গত ছয়মাসে সচলায়তন এর সদস্য ও পাঠকদের নিয়মিত পদচারণায় মুখর ছিলো প্রতিমূহুর্তই। কিছু পরিসংখ্যান জানিয়ে দিচ্ছি সবাইকে।
জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত,
- সচলের মোট ভিজিট সংখ্যা ১০০,২২৭। ১১ লক্ষ ৯১ হাজার ৬৬২বার পেজভিউ হয়েছে, গড়ে পাঠকেরা সচলে সময় কাটিয়েছেন ২৯ মিনিট ১৫ সেকেন্ড।
- ১৩,৬৭১টি ইউনিক ভিজিট হয়েছে সচলে, ৭৯টি দেশের ১,২৭১টি শহর থেকে।
সচল ভিজিট
- সরাসরি ভিজিট কিংবা সার্চইঞ্জিন বাদে সচলের রেফারেন্স সবচেয়ে বেশি এসেছে সামহোয়্যারইন ব্লগ, ফেসবুক, দৃষ্টিপাত, দেশিভয়েস, এনওয়াইবাংলা, রয়েসয়ে, মুক্তমনা, বিবর্ণ আকাশ, ব্যানজামাতেইসলামি.অর্গ এবং প্রজন্ম ফোরাম থেকে। ব্লগস্পটের ৩৮টি ব্লগ, লাইভজার্নালের ২৩টি, ওয়ার্ডপ্রেসে ১০টি এবং টাইপপ্যাডের ২টি ব্লগ থেকে অসংখ্য রেফারাল এসেছে, তাঁদের সবার প্রতি রইলো কৃতজ্ঞ ধন্যবাদ।
- ২২১টি বিশ্ববিদ্যালয় থেকে গত ছয়মাসে সচল ভিজিট করা হয়েছে।
সচলায়তনের সকল সদস্য ও পাঠকের প্রতি অভিনন্দন। সচলের সদস্য হতে ইচ্ছুক পাঠকদের প্রতি রইলো অতিথি হিসেবে লেখার আমন্ত্রণ, আর মন্তব্যের পাতায় নিয়মিত অংশগ্রহণের অনুরোধ।
মন্তব্য
বিবর্ণ আকাশ?
হুমম।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
Joy hok!
অত্যন্ত আনন্দের খবর। ছড়িয়ে পড়ুক সচল দিকে দিকে। বিপুল আলোড়নে জাগাক প্রতিটি বাঙ্গালীর সত্ত্বা। সকলের কী-বোর্ড সচল হয়ে উঠুক সচলায়তনের ডাকে। উদ্যোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
শুভ সংবাদ। সৌরভ একটু ভাব নিয়া নিল মনে হয় :
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আবার কয়!
আর তো কিছু দেখি না ভাব নেওনের। বায়োডাটায় লিখবো কিনা চিন্তা কৈরা দেখি। বলা যায় না, কয়েকদিন পর হবু শ্বশুরেরা জিজ্ঞেস করবে, ব্লগিং অভিজ্ঞতা কেমন?
আবার লিখবো হয়তো কোন দিন
ব্লগিং অভিজ্ঞতা? মন্দ না তো। দেখি বায়োডাটাটা প্রিন্ট করে নিই, আরেকটা ট্রাই দেয়া যেতে পারে?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
দারুণ খবর! সচলে লেখার আগ্রহটা আরও বাড়বে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সুসংবাদ ।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
নতুন মন্তব্য করুন