সচলায়তন আপডেট হচ্ছে - পোস্ট করা ও মন্তব্য থেকে বিরত থাকুন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ১১/১০/২০০৮ - ৯:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন আপডেট শুরু হয়েছে। এখন পোস্ট ও মন্তব্য করা থেকে বিরত থাকুন।

এই আপডেট সর্বোচ্চ ঢাকা সময় শনিবার অক্টোবর ১১, ২০০৮ সকাল ১০ টা থেকে শুরু হয়ে সোমবার অক্টোবর ১৩, ২০০৮ সকাল ১০ টা পর্যন্ত চলতে পারে। তবে আশা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে এই আপডেট সম্পন্ন হয়ে যাবে।

sachalayatan.net, sachalayatan.org এবং muktopran.org আপনাকে নতুন সার্ভারে নিয়ে যাবে। sachalayatan.com আপাতত পুরোনো সার্ভারে থাকবে।

সার্ভার বন্ধ থাকা অবস্থায় sachal-emergency এট googlegroups.com মেইলিং লিস্টে আপডেট জানতে পারবেন। আপডেট জানতে এই লিস্টে যুক্ত হতে পারেন।

"আপডেট সম্পন্ন হয়েছে; ব্লগিং শুরু করতে পারেন" এই টাইটেলে একটা পোস্ট না পাওয়া পর্যন্ত কোন পোস্ট দিবেন না এবং মন্তব্য করবেন না। এসময় আপনার কোন পোস্ট এবং মন্তব্যের হারিয়ে গেলে তার দায় দায়িত্ব আপনার উপর বর্তাবে।

আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।