'ইস্ আমার একশটা টাকাই জলে গেল'
২.
কী? হাসি আসছেনা? ঠিক আছে তাহলে আরেকটা কৌতুক শোনাই, একটু সুড়সুড়ানি আছে এতে।
বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠীর মধ্যে ভাল বন্ধুত্ত্ব। এর মধ্যে একজন ছেলে আরেকজন মেয়ে। মেয়েটি একটু পাগলা কিসিমের, রাগ উঠলে মাথা ঠিক থাকেনা, উল্টা পাল্টা কথা বার্তা বলে। তো একবার ছেলেটির কি একটা কথায় মেয়েটি বলে উঠে,
'তোর চোখ গালিয়ে দিব।'
ছেলেটি মেয়েটিকে আরেকটু ক্ষ্যাপানোর জন্য মিটিমিটি হাসতে থাকে। মেয়েটির পরের ঝাড়ি,
'তোর নাক ফাটিয়ে দিব।'
ছেলেটি এবারো নির্বাক, শুধু চোখে মিটিমিটি হাসি।
'তোর গলা চেপে ধরব।'
ছেলেটি আগের মতই থাকে।
'তোর ভুঁড়ি গালিয়ে দিব।'
এইবারে ছেলেটি মুখ খুলে,
' দোহাই তোর, ভুঁড়ি পর্যন্তই থাক, আর নিচে নামিসনা !!'
৩.
কী? এবারো হাসতে পারলেননা নাকি? ঠিক আছে আমি থেমে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটি খবর শুনে যান। খবরটি বিস্তারিত জানতে পারবেন এইখান থেকে।
"দুদকের ক্ষমতা খর্বঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুদক আইন, ২০০৪ অনুমোদন করেছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।"
২০০৯ এর এপ্রিলে দুদকের হাসান মশহুদ চৌধুরীর চাপের মুখে বাধ্য হয়ে পদত্যাগ ছিল সবে নবযৌবন পাওয়া দুদকের উপর প্রথম আঘাত। এর পরে গত অক্টোবরে (২০০৯) দুদক চেয়ারম্যান গোলাম রহমান দুদককে দন্তহীন বাঘের সাথে তুলনা করে বলেছিলেন এর শুধুমাত্র থাবাটিই অবশিষ্ট আছে। তিনি আশঙ্কা করছিলেন যেভাবে দুদককে নিয়ে কাটাছেঁড়া চলছে তাতে অচিরেই এর নখগুলিও কেটে ফেলা হবে যাতে এর থাবাটিও অকার্যকর হয়ে যায়। অবশেষে তাই হলো দুদকের উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রন আসল, স্বাধীন দূর্নীতি দমন কমিশন সত্যিকারের কাগুজে বাঘে পরিণত হলো। অপেক্ষায় আছি সামনে আরো কী হয় তা দেখার।
শুধু একটা অনুরোধ করি, দুদককে কয়লা বানিয়ে কুলি করে নদীর জলে ফেলে দেবার আগেই নিস্তার দিন, দয়া করে আর নিচে নামায়েননা।
এই সিরিজের আগের লেখাগুলিঃ
মন্তব্য
আমি ভাবছিলাম আপনি এইটা নিয়ে লিখবেন। খবরটা পড়ার পরই আপনার কথা ভেবেছিলাম।
বস ঐডাও চোখে পড়ছে, দুইটাই এক কাহিনীর ধারাবাহিক খবর বলে শুধু এইটার লিঙ্কই দিয়েছি।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এই সরকার দেশবাসিকে হাসাতে সম্পূর্ণ ব্যর্থ। আপনিও এইদফায় পারলেন না। নামবদল, টেন্ডারবাজি, ক্ষমতা কুক্ষিগত করা এগুলো তো সব পুরোনো আমলের জোক। পাবলিক আর খায়না। উই আর লুকিং ফর শত্রুজ কিংবা আল্লার মাল ধরণের ইনোভেটিভ কিংবা আইরনিক জোক না শুনালে পাবলিক আর সরকারকে রি-একশান দেখাবেনা, খালি চেয়ে চেয়ে দেখবে।
নহক
আজকে দেখলাম জিয়া সার কারখানার নাম বদলিয়ে ফেলেছে। সরকারের কাছে এগুলোই মনে হয় প্রায়োরিটি।
মন্তব্যে
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
জাঝা! লুল।
এবার হাসাইতে পারছেন।
হাসতে পারলাম না। আইনের নামে এই রং-তামাশা আর কত? সাফ সাফ বলে দিলেই হয় তারা আরামসে দুর্নীতি করতে চান। আমরা তো জানিই।
|| শব্দালাপ ||
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হাসি আসলেই আসেনা। বানানের জন্য ধন্যবাদ বুনোহাঁস।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বাংলা একাডেমীর অভিধানে দুর্নীতি শব্দটাই হয়ত আলাদা করে দরকার হবে না ভবিষ্যতে...।
খারাপ লাগে এটা ভেবে যে এরা দুর্নীতি আয়েশে করার জন্য আইন করে পথ পরিষ্কার করছে।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
হুম, আর হাসি পায় না...
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
সহমত।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এত টাকা খরচা কইরা নির্বাচনে গেছে এমপিরা। ৫ বছরেই তো উসুল করতে হইবো তাই না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ পরের পাঁচ বছর যদি বইসা থাকতে হয় সেই ব্যবস্থাত আগে ভাগেই করতে হবে তাই না !!
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
একই সাথে বিদ্যুত খাতে পিপিআর ও পিপিএ রহিত করা হয়েছে। গত সপ্তাতেই বিনা টেন্ডারে ১২ হাজার কোটি টাকার কাজ দিয়ে দেয়া হয়েছে মোটামুটি যাকে ইচ্ছা তাকে ভিত্তিতে। তাও ২০০১ এর প্রায় ৪গুন বেশী দামধরে। আন্তর্জাতিক বাজারে যেখানে বড় প্রকল্পের খরচ নিম্নগামী নয়তো সমতলে, সেখানে আমরা দিচ্ছি ৪গুন বেশী দাম, তাও আবার টার্ন কি ভিত্তিতে।
দুদকের থাবায় নখ থাকলে তো সমস্যা রে ভাই।
আপনারা বড়ই বেরসিক।
সত্যই আমরা বেরসিক। আমার দুই দুইডা কৌতুক জলে গেল!!
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
- এইবার আর কে চিরকালীন প্রথম হওয়া ঠেকায় আমরার?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সেইডাই, আমরা আবার ফরথম হইতাম ছাই ।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নতুন মন্তব্য করুন