মার্কিন ফার্স্টলেডী হিসেবে হিলারী ক্লিনটনের একবার সুযোগ হলো স্বর্গ পরিদর্শন করার। স্বর্গের দেবদুতরা হিলারীকে একে একে সব আকর্ষনীয় স্থান দেখিয়ে এনে সর্বশেষে তাকে নিয়ে আসল এক বিশাল হলঘরে। সেই হলঘরের দেয়ালে অসংখ্য ঘড়ি ঝুলানো। হিলারী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেসে করলেন,
'এই ঘরে এত ঘড়ি কেন ? আর কেনই বা একেক ঘড়ির সময় একেকটা ?'
দেবদুত হয়ত এই প্রশ্নের জন্যই অপেক্ষায় ছিলেন, তিনি বিষয়টা ব্যাখ্যা করলেন,
'এই ঘড়িগুলোর নাম মিথ্যা ঘড়ি। এই হলঘরে ঠিক ততগুলো ঘড়ি আছে পৃথিবীতে ঠিক যতজন মানুষ জন্মেছে। একজন মানুষ যখন জন্মে তখন স্বর্গের এই ঘরে একটি ঘড়ি বসানো হয়। সেই মানুষটি প্রথম যখন মিথ্যা কথা বলা শুরু করে তখন এই ঘড়িও চলা শুরু করে। যতক্ষন মিথ্যা কথা বলে ঘড়ি ততক্ষণ চলে। এইভাবে একজন মানুষ তার জীবনে কতক্ষন মিথ্যা কথা বলে তা হিসেব রাখা হয়।'
দেবদুত তার ব্যাখ্যা শেষ করে পৃথিবীতে জন্ম নেয়া মহৎ কিছু মানুষের ঘড়ি হিলারীকে দেখালেন যারা জীবনে একেবারেই মিথ্যা বলেননি বা খুবই কম বলেছেন।
এইসব কিছু দেখে হিলারী সভাবতই তার নিজের স্বামীর ঘড়ি দেখতে চাইলেন। দেবদুতের স্বাভাবিক উত্তর,
'ও ক্লিনটনের ঘড়ি, ইদানিং স্বর্গে বেশ গরম পড়ায় ইশ্বর সেই ঘড়িটিকে নিজের কামরায় সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করছেন !!'
আজকে খবরে পড়লাম জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, ১৯৭১ সালে তিনি কী কী করেছেন সেটা তাঁর মনে নেই । ইদানিং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নাকি দেশে এসি চালানো বন্ধ করা হয়েছে। আমরা যারা আমজনতা তাদেরতো এসি কেনার সাধ্য নেই। আমাদের এই মহান নেতারা (!!) যারা জন্মলগ্নে বাংলাদেশ নামক শিশুটিকে গলাটিপে হত্যা করতে চেয়েছিল, এই আমরাই আবার সেই শিশুটির যৌবনকালে তাদেরকেই রক্ষণাবেক্ষণ করার ভার দিয়েছিলাম, তারা নিশ্চয়ই এই প্রচন্ড গরমে এসির শীতলতা থেকে বঞ্চিত হচ্ছেন।
ইশ্বরের কাছে একটা আর্জি, হে প্রভু তুমি অন্তত এই সময়ের জন্য স্বর্গ থেকে এদের মিথ্যা ঘড়িগুলোকে পৃথিবীতে এনে এদের মাথার উপরে স্থাপন করে দাও।
এই সিরিজের আগের লেখাগুলিঃ
মন্তব্য
ভাল লাগলো ,বিদুৎ সমস্যা সমাধানে সরকারের আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন।
মিতু
রিফাত জাহান মিতু
ধন্যবাদ মিতু।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মুজাহিদী যে কথা বলল, ক্লিনটনের মিথ্যাগুলা তো তার ধারেকাছেও যাইতে পারবে না কোনদিন।
=======================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
সহমত বস।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এরা আইন করার সময় ভাবে পর্যন্ত না যে সেটা প্রয়োগ করবে কেমনে? প্রকাশ্য রাস্তায় তারা আইন প্রয়োগের মুরোদ রাখে না, আসছে ঘরে ঘরে আইন মানাইতে। এসি চললো কী চললো না, কোন বাড়িতে চললো, সেটা টের পাবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মাথায় ঘিলু নাই ।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বিদ্যুৎ একটা অপসংস্কৃতি। বিদেশী জিনিস
ঐতিহ্য অনুসারী হোন; কূপি বাতি জ্বালান। হাতপাখা চালান। টাইপরাইটার কিনেন
আর ক্লিনটনদের মতো মহান মানুষদের নিয়ে কথাবার্তা শুধু দেবদূতদের মুখেই মানায়
নগণ্য মানুষ হয়ে ইনাদের নাম মুখে আনা পাপ
(বলেন আমিন)
আমিন ...ছুম্মা আমিন
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভালো লেগেছে। আমাদের দেশে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধেও আইন আছে। যে দেশে প্রকাশ্যে মানুষ খুনের বিচার হয় না সেই দেশে এইসব আইন করে আসলেও লাভ নেই। এদের মিথ্যা ঘড়িগুলো যে গতিতে ঘুরবে তার সাথে টারবাইন লাগিয়ে দেশের বিদ্যুৎ সমস্যা পুরো সমাধান সম্ভব।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
মন্তব্যে সহমত!
"ঈশ্বর" ও "দেবদূতদের" নিয়ে কিছু না বলাই ভালো..
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আজকে আমার ফেইসবুকে একজন লিখেছে,
মুজাদিদের মিথ্যা ঘড়ি দিয়ে আম্রিকার ন্যাভাল এয়ারক্রাফট ক্যারিয়ারের ইঞ্জিন চালানো হয় !!!
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মুজাহিদ এর টায় মানবকূলের সমস্যা হয়া যাইতে পারে! যেই জোরে ঘুরবে! আমরা উড়ে টুরে যেতে পারি!!!
ডেইলি স্টার শিরোনাম করছিলো কনভেনিয়েন্ট এম্নেসিয়া
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ফ্যানগুলো ওদের মাথায় কেন, জনগনের মাথায় বসানো দরকার। দারুণ এগুচ্ছে সিরিজটা। সত্যিই সুন্দর আইডিয়া।
ধন্যবাদ পিপিদা। এগুলার মাথায় বসাইতে বলছি কারন বিচারের কাছাকাছি এসে এদের মাথা অত্যাধিক গরম হয়ে গেছে তাই পাগলের প্রলাপ বকা শুরু করছে।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
"ইশ্বরের কাছে একটা আর্জি, হে প্রভু তুমি অন্তত এই সময়ের জন্য স্বর্গ থেকে এদের মিথ্যা ঘড়িগুলোকে পৃথিবীতে এনে এদের মাথার উপরে স্থাপন করে দাও। "
কি যে কন ভাই এরপর যখন ফিরাইয়া নেবার সময় আসবো তখন তো একটা ঘড়িও খুইজা পাওয়া যাইবে না সব গুলা কেডা কোন ফাকে যে বেইচা দিবে প্রভু নিজেই খবর পাইবে না আর মুজা জাতীয় লোক সকল তো ঘড়ির কাটা উল্টা ঘুরানোর জন্য প্রয়োজনে রাজপুত্রদের কাছে ধন্না দিবো
লেখা ভালো পাইছি
মন্তব্যে ভালু পাইছি
নামটা জানাইলেননা ভাইডি/বোনডি
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আমি বাংলাদেশে গেলে মুজাহিদ এর এই ফ্যান টা আমার লাগবে !! আগে থেকে বুকিং দিয়ে রাখলাম !!!
[আমি কৌতুকটা ক্লিনটন কে নিয়ে না শুনে বুশ কে নিয়ে শুনেছিলাম ]
মুক্ত বিহঙ্গ
ববি মুজাহিদের ফ্যানের লিগা টেন্ডারবাজী হইব।
এই জাতীয় কৌতুকের যে কর ভার্শন আছে তা হিসাব নাই।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
দেশে ঘৃণ্য ফ্যান আনার চক্রান্ত চলবে না
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
এইডাত ভাবি নাই, লগে আছি। ছইলবনা ছইলবনা !!!
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
তয়, ওই ফ্যানতো অনেক বেশী জোরে ঘুরব।
আবার না ওইডা আমাগো মাথায় ভাইঙ্গা পড়ে।
ভাইঙ্গা পড়ার ভয় আছে বলেইত ঐগুলার মাথাতে বসাইতে বলছি !!!
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভাই আমি আপনার ফ্যান হয়ে গেলাম।
ব্র্যাণ্ড নেম কি হবে?"মুজাহিদ ব্র্যাণ্ড"?
পলাশ রঞ্জন সান্যাল
নতুন মন্তব্য করুন