সচলায়তনকে বর্তমান সার্ভার মিডিয়া টেম্পল থেকে হবু সার্ভার প্রোগ্রামারে স্থানান্তর উপলক্ষ্যে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল ১০টা থেকে কমপক্ষে ছয় ঘন্টা এবং সর্বোচ্চ দুইদিন বন্ধ থাকতে পারে। এই সময়টা sachalayatan.com থেকে সচলায়তন ব্রাউজ করা যাবে না। তবে sachal-emergency এট googlegroups.com এর মাধ্যমে সচলদের সার্বক্ষনিক আপডেট জানানো হবে।
কেন এই সার্ভার বদল?
আমাদের মাস দেড়েক আগে একটি সার্ভার বিপর্যয় ঘটে। তাই আমরা সাশ্রয়ী এবং ডেডিকেটেড একটি সার্ভারে সচলায়তন হোস্ট করার সিদ্ধান্ত নেই। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
কোন পরিবর্তন থাকবে কি?
১। সার্ভার বদলের সাথে সচলায়তনের কোর সফটওয়্যার ড্রুপালের সর্বশেষ ভার্সন ৬.x এ আপগ্রেড করা হবে।
২। লেখা ড্রাফট হিসেবে সেইভ করার ধরন বদলে যেতে পারে।
কিন্তু সমস্ত ডাটা আমাদের ডাটাবেইজে জমা থাকবে। আপনার ড্রাফটগুলি নিজের হার্ড ড্রাইভে সেইভ করে নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৩। প্রাইভেট মেসেজিং অল্প সময়ের জন্য বন্ধ থাকতে পারে। তবে এই সার্ভিস চালু হলেই সমস্ত মেসেজ ফেরত পাবেন।
৪। চ্যাট বন্ধ থাকবে বেশ কিছুদিন
৫। রেটিং সিস্টেম বদলে যাবে। সুতরাং কিছুদিনের জন্য পুরোনো রেটিং গুলি দেখাবে না। পুরোনো রেটিং কনভার্ট করে নিয়ে আসার পর আগের রেটিংগুলি দেখা সম্ভব হবে।
৫। অটোসেইভ চালু হবে
৬। ছবি আপলোড এবং গ্যালারী তৈরীর সহজ মডিউল যুক্ত হবে।
৭। পোস্ট এবং কমেন্ট নোটিফিকেশন যুক্ত হবে।
৮। পিং ব্যাক চালু হতে পারে।
৯। বাংলা লেখার জন্য আলাদা মডিউল ডেভলপ করা হয়েছে। এতে করে দরকারী টেকস্টবক্সগুলোতে ইংরেজী লেখার ব্যবস্থা করা যাবে।
১০। ভবিষ্যতে নিজের ব্লগ নিজে সাজানোর ব্যবস্থা যোগ করা যেতে পারে।
১১। জরিপ সিস্টেম বন্ধ থাকবে কিছুদিন।
এছাড়া টুকিটাকি অনেক ফীচার মিসিং থাকবে। আবার টুকিটাক অনেক ফীচার যুক্ত হবে।
তবে সমস্ত পোস্ট এবং মন্তব্য অবিকৃত থাকবে বলে আপনাদের আশ্বস্ত করা যাচ্ছে।
সচলায়তন এড্রেস পরিবর্তন
নতুন সার্ভারে প্রথমে sachalayatan.net কে পয়েন্ট করা হবে। অর্থাৎ sachalayatan.net ব্যবহার করলে পৌছে যাবেন নতুন সার্ভারে এবং sachalayatan.com ব্যবহার করলে পৌছাবেন পুরোনো সার্ভারে।
সুতরাং sachalayatan.com অফলাইন আছে এরকম মেসেজ পেলে sachalayatan.net দিয়ে চেষ্টা করবেন। সেখানে প্রায় একই রকম একটা সচলায়তন কপি দেখতে পাবেন। কিন্তু পরবর্তী ঘোষনা দেয়ার আগ পর্যন্ত sachalayatan.net ব্যবহার করবেন না।
sachalayatan.net এ সবকিছু সম্পন্ন হয়ে গেলে বাকি অ্যাড্রেসগুলি একে একে নিয়ে আসা হবে।
এক্সপেক্টেশন
এক্সপেক্টেশনটা একটু কমিয়ে রাখেন। অনেক ফীচারের কথা ঘোষনা দিলেও ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগবে। টুকটাক প্রচুর পার্থক্য থাকবে। প্রায় নতুন করে অনেক কিছু শিখতে হবে। বেশ কিছু জিনিস পছন্দ হবে, বেশ কিছু জিনিস অপছন্দ হবে। জানাতে ভুলবেন না।
কোন বাগ কামড় দিলে জানাবেন। আপনি যদি ভেবে বসে থাকেন সমস্ত বাগ আমাদেরও কামড় দিবে, কিংবা বেচেরাদের আর কষ্ট দিবো না, তাহলে ভুল করবেন। এক ধাক্কায় সমস্যা সমাধান না করলে আপনি, আমি সহ বাকি সবাই কষ্টে ভুগব। সুতরাং সমস্যা পেলে জানিয়ে ফেলুন।
(এই পোস্টটি আপডেট করা হবে)
মন্তব্য
প্রাইভেট মেসেজিং থাকবেনা???????????????????
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আপাতত বন্ধ থাকবে। আশা করা যাচ্ছে মাসখানেকের মধ্যে এটা আবার চালু করা যাবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ডেটাবেইজে থাকলে ঠিকাছে। প্রাইভেট মেসেজে অনেকের সাথে অনেক আলাপ হয়েছে। সেগুলো হারাতে চাই না।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ডেটাবেইজে থাকবে। মডিউলটার ডেভলপমেন্ট ইনকমপ্লিট এখনও। ওটা কমপ্লিট হলেই ইনস্টল করা হবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালোয় ভালোয় সবকিছু সম্পন্ন হোক এই আশাবাদ রইলো। ধন্যবাদ।
আসলে নিজেদের ব্যক্তিগত জীবন জীবিকার বাইরে সচলের জন্য আপনারা অনেক কষ্ট আর যন্ত্রণা সয়ে যাচ্ছেন নিয়মিত। আর আমরা তৈরি মোয়াটা দিব্যি খেয়ে যাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলের আবার দ্রুত সক্রিয়তার প্রত্যাশা
অনেক দরকারী ফিচার যোগ হচ্ছে দেখে আনন্দিত হলেম।
নতুন রূপে প্রিয় সচলকে দেখার অপেক্ষায় রইলাম।
--------------------------------------------------------
রূপ তেমন একটা বদলাবে না। লুক এন্ড ফীল একই রকম রাখতে চাচ্ছি শুরুতে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনাদের প্রচেষ্টা সফল হোক, এই কামনা করছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অটোসেইভ কাজের জিনিস হবে। ধন্যবাদ।
আহা... প্রাইভেট ম্যাসেজিং বন্ধ থাকবো?
চ্যাট আর রেটিং নিয়া চিন্তা নাই...
তবে ছবি আপলোড আর গ্যালারী তৈরির কাজ সহজ হবে বলে খুশি লাগতেছে।
৭ নম্বরটাও বেশ উপকারী।
পিং ব্যাক কি জিনিস তাই তো বুঝি না।
যাহোক... ভালোই... তবে দুইদিন সচলায়তন বন্ধ থাকলে তো অসহায় লাগবে। আবারো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
১- ৭ আর ৮ নম্বর পয়েন্ট যদিও বুঝিনি তবু মেসেজিংটা যে সাথে সাথে চালু হবে তা শুনে ভাল্লাগছে অনেক
কারণ সচলের সবচে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটা হলো পড়তে পড়তে এক টোকায় লেখককে অনার্য বাংলায় দুয়েকটা কথা বলার সুযোগ
লীলেন দা,
সবগুলি ফীচার একসাথে চালু হবে না। অল্প অল্প করে চালু হবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আশা করি ছয় ঘন্টাতেই যেন সব কাজ শেষ হয়ে যায়। দুইদিন সচল বন্ধ থাকলে অবশ্য মন্দের লাভ হবে। সময়টুকু কাজে লাগিয়ে অনেকদিনের জমে থাকা এভারেস্টতুল্য কাজগুলো শেষ করার একটা চেষ্টা করা যাবে নতুন ফিচারগুলো শুনে আগ্রহী হলাম পরখ করে দেখতে।
জড়িত সবাইকে ধন্যবাদ আর শুভকামনা।
খারাপ সরকার অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে প্রায়ই জনগণের বারোটা বাজায়, ভালো সরকার তা করে না, করলেও পুষিয়ে দেয়। আমাদের ঘরবাড়ির প্রতি সচল-সরকারের দরদ আছে বলেই জানি। কাজেই ভয় পাচ্ছি না মোটেই। না-শুয়েবসে না হয় রাস্তাঘাটে ঘুরেফিরেই দু'দিন পার করে দেব।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
পিং ব্যাক মানে কী?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কেউ যদি আপনার লেখার লিংক সচলায়তনে বা অন্য কোন ওয়েবসাইটে ব্যবহার করে তাহলে সেই ওয়েবসাইটের লিংক অটোম্যাটিক্যালী আপনার পোস্টে কমেন্ট হিসেবে চলে আসবে। এতে করে আপনাকে খুঁজে খুঁজে বেড়াতে হবে না, কে আপনার পোস্ট নিয়ে কথা বলল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ব্যাক্তিগত পেশাগত জীবনের পাশাপাশি
একটা সচলগত জীবনও যাপন করতে হয় আপনাদের।
অনেক অনেক কৃতগ্গতা সব কষ্টের জন্য
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আগের কথা মুছে দিলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আশা করছি সব প্লান মাফিকই হবে। শুভেচ্ছা রইলো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন দিনের প্রত্যাশায়-----
৫। অটোসেইভ চালু হবে
- খুব ভালো হবে এতে।
৬। ছবি আপলোড এবং গ্যালারী তৈরীর সহজ মডিউল যুক্ত হবে।
-আমি যখনই ছবি আপলোড করি আমার প্রিভিউতে দ্যাখালেও তা পোস্টে আসে না। এরপর বোধহয় পারবো!
৭। পোস্ট এবং কমেন্ট নোটিফিকেশন যুক্ত হবে।
৮। পিং ব্যাক চালু হতে পারে।
- এই দুইটা জিনিস বুঝতেছি না।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এখন থেকে sachalayatan.net ডোমেইনটি আগামী শনিবার পর্যন্ত নিষ্ক্রিয় থাকবে। সার্ভার স্থানান্তর শেষ হলে তা আবার সক্রিয় হবে।
সচলের অন্যান্য ডোমেইন sachalayatan.com ও sachalayatan.org এবং muktopran.org যথারীতি কাজ করবে।
এটা সার্ভার মেশিন সংক্রান্ত তথ্য; সাইট সংক্রান্ত আপডেট যথাসময়ে দিবেন মাহবুব মুর্শেদ।
আশা করছি পরিবর্তনগুলো সচলকে আরো আকর্ষণীয় করবে।
সচল কারিগরদের জন্য কৃতজ্ঞতা।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
হায়! হায়! (বিপ্লব) থাকবে তো?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আচ্ছা সচলের বাইরে অন্যান্য ব্লগ বা পোস্টে সচলের যে sachalayatan.com দিয়ে লিংক করা, পরবর্তীতে সে লিংকগুলো কি কার্যকর থাকবে ? না কি আবার ডট নেট দিয়ে নতুন লিংক তৈরি করে দিতে হবে ?
ভাবছি কোন মহা ঝামেলায় পড়ি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা
ইজি থাকেন। আলগোছে সব হয়ে যাবে টেরও পাবেন না। সব লিংক ঠিক থাকবে। বাড়তি কিচ্ছু করতে হবে না।
হুম্প!
হাঁটুপানির জলদস্যু
সবেই তো সব কইলো। আমি আর কিছু না-ই কই!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আপডেট ২ সম্পর্কে
সব ইউজারের কাছে সচল ইমার্জেন্সির এড্রেস নাও থাকতে পারে
তাই যতদিন পর্যন্ত সচল মেইল্ বন্ধ থাকতে ততদিন কোনো প্রব্লেম হলে মডারেটরদের সাথে যোগাযোগের জন্য (আপডেট সংক্রান্ত বিষয়ে)একটা ইমেইল এড্রেস পাতার নিচের দিকে দিয়ে দিলে সবার সুবিধা হবে
০২
লেখা পড়তে পারা
লেখা পোস্ট করতে পারা
আর কমেন্ট করতে পারা
এই তিনটা প্রত্যাশা ঠিক করে রাখলাম প্রথম পর্যায়ে
আপাতত আর কিছু লাগবে না
মাহবুব লীলেন-এর সহমত পোষণ করলাম আমিও।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ঠিকাছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন