আপডেট ৪:
সার্ভার আপগ্রেড সমাপ্ত হয়েছে। ব্যাকগ্রাউন্ডের সমস্ত কাজ করে রাখা হয়েছিল বলে মাত্র ২০ মিনিট সার্ভার ডাউন ছিল।
যদি sachalayatan.com আপনাকে পুরোনো পেইজে নিয়ে যায় তাহলে sachalayatan.org ঠিকানাটি ব্যবহার করুন। আশা করছি এক দুই দিনের মধ্যে .com ঠিকানা সবার জন্য কার্যকরী হয়ে যাবে।
আপডেট ৩:
৫ মিনিটের মধ্যে সার্ভার অফলাইন হবে। অনুগ্রহ করে লগআউট করুন।
আপডেট ২:
আর ছয় ঘন্টার মধ্যে সচলায়তন আপডেট শুরু হবে। সচলায়তনের নতুন সার্ভারে সরাসরি যেতে sachalayatan.org ঠিকানাটি ব্যবহার করতে পারেন।
সার্ভার আপগ্রড শেষ হবে আনুমানিক-
ঢাকা সময়: ১৬ই ফেব্রুয়ারী, ২০০৯ সোমবার সকাল ৮ টা
EST সময়: ১৫ই ফেব্রুয়ারী, ২০০৯ রোববার সন্ধ্যা ৯ টা
GMT সময়: ১৬ই ফেব্রুয়ারী, ২০০৯ সোমবার রাত ২ টা
যদি নির্দিষ্ট সময়ের পরেও আপনি এই পেইজটি দেখতে পান তাহলে sachalayatan.org ঠিকানাটি ব্যবহার করুন। আশা করছি এক দুই দিনের মধ্যে .com ঠিকানা সবার জন্য কার্যকরী হয়ে যাবে।
আপডেট: ঢাকা সময় আগামী ১৬ই ফেব্রুয়ারী, ২০০৯ সোমবার সকাল ৬ টা থেকে ৮ টার মধ্যে এই আপগ্রেড করা হবে। এই সময়ে অনুগ্রহ করে আপনি লেখা বা মন্তব্য করা বন্ধ রাখবেন। কোন লেখা হারিয়ে গেলে সচলায়তন দায়ী থাকবে না। এর পাশাপাশি sachal-emergency অ্যাট googlegroups ডট com মেইলিং লিস্টটি চালু থাকবে।
ঢাকা সময়: ১৬ই ফেব্রুয়ারী, ২০০৯ সোমবার সকাল ৬ টা থেকে ৮ টা
EST সময়: ১৫ই ফেব্রুয়ারী, ২০০৯ রোববার সন্ধ্যা ৭ টা থেকে ৯ টা
GMT সময়: ১৬ই ফেব্রুয়ারী, ২০০৯ সোমবার রাত ১২ টা থেকে ২ টা
যদিও এখন সচলায়তন ভালোই চলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সচলায়তনের সার্ভার আরেকটু ভালো একটা মেশিনে স্থানান্তর করা হবে। এই স্থানান্তরের পেছনের কাজ শুরু হয়েছে। এরপর পরই আগামী রোববারের মধ্যে কোন একদিন স্থানান্তরের বাকি কাজটুকু সমাধা করা হবে। এই সময় এক থেকে দুই ঘন্টার জন্য সার্ভার বন্ধ থাকতে পারে।
আপনারা যথারীতি সচলায়তন ব্যবহার করা চালু রাখতে পারেন। শীঘ্রি আপনাদের আরেকটি আপডেটে একটি নির্দিষ্ট সময় জানানো হবে।
মন্তব্য
আইচ্ছা, সন্দেশদা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কিডা জানি আবার পাঁচ দাগায়ে থুয়েছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১বার নয়, ৩বার।
এখন দেখি চারবার!!!!!!!!!!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
বাহ !
যে সংবাদ দিছেন তাতে পাঁচ বার কেন দশ বার পাঁচ দাগাইলেও অপ্রাধ নাইক্কা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরে, ৬ বার!!!
আমারটা লইয়া সাতবার
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- হেহ হেহ হেহ
নয়বার
ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই এইখানে তারা দেয়, কাহিনী কি?
আমি একটা দিয়া দেখি তো
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমি কী দোষ কর্লাম! আমিও দিলাম ১১ নম্বরটা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
৭ বার পাঞ্চানোর দেয়ার জন্য ডাউন টাইম ১৫-৩০ মিনিটের বেশী হবে না আশা করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রোফাইল পিকচার ক্যাশে থেকে যাবার সমস্যাটি সমাধান হয়েছে দেখছি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সমাধান হয়েছি কি? পিকচার তো ঠিক মতো কপি হতোই। কেবল ক্যাশ ক্লিয়ার হতো না। নতুন সার্ভার নতুন করে ক্যাশ তৈরী হয়েছে। সুতরাং লেটেস্ট ছবি দেখতে পাচ্ছেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
r
- পরিবর্তে মহামান্য ধুগো রচিত একখানা (মিনিমাম) ললনাকথন স্টিকি করার বিমূর্ত আবেদন জানাই।
আরজগুজার,
মাননীয় ধুগো
সাক্ষর অস্পষ্ট
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি ডজন পুরা করলাম। পিলিয়ারদের জন্য পানি আর ভিজা তোয়ালে আনা-নেওয়া করবো!
- সংখ্যা তো দেখায় দুই ছাত্তি ১টা। এই একটা ডাগাইলো কোনজন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমারটা অহনও দেই নাই। দিয়া লই। ফাও চান্স আর পাওন যাইব না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাগনা সুযোগ ছাড়ে ক্যাডা !!
আমিও এক্ষনে দিয়া গেলাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আইচ্ছা একবারের জাগায় দুইবার ভুট দেওন যায় না??
অথবা জাল ভুটের কোন সিষটেম নাই ???
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- সাবাশ, প্রচারণা ভালোই চলতাছে। ভুটাভুটিও অবাধ ও নিরপেক্ষ হইতেছে। এনশাল্লা আমরাই এইবার সংসদ ঘটন করিবো।
["ভি" চিহ্ন মারোনের সিসটেম নাই ডেভুমহারাজরা?]
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ ভুটে জয়ঝুক্ত হইয়া আমি একখান শুল্কমুক্ত গাড়ি আমদানির খোম্ফ্যানি খুলুম!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
টেক্সট সাইজ একটু বেশি বড় লাগছে চোখে।
উল্লেখ্য, আমি লিখন ফন্টটি ব্যবহার করি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অর্গ ডোমইন ব্যবহার করলে সব কুকি নতুন করে সেট করতে হবে। আপনি লেখার আকার প্যানেলটি ব্যবহার করে আকার ঠিক করে নিন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সে'টা চেষ্টা করেছি। কিন্তু সমস্যাটা খুব অদ্ভুত।
আমি এখন যে'টা দেখছি সে'টা আমি সাধারণত যা দেখি তা'র চেয়ে একটু বড়, আবার সাইজ ছোট করলে সাধারণত যা দেখি তা'র চেয়ে ছোট হয়ে যাচ্ছে।
যতদূর মনে পড়ে, একই সমস্যা এর আগে কিছুদিন যখন মুক্তপ্রাণে ছিলাম, তখনো করেছিলো।
সেলুকাস !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
http://www.sachalayatan.com/index.php?textsize=+10
এই লিংকটা দেখুন। এখানে ১০ এর জায়গায় ইচ্ছেমত সংখ্যা বসিয়ে শতকরা তত বড় করতে পারবেন। তারপর লিংকটাকে ব্রাউজারের এড্রেসবারে বসিয়ে এন্টার দিলেই কেল্লা ফতে। ছোট করার জন্য ব্যবহার করুন
http://www.sachalayatan.com/index.php?textsize=-10
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাপষোষ, হামাড় বুঠ ডেভাড় শুজোঘ ণাঈ
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
এক পোস্টে সর্বোচ্চ পঞ্চতারকার রেকর্ড কত জানেন নাকি পরিসংখ্যানবিদেরা?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বয়স যখন আঠেরো হইসে তো ভুট একখান দিয়াই গেলাম
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আমি আর বাদ থাকি ক্যান, দিলাম সতের নম্বরটা।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
সব এখন সচলায়তন.কমে যাবে।
কারো সমস্যা হলে কমান্ড উইন্ডোতে গিয়ে:
ipconfig /flushdns
লিখে এন্টার দিন।
অথবা টাস্কবারের ডানদিকে নেটওয়ার্কের আইকনে রাইট ক্লিক করে রিপেয়ার সিলেক্ট করুন।
এর পরও কোন সমস্যা হলে মেইলিং লিস্টে একটা মেইল করে দিন।
--------------------------------------------------------------------
সার্ভার স্থানান্তের জন্য মাহবুব মুর্শেদ অনেক খেটেছেন। ধন্যবাদ হিসাবে সবাই তার জন্য এক জোড়া হাততালি দিন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ফ্লাশ ও করলাম রিপেয়ারও করলাম কিন্তু তবু org এ না গিয়া com এ যাইতাছে কোন লেখা, কমেন্ট করার পর।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সেটাই হওয়ার কথা। .কম ই প্রধান ডোমেইন।
তবে বাংলাদেশ থেকে একজন সমস্যার কথা জানিয়েছেন তাই আপাতত .অর্গ ও চালু রইল।
বাংলাদেশ থেকে স্পীডের তারতম্য দেখতে পাচ্ছেন কেউ? আমি অল্প এট্টু টের পাচ্ছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন