। একই অন্ধবিশ্বাস দেখতে পাই জঙ্গিবাদে। এ ধরণের চিন্তার বহিঃপ্রকাশই মানবতা বিরুদ্ধ এবং এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমাদের লড়াই হল সত্যিকার লড়াই।
হ্যা আপাতদৃষ্টিতে তুলনীয় নয় মনে হতে পারে কিন্তু লেখার সময় আমার মধ্যে কাজ করেছিল একটি বিস্তৃত ধারণাঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা ছিল সেটা হলো ক্ষমতার লোভ, বিশ্ব শাসন করার লোভ সেক্ষেত্রে পল হয়ত লোভী ছিলনা কিন্তু যাদের নির্দেশে পল এই কাজ করেছিল তাদের মধ্যে সেটা ছিল নিশ্চয়ই।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নতুন মন্তব্য করুন