নির্বাচনের ফলাফল এখানে জানাতে থাকুন। মডারেটরদের একজন এই পোস্টে রক্ষিত পিএইচপি কোডে আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য আপডেট করে দেবেন। পিএইচপি কোডটি একটি ফাইলে তথ্যটা লিখে রাখবে। নির্বাচনী উইজেটটি সেই ফাইল থেকে তথ্য নিয়ে প্রচার করবে সব জায়গায়।
মহাজোট
গোপালগঞ্জ-৩ - শেখ হাসিনা
দিনাজপুর ১ - মনোরঞ্জল গীল গোপাল
লালমনিরহাট ১ - মোতাহার হোসেন
রংপুর ৬ - শেখ হাসিনা
নীলফামারী ২ - আসাদুজ্জামান নুর
জামালপুর ৩ - মির্জা আজম
জামালপুর ৫ - রেজাউল করিম হীরা
চার দল
লক্ষীপুর ৩ - শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ফেনী ১ - বেগম খালেদা জিয়া
লক্ষীপুর ১ - নাজিমউদ্দিন
লাইভ নির্বাচন উইজেটটি ব্যাবহার করুন আপনার ব্যাক্তিগত ব্লগে এবং ছড়িয়ে দিন সর্বত্র।
<iframe src="http://www.sachalayatan.com/election/2008results.html" frameborder="0" scrolling="no" style="border: 1px solid #ccc; overflow: none;" width="200" height="430"></iframe>
$save_file =false;
$candidates = array();
$candidates[] = array(
'id' => '1',
'Electoral' => '103',
'Party' => 'মহাজোট',
'Name' => 'মহাজোট',
'img' => 'pd_hasina',
'Votes' => '66882230',
'Call'=> '',
'VPct' => '53'
);
$candidates[] = array(
'id' => '2',
'Electoral' => '11',
'Party' => 'চার দল',
'Name' => 'চার দল',
'img' => 'pd_khaleda',
'Votes' => '58343671',
'Call'=> '',
'VPct' => '46'
);
/* $candidates[] = array(
'id' => '3',
'Electoral' => '0',
'Party' => 'জাতীয় পার্টি',
'Name' => 'হুঃ মোঃ এরশাদ',
'img' => 'pd_ershad',
'Votes' => '580000',
'Call'=> '',
'VPct' => '40'
); */
/* $candidates[] = array(
'id' => '4',
'Electoral' => '0',
'Party' => 'জামায়াতে ইসলামী',
'Name' => 'মঃ রঃ নিজামী',
'img' => 'pd_jamat',
'Votes' => '580000',
'Call'=> '',
'VPct' => '40'
); */
$candidates[] = array(
'id' => '5',
'Electoral' => '1',
'Party' => 'অন্যান্য',
'Name' => 'অন্যান্য',
'img' => 'pd_other',
'Votes' => '580000',
'Call'=> '',
'VPct' => '40'
);
function cmp($a, $b)
{
if ($a['Electoral'] == $b['Electoral']) {
// return strcmp($a['Name'], $b['Name']);
return 0;
}
return ($a['Electoral'] > $b['Electoral']) ? -1 : 1;
}
if ($save_file) {
usort($candidates, "cmp");
$doc = new DOMDocument('1.0');
$doc->formatOutput = true;
$rootElem = $doc->createElement( "Summary" );
$rootElem->setAttribute('buildTime', date('m/d/Y g:i:s A'));
$raceElem = $doc->createElement( "Race" );
$raceElem->setAttribute('id', '1');
$raceElem->setAttribute('eDate', '20081229');
$position = 1;
foreach( $candidates as $candidate )
{
$candElem = $doc->createElement( "Cand" );
$candElem->setAttribute('id', $candidate['id'] );
$candElem->setAttribute('Position', $position );
$candElem->setAttribute('Electoral', $candidate['Electoral'] );
$candElem->setAttribute('Party', $candidate['Party'] );
$candElem->setAttribute('Name', $candidate['Name'] );
$candElem->setAttribute('img', $candidate['img'] );
$candElem->setAttribute('Votes', $candidate['Votes'] );
if($candidate['Call'] != '')
$candElem->setAttribute('Call', $candidate['Call'] );
$candElem->setAttribute('VPct', $candidate['VPct'] );
$raceElem->appendChild( $candElem );
$position = $position + 1;
}
$rootElem->appendChild( $raceElem );
$doc->appendChild( $rootElem );
// echo $doc->saveXML();
echo 'ফাইল সেইভ করা হল '. $doc->save('/www/election/PresSummary.xml') . ' বাইটের';
}
?>
মন্তব্য
নির্বাচনের ফলাফল কখন থেকে আসা শুরু হবে কেউ জানেন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাংলাদেশ সময় বিকেল ৪টার পর থেকে।
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
উইজেট ঠিকমতো দেখতে না পেলে Ctl+F5 চেপে রিফ্রেশ করুন। অথবা Firefox এর Edit > Preferences > Advanced > Network থেকে Offline Storage সেকশনে Clear Now ক্লীক করুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ফলাফল আসা শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে একই সাথে তাদের সাইটেও আপডেট দেয়া হবে।
...........................
Every Picture Tells a Story
ইলেকশন কমিশনের সাইট ডাউন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ধন্যবাদ। ব্লগে অ্যাড করলাম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এই অমিত
এটা ফেইসবুকে কীভাবে এ্যাড করে?
আমিতো পারলামনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ফেসবুকে তো উইজেট অ্যাড করা যাবে না
এই পোস্টের লিংক পোস্ট করা যেতে পারে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
বিডিনিউজ২৪, নির্বাচন কমিশন দুটোর সাইটই ওভারলোডেড। ঢুকা যাচ্ছে না। এখানে ছাড়া উপায় নেই।
সাইট ডাওন না, অভারলোডেড্, যারা দেশের বাইরে আছেন তাঁরা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যুদ্ধাপরাধীদের সম্পর্কে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ওগুলা সব কাত। টেলিফোনে খবর খালেদা'র অবস্থা আগের মত না, তাই মোটামুটি একটা অবস্থানে না এলে ওর নিজস্ব আসনের ফলাফল দেরিতে আসবে। ঢাকায় সাদেক হোসেন ছাড়া ৪দলের অন্যরা দ্বিধায় আছে।
ময়মনসিংহের সবগুলো আসনে মহাজোট এগিয়ে আছে বেশ ভালোভাবেই।
...........................
Every Picture Tells a Story
bdnews24.com থেকেঃ ফেনী-২ (দাগনভূইয়া-সদরের একাংশ) আসনে বিএনপির জয়নাল আবদীন (ভিপি জয়নাল) বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ১১৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ৬৭ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
দিনাজপুর ১ - মনোরঞ্জল গীল গোপাল (মহাজোট)
লালমনিরহাট ১ - মোতাহার হোসেন (মহাজোট)
রংপুর ৬ - শেখ হাসিনা (মহাজোট)
নীলফামারী ২ - আসাদুজ্জামান নুর (মহাজোট)
লক্ষীপুর ৩ - শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (চার দল)
গোপালগঞ্জ ৩ - শেখ হাসিনা (মহাজোট)
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
জামালপুর ৩ - মির্জা আজম (মহাজোট)
জামালপুর ৫ - রেজাউল করিম হীরা (মহাজোট)
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
ফেনী ১ - বেগম খালেদা জিয়া (চার দলীয় জোট)
লক্ষীপুর ১ - নাজিমউদ্দিন (চার দলীয় জোট)
প্রিয় সচল কর্তৃপক্ষ , সচলের নির্বাচনী ফলাফল যে স্ক্রীনে দেখাচ্ছে সেখানে লেখা আছে জয়ী হতে প্রয়োজন ১৬৭ আসন কিন্তু প্রয়োজনীয় আসন সংখ্যা হবে ১৫১ । একটু যাচাই করে দেখবেন কি ?
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ঠিক করা হবে। ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নিবিড়ের কথা ঠিক। জাতীয় সংসদে ৩০০ আসনের নির্বাচন হয়, সেক্ষেত্রে জয়ী হতে ১৫১ টি আসন প্রয়োজন
ঠাকুরগাঁওয়ে বিজয়ী মহাজোট প্রার্থী রমেশ চন্দ্র শীল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
লালমনিরহাট ৩ - জি এম কাদের (মহাজোট)
ফেনী ২ - ভিপি জয়নাল আবেদীন (চার দলীয় জোট)
কুষ্টিয়া ২ - হাসানুল হক ইনু (মহাজোট)
সর্বশেষ ২৮-৫
— বিদ্যাকল্পদ্রুম
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
ঠাকুরগাঁও ১ - রমেশ চন্দ্র সেন (মহাজোট)
কুষ্টিয়া ২ - হাসানুল হক ইনু (মহাজোট)
ক্যাডেট কলেজ ব্লগে আমরা আপডেট করছি। এই পাতায় চোখ রাখলেই নিয়মিত আপডেট পাবেন আশাকরি। রেডিও এবিসি-র সানাউল্লাহ্ ভাই সেখানে আছেন। তিনিই খুব দ্রত আপডেটগুলো জানাচ্ছেন। লিংকটা দিচ্ছি:
http://www.cadetcollegeblog.com/muhammad/1665
— বিদ্যাকল্পদ্রুম
যারা আপডেট পাচ্ছেন না তারা উইজেটটির বডিতে রাইট ক্লীক করে রিলোড ফ্রেম চেপে দেখুন। পাঁচটি এন্ট্রি (আলী, বিএনপি, জাপা, জামাত, অন্যান্য) থেকে তিনটি (মহাজোট, চারদল, অন্যান্য) করায় এজ্যাক্স আপডেটে খানিক ঝামেলা হচ্ছে। ঠিক করার কাজ চলছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
লালমনিরহাট ৩- জিএম কাদের (মহাজোট)
ঠাকুরগাও ১- রমেশ চন্দ্র সেন (মহাজোট)
কুষ্টিয়া-২-হাসানুল হক ইন(মহাজোট)
সূত্রঃ ATN Bangla
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
লক্ষীপুর ২ - আবুল খায়ের ভূঁইয়া (চার দলীয় জোট)
কুষ্টিয়া ৪ - সুলতানা তরুন (মহাজোট)
রংপুর ৫ - এইচ. এন. আশিকুর রহমান (মহাজোট)
মেহেরপুর ২ - আমজাদ হোসেন (চার দলীয় জোট)
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
গোপালগঞ্জ ১ - ফারুক খান (মহাজোট)
কিশোরগঞ্জ ৬ - জিল্লুর রহমান (মহাজোট)
কুষ্টিয়া ৩ - কে. এইচ. রশিদুজ্জামান (মহাজোট)
(( এ পর্যন্ত আমি যা পেয়েছি --
কুষ্টিয়া ২ - হাসানুল হক ইনু (মহাজোট)
কুষ্টিয়া ৪ - সুলতানা তরুন (মহাজোট)
জামালপুর ৩ - মির্জা আজম (মহাজোট)
জামালপুর ৫ - রেজাউল করিম হীরা (মহাজোট)
গোপালগঞ্জ ৩ - শেখ হাসিনা (মহাজোট)
ঠাকুরগাঁও ১ - রমেশ চন্দ্র সেন (মহাজোট)
দিনাজপুর ১ - মনোরঞ্জল গীল গোপাল (মহাজোট)
নীলফামারী ২ - আসাদুজ্জামান নুর (মহাজোট)
ফেনী ১ - বেগম খালেদা জিয়া (চার দলীয় জোট)
ফেনী ২ - ভিপি জয়নাল আবেদীন (চার দলীয় জোট)
মেহেরপুর ২ - আমজাদ হোসেন (চার দলীয় জোট)
রংপুর ৫ - এইচ. এন. আশিকুর রহমান (মহাজোট)
রংপুর ৬ - শেখ হাসিনা (মহাজোট)
লক্ষীপুর ১ - নাজিমউদ্দিন (চার দলীয় জোট)
লক্ষীপুর ২ - আবুল খায়ের ভূঁইয়া (চার দলীয় জোট)
লক্ষীপুর ৩ - শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (চার দল)
লালমনিরহাট ১ - মোতাহার হোসেন (মহাজোট)
লালমনিরহাট ৩ - জি এম কাদের (মহাজোট)
))
থ্যাংকস ব্রাদার।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
কিশোরগঞ্জ ৪ - আব্দুল হামিদ (মহাজোট)
মেহেরপুর ১ - জয়নাল আবেদিন (মহাজোট)
পাবনা ১ - শামসুল হক টুকু (মহাজোট) << নিজামী হারছে >>
ঝালকাঠি ২ - আমির হোসেন আমু (মহাজোট)
কুষ্টিয়া ২ - এম কে আনোয়ার (চার দলীয় জোট)
হবিগঞ্জ ৩ - মো: আবু জহির (মহাজোট)
বরগুনা ১ - ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ (মহাজোট)
লালমনিরহাট ২ - মুজিবুর রহমান (মহাজোট)
সিলেট ৪ - ইমরান আহমেদ (মহাজোট)
সাতক্ষীরা - মহাজোট এইচ এম রেজা বিজয়ী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এই মাত্র এটিএন এ শুনলাম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সাতক্ষীরা-৩- আ,ফ,ম, রুহুল হক (মহাজোট)
বগুড়া-৩-আব্দুল মোমিন তালুকদার (৪ দল)
সুত্রঃ ATN
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বরিশাল ৩ - মহাজোটের গোলাম কিবরিয়া টিপু
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নড়াইল ৪ - মহাজোট আব্দুল কুদ্দুস
কুমিল্লা২ - চারদল এম কে আনোয়ার
জামালপুর৫ - মহাজোট রেজাউল করিম
জিনাইদহ২ - মহাজোট আব্দুল মান্নান
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
জেলা আওয়ামী লীগ নির্বাচনী প্রচারনা নিয়ন্ত্রন কেন্দ্রের খবর
ময়মনসিংহ-৩
ময়মনসিংহ-৫
ময়মনসিংহ-৮
ময়মনসিংহ-১০
আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
...........................
Every Picture Tells a Story
এইখানে কুমিল্লা -২ হবে, কুষ্টিয়া-২ না । দু:খিত ।
কুমিল্লা ২ - এম কে আনোয়ার (চার দলীয় জোট)
ভাঙ্গা মানুষ
কুষ্টিয়া ২ এর টা ঠিক হয়নাই। এইটাতো বোধহয় মহাজোট পেয়েছে।
— বিদ্যাকল্পদ্রুম
সাঈদির খবর টা পাচ্ছিনা, কেউ কী জানেন?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
মানিকগঞ্জ ১ (মহাজোট)
মানিকগঞ্জ ২ (মহাজোট)
মানিকগঞ্জ ৩ (মহাজোট)
নারায়নগঞ্জ ২ (মহাজোট)
বগুড়া ৫ (মহাজোট)
মাগুরা ২ (মহাজোট)
ফরিদপুর ৩ (মহাজোট)
ফরিদপুর ৪ (মহাজোট)
মাদারিপুর ২ (মহাজোট)
কুড়িগ্রাম ২ (মহাজোট) / এরশাদ
কুষ্টিয়া ১ (মহাজোট)
ময়মনসিংহ ১ (মহাজোট)
নীলফামারি ৩ (মহাজোট)
ভোলা ২ (মহাজোট) / তোফায়েল
ভালো কথা মনে করেছেন
হারামি টা কোথায় গেল?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
হ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কিশোরগন্জ ৫ - মহাজোট আব্দুল হামিদ
জামালপুর ৩ - মহাজোট আজম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
৮৯ আসনের ফলাফল ঘোষণা।
মহাজোট ৭৭
চারদল ১১
অন্যান্য ১
"মইত্যা চুরা" আর "হুজুরে আলা সাইদি"র খবর কী?
গরীবের আবার সিগনেচার!!!
"মইত্যা চুরা" ফ্ল্যাট হইসে... "মুযা-জুতা" ফ্ল্যাট হবার পথে... সাইদি'র খবরটা জানিনা... কেউ জানলে জানাইয়েন...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
বেসরকারী ভাবে নির্বাচিত (সূত্র - টিভি চ্যানেল)
-------------------------------------------------
বগুড়া ৬ (চার দলীয় জোট) / খালেদা জিয়া
বগুড়া ৭ (চার দলীয় জোট) / খালেদা জিয়া
পাবনা (মহাজোট)
সিলেট ১ : আবুল মাল আব্দুল মুহিত
সিলেট ২ : শফিকুর রহমান চৌধুরী
সিলেট ৩ : মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস
সিলেট ৪: ইমরান আহমদ চৌধুরী
সিলেট ৫: হাফিজ আহমদ মজুমদার
সিলেট ৬: নুরুল ইসলাম নাহিদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মুজাহিদ হারামি নাকি ফেইল?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মুজা-জুতা আসলেই স্লিপ কাটসে...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আবার জিগস ..
৯৭ -> মহাজোট,
১২-> ৪ দল
৩-> অন্যান্য
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অপু দোস্ত - ইয়াহু ঊঊঊঊঊঊ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ তা তা থৈ...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
উইজেট আপগ্রেড হয়না কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মহাজোট ৯৭
চারদল ১২
অন্যান্য ০৩
সুএ: এটিএন
মজ-১০৩
৪জ-১২
স-৩
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সর্বশেষ আপডেট (বাংলাদেশ সময় ১২ ০৬ মি) (ইউকে ৬ ০৬ মি )
মহাজোট ১০৩
চারদল ১২
অন্যান্য ০৩
সুএ: এটিএন
জামাতের মিস্টার মুজাহিদও কাইত ... ফরিদপুর ৩ আসনে মহাজোট জিতছে
মহাজোট ১১৪
চারদল ১৩
অন্যান্য ০৩
সুএ: এটিএন
মহাজোট : ১১৩
চারদল ১৩ না ১১?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সূত্র: এটিএন বাংলা
মহাজোট - ১১৩
৪ দল - ১৩
অনান্য-৩
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চারদল ১৩
দেলু (বিএনপি মহাসচিব) পরাজিত হয়েছে ৫০,০০০ ব্যাবধানে
দেলু দাদুর তেলু শেষ!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
সালোয়ার সহ দেলোয়ার এর পতন হয়েছে
২০০৮ এর সেরা ম্যালফাংশন
রায়হান আবীর বলছে
ইটিভিতে দেখাচ্ছে
মহাজোট ২৩১
চারদল - ২৯
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এটা এগিয়ে থাকা আসন সংখ্যা
একজন
প্রেডিকশন।
ফলাফল নাহ।
মহাজোট ১১৭
চারদল ১৩
অন্যান্য ০৩
সুএ: এটিএন
সাঈদী হেরে গেছে। খবর - রেডিও এবিসি
— বিদ্যাকল্পদ্রুম
ভাই লোক তালিয়া বাজান।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জোস্
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এই বদটা কোন আসন থেকে নির্বাচন করছিল?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পিরোজপুর ১
— বিদ্যাকল্পদ্রুম
পিরোজপুরের জনগণকে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পিরোজপুর ১ এ কে জয়ী হয়েছেন?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
অসংখ্য ধন্যবাদ পিরোজপুর।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
মহাজোট : ১১৭
চার দলীয় জোট : ১৩
অন্যান্য : ০৩
নিজামী ২৩০০০ ভোটোর ব্যবধানে পরাজিত
মেজর হাফিজউদ্দিন (ভোলা থেকে বিএনপির প্রার্থী) পরাজিত
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
রাজশাহী সবগুলা (১-৬), মহাজোট ক্লীন সুইপ ।
রংপুর সবগুলা (১-৩), মহাজোট(লাঙল) ক্লীন সুইপ ।
মহাজোট : ১১৭
চার দলীয় জোট : ১৩
অন্যান্য : ০৩
নিজামী ২৩০০০ ভোটোর ব্যবধানে পরাজিত
খন্দকার দেলোয়ার পরাজিত
রাজাকাররা কি কোনটাতে এখনো পর্যন্ত জিতসে?
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
সাকা শুওরটা বেরিয়ে এসেছে । বাকীগুলোতে এখনও কোন খবর নাই ।
কক্সবাজার-২ থেকে একটা শুয়োর জিতছে...চিটাগাং ভার্সিটিতে শিবিরের ক্যাডার ছিল শুনলাম...
সূত্র: এটিএন বাংলা
মহাজোট - ১২৮
৪ দল - ১৩
অনান্য-৩
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সাকা হারামি টা কীভাবে পার পেলো?
কিছু ভোটার কখনো মানুষ হয়না
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মহাজোট : ১২৯
চার দলীয় জোট : ১৫
অন্যান্য : ০৩
সাকা ছাড়া আর কেউ মনে হয় পাশ করতে পারেনি। গাইবান্ধায় ৩টি আসনে মনে হয় জামাত জয়ী হতে পারে। এগিয়ে আছে রাজাকারগুলো।
সর্বশেষ আপডেট
মহাজোট ১৪২
চারদল ১৬
অন্যান্য ০৩
সুএ: এটিএন বাংলা
জামাতের কেউ কি জিততে পেরেছে ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মহাজোট : ১৪০
চার দলীয় জোট : ১৫
অন্যান্য : ০৩
এখন পর্যন্ত জামাতের কোন প্রার্থী জয়ী হতে পারেনি।
একটা পেয়েছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কোন আসন ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এনটিভিঃ
মহাজোটঃ ১১০
চারদলঃ ১৮
স্বতন্ত্রঃ ০৪
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কাদের সিদ্দিকী 3য়
সূত্র: এটিএন বাংলা
মহাজোট - ১৪২
৪ দল - ১৪
অনান্য-৩
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মহাজোট - ১৪২
চার দল - ১৬
অন্যান্য - ৩
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পিরোজপুর ১ থেকে কে জয়ী হয়েছেন?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সম্ভবত ধীরেন্দ্র দেব শম্ভু।
ভুলও হতে পারে।
শিওর হয়ে আবার জানাচ্ছি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সর্বশেষ আপডেট
মহাজোট ১৪২
চারদল ১৬
অন্যান্য ০৩
সুএ: এটিএন বাংলা
ভাই দেশে যারা আছেন তারা একটু রাজপথের বর্ণনা দেন। কী হচ্ছে?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আওয়ামীলীগ থেকে বলা হচ্ছে
এখন মিছিল টিছিল বের করা হবেনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
রাজপথে মিছিল হচ্ছিলো ভালোই। দশটার দিকে আওয়ামী লীগের তরফ থেকে নির্দেশ আসলো নিশ্চিত বিজয় না হওয়া না পর্যন্ত যাতে কোন মিছিল না হয়। এদিকে আরেকটা খবরে শুনলাম সরকারের তরফ থেকেই একত্রিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
আমি বিকাল থেকে রাত নটা পর্যন্ত বুয়েট - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম। এলাকাগুলি মোটামুটি শান্ত। তেমন লোকজন রাস্তায় নেই। এর মধ্যে পলাশী মোড়ে বুয়েট ছাত্রদলের ( আমার ব্যাচমেট) কতিপয় নেতাকর্মীকে মুখ চুন করে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মহাজোটঃ ১১৬
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মুজাহিদ তৃতীয় স্থান অধিকার করেছে।
দ্বিতীয় স্থানে বিএনপির বিচ্যুত একজন।
বাঙলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই। যুদ্ধাপরাধী হইল পাকিস্তানি সৈন্যরা।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
মহাজোট : ১৪৩
চার দলীয় জোট : ১৬
অন্যান্য : ০৩
উপস!!
সাঈদীর বিপক্ষে জিতেছে আবু আউয়াল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ব্যবসায়ী আউয়াল?
মাওলানার অভিশাপ লাগবো হের।
মহাজোট: ১৫১
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সর্বশেষ আপডেট
দিনবদলের রায়
মহাজোট ১৫২
চারদল ১৬
অন্যান্য ০৩
সুএ: চ্যানেল আই
মহাজোট : ১৫১
চার দলীয় জোট : ১৭
অন্যান্য : ০৩
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২টি কেন্দ্রেই হেরেছেন।
আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে। এটা পুরোপুরি নিশ্চিত।
সর্বশেষ ফলাফল (চ্যানেল আই)
মহাজোট : ১৫২
৪ দলীয় জোট : ১৬
অন্যান্য : ০৩
আবু আউয়াল। গট ইট। থ্যাংকস।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
৪দলীয় জট ১৭
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমার মামা সাইফুর রহমান হেরে যাওয়ায়
মন বড়ই উদাস হয়েছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সাইফুর রহমানের বাথরুমে বসে বসে ছেরি দেখার গল্প এখানে।
হা হা
এইটা একটা ক্লাসিক গল্প।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শিমুল শয়তান
সবকিছু আমার মামার বিরুদ্ধে ষড়যন্ত্র
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আই নিউজঃ মহাজোট = ১৫৬
সরকার গঠণ বেসরকারী ভাবে নিশ্চিত।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ১৬১
চারদল ১৮
অন্যান্য ০৩
সুএ: এটিএন বাংলা
মহাজোট : ১৬০
চার দলীয় জোট : ১৮
অন্যান্য : ০৩
চট্টগ্রামে ২টি আসনে যুদ্ধপরাধী জিতে গেলো!!!! চট্টগ্রামবাসী কি করলেন আপনারা?
কে কে জিতসে?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মহাজোট - ১৬২
চার দল - ১৮
অন্যান্য -৩
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ১৬৮
চারদল ১৮
অন্যান্য ০৪
সুএ: এটিএন বাংলা
মহাজোট ১৭৮
চারদল ১৮
অন্যান্য ০৪
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এখন
মহাজোট ১৭৮
চার দলীয় জোট ১৮
অন্যান্য ৩
সূত্র - এটিএন বাংলা
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
মহাজোট - ১৭৯
চারদল- ১৮
অন্যান্য - ৪
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
চারদল যেগুলাতে জিতসে সেগুলোর কোনটাতে কি জামাত আছে?? জামাত কি কোনটাতে জিতসে??
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
জামাত জিতছে কক্সবাজার-২-এ। বিজয়ী শুয়োর হামিদুর রহমান আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী, রগকাটা শিবির নেতা।
=============================
চিপা দিয়া জিতলো ক্যামনে??
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
একজন আছে জামাতের
চিটাগাংয়ের সাতকানিয়ায়। নাম ভুলে গেছি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সম্ভবত শামসুল আলম বা শামসুল ইসলাম চৌধুরী।
এই হারামীদের এবার ধরতে হবে।
মহাজোট - ১৮৫
চারদল- ২০
অন্যান্য - ৫
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মহাজোট - ১৮৫
চারদল- ২০
অন্যান্য - ৫
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বাংলাদেশ দেখিয়ে দিলো। অনেকদিন এমন ভালো লাগেনি। অনেকদিন এতো শান্তি লাগেনি। অনেকদিন বাংলাদেশী বলে এমন গর্ব জাগেনি। রাজাকার আর ধর্মান্ধদেরকে এভাবেই একে একে সবক্ষেত্রে বাংলার মানুষ বর্জন করে যাবে।
কাল সন্ধ্যা থেকে আজ (প্রায়) বিকেল না ঘুমিয়ে কম্পিউটারের সামনে বসে আছি। এবার মনে হয় সাময়িক বিরতিতে যাওয়া যায়।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শামছুল ইসলাম ও সাকা চৌধুরী
এ।ই অমিত অলসের অলস
কোথাও যাওয়া যাওয়ি নেই
এখানে বসে থাকুন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
অসম্ভব খুশি লাগছে, ফাইনালি নিজামী তথা জামাত টোটালী ফাকড্.......
ফাইনালি বাংলাদেশ রকিং...
শুধু একটাই ভয়, বিজয়ী পক্ষ যেন আবার নিজেদের দেশের গড ফাদার ভেবে না বসেন!
তবে যে কথাটি বলতে লগ ইন তা হলো, কমরেড টুকু ভাইকে সালাম ও
আপনি নিজামীরে যা দিসেন আল্লাহ আপনার ভালো করুক। কোনদিন ঐ জঞ্জালরে সাফ করার দরকাল হইলে আওয়াজ দিয়েন।
এসএমএস পেলাম দেশ থেকে - আমিনীও পতিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কঙ্কি?
ভাই আপনি ফিরিশতা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মহাজোট - ১৮৯
চারদল- ২০
অন্যান্য - ৫
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ১৯০
চারদল ২০
অন্যান্য ০৫
সুএ: এটিএন বাংলা
মুন্সীগনজে বদরুওঝা হেরে গেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আহারে!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
মহাজোট - ১৯১
চারদল - ২২
অন্যান্য - ৫
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ১৯১
চারদল ২২
অন্যান্য ০৫
সুএ: এটিএন বাংলা
@রানা
সোর্স দিলে সুবিধা হয় আপডেটে।
এখন পর্যন্ত একুশে আর চ্যানেল আই ফলে করে আসা হয়েছে।
এটিএন বেশী বেশী মনে হয়েছে।
এই মাত্র চেনা একজন ভদ্রলোক এস এম এস পাঠলেন, লীগ ২৬২।
কেউ শুনেছেন এমন কিছু ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমাকে এখন একজন বললো সাঈদী এগিয়ে আছে।
ব্যাপার্টা কী?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
না সাইদী হেরেছে
এই অলক্ষী কথা আবার কে বল্লো?
সাঈদী কে একটার বেশী আসনে দাঁড়িয়ে ছিল?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এক আসন বলেই তো জানি। তাই কনফিউজড হয়ে গেলাম। এটিএন ও অফ হয়ে আছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আলমগীর - এটিএন দেখছি।
চ্যানেল আইয়ে সাউন্ড আসছেনা
ছবিও আটকে যাচ্ছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সাঈদী হেরে গেছে, বিডি নিউজের খবর।
পিরোজপুর এ এ কে এম আউয়াল ১০০২০৫ ভোট
সাইদী ৯৪০০০ ভোট এর একটু বেশী
এইমাএ এটিএন এ বললো মওদুদ আহমেদ হেরে গেছে
রাজশাহীর সার্বিক স্ট্যাট কেউ দিতে পারবেন? সৌরভ কই?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
টিভি চলে গেছে সিরিয়ালের দখলে
বোনের মেয়ে বসে আছে ল্যাপির দখল নেয়ার জন্য
মেজাজ বহুত বিলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পিচ্চি ল্যাপটপে কী করবে? আইসক্রিম দিয়ে বসায়ে রাখেন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এবিসি রেডিও খবর:
মহাজোট : ১৯২
চারদল : ৩০
স্বতন্ত্র : ৪
এলডিপি : ১ (অলি আহমেদ জয়ী)
মোট আসন : ২২৭
=============================
রায়হান ধন্যবাদ স্বতন্ত্র কে কে জিতেছেন জানতে পারছিলাম না । একটা জানা হলো
ডেইলি স্টার জানাচ্ছে Absolute 'no' slapped on Jamaat
এবিসি খবর:
মহাজোট : ১৯৫
চারদল : ৩০
স্বতন্ত্র : ৪
এলডিপি : ১
মোট আসন : ২৩০
=============================
পিচ্চি হলেও ঝানু জিনিস।
৯টা পর্যন্ত সময় নিয়েছি।
তারপর দেখা যাক কী হয়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ল্যান্ড স্লাইড ভিক্ট্রি। সবাই বলছিলো 'হাড্ডাহাড্ডি' লড়াই হবে। কিন্তু লড়াইয়ের ধারের কাছ দিয়েও কিছু হল না।
এবার অনেক নতুন ভোটার এনলিস্টেড হয়েছে। আমার ধারনা ছিলো এরা চার দলের বেস শক্ত করবে। বাস্তবে দেখা গেল উলটো।
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান সহ প্রায় সকল যুদ্ধপরাধীদের পরাজায় সম্ভবত এ নির্বাচনের সবচেয়ে বড় পাওনা। 'সাকা' বিষ্ ফোরার মত ঝুলে না থাকলে মধুরেন সমাপয়েৎ ঘটতো - নির্দ্বিধায় বলা যায়।
এখন নির্বাচনোত্তর সন্ত্রাস আর নিপীড়ন না হলেই হল...।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
নির্বাচনোত্তর সন্ত্রাসের কথা আর কোথাও না জানি বিশ্ববিদ্যালয়ে যে হবে তা এক প্রকার নিশ্চিত।
২০০১ সালে শিবির এবং দলের কর্মীরা মোটামুটি নৃশংসভাবে লীগের পোলাপানদের কচুকাটা করেছে, বিশেষত মেডিক্যালগুলিতে। ওরা নিজেরাও জানে প্রতিদান ফিরে আসবে। আজ রাতে দলের কিছু নেতা কর্মীর মুখের দিকে তাকিয়ে খারাপই লাগলো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ওক্কে
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ঘটনা বুঝলাম না !
১৯০ এর পর থেকেই কেমন যেন ঝিমিয়ে গেল !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শিমুল কোথায়?
তার কীসের এতো ব্যস্ততা?
কথা বলেনা কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এবিসি রেডিও শুনতেছি। আর্জে আপুনিটা সুন্দর করে কথা বলে
মহাজোট - ১৯১
চারদল - ২২
অন্যান্য - ৫
এটিএন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বাহ
এই প্রথম এটিএন কম দেখাচ্ছে।
বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এখন বিএনপির উচিত জামাতকে ছাড়া আর ধর্ম ছেড়ে উন্নয়নমুখী রাজনীতিতে মনযোগ দেওয়া। আর একটা ব্যাপার হল, চারদলের উচিত ভদ্রলোকের মত ভোটে হেরে গেছে সেটা স্বীকার করে নেওয়া। বেগম খালেদা পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করলে আরো ভাল হয়, কিন্তু উপমহাদেশের রাজ্জনীতিতে এটা দেখি না খুব একটা। প্রতিবারের মত কারচুপি আর অনিয়মের অভিযোগ নাটক করা বিরক্তিকর।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
সেটাই।
বিবিসি বাংলা রেডিও এখনো একটা লাইভ প্রোগ্রাম করছে, অনলাইনে দিচ্ছে না বলে শুনতে পাচ্ছি না।
কিন্তু গত রাত সাড়ে দশটার প্রোগ্রামেই শুনলাম বি এন পি দাবী করেছে - নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তবে তারা ফলাফল গ্রহন/প্রত্যাখ্যান করছে কিনা সেটা সকালে জানাবে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এখন এরকম হবেঃ
১) বিয়েনপি ফলাফল প্রত্যাখ্যান করবে
২) আগামী ২/১ দিনে একটা হরতাল হবে
৩) সংসদে যাবো , যাবো না করে যাবে, কিন্তু ১ম দিনেই ওয়াক আউট করবে
৪) ওয়াক আউট চলবে, বেতন ভাতার জন্য ৮৯ দিন এবসেন্ট থেকে ৯০ দিনের দিন হাজিরা দিবে।
৫) একটু ঘর গুছিয়ে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিয়েনপি আন্দোলনে যাবে।'
আর জামাতের সাথে সহবাসে বিয়েনপি অনেক মজা লুটেছে। খালেদার ডানের বি চৌ, এবং বামের মান্নান ভু এখন নাই। সুতরাং জামাত তারা ছাড়তে পারবে না।
এক গোছা আসন নিয়া কোন চুদুর-বুদুরই করতে পারবে না।
দেখবেন।
ঐ এক গোছা এখন বিয়েনপিতে মাইনরিটি হবে।
যারা হেরে গেছে ওরা মেজরিটি।
সুতরাং রাজপথে চুদুরবুদুরের যথেষ্ঠ সম্ভবনা আছে বলে মনে করি ।
আমারো তাই ধারনা...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
দিগন্তকে পেয়েছি এবার।
অলক্ষীর মতো বলছিল চারদল জিতে যাবে
শাস্তি হিসেবে একটা লেখা দেবার আদেশ দেয়া হলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আমি লেখার শেষেই বলেছিলাম আমি কিছু জানি না ... আশঙ্কা যা করেছিলাম সেটা বলেছি, আশা যা করেছি তা বলিনি। :)
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
হাঃ হাঃ! ঠিক ঠিক- দিগন্তকে ধরা হোক। ভুলেই গিয়েছিলাম তার 'প্রেডিকশনের' কথাটা
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
সূত্রঃ এবিসি রেডিও ভায়া ক্যাডেটকলেজব্লগ
মহাজোট : ২০৭
চারদল : ৩২
স্বতন্ত্র : ৪
এলডিপি : ১
মোট আসন : ২৪৪
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ২০৬
চারদল ২৭
অন্যান্য ০৫
সুএ: লন্ডন ভিত্তিক চ্যানেল বাংলা টিভি
সূত্রঃ এবিসি রেডিও ভায়া ক্যাডেটকলেজব্লগ
মহাজোট : ২১১
চারদল : ৩২
স্বতন্ত্র : ৪
এলডিপি : ১
মোট আসন : ২৪৮
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
সূত্রঃ এবিসি রেডিও ভায়া ক্যাডেটকলেজব্লগ
মহাজোট : ২১১
চারদল : ৩২
স্বতন্ত্র : ৪
এলডিপি : ১
মোট আসন : ২৪৮
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
স্বতন্ত্র কারা জিতেছেন চ্যানেলগুলো বলবো বলবো করেও বলছিলোনা।
এখন আর টিভি দেখতে পারছিনা।
কিছু জানা গেছে কি?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এখানে পাবেন
[url]http://www.computereasebd.com/election/dashboard.html নির্বাচনের আসনভিত্তিক ও দলওয়ারী ফলাফল
[/url]
তবে মাইক্রোসফট সিল্ভারলাইট সফটওয়ারটা লাগবে...
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
লিঙ্কটার জন্য থ্যাংক্যু... কাজের জিনিস...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এতোক্ষণ আপনি আর তানিয়া ছিলেন প্রধান সংবাদ-সরবরাহকারী!
নানান সোর্স থেকে আপডেট চাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সূত্রঃ এবিসি রেডিও ভায়া ক্যাডেটকলেজব্লগ
মহাজোট : ২১৯
চারদল : ৩২
স্বতন্ত্র : ৫
এলডিপি : ১
মোট আসন : ২৫৭
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
আমি ঘুমাতে গেলাম।
যারা ফলাফল রিপোর্ট করেছেন ধন্যবাদ।
অরূপ ও মাহবুব মুর্শেদ বাকী ফলাফলের আপডেট দিতে চেষ্টা করবেন।
ধন্যবাদ।
মহাজোট - ২১৪
চারদল - ২৮
অন্যান্য - ৫
বাংলা টিভি লন্ডন
অন্য সব চ্যানেলগুলো কী সব আঁতলামো প্রোগ্রাম দেখাচ্ছে।
ল্যাপি ভাগ্নির দখলে চলে যাচ্ছে মিনিমাম এক ঘন্টার জন্য।
যন্ত্রনাময় জীবন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীঃ
নড়াইল-১ মোঃ কবিরুল হক (মুক্তি বিশ্বাস)
নওগাঁ-৪ মোঃ এমাজউদ্দিন প্রামাণিক
টাঙ্গাইল-৬ খন্দকার আব্দুল বাতেন
নোয়াখালী-৬ মোঃ ফজলুল আজিম
সূত্রঃhttp://www.computereasebd.com/election/dashboard.html
-- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
সূত্রঃ এবিসি রেডিও ভায়া ক্যাডেটকলেজব্লগ
মহাজোট : ২৩২
চারদল : ৩২
স্বতন্ত্র : ৫
এলডিপি : ১
মোট আসন : ২৭০
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন, সহজে কি সই হবা?
চিরদিন ইচ্ছা মনে আল ডাঙ্গায়ে ঘাস খাবা।
golaam poroyar কুত-তার ki খবর?
আওয়ামী লীগ এবঙ জাপার আলাদা করে আসন সঙখ্যা জানাবেন কি ?
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ২৪০
চারদল ৩১
অন্যান্য ০৫
সুএ: লন্ডন ভিত্তিক চ্যানেল বাংলা টিভি
আওয়ামী লীগ আগের বার কীভাবে হরতালের দিন হরতাল বিরোধী পিকেটিং করতে হয়, কীভাবে আদালত, সচিবালয়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় ক্যাডার দিয়ে হেনস্তা করতে হয়, ইত্যাদি শিখিয়েছে বিরোধী দলকে। এবার যেন এসব না হয়। নির্বাচনী ইশতেহার যেন তারা মনে রাখেন এই প্রত্যাশা করি। কৃষি এবং শিক্ষাকে যেন আরও বেশি গুরুত্ব দেয়া হয়। আশাকরি ভবিষ্যতে যুদ্ধাপরাধীদেরকে স্থায়ীভাবে বয়কট করবে জনগণ। জনগণের রায়ের সম্মান যেন বিজয়ী দল রাখে। এই আমার দাবি। দুই তৃতীয়াংশ মেজরিটি পেলে সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ ও উন্নয়নভিত্তিক রাজনীতিকে বেগবান করতে পারবে বলে আশা রাখি।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
মানসম্পন্ন ব্যবস্থাপনায় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে
___________________
সহজ কথা যায়না বলা সহজে
খুব খুব খুব...ভাল লাগছে......
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ২৪১
চারদল ৩১
অন্যান্য ০৫
সুএ: লন্ডন ভিত্তিক চ্যানেল বাংলা টিভি
সর্বশেষ আপডেট দিনবদলের রায়
মহাজোট ২৫৬
চারদল ৩১
অন্যান্য ০৮
সুএ: লন্ডন ভিত্তিক চ্যানেল বাংলা টিভি
আমি আপাতত অফ গেলাম। শান্তির ঘুম দিতে যাচ্ছি সকালে আবার আসবো
তানিয়া
আপনি একটা বস পাবলিক
অনেক অনেক ধন্যবাদ
আরাম করে ঘুমান
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সোর্স কী রেজোয়ান ভাই?
কাইন্ডলি সোর্সটা বলেন।
সোর্স এটি যা টিভি থেকে তথ্য সংগ্রহ করেছে:
http://www.computereasebd.com/election/dashboard.html
আমার নিজের বানানো গুগল ডক্সে স্প্রেডশীট এটি। ভূল ত্রুটি হতেই পারে। তাই এটিকে সূচক হিসেবেই নেবেন। অফিসিয়াল কিছু না।
উপরের লিন্কের সাইটটি আমার দেখা সবচেয়ে ভাল গ্রাফিক্স উপস্থাপন করেছে (দেশের সব মিডিয়ার তুলনায়)।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
জোস জিনিস রেজওয়ান
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মেহেরপুর - ২ আসনে অল্পের জন্য আওয়ামীলীগ হেরে গেল
চারদলের আমজাদ হোসেন পেয়েছেন ৮৬,৭৮৮
আর মহাজোটের মকবুল আহমেদ ৮৩,৪৩২
(চামেলী হাতের দেয়া লিঙ্ক থেকে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মতিয়া চৌধুরীর কোন খবর জানেন কেউ?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শেরপুর-২
জাহেদ চৌধুরি (দল) মতিয়ার (লীগ) ধারেকাছে নেই। গত রাতের খবর: মতিয়া লাখের ঘরে, জাহেদ ৮হাজার।
মুহাহাহাহাহা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দুই রাত ঘুমাইনি । সব কাজ শিকেয় তুলে চ্যানেল গুলোতে চোখ আটকে বসে ছিলাম । যাই, এখন একটা শান্তির ঘুম দেই গিয়ে !
তবে সাকা আর জামাত এর দুইটা যদি বেরিয়ে না যেত তাহলে আনন্দটা আরও পূর্ণ হতো । তারপর ও দেশটার জন্য বুকে একটা গর্ব গর্ব ভাব হচ্ছে,আর গর্ব হচ্ছে আমার সিলেট কে নিয়েও, এই প্রথমবারের মতো
এবার দেখার পালা...।
নন্দিনী
সিরাজগন্জ -২ এও এক অবস্থা
চারদলের রুমানা মাহমুদ - ১২৮৪৩২
মহাজোটের জান্নাত আরা - ১২৬৩১১
(চামেলী হাতের দেয়া লিঙ্ক থেকে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
জয়পুরহাট ২
চারদলের গোলাম মোস্তফা - ১১৬৮৮১
মহাজোটের আবু সায়েদ স্বপন - ১১৩৭২১
একটুর জন্য
(চামেলী হাতের দেয়া লিঙ্ক থেকে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বরিশাল ৪
চারদলের মোঃ মেজবাহউদ্দীন ফরহাদ - ৯১১৫৬
মহাজোটের মোঃ মইদুল ইসলাম - ৮৮১৮৪
একটুর জন্য
(চামেলী হাতের দেয়া লিঙ্ক থেকে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ইশ! একটুর জন্যে কয়েকটি মিস
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
khustia-2 er result niye sobai keno confusion sorasse??
actual bijoyi hasanul haque inu.
so dont create confusion plz.
সূত্র: bdnews24.com
মহাজোট ২৬২
চার দল ৩২
অন্যান্য ৫
here we go...
পঞ্চগড়-১ (001) মো: মজাহারুল হক প্রধান নৌকা
পঞ্চগড়-২ (002) মো: নূরুল ইসলাম সূজন নৌকা
ঠাকুরগাঁও-১ (003) রমেশ চন্দ্র সেন নৌকা
ঠাকুরগাঁও-২ (004) আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম নৌকা
ঠাকুরগাঁও-৩ (005) হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল
দিনাজপুর-১ (006) মনোরঞ্জন শীল গোপাল নৌকা
দিনাজপুর-২ (007) খালিদ মাহ্মুদ চৌধুরী নৌকা
দিনাজপুর-৩ (008) ইকবালুর রহিম নৌকা
দিনাজপুর-৪ (009) আবুল হাসান মাহমুদ আলী নৌকা
দিনাজপুর-৫ (010) মো:মোস্তাফিজুর রহমান নৌকা
দিনাজপুর-৬ (011) আজিজুল হক চৌধুরী নৌকা
নীলফামারী-১ (012) জাফর ইকবাল সিদ্দিকী লাঙ্গল
নীলফামারী-২ (013) আসদুজ্জামান নূর নৌকা
নীলফামারী-৩ (014) কাজী ফারুক কাদের লাঙ্গল
নীলফামারী-৪ (015) কর্নেল (অব এ. এ মারুফ সাকলান নৌকা
লালমনিরহাট-১ (016) মোঃ মোতাহার হোসেন নৌকা
লালমনিরহাট-২ (017) মোঃ মজিবর রহমান লাঙ্গল
লালমনিরহাট-৩ (018) গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল
রংপুর-১ (019) হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল
রংপুর-২ (020) আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল
রংপুর-৩ (021) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
রংপুর-৪ (022) টিপু মুনশি নৌকা
রংপুর-৫ (023) এইচ. এন. আশিকুর রহমান নৌকা
রংপুর-৬ (024) শেখ হাসিনা নৌকা
কুড়িগ্রাম-১ (025) এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল
কুড়িগ্রাম-২ (026) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
কুড়িগ্রাম-৩ (027) এ. কে. এম মাঈদূল ইসলাম লাঙ্গল
কুড়িগ্রাম-৪ (028) মো: জাকির হোসেন নৌকা
গাইবান্ধা-১ (029) মো: আব্দুল কাদের খান নৌকা
গাইবান্ধা-২ (030) মোছা: মাহাবুবর আরা বেগম গিনি নৌকা
গাইবান্ধা-৩ (031) ডঃ টি আই এম ফজলে রাব্বি চৌধুরী লাঙ্গল
গাইবান্ধা-৪ (032) মো: মনোয়ার হোসেন চৌধুরী নৌকা
গাইবান্ধা-৫ (033) মো: ফজলে রাব্বী মিয়া নৌকা
জয়পুরহাট-১ (034) মোঃ মোজাহার আলী প্রধান ধানের শীষ
জয়পুরহাট-২ (035) গোলাম মোস্তফা ধানের শীষ
বগুড়া-১ (036) আব্দুল মান্নান নৌকা
বগুড়া-২ (037) এ. কে. এম হাফিজুর রহমান ধানের শীষ
বগুড়া-৩ (038) আব্দুল মোমিন তালুকদার ধানের শীষ
বগুড়া-৪ (039) জেড. আই. এম. মোস্তফা আলী ধানের শীষ
বগুড়া-৫ (040) মোঃ হাবিবর রহমান নৌকা
বগুড়া-৬ (041) বেগম খলেদা জিয়া ধানের শীষ
বগুড়া-৭ (042) বেগম খালেদা জিয়া ধানের শীষ
চাঁপাইনবাবগঞ্জ-১ (043) মোহাম্মদ এনামুল হক নৌকা
চাঁপাইনবাবগঞ্জ-২ (044) মুঃ জিয়াউর রহমান নৌকা
চাঁপাইনবাবগঞ্জ-৩ (045) মোঃ আব্দুল ওদুদ নৌকা
নওগাঁ-১ (046) সাধন চন্দ্র মজুমদার নৌকা
নওগাঁ-২ (047) মোঃ শহীদুজ্জামান সরকার নৌকা
নওগাঁ-৩ (048) মোঃ আকরাম হোসেন চৌধুরী নৌকা
নওগাঁ-৪ (049) মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং স্বতন্ত্র
নওগাঁ-৫ (050) মোঃ আব্দুল জলিল নৌকা
নওগাঁ-৬ (051) মোঃ ইসরাফিল আলম নৌকা
রাজশাহী-১ (052) ওমর ফারুক চৌধুরী নৌকা
রাজশাহী-২ (053) ফজলে হোসেন বাদশা হাতুড়ী
রাজশাহী-৩ (054) মোঃ মিরাজ উদ্দীন মোল্লা নৌকা
রাজশাহী-৪ (055) এনামুল হক নৌকা
রাজশাহী-৫ (056) মোঃ আব্দুল ওয়াদুদ নৌকা
রাজশাহী-৬ (057) মোঃ শাহরিয়ার আলম নৌকা
নাটোর-১ (058) মোঃ আবু তালহা লাঙ্গল
নাটোর-২ (059) মোঃ আহাদ আলী সরকার নৌকা
নাটোর-৩ (060) জুনাইদ আহ্মেদ পলক নৌকা
নাটোর-৪ (061) মোঃ আব্দুল কুদ্দুস নৌকা
সিরাজগঞ্জ-১ (062) তানভীর শাকিল জয় নৌকা
সিরাজগঞ্জ-২ (063) রুমানা মাহমুদ ধানের শীষ
সিরাজগঞ্জ-৩ (064) মোঃ ইসহাক হোসেন তালুকদার নৌকা
সিরাজগঞ্জ-৪ (065) মোঃ শফিকুল ইসলাম নৌকা
সিরাজগঞ্জ-৫ (066) মো: আব্দুল লতিফ বিশ্বাস নৌকা
সিরাজগঞ্জ-৬ (067) চয়ন ইসলাম নৌকা
পাবনা-১ (068) মোঃ শামসুল হক টুকু নৌকা
পাবনা-২ (069) আব্দুল করিম খন্দকার নৌকা
পাবনা-৩ (070) মোঃ মকবুল হোসেন নৌকা
পাবনা-৪ (071) শামসুর রহমান শরীফ নৌকা
পাবনা-৫ (072) গোলাম ফারুক খন্দঃ প্রিন্স নৌকা
মেহেরপুর-১ (073) মোঃ জয়নাল আবেদীন নৌকা
মেহেরপুর-২ (074) মোঃ আমজাদ হোসেন ধানের শীষ
কুষ্টিয়া-১ (075) আফাজ উদ্দিন আহমেদ নৌকা
কুষ্টিয়া-২ (076) হাসানুল হক ইনু মশাল
কুষ্টিয়া-৩ (077) কে. এইচ. রশীদুজ্জামান নৌকা
কুষ্টিয়া-৪ (078) সুলতানা তরুন নৌকা
চুয়াডাংগা-১ (079) সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) নৌকা
চুয়াডাংগা-২ (080) মোঃ আলী আজগার নৌকা
ঝিনাইদহ-১ (081) মো: আব্দুল হাই নৌকা
ঝিনাইদহ-২ (082) মো: সফিকুল ইসলাম নৌকা
ঝিনাইদহ-৩ (083) মো: শফিকুল আজম খান নৌকা
ঝিনাইদহ-৪ (084) আব্দুল মান্নান নৌকা
যশোর-১ (085) শেখ আফিল উদ্দিন নৌকা
যশোর-২ (086) মোস্তফা ফারুক মোহাম্মদ নৌকা
যশোর-৩ (087) মো: খালেদুর রহমান টিটো নৌকা
যশোর-৪ (088) রণজিত কুমার রায় নৌকা
যশোর-৫ (089) খান টিপু সুলতান নৌকা
যশোর-৬ (090) শেখ আব্দুল ওহাব নৌকা
মাগুরা-১ (091) মোহাম্মদ সিরাজুল আকবর নৌকা
মাগুরা-২ (092) শ্রী বীরেন শিকদার নৌকা
নড়াইল-১ (093) মো: কবিরুল হক নৌকা
নড়াইল-২ (094) এসকে আবু বাকের নৌকা
বাগেরহাট-১ (095) শেখ হাসিনা নৌকা
বাগেরহাট-২ (096) মীর শওকত আলী বাদশা নৌকা
বাগেরহাট-৩ (097) হাবিবুন নাহার নৌকা
বাগেরহাট-৪ (098) মোঃ মোজাম্মেল হোসেন নৌকা
খুলনা-১ (099) ননী গোপাল মণ্ডল নৌকা
খুলনা-২ (100) নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ
খুলনা-৩ (101) বেগম মন্নুজান সুফিয়ান নৌকা
খুলনা-৪ (102) মোল্যা জালাল উদ্দিন নৌকা
খুলনা-৫ (103) নারায়ন চন্দ্র চন্দ নৌকা
খুলনা-৬ (104) মোঃ সোহরাব আলী সানা নৌকা
সাতক্ষীরা-১ (105) শেখ মুজিবুর রহমান নৌকা
সাতক্ষীরা-২ (106) এম. এ. জব্বার লাঙ্গল
সাতক্ষীরা-৩ (107) আ.ফ.ম রুহুল হক নৌকা
সাতক্ষীরা-৪ (108) এইচ. এম গোলাম রেজা লাঙ্গল
বরগুনা-১ (109) ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ নৌকা
বরগুনা-২ (110) গোলাম সবুর নৌকা
পটুয়াখালী-১ (111) মোঃ শাহজাহান মিয়া নৌকা
পটুয়াখালী-২ (112) আ. স. ম. ফিরোজ নৌকা
পটুয়াখালী-৩ (113) মোঃ গোলাম মাওলা রনি নৌকা
পটুয়াখালী-৪ (114) মোঃ মাহাবুবুর রহমান নৌকা
ভোলা-১ (115) আন্দালিভ রহমান গরুর গাড়ী
ভোলা-২ (116) তোফায়েল আহমেদ নৌকা
ভোলা-৩ (117) মো: জসিম উদ্দিন নৌকা
ভোলা-৪ (118) আবদুল্লাহ আল ইসলাম নৌকা
বরিশাল-১ (119) তালুকদার মোঃ ইউনুস নৌকা
বরিশাল-২ (120) মোঃ মনিরুল ইসলাম নৌকা
বরিশাল-৩ (121) গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল
বরিশাল-৪ (122) মোঃ মেজবাউদ্দীন ফরহাদ ধানের শীষ
বরিশাল-৫ (123) মোঃ মজিবর রহমান সরওয়ার ধানের শীষ
বরিশাল-৬ (124) এ বি এম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল
ঝালকাঠি-১ (125) বজলুল হক হারুন নৌকা
ঝালকাঠি-২ (126) আমির হোসেন আমু নৌকা
পিরোজপুর-১ (127) এ. কে. এম. এ. আউয়াল (সাইদুর রহমান) নৌকা
পিরোজপুর-২ (128) মো: শাহা আলম নৌকা
পিরোজপুর-৩ (129) মোঃ আনোয়ার হোসেন নৌকা
টাংগাইল-১ (130) মোঃ আব্দুর রাজ্জাক নৌকা
টাংগাইল-২ (131) খন্দকার আসাদুজ্জামান নৌকা
টাংগাইল-৩ (132) মতিউর রহমান নৌকা
টাংগাইল-৪ (133) আবদুল লতিফ সিদ্দিকী নৌকা
টাংগাইল-৫ (134) মোঃ আবুল কাশেম লাঙ্গল
টাংগাইল-৬ (135) খন্দকার আব্দুল বাতেন লাঙ্গল
টাংগাইল-৭ (136) মোঃ একাব্বর হোসেন নৌকা
টাংগাইল-৮ (137) শওকত মোমেন শাহজাহান নৌকা
জামালপুর-১ (138) আবুল কালাম আজাদ নৌকা
জামালপুর-২ (139) মোঃ ফরিদুল হক খান নৌকা
জামালপুর-৩ (140) র্মিজা আজম নৌকা
জামালপুর-৪ (141) মোঃ মুরাদ হাসান নৌকা
জামালপুর-৫ (142) মোঃ রেজাউল করিম হীরা নৌকা
শেরপুর-১ (143) মো:আতিয়ার রহমান আতিক নৌকা
শেরপুর-২ (144) মতিয়া চৌধুরী নৌকা
শেরপুর-৩ (145) এ. কে. এম ফজলুল হক নৌকা
ময়মনসিংহ-১ (146) প্রমোদ মানকিন নৌকা
ময়মনসিংহ-২ (147) হায়তোর রহমান খান নৌকা
ময়মনসিংহ-৩ (148) মজিবুর রহমান ফকির নৌকা
ময়মনসিংহ-৪ (149) মো: মতিউর রহমান নৌকা
ময়মনসিংহ-৫ (150) কে এম খালিদ নৌকা
ময়মনসিংহ-৬ (151) মো: মোসলেম উদ্দিন নৌকা
ময়মনসিংহ-৭ (152) রেজা আলী নৌকা
ময়মনসিংহ-৮ (153) মো: আব্দুছ ছাত্তার নৌকা
ময়মনসিংহ-৯ (154) মেজর জেনারেল আব্দুস সালাম নৌকা
ময়মনসিংহ-১০ (155) গিয়াস উদ্দিন আহমেদ নৌকা
ময়মনসিংহ-১১ (156) মোহাম্মদ আমানউল্লাহ নৌকা
নেত্রকোণা-১ (157) মোশতাক আহমেদ রুহী নৌকা
নেত্রকোণা-২ (158) মো: আশরাফ আলী খান খসরু নৌকা
নেত্রকোণা-৩ (159) মঞ্জুর কাদের কোরাইশী নৌকা
নেত্রকোণা-৪ (160) রেবেকা মমিন নৌকা
নেত্রকোণা-৫ (161) ওয়ারেসাত হোসেন বেলাল নৌকা
কিশোরগঞ্জ-১ (162) সৈয়দ আশরাফুল ইসলাম নৌকা
কিশোরগঞ্জ-২ (163) আলহাজ্ব অধ্যাপক ডাঃ এম এ মান্নান নৌকা
কিশোরগঞ্জ-৩ (164) মোঃ মুজিবুল হক লাঙ্গল
কিশোরগঞ্জ-৪ (165) মোঃ আব্দুল হামিদ এডভোকেট নৌকা
কিশোরগঞ্জ-৫ (166) মোঃ আফজাল হোসেন নৌকা
কিশোরগঞ্জ-৬ (167) মোঃ জিল্লুর রহমান নৌকা
মানিকগঞ্জ-১ (168) এ বি এম আনোয়ারুল হক নৌকা
মানিকগঞ্জ-২ (169) এস. এম. আব্দুল মান্নান লাঙ্গল
মানিকগঞ্জ-৩ (170) জাহিদ মালেক নৌকা
মুন্সীগঞ্জ-১ (171) সুকুমার রঞ্জন ঘোষ নৌকা
মুন্সীগঞ্জ-২ (172) সাগুফতা ইয়াসমিন নৌকা
মুন্সীগঞ্জ-৩ (173) এম ইদ্রিস আলী নৌকা
ঢাকা-১ (174) আব্দুল মান্নান খান নৌকা
ঢাকা-২ (175) মোঃ কামরুল ইসলাম নৌকা
ঢাকা-৩ (176) নসরুল হামিদ নৌকা
ঢাকা-৪ (177) সানজিদা খানম নৌকা
ঢাকা-৫ (178) হাবিবুর রহমান মোল্লা নৌকা
ঢাকা-৬ (179) মিজানুর রহমান খান নৌকা
ঢাকা-৭ (180) মোস্তফা জালাল মহিউদ্দিন নৌকা
ঢাকা-৮ (181) রাশেদ খান মেনন হাতুড়ী
ঢাকা-৯ (182) সাবের হোসেন চৌধুরী নৌকা
ঢাকা-১০ (183) এ. কে. এম রহমতুল্লাহ নৌকা
ঢাকা-১১ (184) আসাদুজ্জামান খাঁন নৌকা
ঢাকা-১২ (185) শেখ ফজল নূর তাপস নৌকা
ঢাকা-১৩ (186) জাহাঙ্গীর কবীর নানক নৌকা
ঢাকা-১৪ (187) মোঃ আসলামুল হক নৌকা
ঢাকা-১৫ (188) কামাল আহমেদ মজুমদার নৌকা
ঢাকা-১৬ (189) মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ নৌকা
ঢাকা-১৭ (190) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
ঢাকা-১৮ (191) সাহারা খাতুন নৌকা
ঢাকা-১৯ (192) তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ) নৌকা
ঢাকা-২০ (193) বেনজীর আহমদ নৌকা
গাজীপুর-১ (194) আ. ক. ম. মোজাম্মেল হক নৌকা
গাজীপুর-২ (195) মোঃ জাহিদ আহসান রাসেল নৌকা
গাজীপুর-৩ (196) আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী নৌকা
গাজীপুর-৪ (197) তানজিম আহমদ নৌকা
গাজীপুর-৫ (198) মেহের আফরোজ নৌকা
নরসিংদী-১ (199) মোহাম্মদ নজরুল ইসলাম নৌকা
নরসিংদী-২ (200) আনোয়ারুল আশরাফ খান নৌকা
নরসিংদী-৩ (201) জহিরুল হক ভূঞা মোহন নৌকা
নরসিংদী-৪ (202) নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নৌকা
নরসিংদী-৫ (203) রাজি উদ্দিন আহমেদ নৌকা
নারায়নগঞ্জ-১ (204) গোলাম দস্তগীর গাজী নৌকা
নারায়নগঞ্জ-২ (205) মো: নজরুল ইসলাম নৌকা
নারায়নগঞ্জ-৩ (206) আবদুল্লাহ-আল-কায়সার নৌকা
নারায়নগঞ্জ-৪ (207) সারাহ্ বেগম কবরী নৌকা
নারায়নগঞ্জ-৫ (208) নাসিম ওসমান লাঙ্গল
রাজবাড়ী-১ (209) কাজী কেরামত আলী নৌকা
রাজবাড়ী-২ (210) মোঃ জিল্লুল হাকিম নৌকা
ফরিদপুর-১ (211) মোঃ আব্দুর রহমান নৌকা
ফরিদপুর-২ (212) সৈয়দা সাজেদা চৌধুরী নৌকা
ফরিদপুর-৩ (213) খন্দকার মোশাররফ হোসেন নৌকা
ফরিদপুর-৪ (214) নিলুফার জাফর উল্লাহ নৌকা
গোপালগঞ্জ-১ (215) মুহাম্মদ ফারুক খান নৌকা
গোপালগঞ্জ-২ (216) শেখ ফজলুল করিম সেলিম নৌকা
গোপালগঞ্জ-৩ (217) শেখ হাসিনা নৌকা
মাদারীপুর-১ (218) নূর-ই-আলম চৌধুরী নৌকা
মাদারীপুর-২ (219) শাজাহান খান নৌকা
মাদারীপুর-৩ (220) সৈয়দ আবুল হোসেন নৌকা
শরীয়তপুর-১ (221) বি. এম. মোজাম্মেল হক নৌকা
শরীয়তপুর-২ (222) শওকত আলী নৌকা
শরীয়তপুর-৩ (223) মোঃ আব্দুর রাজ্জাক নৌকা
সুনামগঞ্জ-১ (224) মোয়াজ্জেম হোসেন রতন নৌকা
সুনামগঞ্জ-২ (225) সুরঞ্জিত সেন গুপ্ত নৌকা
সুনামগঞ্জ-৩ (226) এম এ মান্নান নৌকা
সুনামগঞ্জ-৪ (227) বেগম মমতাজ ইকবাল লাঙ্গল
সুনামগঞ্জ-৫ (228) মুহিবুর রহমান মানিক নৌকা
সিলেট-১ (229) আবুল মাল আব্দুল মুহিত নৌকা
সিলেট-২ (230) শফিকুর রহমান চৌধুরী নৌকা
সিলেট-৩ (231) মাহমুদ উস সামাদ চৌধুরী নৌকা
সিলেট-৪ (232) ইমরান আহমদ নৌকা
সিলেট-৫ (233) হাফিজ আহমদ মজুমদার নৌকা
সিলেট-৬ (234) নুরুল ইসলাম নাহিদ নৌকা
মৌলভীবাজার-১ (235) মো: শাহাব উদ্দিন নৌকা
মৌলভীবাজার-২ (236) নওয়াব আলী আব্বাছ খান লাঙ্গল
মৌলভীবাজার-৩ (237) সৈয়দ মহসিন আলী নৌকা
মৌলভীবাজার-৪ (238) মো: আব্দুস শহীদ নৌকা
হবিগঞ্জ-১ (239) দেওয়ান ফরিদ গাজী নৌকা
হবিগঞ্জ-২ (240) মোঃ আব্দুল মজিদ খান নৌকা
হবিগঞ্জ-৩ (241) মো: আবু জাহির নৌকা
হবিগঞ্জ-৪ (242) এনামুল হক নৌকা
ব্রাহ্মণবাড়িয়া-১ (243) মোহাম্মদ ছায়েদুল হক নৌকা
ব্রাহ্মণবাড়িয়া-২ (244) এড: মোঃ জিয়াউল হক মৃধা লাঙ্গল
ব্রাহ্মণবাড়িয়া-৩ (245) লুৎফুল হাই নৌকা
ব্রাহ্মণবাড়িয়া-৪ (246) মোহাম্মদ শাহ আলম নৌকা
ব্রাহ্মণবাড়িয়া-৫ (247) শাহ জিকরুল আহমেদ মশাল
ব্রাহ্মণবাড়িয়া-৬ (248) এ বি তাজুল ইসলাম নৌকা
কুমিল্লা-১ (249) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া নৌকা
কুমিল্লা-২ (250) এম. কে আনোয়ার ধানের শীষ
কুমিল্লা-৩ (251) কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ধানের শীষ
কুমিল্লা-৪ (252) এ বি এম গোলাম মোস্তফা নৌকা
কুমিল্লা-৫ (253) আবদুল মতিন খসরু নৌকা
কুমিল্লা-৬ (254) আ ক ম বাহাউদ্দীন নৌকা
কুমিল্লা-৭ (255) অধ্যাপক মো: আলী আশরাফ নৌকা
কুমিল্লা-৮ (256) নাছিমুল আলম চোধুরী নৌকা
কুমিল্লা-৯ (257) মো: তাজুল ইসলাম নৌকা
কুমিল্লা-১০ (258) আ হ ম মুস্তফা কামাল নৌকা
কুমিল্লা-১১ (259) মো: মুজিবুল হক নৌকা
চাঁদপুর-১ (260) ড. মহীউদ্দিন খান আলমগীর নৌকা
চাঁদপুর-২ (261) মোঃ রফিকুল ইসলাম নৌকা
চাঁদপুর-৩ (262) ডাঃ দীপু মনি নৌকা
চাঁদপুর-৪ (263) মোঃ হারুনুর রশিদ ধানের শীষ
চাঁদপুর-৫ (264) মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ফুলের মালা
ফেণী-১ (265) বেগম খালেদা জিয়া ধানের শীষ
ফেণী-২ (266) জয়নাল আবদিন ধানের শীষ
ফেণী-৩ (267) মুহাম্মদ মোশাররফ হোসেন ধানের শীষ
নোয়াখালী-১ (268)
নোয়াখালী-২ (269) জয়নুল আবদিন ফারুক ধানের শীষ
নোয়াখালী-৩ (270)
নোয়াখালী-৪ (271) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নৌকা
নোয়াখালী-৫ (272) মো: ওবায়দুল কাদের নৌকা
নোয়াখালী-৬ (273) মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র
লক্ষ্মীপুর-১ (274) নাজিম উদ্দিন আহমেদ ধানের শীষ
লক্ষ্মীপুর-২ (275) মো: আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ
লক্ষ্মীপুর-৩ (276) মো: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ছাতা
লক্ষ্মীপুর-৪ (277) এ.বি.এম আশরাফ উদ্দিন ( নিজান) ধানের শীষ
চট্টগ্রাম-১ (278) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নৌকা
চট্টগ্রাম-২ (279) সালাউদ্দীন কাদের চৌধুরী ধানের শীষ
চট্টগ্রাম-৩ (280) এ বি এম আবুল কাসেম নৌকা
চট্টগ্রাম-৪ (281) আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল
চট্টগ্রাম-৫ (282) এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা
চট্টগ্রাম-৬ (283) মোহাম্মদ হাছান মাহমুদ নৌকা
চট্টগ্রাম-৭ (284) মইনউদ্দীন খান বাদল মশাল
চট্টগ্রাম-৮ (285) নুরুল ইসলাম বিএসসি নৌকা
চট্টগ্রাম-৯ (286) মোঃ আফছারুল আমীন নৌকা
চট্টগ্রাম-১০ (287) এম আবদুল লতিফ নৌকা
চট্টগ্রাম-১১ (288) সামশুল হক চৌধুরী নৌকা
চট্টগ্রাম-১২ (289) আখতারুজ্জামান চৌধুরী নৌকা
চট্টগ্রাম-১৩ (290) ডক্টর অলি আহমদ বীর বিক্রম ছাতা
চট্টগ্রাম-১৪ (291) আ.ন.ম শামশুল ইসলাম দাঁড়িপাল্লা
চট্টগ্রাম-১৫ (292) জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ
চট্টগ্রাম-১৬ (293)
কক্সবাজার-১ (294) হাসিনা আহমেদ ধানের শীষ
কক্সবাজার-২ (295) এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা
কক্সবাজার-৩ (296) লু্ৎফুর রহমান ধানের শীষ
কক্সবাজার-৪ (297) আবদুর রহমান বদি নৌকা
পার্বত্য খাগড়াছড়ি (298) যতীন্দ্র লাল ত্রিপুরা নৌকা
পার্বত্য রাংগামাটি (299)
পার্বত্য বান্দরবান (300)
সূত্রঃ পথিক । সামহোয়্যার ইন ব্লগ
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৩০ আসন। ২৯ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিএনপি। ( আসন ছাড়া ছাড়ির সময়টাতে এইগুলাও হারাতে পারে, এনশাল্লাহ)। ২৭ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মহাজোটের জাতীয় পার্টি । জাসদের ৩টি, মহাজোটের ওয়ার্কার্স পার্টি ও চার দলের জামাত মাদার চোদ দের ২টি করে, চার দলের বিজেপি ১টি (আন্দালিব রহমান পার্থ), এলডিপি ১টি এবং স্ততন্ত্র প্রার্থীরা ৪টি আসনে বিজয়ী হয়েছে।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নতুন মন্তব্য করুন