কমেন্ট ফ্লাডিং

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ৩০/১২/২০০৮ - ৯:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাগরিক নামের একজন অতিথি সম্ভবত একটি স্ক্রীপ্ট ব্যবহার করে ৩১৫ টি মন্তব্য করেন রাহার সাম্প্রতিক একাধিক ব্লগে প্রকাশিত লেখাটিতে। তার আইপি লোকেশন "United States Scranton Network Operations Center Inc"। তার স্ক্রীপ্টের কারনে সার্ভারে একসাথে ৪০০র বেশী ইউজার দেখাচ্ছিল।

এই আইপিকে আমাদের সিস্টেম থেকে ব্যান করা হয়েছে। এতে আপনার পরিচিত কারো অসুবিধা হলে আমাদের জানাবেন। তাছাড়া ক্যাপচা সিস্টেমটিও আবার চালু করা হল। যাতে স্ক্রীপ্ট ব্যাবহার করে কান্ডটি আবার ঘটানো শক্ত হয়ে যায়।

এই সময়টাতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।


মন্তব্য

নিঝুম এর ছবি

রাহার পোস্টটি প্রথব পাতায় থাকলে কি খুব অসুবিধা হতো ? আমার মনে হয় একটু নমনীয় হওয়া যেতে পারত ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

সৌরভ এর ছবি

সেটাই। যেটা নিয়ম সেটা নিয়মই। একজনের প্রতি মাত্র একবারও দুর্বলতা দেখালে সেটা আর নিয়ম থাকে না। সচলায়তনের নীতির প্রতি পূর্ণ সমর্থন।
এই নিয়ে অনেক কথা হয়ে গেছে।


আবার লিখবো হয়তো কোন দিন

রণদীপম বসু এর ছবি

এজন্যই কি গতকাল সচলের পোস্টগুলো থেকে সব কমেণ্ট মুছে গিয়েছিল...?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রণ,
না সেকারনে গতকাল কিছু হয়নি। আজ একারনে সাইট ওভার লোডেড হয়ে গিয়েছিল। কমেন্টের ব্যাপারটা তারই একটা সাইড এফেক্ট। তবে কমেন্ট ডিলিট হয়নি, সিম্পলী বন্ধ হয়ে গিয়েছিল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

এরা কারা? এদের পাছায় এতো বেদনা কেন? মন খারাপ



অজ্ঞাতবাস

ধুসর গোধূলি এর ছবি

- মা. মু তো আমারেও দিছিলো আইপি শুদ্ধা ব্যান কইরা। আমি ভাবলাম এইটা মোঢিমু'র কালো মাউসের কাজ! প্রায় শুরু করে দিছিলাম জাকাজা ভায়রা ভাই পরিষদ বিক্ষোভ!

কিন্তু কথা হইলো কথা সেইটা না। গুঁড়াকৃমি কামড়াইলে কেউ নিমপাতা ডইল্যা খাক। সচলে খাবলাখাবলি করতে আহে ক্যান হালারা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

মা.মু নাহ!
মোঢিমুও নাহ!

এটুকু বলি খাবলাখাবলি অব্যহত আছে, প্রতিকারও থাকবে।

হিমু এর ছবি

কার কোমল পেছনে সচলায়তন হঠাৎ আঘাত হানলো? কে সেই পেলবপাছুয়া??


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

ফ্লাডিং ছাড়াও ভিন্ন ধরনের ব্যাপার দেখা দেখা যাচ্ছে। এর প্রতিকার হিসাবে সার্ভারের সেটিংএ একটু পরিবর্তন করা হয়েছে। এতে কোন আইপি থেকে একসাথে (concurrent) ১০টির বেশী অনুরোধ আসলে সার্ভার তা সার্ভ করবে না। ফলে "The page you are looking for is temporarily unavailable" দেখাতে পারে। কারো এ ধরনের সমস্যা পূণঃপূণঃ দেখা গেলে অনুগ্রহ করে contact এট sachalayatan.com এ ইমেইল করুন।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ্যাপি নিউ ইয়ার, আলমগীর ভাই!
নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বেগবান হোন। চোখ টিপি

আলমগীর এর ছবি

হ্যাপি নু ইয়ার ব্রো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।