সচলায়তন COP 15 সংকলন

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: মঙ্গল, ১৫/১২/২০০৯ - ৭:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর তত্ত্বাবধানে ১৯৯৫ সাল থকে প্রতিবছর জলয়ায়ু পরিবর্তন বিষয়ক Conferences of the Parties বা COP সংগঠিত হয়ে আসছে। ডিসেম্বর ৭ থেকে COP 15 নামে এবারের (২০০৯) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কোপেনহেগেনে যা ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত চলবে। ২০১২ তে কিয়োটো প্রটোকল এর মেয়াদ শেষ হয়ে যাবে সুতরাং এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য তার আগেই জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন একটি আন্তর্জাতিক চুক্তির পথে এগিয়ে যাওয়া।

একথা বলার অপেক্ষা রাখেনা বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচাইতে বড় শিকার এবং আমাদের উন্নয়ন ও ভবিষ্যৎ অনেক কিছুই নির্ভর করছে এই সম্মেলনের উপর ফলে কোপ ১৫ এর ইতিবাচক সমাপ্তি আমরা সবাই আশা করি। এই সম্মেলনকে কেন্দ্র করে সচলে বেশ কিছু লেখালেখি হয়েছে এবং আশা রাখি সম্মেলন চলাকালীন সময়ে ও সম্মেলন শেষে আরো হবে। এই লেখাগুলিকে সংকলন করার জন্যই এই 'COP 15' শীর্ষক বই e খোলা হলো। যেসকল লেখক ইতিমধ্যেই কোপ ১৫ বিষয়ক বিভিন্ন পোষ্ট দিয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে পোষ্টগুলিকে এই বই e তে সংযুক্ত করার, সেই সাথে সামনে যারা এই বিষয়ক পোষ্ট দিবেন তাদেরকেও স্ব স্ব লেখাগুলিকে এই বই e এর পৃষ্ঠা আকারে জুড়ে দেবার অনুরোধ করছি।আশা রাখি সংকলিত এই বই e টি ভবিষ্যতে পরিবেশ বিষয়ক বিভিন্ন লেখালেখি ও পদক্ষেপে তথ্যসুত্র হিসেবে কাজে লাগবে।

বিশেষ দ্রষ্টব্যঃ বই সম্পাদনা অর্থ্যাৎ বই e তে পৃষ্ঠা জুড়ে দেবার পদ্ধতির জন্য 'সচলায়তন নিয়ে পাকনামি FAQ' এর এই অংশটির সাহায্য নিতে পারেন।


মন্তব্য

সচল জাহিদ এর ছবি

এখন পর্যন্ত প্রকাশিত লেখাগুলি প্রকাশের সময় অনুযায়ী সাজানো হয়েছে।

আমি দুর্দান্ত ভাই, তানভীর ভাই, নজু, ফকির ইলিয়াস ভাই ও রণদার লেখাগুলি এই বই e তে নিয়ে এসেছি। কোপেনহেগেন সম্মেলন নিয়ে অন্য কোন লেখা প্রকাশিত হয়ে থাকে (যা আমার নজরে আসেনি) তাহলে সেই লেখাগুলিও এই সংকলনে জুড়ে দেবার অনুরোধ রইল।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুড জব রিপন! "কোপেনহেগেনের খবর" চালিয়ে যাও। ঐ শহরের লোকজন নিজেদের শহরকে এখন বলছে "Hopeনহেগেন"। Hope করার মত কিছু পাওয়া যাবে কিনা জানি না, তবু আশা রাখতে ক্ষতি কি?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ পান্ডবদা।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

নীড় সন্ধানী এর ছবি

সবগুলো লেখা পড়া হয়নি। এখন পড়তে সুবিধা হলো।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ নীড় সন্ধানী

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই গরীবেরও একটা লেখা ছিলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সচল জাহিদ এর ছবি

দুঃখিত বন্ধু, জুড়ে দিলাম।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

চমৎকার কাজ। ধন্যবাদ, জাহিদ ভাই।

- বুদ্ধু

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ বুদ্দু।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

কপ ১৫ কি সবাইকে হতাশ করেছে ? কপ ১৫ এর পর জলবায়ু পরবির্তন নিয়ে মাতামাতি মনে হয় কমে গেছে., বি শে ষ করে বাংলাদেশে । কারণ কি?
ওলি
http://www.thedailystar.net/law/2009/10/05/index.htm

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।