আঁকটোবর ২০২০ সোহেল ইমাম

সোহেল ইমাম এর ছবি
লিখেছেন সোহেল ইমাম [অতিথি] (তারিখ: শনি, ০৩/১০/২০২০ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

হিমু ভাইয়ের প্ররোচনায় আঁকটোবরের আঁকিবুকির খেলায়

১০ অক্টেবরের বিষয়
পুরুষ

৯ অক্টোবরের বিষয়
আলাদিনের চেরাগ

৮ অক্টোবরের বিষয় মাছ

৭ অক্টোবরের বিষয় ঘোড়ার মাথা
আর কারো ছবি দেখা যাচ্ছেনা, কেউ আর আঁকছেনা বোধ হয়, আমি দিলাম

সজীব ভাইয়ের নির্ধারণ করা ৬ অক্টোবরের বিষয়
গণ্ডার

সজীব ভাইয়ের নির্ধারণ করা ৫ অক্টোবরের বিষয়
পিপীলিকা

সজীব ভাইয়ের নির্ধারণ করা ৪ নম্বর বিষয়
নারীমুখ

আগের বাকী শোধের খাতায়
নৌকা

হিমু ভাইয়ের ডাকে সাড়া দিয়ে শ্রেফ নারকেলগাছ পারা গেলো। ইস্কুলে শেখা, গাছে ডাব নাই কারণ পাড়া হয়ে গেছে।

আগের দুই দিন মিস করেছি, এটা ভালোই হয়েছে নৌকাটা টেনে টুনে পারা গেলেও নাগফণীর কন্টকময় শরীর আঁকতে পারতামনা।


মন্তব্য

হিমু এর ছবি

চেষ্টাতেই আনন্দ। বাকি দুটোও এঁকে ফেলুন। আঁকটোবর ৭ থেকে ৯ এর বিষয় বাছার দায়িত্বও আপনার কাঁধে।

সোহেল ইমাম এর ছবি

হিমু ভাই নিয়মটা কি? তিনটা ছবি কি একই পোস্টে(সম্পাদনা করে) দিতে হবে নাকি তিন দিনে তিনটা আলাদা পোস্ট?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

হিমু এর ছবি

একই পোস্টে একতিরিশটা, পরপর।

অতিথি লেখক এর ছবি

আঁকাআঁকির মজাই আলাদা।এটা সুন্দর হয়েছে।
@অধীতি

সোহেল ইমাম এর ছবি

হাসি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

কনীনিকা এর ছবি

নারীমুখ অসাধারণ হয়েছে। হাততালি

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

সোহেল ইমাম এর ছবি

বলেন কি!! লইজ্জা লাগে

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

হিমু এর ছবি

০৭ থেকে ০৯ এর বিষয় বেছে দিন আগেভাগে।

নিবিড় এর ছবি

সত্যিই খুব ভালো হয়েছে ভাইয়া। এবং পুরো ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। আঁকাআঁকির সম্পর্কিত সবকিছু ভালোবাসি। ছোটবেলার প্রথম প্রেম ছবি আঁকার প্রতি।
পরের বিষয় ঠিক করে ফেলুন।

আঘ্রাণ প্রান্তর।

হিমু এর ছবি

গণ্ডারটা দারুণ হয়েছে!

সোহেল ইমাম এর ছবি

দেঁতো হাসি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

কনীনিকা এর ছবি

গন্ডার তো আঁকতেই পারছি না! আপনারটা খুব ভালো হয়েছে।

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

সোহেল ইমাম এর ছবি

এই বিদ্ঘুটে প্রাণীটাকে মোটেই আয়ত্ব করতে পারলামনা। শেষমেশ যা পেরেছি তাই দিতে বাধ্য হলাম। বয়াবহ কঠিন চেহারা গণ্ডারের রীতিমত কুস্তি করেও সুবিধা করতে পারলামনা।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

হিমু এর ছবি

বাকিগুলোও আসুক। আমি একটু ব্যস্ত হয়ে পড়ায় একটু পিছিয়ে পড়েছি, ধুপধাপ এঁকে ফেলবো।

মন মাঝি এর ছবি

গণ্ডারটা হেভ্‌ভি হয়েছে! ভয় পাইছি!! হাততালি

****************************************

সোহেল ইমাম এর ছবি

গণ্ডারটার সাথে কুস্তি করলেও এতোটা কাহিল হতামনা। আঁকাটাই এতো কঠিন বুঝিনি।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

হিমু এর ছবি

আপনার মাছ আর চেরাগ দুটোই বেশ হয়েছে।

সোহেল ইমাম এর ছবি

হাসি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।