২০০৮ এর একুশে বইমেলায় সচলায়তনের একটি নির্বাচিত রচনা সংকলন প্রকাশিত হতে যাচ্ছে।
স্ক্রিপ্টের কাজ অনেকখানি এগিয়েছে, এই কয়েক মাসে অনেক ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও।
সকল সচলের রচনা (ন্যূনতম একটি) এই সংকলনে ভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। রচনা প্রকাশের ব্যাপারে সচলদের লিখিত সম্মতি আহ্বান করা হবে যথাসময়ে।
সচলায়তনের সকল সদস্যের প্রতি রইলো কৃতজ্ঞ অভিনন্দন।
ধন্যবাদ।
মন্তব্য
আরে, দারুন তো!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
চমতকার উদ্যোগ। কোন লেখকের কোন লেখা যাবে, এইটা কিভাবে নির্ধারণ করতেছেন?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
*লেখাগুলো নির্বাচিত হওয়ার পরে লেখককে দিয়ে প্রুফ রিড করলে আপনাদের কষ্ট কমবে।
ওয়াও!! আনন্দে আবার ঘুম পেয়ে যাচ্ছে!!
আপনি তো ঘুমাবেনই, আপনার তো লেখা ছাপা হবে কী না হবে তা নিয়ে টেনশন নেই
সবার একটা করে, এই দেখেই তো নিশ্চিন্তে ঘুম দিলাম। বাছ-বিচারের উপর ছেড়ে দেওয়া হলে তখন দেখা যেত।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
দারুন খবর!
হুম, খবর বটে !!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- আয় তব সহচরি...
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুন ব্যাপার ...লেখা নির্বাচনে লেখকের চয়েসটাও নিশ্চয়ই জানতে চাওয়া হবে
শুভকামনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আমিও আপনার দলে, জানিনা আমার কি লেখা চয়েসে আসবে।
আমি ততদিন নাস্তিক ছিলাম যতদিন না আমি বুঝেছি যে আমি নিজেই ঈশ্বর।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
আমার লেখা যাবে তো গুরু?
জয় বাবা, ভোলানাথ।
হেঁহ হেঁহ হেঁ...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুখবর। শুভ উদ্যোগ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দারূণ ব্যাপার হবে!
এটার ব্যাপারটা কতদূর এগোলো?
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কতদূর?
দারুন উদ্দোগ
নতুন মন্তব্য করুন