৩ | লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বুধ, ০৯/০১/২০০৮ - ১১:০১পূর্বাহ্ন)
আমার দুই পয়সার প্রতিক্রিয়া: এই অনুভূতিকনটি শরমিন্দা হওয়ার ক্ষেত্রে মনে হয় বেশি উপযোগী। এরকম অনুভূতিকন কি আরো যন্ত্রস্থ (আসলে বোধহয় সুজনস্থ)? তাহলে বিব্রতভাব বোঝানোর জন্যে অন্যকিছু ভাবা যেতে পারে।
মন্তব্য
অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়?
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
উহুঁ উটপাখি নিয়ে আমার আপত্তি আছে। এটা (বিব্রত)ই দিন। তাতে নামেই পরিচয় হবে আর উটপাখির উপর অযাচিত অপমানও হবেনা। হে হে ...
আমার দুই পয়সার প্রতিক্রিয়া: এই অনুভূতিকনটি শরমিন্দা হওয়ার ক্ষেত্রে মনে হয় বেশি উপযোগী। এরকম অনুভূতিকন কি আরো যন্ত্রস্থ (আসলে বোধহয় সুজনস্থ)? তাহলে বিব্রতভাব বোঝানোর জন্যে অন্যকিছু ভাবা যেতে পারে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
"প্রেসনোট " নামে একটা ইমোকটিন হইতে পারে ।
যার অর্থ হচ্ছে , খারাপ বলতে চাই , কিন্তু বাধ্য হয়ে ভালো বলতে হচ্ছে ।
গুটে ইডে মানে ভালো আইডিয়া...
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আরিফ ভাইয়ের প্রস্তাবে
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
"টাশকি" খাইলে কোন অনুভূতিকন আইবো? না থাকলে বানাইবেন্নি? রিকোয়েষ্ট
___________________________
"LOVE ME... IF YOU CAN"
আচ্ছা একটা ফাউল প্রশ্ন করতে চাই। এক্সিস্টিং ইমোটাইকনগুলা কোথায় পাবো ??
-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
- জানালা খুইল্যা 'এফওয়ান- এফওয়ান' বইলা চিক্কুর পারলেও কোন লাভ হৈবে না গুরু। টিবিতে হৈবে সাহাইয্য বোতামে। অন্য জায়গায় টিবি দিয়া খাইষ্টা গালি শুনলে কৈলাম গুরু আমি কিছু জানি না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন