• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ফিক্স: সচলায়তন হিট কাউন্টার

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ০৩/১১/২০০৮ - ১১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন হিট কাউন্টার শুধুমাত্র ইউনিক হিট কাউন্টার ব্যবহার করে। এই কারনে একটা পোস্ট কতগুলো ক্লীক পড়ল সেটা হিসাব না করে, কতজন সচল (লগইন থাকলে) এবং কতজন অতিথি (লগইন না করলে বা অতিথির আইপির উপর ভিত্তি করে) হিসাব করা হয়।

একসেস লগ একমাস ডাটাবেইজে জমিয়ে রাখা হয়। সুতরাং একমাস পর একই আইপি থেকে আবার ক্লীক করলে সেটা নতুনভাবে পঠিত ধরা হবে।

কিছুদিন যাবৎ সচলায়তনের হিট কাউন্টার শুধুমাত্র লগডইন সচলের ক্ষেত্রে কাজ করছিল। অর্থাৎ অতিথিরা পড়লেও সেটা কাউন্টারে যুক্ত হচ্ছিল না। প্রাথমিকভাবে আমরা মনে করি সার্ভারে উপর্যুপরি ক্যাশিংয়ের কারনে এটা হচ্ছে। ক্যাশিং বন্ধ করে কোন উন্নতি লক্ষ্য করা যায়নি।

পরবর্তীতে দেখা যায় ডাটাবেইজ অপটিমাইজ করতে গিয়ে একটি ভুল করেছিলাম আমরা। আপাতত পুরোন আন-অপটিমাইজড স্ক্রীপ্ট ব্যবহার করা হচ্ছে। এবং দেখা গেছে যে হিট কাউন্টার আবার ঠিক ভাবে কাজ করছে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যেভাবে টেস্ট করবেন,
১। লগঅফ করুন

২। পড়া হয় নাই এরকম একটা পোস্ট দেখুন। ধরি পোস্টটি ২১ বার পড়া হয়েছে।

৩। পোস্টটিতে ক্লীক করুন। স্ক্রল করে নীচে আসলে দেখবেন ২১ বার পঠিত হয়েছে। যেহেতু আপনি এখনও পড়ছেন, তাই কাউন্টার বদলে যায় নি। পেইজ এক্সিটে পোস্ট পড়াটা কাউন্ট হবে। অর্থাৎ এই মুর্হুতে কারেন্ট চলে গেলে ধরে নেয়া হবে আপনি পোস্টটি পড়েননি।

৪। প্রথম পেইজ ফিরে যান। দেখবেন ২২ বার পড়া হয়েছে। এর বেশী হলে বুঝবেন আরো কেউ পড়েছে পোস্টটি। যদি ২১ টি দেখেন তাহলে আপনি আগে একবার পড়েছেন। যদি না পড়ে থাকেন কিন্তু ২১ টি দেখে থাকেন, তাহলে এটি একটি বাগ (যেটা ফিক্স হয়েছে বলে দাবী করা হয়েছে)।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

অফটপিক@
মুর্শেদ ভাই, আপনাদের 'বাংলা ওয়েব টুলস' কি সহসা পাওয়া যাবে ? আমি আসলে ওই টুলসের ইউজার। ওটা ছাড়া আসলে আমার চলে না। কী অবস্থায় আছে ওটা এখন ?
এ ব্যাপারে এখানে মন্তব্য করে যদি ভুল করে থাকি, মন্তব্যটা মুছে দিতে পারেন।
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আজকে রাতে কিছু জিনিস বদলে আবার আপ করে দিবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

এবার কি 'ক্ষ' এবং 'ল-যুক্ত' অক্ষর সমস্যা কাটবে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এ রকম সমস্যার কথা জানি না তো! কি সমস্যা হয়?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

ওই যে বললাম, ওয়ার্ড ফাইল থেকে টেক্সট পেস্ট করে এনে ইউনিকোডে কনভার্ট করলে 'ক্ষ' বর্ণটা আসেনা। ওটা গ্যাপ পড়ে যায়। সচলেই অনেকের পোস্ট দেখবেন 'ক্ষ' বর্ণ নাই। এটা কিন্তু বুঝে ফেলি যে বাংলা ওয়েব টুলস-এ করে এডিট করা হয়নি। কনভার্ট করে তারপরে ওয়েব টুলস-এ বসেই এডিট করে জুড়ে দিতে হয় অক্ষরগুলো।

এরকম সমস্যা হয় প্রধানতঃ 'ক্ষ', 'ল-যুক্ত বর্ণে' ল টা বাদ পড়ে যায়। যেমন 'অক্ষয়' শব্দটা হয়ে যায় 'অয়', 'ক্লান্ত' শব্দটা হয়ে যায় 'কান্ত', এরকম। এছাড়া আরো কিছু ছোটখাট সমস্যা রয়েছে। মনে পড়েছে, র-ফলা যুক্ত যৌগ অক্ষরে হ্রস্ব-উকার (ু) হয়ে যায় '' এইরকম ইনভার্টেড কমা জাতিয় চিহ্ন।

এইগুলো সংশোধন করা গেলে চমৎকার হবে সফটওয়ারটা, অপ্রতিদ্বন্দ্বী। আপনি আপ করার পর আর কোন সমস্যা থাকলে আপনি চাইলে তা নমূনাসহ পাঠাতে পারবো। আপাতত উপরের সমস্যাগুলো কিছু করা যায় কিনা দেখেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

যে তথ্যটা বলা হয়নি, আমি বিজয় কী বোর্ড ব্যবহার করি এবং ফণ্ট সুতন্বি এমজে বা ইএমজে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সমস্যা হচ্ছে বিজয়ের হাজার রকম এনকোডিং করে রেখেছে জব্বার মিয়া। একই সুতন্বী ফন্টের অনেকরকম এনকোডিং। কারন একটাই, আপনি যাতে চাইলেই বিজয় ছেড়ে অন্য কিছুতে চলে যেতে না পারেন। আমি যে ভার্সন ব্যবহার করে টেস্ট করেছি সেটাতে সবকিছু ঠিক মতো আসে। আপনারটাতে আসে না।

এটার একটা সমাধান আমার মাথায় আছে। সময় করে উঠতে পারলে ওটা নিয়ে বসব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

আমারটা বিজয় ২০০৩

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রত্যেক ভার্সন আলাদা করে করাটা ডিফিকাল্ট:
১। প্রত্যেক ভার্সন পাবো কোথায়?
২। একটা বিজয়ের এতো রকম ভার্সন সার্পোট করতে গেলে সময় লাগবে, অনেক বড় ডাটেবেইজ ব্যবহার করতে হবে, প্রোগ্রাম স্লো হয়ে যাবে।

ঠিক এই কারনেই আমি বিজয় কির্বোড বানিয়েছিলাম। যাতে যারা বিজয়ে অভ্যস্ত তারা এখন থেকে ইউনিকোডেই লিখতে পারেন। কনভার্টার বানিয়েছিলাম যাতে পুরোনো ফাইলকে চিরদিনের জন্য ইউনিকোডিত করে মানুষ বিজয়কে ভুলে যায়।

অথচ ব্যবহারকারীরা কনভার্টারটাকেই আঁকড়ে ধরেছে। সবাই এখনও বিজয় ব্যবহার করে লেখে আর কনভার্ট করে পোস্টায়। এই ট্রেন্ড ভাঙ্গা দরকার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

আপনার সাথে আমি সহমত পোষণ করি।
কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যারা দেশে আছি। এখানে কোন অফিস আদালতেই ইউনিকোড সাপোর্ট করে না। এমনকি কোন মিডিয়া বা পত্রিকা অফিসগুলোতেও না। মারুফ রায়হান সম্পাদিত অনলাইন পত্রিকা 'বাংলা মাটি'তে যখন ইউনিকোডেড লেখা পাঠালাম, লেখা নাকি পাঠোদ্ধার হয় না। পরে সুতন্বি লোকাল ফণ্টে পাঠাতে হলো।

সিস্টেমের অক্টোপাশে আমরা এমনভাবে আটকা যে চাইলেও বের হতে পারি না। অথচ সবকিছু ইউনিকোডেড করে নিলে আমাদের বাংলা ফণ্ট জনিত হাজারো সমস্যা নিমেষেই মিটে যায়।
আর এখানেও নানান সমস্যা। অফিস আদালতগুলোতে যারা কম্পোজ করে এরা মূলতঃ সেই মুনির অপটিমার টাইপিস্ট থেকে কম্পিউটার সহকারী হয়েছে। সেখানে তো আরো খারাপ অবস্থা। সম্ভবত একটা জেনারেশনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাও যদি কর্তৃপক্ষিয় সদিচ্ছা থাকে।
তবে আপনারা ইউনিকোড বেজ যেসব কাজ করেছেন, সত্যি কথা বলতে কী, এসব না হলে আমাদের মতো লোকের জন্য অনলাইনে লেখালেখি করাটাই এখনো দুঃসাধ্য হতো। এই কৃতজ্ঞতাটুকু না জানালে বিবেকরুদ্ধ থাকতে হবে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একমত। হয়ত কোন একসময় এই সমস্যাটার সমাধান হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতন্দ্র প্রহরী এর ছবি

মুর্শেদ ভাই, হিট কাউন্টারটা ফিক্স করে খুবই ভালো কাজ করসেন বস... এই বিষয়ে সবার ভেতরকার কনফিউশনটা এবার যাবে আশা করি। :-)

[এই সুযোগে নিজের পোস্টে আরো বেশি হিট দেখতে পারবো, সেই আনন্দও কোন অংশে কম না!] ;-)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"কতোবার পঠিত" ব্যাপারটি আবার পুরোপুরি সচল হলো দেখে তৃপ্তিবোধ হচ্ছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

হিমু এর ছবি

হ্যাঁ, ইউনিক ভিজিট কাউন্ট হয় বলে এই ফীচারটি লেখককে একটা স্বচ্ছ ধারণা দিতে পারে পোস্টের পাঠবিস্তৃতি সম্পর্কে।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

আপনাকে জাঝা দিলাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও জাঝা দিলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শামীম এর ছবি

পোস্ট করতে আবার উৎসাহ পাচ্ছি ... .... ;)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্নিগ্ধা এর ছবি

আমিও জাঝা ফাঝা কিসু একটা দিলাম ।

কীর্তিনাশা এর ছবি

থ্যাঙ্কু (দেঁতোহাসি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।