হাসান মোরশেদের সাথে আলোচনা - প্রশ্ন করুন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১৩/০৭/২০০৮ - ৪:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের পক্ষ থেকে হাসান মোরশেদের সাথে একটি আলোচনার আয়োজন করা হয়েছে। এই সাক্ষাৎকারটির জন্য আপনার কাছ থেকে বুদ্ধিদীপ্ত, ব্যতিক্রমধর্মী প্রশ্ন আহবান করা হচ্ছে। আপনার প্রশ্ন ব্যাক্তিগত মেসেজের মাধ্যমে এস এম মাহবুব মুর্শেদ, অরূপ কিংবা হিমুর কাছে পাঠিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। এছাড়া এস এম মাহবুব মুর্শেদ (udvranto@gmail.com) কে ইমেইলের মাধ্যমেও জানাতে পারেন।

আপনাদের প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন হাসান মোরশেদকে করা হবে। ইন্টারএকশন বাড়ানোর জন্য বাছাইকৃত প্রশ্ন থেকে সম্পুরক প্রশ্ন ব্যবহার করা হবে। আপনার কোন মতামত থাকলে সেটিও ব্যক্তিগত মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আপনি ইন্টারভিউয়ের সময় আপনার নাম গোপন রাখতে চাইলে সেটি প্রশ্নের সাথে স্পষ্টভাবে উল্লেখ করুন।

আর সাক্ষাৎকারটির জন্য চোখ রাখুন সচলায়তনের পাতায়।

পরবর্তী কার ইন্টারভিউ শুনতে চান সেটা মন্তব্যের মাধ্যমে জানান। আপনার উল্লেখিত ব্যক্তি সচলায়তনের কেউ না হলেও অসুবিধা নাই। শুধু বাংলাদেশের কোন বিষয়ে পজিটিভ কিছু কন্ট্রিবিউশন আছে এমনটা হলেই চলবে।

মন্তব্যে হাসান মোরশেদের জন্য কোন প্রশ্ন করবেন না। মন্তব্যে করা প্রশ্ন বাতিল বলে গণ্য হবে।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

নেক্সট দেখতে চাইঃ

মুহম্মদ জুবায়ের

সুবিনয় মুস্তফী

আনোয়ার সাদাত শিমুল

... দাঁড়ান আরও মনে করি দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তনের বাইরের কেউ হলে জানাবেন। বৈচিত্র্যপূর্ণ করতে চাই বিষয়টাকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

সচলায়তনের বাইরে মানে ব্লগপরিমন্ডলে?


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

তাহলে ত্রিভুজ দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

অমিত আহমেদ এর ছবি

পরবর্তীতে চাইঃ

- জালাল ভাই
- শোমচৌ ভাই
- লীলেন ভাই
- বন্যা-অভিজিৎ'দা (একসাথে হলে মজা হবে)
- কনফুসিয়াস-নিঘাত তিথি (ঐ)
- আনোয়ার সাদাত শিমুল
- জুবায়ের ভাই
- তীরন্দাজ ভাই
- রাসেল ভাই
- সুজন ভাই
- আলবাব ভাই

পরে মনে পড়লে বলবো আরও...


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রেনেট এর ছবি

সচলে অনেক ব্লগার দম্পতি আছে। দম্পতিদের সাক্ষাতকার একসাথে নিলে মজা হবে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- বিশেষ করে যাদের একাধিক শালি বিদ্যমান।

পুনশ্চঃ এঁরা অবশ্যই শালির পুর্ণ বিবরণ সাক্ষাতকারে উল্লেখ করতে বাধ্য থাকবেন। নাইলে নাম্বার কাটা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

সাথে ছবি দিয়েন কিন্তু। প্রতিবেদন সচিত্র হলে পাঠকের মনোযোগ বাড়ে। ধূগো'দা, উচ্ছিষ্ট-অবশিষ্ট কিছু থাকলে অধমের পানে হাড্ডি ছুড়ে মেরেন।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার।

ইশতিয়াক রউফ এর ছবি

সচলায়তনের যে-সব ব্লগারের বই বেরিয়েছে, তাদের একটা আড্ডা জাতীয় কিছু হলে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রিটন ভাইয়ের সাক্ষাতকারটা নিয়ে অল্প কিছু বলেছিলাম... মনে হয়েছিলো খুব প্রস্তুতি নিয়ে বেশ আয়োজন করে একটা কিছু করে ফেলা টাইপ ব্যাপার ছিলো... তাতে সাবলীল কথাবার্তা হারিয়ে গেছে... ব্যাপারটা প্রশ্ন উত্তর আর সাজানো গোছানো না হয়ে আলাপের ঢঙে হলে সম্ভবত আরেকটু ভালো হতো... এটা একেবারেই আমার নিজস্ব মত... অল্য সকলে তো বেশ প্রশংসাই করেছে...

হাসান মোরশেদের সাক্ষাৎকারে এই ব্যাপারগুলো লক্ষ রেখে কিভাবে একে আরো বেশি প্রাঞ্জল করা যায় সেটা ভেবে দেখা যেতে পারে...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

সচলায়তনকে একটা কমিউনিটি হিসেবে জানি। এখানে সবকিছুই সকলের মতামত নিয়েই করা হয় বলেও মানি। কিন্তু সাক্ষাতকার নেয়ার ব্যাপারটা কীভাবে, কখন থেকে, কোন মানদণ্ডে ঠিক হলো, সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। বিষয়টা কেউ একটু পরিষ্কার করবেন কি?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা আসলে ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু। অডিও কনটেন্ট যোগ করার পর থেকে কি করা যেতে পারে ভাবতে গিয়ে এটার কথা মাথায় আসে। এটা অনেকটাই ইনফর্মাল ভাবে করা। একারনে এবারে আপনাদের মতামত চাচ্ছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক ওয়াসিফ এর ছবি

এখানে আর এ বিষয়ে কথা চালানো সকলের জন্যই অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে যাঁদের সাক্ষাতকার নেয়া হচ্ছে তাঁদের জন্য। বিষয়টার রীতি-প্রকরণ নিয়ে আগে থেকে ভাবনার উপকরণ যোগানো থাকলে সুবিধা হতো। আমার মনে হয়, আমি বুঝতে পেরেছি এবং এও মনে হয় যে, আমার বার্তাটি জানাতে পেরেছি।
আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ইশতিয়াক রউফ এর ছবি

যাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে, তাঁরা ব্লগের বাইরের কেউ হলে যদি আপত্তি না থাকে, তাহলে সচলায়তনের বড় বড় "বিতর্ক"গুলো নিয়ে সেই ঘরানার কারো সাক্ষাৎকার নেওয়া যায়। সে-ক্ষেত্রে সাক্ষাৎকারগুলো বিষয়ভিত্তিক হয়।

উদাহরণ, এইতো কিছুদিন হয় রবীন্দ্রসঙ্গীতের পপ ভার্সন নিয়ে টুকটাক কথা হল। এ-নিয়ে কোন মূলধারার রবীন্দ্রসঙ্গীতশিল্পীর সাক্ষাৎকার নেওয়া যায়।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

মনজুরাউল এর ছবি

স্বাক্ষাত্কার ব্যপারটাই পোশাকি তকমা দেওয়া কিছু একটা যেন।
তবে চলতে চাইছে যখন তখন চলুক । অতিথি দের সম্ভবত এর চে' বেশি কিছু বলতে নেই।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।