সচল হতে আগ্রহী লেখক-পাঠকদের প্রতি

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ০৪/০৩/২০০৮ - ৭:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের পাঠকরা অনেকেই ইতিমধ্যে নিবন্ধন করেছেন। তাঁদের জ্ঞাতার্থে জানানো হচ্ছেঃ

১. শুধু নিবন্ধন করলেই সচলায়তনে সদস্য হয়ে লেখা যায় না।

২. সদস্য হবার পদ্ধতিটি সরল। লিখতে হবে। মন্তব্য করতে হবে।

৩. এ জন্যে আপনারা আপনাদের নিবন্ধন-নাম ও ইমেইল ঠিকানা আপনাদের যে কোন একটি লেখার শেষে জুড়ে দিতে পারেন।

৪. যদি অতিথি লেখক হয়ে লিখতে চান, সে সুযোগও রয়েছে। অ্যাকাউন্ট guest_writer আর পাসওয়ার্ড guest।

আমরা আপনাদের কাছ থেকে চমৎকার সব লেখা আর বুদ্ধিদীপ্ত মন্তব্যের প্রত্যাশায় থাকি সবসময়। সচলায়তন আপনাদের অংশগ্রহণে আরো প্রাণবন্ত হয়ে উঠুক, এ-ই আমাদের কামনা।

আপনাদের ধন্যবাদ জানাই।


মন্তব্য