প্রকাশিত হলো "পূর্ণমুঠি", সচলায়তনের প্রথম ছোট গল্প সংকলন (পরিবর্ধিত পোস্ট)

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ০৫/০৮/২০০৮ - ৮:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পূর্ণমুঠির প্রচ্ছদপূর্ণমুঠির প্রচ্ছদ সচলায়তনে বিভিন্ন ধরনের, বিভিন্ন ঘরানার লেখার ভিড় থেকে কয়েকটি ছোটগল্প বাছাই করে প্রকাশিত হলো সচলায়তনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশনা "পূর্ণমুঠি"। সংকলনের দায়িত্বে নিয়োজিত ছিলেন মু. নূরুল হাসান (কনফুসিয়াস) ও হাসান মোরশেদ, প্রচ্ছদ করেছেন অরূপ কামাল। মাহবুব লীলেন ও আহমেদুর রশীদের তত্ত্বাবধানে ঢাকা থেকে শুদ্ধস্বরের সৌজন্যে প্রকাশিত হয়েছে গল্প সংকলনটি। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা মাত্র। শাহবাগের আজিজ সুপার মার্কেটে শুদ্ধস্বরের কার্যালয়ে বইটি পাওয়া যাবে।

পূর্ণমুঠির উদ্দেশ্য, নেটোত্তর পাঠকবর্গের কাছে সচলায়তনে প্রকাশিত ছোট গল্পগুলোর সাথে পরিচয় ঘটানো। অনলাইনে লেখার চর্চার ফসলের ঘ্রাণ পাঠকের কাছে বয়ে নিয়ে যাবার অতিরিক্ত কিছু ঘটানোর সাধ্যও সম্ভবত তার নেই। পাঠক-সমালোচক-নিন্দুক সবাইকে পূর্ণমুঠি হার্দিক স্বাগতম জানাচ্ছে।

বইটির সূচীঃ

গল্পকার গল্প
অমিত আহমেদ পালিশ
আনোয়ার সাদাত শিমুল নীলুফার যখন মারা গেলো
আরিফ জেবতিক মাধবের বইমেলা
ক্যামেলিয়া আলম রাতের গল্প
গৌতম রায় পরার্থপরতার ভালোবাসা
এম. আবদুল মুকিত টুলু-ভুলু
অভ্র পথিক অবক্ষয়
আনিস হক ঈশ্বরের স্বপ্নভঙ্গঃ ধর্মাবতারের দল ও একটি টোকাই
মুহাম্মদ শাহাদাত হোসেন রোগ ধরা সহজ নয়
নজমুল আলবাব হাঁসফাঁস মানুষ ও টম এন্ড জেরি
নিঝুম মজুমদার একজন ক্রীতদাস
নিঘাত তিথি (রূপ)টুপ(কথা)টথা
মিথুন কায়সার মাটিখোর
মূ. নূরুল হাসান ইঁদুর
ফকির ইলিয়াস বিবর্তনের নিঃসঙ্গ বয়ন
মৃদুল আহমেদ রূপালী রাত আর সে
ফারুক ওয়াসিফ ৩২ নং খাতা
ফারুক হাসান এক রাতের গল্প
মাহবুব আজাদ ভিনগ্রহী
মুহম্মদ জুবায়ের সংকট
মাসুদা ভাট্টি অনুস্মিতা
মাহবুব লীলেন বাত্তিমঙ্গল
মুজিব মেহেদী শৃংখলিত জৈববৃত্তির ব্যাপারটা বেদনাউদ্রেকী
মুখফোড় কাবিলের কান্ড
লুৎফুল আরেফীন গেরস্থালি পিশাচ
আবু মুস্তাফিজ লুহার তালা
সুমন চৌধুরী কে বোঝে মওলার আলেকবাজি
সুলতানা পারভীন শিমুল স্বপ্ন শুধু
স্নিগ্ধা আলি তোমার জন্য, তোমাদের জন্য
সামরান হুদা মেয়েটির নাম লুৎফা
রানা মেহের পোকাদের দল পাতকুয়ায় ফেরে
হাসান মোরশেদ তক্ষক
সুমন সুপান্থ ঝিঁ ঝিঁ বিভ্রাট অথবা দীপালি সাহার শহরদর্শন

আড্ডাআড্ডা আড্ডাকুশল সচলদের আড্ডাপিপাসা নিবারণের জন্যে সচল আহমেদুর রশীদ একটি আড্ডাযজ্ঞের আহ্বান জানিয়েছেন। ৯ আগস্ট'০৮ শনিবার বিকেল ৫.৩০ মিনিটে ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সচল গল্প সংকলন পূর্ণমুঠি'র প্রকাশনা উপলক্ষে এক আড্ডার আয়োজন করা হয়েছে।


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

চমৎকার প্রচ্ছদ ...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

দ্রোহী এর ছবি

খাইছে রে!!!!!!!!!!!!!!!!!!!

তুখ্খাড় প্রচ্ছদ!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি
আদ এর ছবি

চলুক

অভিজিৎ এর ছবি

কংগ্র্যাটস! অরূপের প্রচ্ছদটাও দারুন।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

থার্ড আই এর ছবি

প্রচ্ছদ ভালো হয়েছে। আর লেখা গুলো তো অধীকাংশই পড়েছি। তাই এই বিষয়ে নতুন কিছু বলার নাই।
প্রকাশনার সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

প্রচ্ছদ ফাটছে , তাই অরূপের ধন্যবাদটা নগদানগদ দেয়া গেল ।

বাকী গল্প বই হাতে নেয়ার পরে ।

কে তালি পাবে আর কে গালি খাবে , সেটা তখনই ঠিক করব । হাসি

তানবীরা এর ছবি

হুমম পড়ি আগে, তারপর মন্তব্য

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চমত্কার আইডিয়া বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

মাউন্ট অরূপমোর!


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

রেনেট এর ছবি

পূর্ণমুঠির খবরটা দেখে (আসলে দাম দেখে) সবার প্রথম যে কথাটা মনে এল, সেটা হল, আমাকে পয়সা খরচ করে গল্পগুলো পড়তে হবে না, মাগনা মাগনাই পড়ে ফেলেছি!
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এই সংকলনটি প্রকাশ করার জন্য।
ভবিষ্যতে সচলায়তনের বাঘা বাঘা ছড়াকারদের ছড়া সংকলন দেখতে চাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিন্দিতা এর ছবি

প্রচ্ছদ দেখেই ভাল লাগল।
পূর্ণমুঠির সাথে সংশ্লিষ্ট সবাইকে এই চমৎকার প্রকাশনার জন্য অসংখ্য ধন্যবাদ।
বইটা হাতে পেলে বাকী মন্তব্য.........

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গপ তো অধিকাংশই পড়া... তবু বইটা রাখবো... সচলায়তনের বই বলে কথা...
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন... শুভেচ্ছা...
প্রচ্ছদ দূর্দান্ত হইছে...
তবে সবজান্তার সাথে আমি একমত... নামটা জুইত লাগে নাই... ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিঝুম এর ছবি

এই বই প্রকাশের সাথে জড়িত সকলকে অনেক অনেক ধন্যবাদ । লেখা প্রকাশের যে কি আনন্দ , এই অনুভূতি ঠিক ঠাক বলাও সম্ভবত বেশ মুশকিল । এর আগে যখন সচল সঙ্কলনে একটা লেখা ছাপা হয়েছিলো, আমি নিজে কি খুশি হব , আমার অসুস্থ বাবা আমার লেখা দেখে যে খুশি হয়েছিলেন, যে আনন্দের হাসি তার মুখে ছিলো , সে জন্য আমি আজীবন সচলের কাছে ঋণী হয়ে গেছি । এখনো বাসায় কেউ আসলে বাবা তার বোরিং গল্প শুরু করেন... " বুঝলেন ভাই ?ছেলে তো আমার লেখক... আরে বইয়ে লেখা ছাপা হয়... সোজা কথা তো আর না ... আপনে কি বলেন??? মাইন্ডব্লোইং না ? দাঁড়ান আপনাকে পড়ে শুনাই"

বাবা পড়েন, আর পাশে বসা ধরা খাওয়া ভদ্রলোক ঘুমায় । একই ঘটনা চলতে থাকে বাসায় কিংবা বাবার চেম্বারে । এইবারের লেখা ছাপা হওয়ায় কি হবে জানি না , তবে ভালো লাগছে বাবার সব শ্রোতাদের ( যারা বাবার কথা শুনেন আর ঝিমান ) কথা চিন্তা করে ... বাবার গল্পের আসরে এটলিস্ট নতুন একটা গল্প যোগ হলো...

মু. নূরুল হাসান (কনফুসিয়াস) ও হাসান মোরশেদ, অরূপ কামাল,মাহবুব লীলেন ও আহমেদুর রশীদ ভাই কে অন্তরের অন্তঃস্থল থেকে আবারো অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা , তাদের এই পরিশ্রম আর চমত্‌কার একটি বইয়ের জন্য ।

ও... আর একটা কথা, প্রচ্ছদ এক কথায় অসাধারণ !!!

--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অমিত আহমেদ এর ছবি

শুভেচ্ছা। শুভেচ্ছা। দুর্দান্ত একটি কাজ হয়েছে। এখন এই বই কিভাবে হাতে পাবো তাই বোঝার চেষ্টা করছি। নাম নিয়ে আমারও একটু আপত্তি আছে। কেমন একটা লিটলম্যাগ-লিটলম্যাগ গন্ধ। আরও সুন্দর নাম হতে পারতো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নজমুল আলবাব এর ছবি
শেখ জলিল এর ছবি

বিরাট খবর।
পূর্ণমুঠির লেখক, প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
প্রচ্ছদ দারুণ!
ছোটগল্প সংকলনের নামটি পছন্দ হয় নাই!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তারেক এর ছবি

শুভেচ্ছা। এখন টাকা যোগাড় করে শুদ্ধস্বরে দৌঁড়াইতে হবে হাসি
______________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুশফিকা মুমু এর ছবি

অভিনন্দন! আচ্ছা কোথায় পাওয়া যাবে বইটা? তাহলে আমি দেশ থেকে পাঠানর জন্য বলতে পারব।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুরুজ্জামান মানিক এর ছবি

অভিনন্দন

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

এলোমেলো ভাবনা এর ছবি

অভিনন্দন পূর্ণমূঠির সাথে সংশ্লিষ্ট সবাইকে।


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

অমিত আহমেদ এর ছবি

বইয়ের পূর্ণ তথ্য চাচ্ছি। পৃষ্ঠা সংখ্যা, ISBN... সব। অলংকরণ কি আছে? প্রবাসীদের পাঠানোর কোনো ব্যবস্থা করলে খুব ভালো হতো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

খেকশিয়াল এর ছবি

অভিনন্দন সচলায়তন ! দারুন খবর !
সব গল্পই পড়া আছে মোটামুটি তবু সংগ্রহে রাখবো ।
নাম নিয়ে সবাই বলেছে তাই আর কিছু বলতে চাই না হাহা, কিন্তু প্রচ্ছদ দারুন !!!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

অভিনন্দন। ভেরি গুড জব।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

অভিনন্দন ও শুভেচ্ছা পূর্নমুঠির সাথে জড়িত সবাইকে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবুজ বাঘ এর ছবি

আইচ্চা, বইডা যারা লেকছে, তাগোরে কি বইডা মাগনা দিয়া হইব না?
পুনশ্চ: গেলবারো একই আশায় আছিলাম। কিন্তু আশা ভাষা হারিয়া মুখথুইবড়া পইড়া গেছিল গা। এইবারো কি একই হিদয়বিদারক সিনে অভিনয় দিয়ান নাগব? তাইলে ক্যামনে কি? নিজেগো নেকা বই যুদিল নিজেগো পকট ভাইঙ্গাই পড়ন নাগে...ইয়ার চাইতে আমোদদায়ক আর কিছু হইতে হারে কি?
আরো পুনশ্চ: এই উফলক্ষে ব্যাকে মিলা একটা নদীর বোতল না খুললে ক্যামনে কি?
আরো পুনশ্চ: তিনডা বুবা লুকের ছবি ভালোছৈ।

আকতার আহমেদ এর ছবি

বিশাল অভিন্দন (তয় "বিশাল"টা বড় কইরা লিখ্তারুম্না)
আরেকখান কথা, আমি চিটাগাং যামু কাইল্কা, তাই থাক্তারুম্না !(আফসোস)
তয় বেক্তের লাইগা দোয়া থাইক্ল আর্কি!

মৃদুল আহমেদ এর ছবি

পদক্ষেপটি খুবই চমৎকার, সন্দেহ নেই। সচলের প্রকাশনায় একটি শক্ত পাল্লা যুক্ত হল।
কিন্তু এখানে একটি দায়িত্বের ব্যাপার থেকে যায়। বইটি যিনি প্রকাশ করেছেন, সচলকে এবং আমাদের ভালোবেসেই করেছেন। এখানে আমাদের কিছুটা দায়িত্ব আছে তাঁর এই ভালোবাসার প্রতিদান দেয়ার। আসুন, আমরা যারা ঢাকায় বা বাংলাদেশে আছি, সবাই তো কমপক্ষে এক কপি তো কিনবই, যারা উচ্চ আয়ের অধিকারী, তারা কিনব আরো বেশি, মানুষকে উপহার দেয়ার জন্য। এতে কিন্তু সচল এবং সচলের লেখকরাও ছড়িয়ে পড়বেন মানুষের কাছে।
আর... বইপ্রেমী বন্ধুবান্ধব, কলিগকে জানান, একটি চমৎকার বই বেরিয়েছে, সেটি পাওয়া যায় অমুক জায়গায়। কাউকে পুশ সেল করা দরকার নেই। বইটির মার্কেটিং করুন আপনার নিজের মতো করে। যারা দেশের বাইরে আছেন, তারাও মন চাইলে পাঁচ-দশ কপি বই আনিয়ে পরিচিত দোকানে বা বাঙ্গালি মহলে বিক্রি বা উপহারের ব্যবস্থা করতে পারেন।
কারণ, এই বইটি যদি বিক্রি ভালো হয়, তাহলে ভবিষ্যতে সচলের লেখকদের আরো বই বের করা সম্ভব হবে প্রকাশকের জন্য। আর আমরা যদি হাত-পা গুটিয়ে বসে থাকি, তাহলে একটি দুটি বইয়েই আটকে থাকবে আমাদের ইতিহাস।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

লুৎফুল আরেফীন এর ছবি

ব্যান্ডের কোনও গান হিট হলে, সবার আগে ক্রেডিট পায় ভোকালিস্ট। মিডিয়াতে কাভারেজও বেশী পায় ঐ ভোকালিস্ট-ই।

এখানেও অরুপকেই হিট হয়েছে বলতে হবে! শুধু হিট না, বরং সুপারহিট-ই বলবো আমি দেঁতো হাসি

বইটা বের হওয়ায় নিজেকে কেমন লেখক লেখক মনে হচ্ছে .... আশা করছি, সবার প্রচেষ্টা সার্থক হয়েছে।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

স্নিগ্ধা এর ছবি

সংশ্লিষ্ট সব্বাইকে অভিনন্দন - বিশেষ করে অরূপকে, চমৎকার প্রচ্ছদটির জন্য !!

দেবোত্তম দাশ এর ছবি

বিদেশে পাওয়ার কি কোনো উপায় আছে ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অম্লান অভি এর ছবি

পাব- কোথায় কবে কখন
জানা হলে কিনব তখন
তবে আমার মন পোঁড়ে
প্রবন্ধ আর ছড়ার তরে।।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

ক্যামেলিয়া আলম এর ছবি

লেখক, চিত্রকর, ভাস্কর ----- আমার কাছে বিশাল বিশাল বিশাল এক ব্যাপার। আমার এই অনুভূতি টের পেয়ে আমার এক বন্ধু আমার কাছে লেখকদের লেখা আর ব্যক্তিকে আলাদা বুঝতে শিখিয়েছে কিন্তু তবুও আমার মোহ কাটেনি ------।
কোন বই-এ এই প্রথম আমার কতগুলো অনুভূতি প্রকাশ পাচ্ছে। নিজেকে এমন এক জায়গায় দেখতে পারা আমার আনন্দে মাতাল হবার দশা।
প্রচ্ছদ অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
নামটাও ভাল। কার রাখা?
এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ভালবাসা।

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

নিরিবিলি এর ছবি

সুন্দর সংবাদ,দারুন প্রচ্ছদ কিন্তু বইটা পাবো কিভাবে?

রণদীপম বসু এর ছবি

হুম ! চমৎকার উদ্যোগ ! প্রচ্ছদটাও দুর্দান্ত হয়েছে ! উদ্যোক্তাদেরকে অভিনন্দন। আশা করছি শীঘ্রই সংগ্রহ করে ফেলবো বইটা।
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আহমেদুর রশীদ এর ছবি

আমার খালি ডর লাগে....প্রকাশনা উত্তর বংশ যদি আসে!

---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পলাশ দত্ত এর ছবি

প্রচ্ছদ দেখেই আগ্রহান্বিত হয়ে পড়ছি।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অগ্নি এর ছবি

অবশ্যই, অবশ্যই সংগ্রহে রাখতে হবে।

পলাশ দত্ত এর ছবি

প্রচ্ছদ দেখেই ভালো লেগেছ। আশাকরি লেখাগুলোও লাগবে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনিসুর রহমান ফারুক এর ছবি

এটি অসম্ভব ভালো একটি উদ্যোগ। এতে করে নতুন লেখক তৈরি হচ্ছে, পাশাপাশি তারা পাঠকের কাছে পৌঁছাতে পারছেন সহজে। প্রকাশক বা সম্পাদকের ধামা ধরতে হচ্ছে না। আসলেই এটি একটি অভাবিত সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

_____________________
সেই শুভবাদী রোদ

সেই শুভবাদী রোদ

পুতুল এর ছবি

এত্ত সব সুন্দর লেখার ভীড়ে আমার মাটি খোর দেখে লজ্জায় নিজেরই মাটি খেতে ইচ্ছে করছে! কোন বইয়ের ভেতর ছাপার অক্ষরে অধমের প্রথম লেখা। আর কিছু বলতে পারব না। সবাইকে ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শ্যাজা এর ছবি

খানিকটা ব্যস্ততা আর খানিক অবসন্নতায় অন্তর্জাল থেকে একটু দূরেই আছি কয়েকদিন তাই বই প্রকাশের খবরটা জানতাম না। যদিও মনে মনে একটা অপেক্ষা ছিলই, এবার বোধ হয় বইটা বেরুলো! পুনে থেকে দময়ন্তী ফোনে করে অভিনন্দন জানাল যখন তখন আমি বাইরে, একটা বাসে। প্রথম কোন গল্প ছাপার অক্ষরে, বইয়ে। অনুভূতিটা ঠিক বলে বোঝানো পারব না।

সচলায়তনের কল্যাণে এর আগে সচলায়তন সংকলনেও একটা লেখা ছাপা হয়েছে যদিও কিন্তু চর্মচক্ষে এখনও তার দর্শন পাওয়ার সৌভাগ্য হয়নি। আর সে সে এমন এক বিষয় নিয়ে লেখা যে বাড়ির লোকেদের হৃদরোগের সমূহ সম্ভাবনায় আমাদের বাড়িতে আমি কাওকে বলিইনি, লেখা ছাপার কথা! সে যাক। ছাপার অক্ষরে আমার প্রঠম লেখা বন্ধুদের জন্যেই শুধু থাক।

এবারের ব্যাপারটি ভিন্ন। সবার সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় উন্মুখ হয়ে রইলাম।

'পূর্ণমুঠি' নামটি যথোপযুক্ত। চমৎকার প্রচ্ছদ।

সংশলিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।

'পূর্ণমুঠি' সকলের হাতে হাতে ঘুরুক।

শুভেচ্ছা। শুভকামনা।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

বিপ্লব রহমান এর ছবি

জাঝা


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অবাঞ্ছিত_হতে_চাই এর ছবি

এই বইটা কি অনলাইন এ কেনার কোনো ব্যবস্থা আছে / থাকবে ?

হিমু এর ছবি

আপাতত নেই। তবে এ নিয়ে ভাবনা চলছে।


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি

ভাবনা আদৌ বাস্তবায়িত হবে কি? সচলায়তন সংকলন ও পূর্ণমুঠি একসাথে হাতে পেলে দারুন একটা ইয়ে হতে পারতো।


কী ব্লগার? ডরাইলা?

ফারুক হাসান এর ছবি

সংকলন ও পূর্ণমুঠি একসাথে হাতে পেলে দারুন একটা ইয়ে হতে পারতো।

ঠিক!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

থ্রি চিয়ার্স ফর

প্রিয় সচলঃ
মু নুরুল হাসান!
হাসান মোরশেদ!!
মাহবুব লীলেন!!!
আহমেদুর রশীদ !!!!
আহমেদ অরূপ কামাল!!!!!

দ্রোহী এর ছবি

হিপ, হিপ, হুরে!!!!!


কী ব্লগার? ডরাইলা?

দিবাকর সরকার এর ছবি

এগিয়ে চলাকে স্বাগত!

আমি থাকি ভারতে। "পূর্ণমুঠি" কিনতে ইচ্ছুক। ভারতীয় মূল্যে কত টাকা পাঠাতে হবে? ধার্যমূল্য কোন্ ঠিকানায় কীভাবে পাঠালে বইটি আমি পেতে পারি, জানালে বাধিত হব।

দিবাকর সরকার

জ্বিনের বাদশা এর ছবি

চমৎকার!!!
প্রচ্ছদটা বরাবরের মতোই "সেইরকম!!"
নামটাও ভালো লাগছে ...
মুঠোপূরে মুড়ি চিবোতে চিবোতে পূর্ণমুঠি পড়া যাবে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দেবোত্তম দাশ এর ছবি

বিলাতে মানে লণ্ডনে কিছু বাংলা বই এর দোকান আছে, অনুমতি দিলে সেখান থেকে বিতরণ/বিক্রির কথা বলে দেখা যেতে পারে। বিদেশে যে যেখানে আছেন সবাই নিজেদের যায়গায় চেষ্টাও করতে পারেন। সচল সবাইকে এই ব্যাপারে পদক্ষেপ নেবার অনুরোধ রইলো । আমাদেরও তো বইটা সংগ্রহে রাখতে মন চায় ।

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্টিকি ছুটাইলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাদাচোখ [অতিথি] এর ছবি

মাউস স্ক্রল করার চেয়ে জিভে আঙ্গুল ভিজিয়ে নতুন কেনা বইয়ের পাতা ওল্টানোর মজা সহস্র গুণ বেশি। ধন্যবাদ "পূর্ণমুঠি"-র উদ্যক্তাদের।

সাদাচোখ

নজমুল আলবাব এর ছবি

আহা, দিনগুলো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।