ঢাকা সময় সেপ্টেম্বর ১৯, ২০০৮ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যে কোন এক সময় সর্বোচ্চ পনের মিনিটের জন্য সার্ভার বন্ধ থাকবে। এই ১৫ মিনিট সময় বাদে বাকি সময়টা আপনি স্বাভাবিক ব্লগিং চালু রাখতে পারবেন। তবে লেখার ব্যাকআপ রাখতে এবং পোস্ট করার আগে লেখা সিলেক্ট করে ctl+c চেপে কপি করে রাখতে অনুরোধ করা হচ্ছে। আপনার লোকাল সময়ে বদলে নিতে এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন।
মন্তব্য
আইচ্ছা, বুঝলাম।
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
আমি এই সময় ঘুমাই![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন