রুপকথানুগল্প - 'সিন্ডারেলার জুতো', আর 'সুয়োরানীর ইন্টারভিউ'

সো এর ছবি
লিখেছেন সো [অতিথি] (তারিখ: সোম, ২৭/০৭/২০১৫ - ৩:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিন্ডারেলার জুতো

যার পায়ে জুতোখানা লাগবে সেই হবে রাজকুমারী, বলল বাদকটি।
শ’য়ে শ’য়ে মেয়েরা ছুটল রাজপ্রাসাদের দিকে।

কাঁচের জুতোর অন্য পাটিখানা হাতুড়ি দিয়ে গুড়ো গুড়ো করলো সিন্ডারেলা ।
- যে মিনশে সারারাত একসাথে নাচার পরেও আমার চেহারা মনে রাখতে পারেনা, তার তো চোখে ছানি পড়ে গেছে। বয়েই গেছে তাকে বিয়ে করতে।
ভাল একটা কেডস দাও তো পরীমা।
- যাচ্ছ কোথায়, সিন্ডারেলা?
-পাশের রাজ্যে একটা হাউজ-কিপিং এর কোম্পানি খুলব ।

কুকুর, বিড়াল, পাখি, আর ইন্দুর নিয়ে সিন্ডারেলা নামলো পথে। কোথাও তো একটা রাজ্য থাকবে, যেখানে বিয়ের হ্যাপা ছাড়াও শান্তিতে থাকা যাবে।

সুয়োরানীর ইন্টারভিউ

-রান্নাবান্না জানেন?

-হ্যাঁ।

-কয়েকটা পিঠের নাম বলুন তো।

-আস্কে পিঠা, চাস্কে পিঠা খাস্কে পিঠা।

-ঘর মুছতে, ভাত রান্না করতে, মাছ কুটতে পারেন?

-পারি, কিন্তু অন্যদের দিয়ে এসব করাতে আরো ভালো পারি।

-লিডারশীপ স্কিল থাকা ভালো ব্যাপার। হুম। আচ্ছা, ধরুন দেখলেন যে আপনি একটা সাপের বাচ্চা জন্ম দিয়েছেন। কি করবেন?

-ইয়াক, বদলে দেব অন্য কারো বাচ্চার সাথে।

-কালো জাদু জানেন?

জাদুর আবার সাদা কালো কি ? কপারফিল্ড একটা রুমালকে টিয়াপাখি বানালে সেটা হয় সাদা জদু, আর আমি একজনকে পাখি বানিয়ে উড়িয়ে দিলে সেটা কালো? এ আপনাদের বাজে ডেফিনিশন।

-দেখুন ম্যাডাম। আপনার প্রোফাইল ভালো , কিন্তু আপনি সুয়োরানীর পদের জন্য যোগ্য নন। সুয়োরানীর হবে সাত চড়েও রা করে না, ভালো রাঁধিয়ে, ভালো আলপনা দিতে পারে, ঘুঁটে কুড়াতে পারে, এমন একজন ...

-মানে একদম ব্যাকবোনলেস একজন পুশওভার, যাকে পাবলিক পছন্দ করবে। যাই হোক, আপনি কোথাও ভুল করেছেন। সেগুলো বলছেন সেগুলো দুয়োরানীর ক্যারেকটারিস্টিকস। সুয়োরানী হচ্ছে যেটা রান্নাবান্না পারে না , হিংসুটে, কালজাদু জানে, সেটা। নয়তো কেন আর কেউ আসছেনা ইন্টার্ভিউ দিতে? সুয়োরানীদের কপালে কি হয় সেটা জানে সবাই।

-আচ্ছা দাঁড়ান দেখছি, এক মিনিট।
আরে,তাই তো ! কিন্তু খারাপ হলে তাকে সুয়োরানী বলে কেন ?

-সে আমি কি জানি? আপনাদের নপুংসক রাজা সাহেবকে জিজ্ঞেস করুন। আর মনে রাখবেন, বাচ্চা ফাচ্চা না হলে বলবেন সোজা এডপ্শন এজেন্সিতে রওনা হতে। সতীন ফতিনের ঝামেলা হলে আমি সোজা নারী নির্যাতনের কেস করবো।

-জি ম্যাডাম, আর এই বান্দার কথাও একটু মনে রাখবেন।


মন্তব্য

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মজারু!

____________________________

সো এর ছবি

হাসি

তিথীডোর এর ছবি

যে মিনশে সারারাত একসাথে নাচার পরেও আমার চেহারা মনে রাখতে পারেনা, তার তো চোখে ছানি পড়ে গেছে। বয়েই গেছে তাকে বিয়ে করতে।

কুকুর, বিড়াল, পাখি, আর ইন্দুর নিয়ে সিন্ডারেলা নামলো পথে। কোথাও তো একটা রাজ্য থাকবে, যেখানে বিয়ের হ্যাপা ছাড়াও শান্তিতে থাকা যাবে।

চলুক
পাঁচ তারা দাগালাম।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সো এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

শিশিরকণা এর ছবি

হেহে! ভালো হয়েছে তো।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সো এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এক লহমা এর ছবি

হাততালি ৫-এ ৫ তারা। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সো এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যে মিনশে সারারাত একসাথে নাচার পরেও আমার চেহারা মনে রাখতে পারেনা, তার তো চোখে ছানি পড়ে গেছে। বয়েই গেছে তাকে বিয়ে করতে।

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সো এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

দারুণ গল্প! হাততালি
আরও লিখুন।

- উদ্দেশ্যহীন

সো এর ছবি

স্টক আপাতত শেষ। হাসি

স্পর্শ এর ছবি

অসাধারণ! ম্যালাদিন পর ঝরঝরে অনুগল্প পড়লাম দুটো!। উত্তম জাঝা!
আরো চাই।


ইচ্ছার আগুনে জ্বলছি...

সো এর ছবি

দেঁতো হাসি

তাহসিন রেজা এর ছবি

সুয়োরানীর ইন্টারভিউ বেশি ভালো লেগেছে।
চমৎকার অনুগল্প উত্তম জাঝা!

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

সো এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রানা মেহের এর ছবি

খুব ভালো হয়েছে। চমৎকার।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সো এর ছবি

লইজ্জা লাগে

শাফা সিদ্দিকী এর ছবি

হাততালি

নজমুল আলবাব এর ছবি

সিন্ডেরেলা ফাস্টোকেলাস। দেঁতো হাসি

সো এর ছবি

থ্যান্ক ইউ, স্যার।

অতিথি লেখক এর ছবি

কী দারুণ!

দেবদ্যুতি

সো এর ছবি

দেঁতো হাসি

শাব্দিক এর ছবি

সুয়োরানী আরও কিছুদিন নিশ্চয়ই ফিটিং মেরে ঘুরতে চায় তাই বাচ্চা নিতে চায় না। চিন্তিত
আরওকটা গল্প বলেন, মুড়ি মাখা নিয়ে বসলাম। হাসি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সো এর ছবি

ইয়ে, মানে... কী কন এইগুলা?

অনার্য সঙ্গীত এর ছবি

প্রথমটার জন্য পাঁচতারা হাততালি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সো এর ছবি

থান্কু হাসি
এখন কন দেখি, পুরান লেখাগুলা নিজের বোলগে কেম্নে ট্রান্স্ফার করি?

অনার্য সঙ্গীত এর ছবি

আমার বেলায় লিঙ্কগুলো contact-এ ইমেইল করেছিলাম। আপনার ক্ষেত্রেও সেভাবে কাজ হওয়ার কথা। মডুরা ভালো বলতে পারবে। ইমেইল করে দেখেন।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সো এর ছবি

হাসি

কল্যাণ এর ছবি

দারুণ হাততালি চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

চুপিচুপি বলি, গতবারের কালবৈশাখীটা জমেনি।

_______________
আমার নামের মধ্যে ১৩

সো এর ছবি

কিছু কথা থাক না গুপন চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ, অনেক ভালো লাগল! হাসি

সুলতানা সাদিয়া এর ছবি

মজা পেলাম।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

স্বপ্নসতী এর ছবি

মজা পেলাম হো হো হো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।