সচলায়তন সংকলন দ্বিতীয় খন্ডে অতন্দ্র প্রহরীর একটি গল্প প্রকাশের জন্য নির্বাচিত হয়েছিলো। সম্পাদনার সময়ে অনিচ্ছাকৃত ভুলবশত তাঁর গল্পটি সংকলন থেকে বাদ পড়ে গেছে।
গল্প প্রকাশের ব্যাপারে অতন্দ্র প্রহরীর সাথে আলোচনা হয়েছে। তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন সংকলনে তাঁর গল্পটি দেখার জন্য, যা দেখাতে সম্পাদকমন্ডলী ব্যর্থ হয়েছেন। তাঁর এ আশাভঙ্গের দুঃখ অনুধাবনও কষ্টসাধ্য। আমরা এ জন্যে নিদারুণ মর্মপীড়ার শিকার হয়েছি। দারুণ লজ্জা নিয়ে অধোবদনে আমরা তাঁর কাছে দুঃখ প্রকাশ করছি। সংকলনের দ্বিতীয় সংস্করণে অতন্দ্র প্রহরীর গল্পটি সংযুক্ত করা হবে।
প্রতিটি উদ্যোগেই কিছু না কিছু ত্রুটি থাকে, কিন্তু এবার যে ত্রুটিটি এত বড় হবে, তা আমরা আশা করিনি। ভবিষ্যতের উদ্যোগগুলি আমাদের এই ত্রুটি থেকে শিক্ষাগ্রহণ করবে, এই প্রত্যয়ই শুধু ব্যক্ত করতে পারি।
থ্রি বিস্কুটিয়ার্স
২২ ফেব্রুয়ারি, ২০০৯।
মন্তব্য
আহ্হা!! এত বড় একটা ভুল হলো কিভাবে? একাধিক সম্পাদক মন্ডলীর চোখ এড়িয়ে এই ভুলটা করা একদমই উচিৎ হয়নি!! অতন্দ্র প্রহরী কেন আমারইতো মন খারাপ হয়ে যাচ্ছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার নিজেরই মন খারাপ হয়ে গেলো, শুনে।
থ্রি বিস্কুটিয়ার্সের এ বার্তা পড়ে অ/প্রহরী নিশ্চয়ই খানিক সান্ত্বনা পাবেন...
৭৫
ভিক্টিমেরা
১৬৪
২১০
২১৫
২৩৭
ভাই অতন্দ্র প্রহরী, ঘটনাটি বড়োই মনোবেদনার কারণ হলো। শুধু আপনার নয়, আমাদের সকলেরই। কী বলবো, বুঝতে পারছি না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অতন্দ্র প্রহরীদের হাতের তল দিয়ে মাঝে মাঝে জিনিস পার হয়ে যায় তাই বলে অতন্ত্র প্রহরীর গল্পই পার হয়ে গেল! প্রিয় প্রহরী, আপনি মন খারাপ করবেন না। আমি জানি আপনি বয়সে অনেক ছোট, এতে হয়তো অভিমানও হতে পারে, কিন্তু তবুও ভালো থাকবেন। এটা কোন ব্যাপারই না। আপনি অনেক ভালো লেখেন সেটা সচলায়তনের সবাই একবাক্যে স্বীকার করবে বলেই বিশ্বাস করি। আর পরবর্তী সংস্করণে এটা আসবে তা তো থ্রি বিস্কুটিয়ার্স বলেই দিয়েছেন। অতএব
সূচিপত্রে ক পার হয়ে খ তে চলে যাওয়ার পরেও নিজের লেখা না দেখে বিডিআর তুমি একা নও আমরা আছি তোমার সাথে জাতীয় একটা লেখা দিয়ে ফেলার চিন্তা করছিলাম কিন্তু পরে তালব্য-শ তে গিয়ে একটা চেনা চেনা নামের পাশে নিজের লেখা দেখে হঠাত টের পেলাম সেটা আমার ভালো নাম ...
পরে মেইল চেক করে দেখলাম সম্মতিজ্ঞাপক মেইলে নিজের কোন নাম যাবে সেটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, কাজেই দোষটা আমারই ... তবে অনলাইনে যত জায়গায় নিজের নাম ব্যবহার করি সবখানে "ফাহিম শাফায়াত রহমান" এইভাবে লিখি, সূচিপত্রেও সেভাবে দেখলে ভালো লাগতো ... এনিওয়ে, এটা খুবই ক্ষুদ্র একটা ব্যপার, আর এইটার জন্য আমিই সম্পূর্ণভাবে দায়ী, সো ব্যাপার্না ...
রনিকে কি বলবো বুঝতে পারছি না ... শুধু এইটুকু বলি, আমি জানি তুমি লেখক হিসেবে যত বড় মানুষ হিসেবে তারচেয়ে অনেক বড়, জীবনে অনেকসময়ই আমাদের অনিচ্ছাকৃত ভুলের সম্মুখীন হতে হয়, ব্যাপারটাকে সেভাবেই দেখ ... খুব বেশি মন খারাপ করো না ... ভালো থেক ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
অতন্দ্র প্রহরীর মন খারাপের আমরাও ভাগিদার। আসলে ছাপার অক্ষরের আবেদন অনেক। নিজের অনেক লেখাই ছাপার অক্ষরে দেখার সুযোগ হয়েছে। কাজটাই ছিল তেমন। তারপরও নতুন করে লেখা ছাপানোর উৎসাহে ভাটা পড়ে না। এ সঙ্কলনে ছাপানো সব লেখাই কিন্তু সচলায়তনে "প্রকাশিত" লেখা। তবু্ও আমার মনে হয় কারোই আবার ছাপার অক্ষরে লেখাগুলো প্রকাশের উৎসাহের কমতি ছিল না। অতন্দ্র প্রহরীর জন্য মন খারাপ হল।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
আমি থ্রি বিস্কুটিয়ার্সের কাছ থেকে কোন ইমেইল পাই নি! তাই সূচীপত্রে নাম দেখে যুগপৎ আশ্চর্য ও খুশী হয়েছি। ইমেইল না পাওয়ায় যদিও মন খারাপ হয়েছিল, কিন্তু একই কারণে সংকলনে লেখা থাকবে না, সে ব্যাপারেও মানসিক প্রস্তুতি ছিল। সেখানে অতন্দ্র প্রহরীর সাথে সম্পাদকমন্ডলীর যোগাযোগ হওয়া সত্ত্বেও লেখা না থাকা খুব দুর্ভাগ্যজনক। সংশ্লিষ্টরা এসব ব্যাপারে ভবিষ্যতে আরো দায়িত্বশীলতার পরিচয় দেবেন সে আশা করছি। ধন্যবাদ।
কষ্টটা সহজে যাবে না। এ বয়সে হলেও আমার ঠিকই অভিমান হত। নির্দিষ্ট কারো ওপর নয়, ভাগ্যের ওপর। মনে হত, আমি কেন? কিন্তু সব সাফল্যের পেছনেই কিছু মর্মবেদনা থাকে। আজকের এই অনিচ্ছাকৃত অপ্রাপ্তি প্রহরীর ভেতরে লেখার আগুন জ্বালিয়ে দেবে নিশ্চয়। আমরা নিশ্চয় ওর কাছ থেকে অনেক ভালো ভালো লেখা পাব অচিরেই।
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মন খারাপ করা সংবাদ। প্রহরী ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি বলব বুঝতে পারছি না।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুনেন বিডিআর ভাই... নিশ্চয় কঠিন ভালু কিছু অপেক্ষা করছে আপ্নার জন্য।
তাই মন খারাপ তো করবেনই না... বরং সেই ভালু জিনিসটার কথা ভেবে ভাল থাকুন সবসময়।
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
মনটা খুব খারাপ হয়ে গেলো। এটা কী ধরণের ভুল! প্রহরীকে স্বান্তনা দেবারও ভাষা পাচ্ছি না।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এই লেখা পড়ার আগে ব্যাপারটা জানতে বা ধরতে পারিনি। ভুলের ব্যাপারটা বোধগম্য, অতন্দ্র প্রহরীর কষ্টটাও বোধগম্য। কাল বিকেল সন্ধ্যায় অতন্দ্র প্রহরী মেলায়-প্রকাশনা উৎসবে একবারও প্রসঙ্গটি উল্লেখ করেনি, সম্ভবতঃ কাউকে কিচ্ছু বলেনি। বুঝতে পারলাম অতন্দ্র প্রহরী বড় মনের মানুষ তাই একা-ই সব সহ্য করতে চেয়েছেন।
প্রিয় বিডিআর, সচলদের সবার অনুভূতি আপনার সমান না হলেও কম না। সচলরা এমনই। আর এই সত্যটাও আপনি জানেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
প্রহরী,
তোমাকে সান্তনা জানাতে চাই না। কারন এটা কোনো সান্তনার ঘটনা নয়।
তোমাকে সমবেদনা জানাতে চাই না, কারন সমবেদনা জানানোরও কিছু নয়।
তোমাকে শুধু জানাতে চাই----- চেয়ে দেখ, সংকলনে কত জনের লেখা এসেছে--- কিন্তু সবাই শুধু তোমার কথাই বলছে। সবার বেদনা সহমর্মিতা তোমার জন্যে।একটা বড় রকমের ভুল হয়ে গিয়েছে ছাপানোর প্রক্রিয়ায়, সন্দেহ নেই। কিন্তু ভেবে দেখ---সবার লেখার গুরুত্ব ছাপিয়ে তোমার ভুল্ক্রমে ছাপা না হওয়া লেখাটাই সামনে এসে দাঁড়িয়েছে।
ভুলত্রুটি তো থাকবেই। কিন্তু ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া এবং সংশোধন করা--তারচেয়েও গুরুত্বপূর্ণ। আমরা সকলেই সে ভুল স্বীকার করছি--এবং ক্ষমাপ্রার্থী তোমার কাছে।
তুমি মন খারাপ করবে না মোটেও।
একদম না।
মনটা খারাপ হয়ে গেলো। রনি ভাই- প্লীজ প্লীজ মন খারাপ কইরেন না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ব্যাপার না বস্! মন খারাপ কইরেন না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
রনি ভাই, আপনার ভাগ্য খ্রাপ এই কথাটা একদম ভাববেন না। একটা ভুল হয়ে গেছে...
গতকালকে আমি বাসায় এসে বইটা আবার পুরোটা উলটে পালটে দেখলাম। মনে আশা ছিল যে, সুচীপত্রে বাদ পড়ে গিয়েছে- ভেতরে নিশ্চয়ই আছে।
আসলেই নাই দেখে আমার মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল...
=============================
এইসব মিষ্টি কথায় ভুইলেন না ভাই। আপনি বরং শক্ত ভাষায় জানায়া দেন, আগামী বইমেলায় আপনি সচলায়তনের পয়সায় নিজের আস্তা-পুরা-একটা বই দেখতে চান
[ আমাদের মত মানুষ, যাদের সচলায়তন ছাড়া আর কোথাও ছাপার অক্ষরে নিজের নাম/লেখা দেখার সৌভাগ্য হয় নাই, তাঁদের কাছে এই ঘটনা কতোটা কষ্টের আন্দাজ করতে পারি। মন খারাপ কইরেন না ভাই, পরের সংকলনের জন্য জোরসে লেখা শুরু করেন]
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
প্রহরী ভাই, গতকাল কথাটা শোনার পর থেকে আমারও মনটা খারাপ হয়ে আছে। বাসায় ফিরে আমিও বই-এর প্রতিটা পাতা উল্টে দেখেছি - আপনার লেখাটা পাওয়া যাবে এই আশায়। কিন্তু পাইনি।
এটা একটা অনিচ্ছাকৃত ভুল, যদিও অনেক বড় ভুল। আর এ কারনে আপনি যে কষ্ট পেয়েছেন তারও তুলনা হয় না। তবে সে কষ্টের ভাগ নিতে আমরা আপনার পাশে আছি।
আর আপনাকে আমি যতটুকু চিনেছি, তাতে আমি জানি - এসব ব্যাপার আপনাকে দমাতে পারবে না। এ কষ্ট বরং আপনার পথচলার গতিই বাড়াবে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খেয়ালই করি নাই... এখন হাতে নিয়ে দেখলাম...
মনটা খুব খারাপ লাগছে... খুব খারাপ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আগামী বইমেলায় প্রহরীর বইয়ে অটোগ্রাফ নেয়ার জন্য লাইনে খাড়াইলাম !
কী রে ভাই, পেছন থিকা ধাক্কাধাক্কি করতেছেন ক্যান ...
কী বলব, বা কী বলা উচিত- সত্যিই বুঝতে পারছি না। সবার প্রতি অনুরোধ করছি এখানে আর কোনো মন্তব্য না করার। ইতিমধ্যেই ভীষণ লজ্জিত বোধ করছি। অফিসে আছি এখন, বেশ ব্যস্ত, তাই বেশি কিছু বলার সুযোগ নেই। আমি পরে এক ফাঁকে বিস্তারিত একটা মন্তব্য লিখব আশা করি।
সব্বাইকে ধন্যবাদ। ভাল থাকবেন আপনারা।
আপনারে লজ্জিত করতে পাইরা যে কি বেদম আনন্দ লাগতেছে।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আমারও একই কথা...
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
রনি ভাই, মন্তব্য করতে না করসেন। তাই ভাবলাম বদলে একটা কমেন্ট করি...
আসলে কি কমেন্ট করবো সেইটাও এখন বুঝতেসিনা। তাও লগাইলাম। অন্তত জানানোর জন্য যে ব্যাপারটা আমাকেও স্পর্শ করসে...
দ্বিতীয় সংস্করণে যেহেতু আসতেসে কাজেই আমার মনে হয় বেশি দেরী নাই। মাত্র শুনলাম প্রথম ধাক্কায় বের হওয়া সব বই নাকি শেষ হয়ে গেসে। কাজেই আমি বই কিনলে সেইটাতে আপনার গল্পটা সুদ্ধা থাকবে আশা করি।
ভাল থাকবেন।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
এইমাত্র ঢাকা থেকে খবর পেলাম, স্টলে সচলায়তন সংকলন পাওয়া যাচ্ছে না...তারমানে কি প্রথম সংস্করন শেষ?
দ্বিতীয় সংস্করন কবে পাওয়া যাবে?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
একরাইতে শেষ!!!! খাইছে!!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সচলায়তন সংকলনে আমার লেখা নেই- বিষয়টা প্রথম নিজের কাছে ধরা পড়ে যখন পান্ডবদা, লীলেনদার সাথে সূচীপত্র দেখছিলাম এবং প্রকৃত নাম দেখে বের করার চেষ্টা করছিলাম ব্লগে তিনি কী নামে লেখেন। কিন্তু "নিজের লেখা নেই" বিষয়টা ধরতে পারলেও চেপে গিয়েছিলাম কেন যেন, এ নিয়ে আসলে বাড়াবাড়ি কিছু করার ইচ্ছা ছিল না, আবার কেমন সংকোচও লাগছিল এটা সবার কাছে প্রকাশ করতে। তাই বাকিটা সময়, যে উদ্দেশ্যে গিয়েছিলাম, সেটাই করেছি- সবার সাথে আড্ডা দিয়েছি, মজা করেছি, বই কিনেছি প্রচুর। মন খারাপ ভাবটা খুবই গৌণ ছিল সে মুহুর্তে। ফেরার পথে বাসে বসে পাতা উল্টে দেখছিলাম, ক্ষীণ আশা- হয়ত লেখা ভেতরে আছে, নামটা ভুলে সূচীতে আসেনি। ব্যাপারটা আসলে তখনই প্রকাশ পায়, এবং সাথে থাকা রায়হান আবীর, রণ'দা, কীর্তিনাশা ভাই ও পান্থ'দার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এটুকু বুঝি যে, থ্রী বিস্কুটিয়ার্স কোনো পেশাদার সম্পাদক দল নন। তাঁরা দেশের বাইরে আছেন, লেখাপড়া করছেন। প্রবাস জীবনের সমস্ত প্রতিকূলতার মাঝেও তাঁরা ভালোবেসে মন থেকে যে শ্রম দিয়েছেন এই সংকলনের পেছনে, তার সত্যিই কোনো তুলনা হয় না। তাঁরাও মানুষ, ভুল হতেই পারে। তাই এই একটা ভুলের কারণে যদি তাঁদের সমস্ত শ্রম-ভালোবাসা প্রশ্নবিদ্ধ হয়, সেটা ভাল হবে না মোটেও। অনুরোধ করব সবাইকে- সামান্য এই ভুলের কথা মাথায় না রেখে বরং থ্রী বিস্কুটিয়ার্স যে অসামান্য এই কষ্টসাধ্য কাজ করেছে চমৎকার এই সংকলনটা বের করার পেছনে, তার জন্য অবশ্যই তাঁদের সাধুবাদ জানান। আমি নিজেও জানালাম।
বলতে গেলে সচলায়তনেই লেখালেখির শুরু। সেই শুরুর দিকে, "দিয়াশলাই"য়ে যখন আমার একটা আনাড়ী হাতের লেখা অনুগল্প ছাপা হয়, তখন খুশি ধরে রাখা সম্ভব ছিল না। এই তো কিছুদিন আগেও যখন সচলায়তনের বিষয়ভিত্তিক সংকলন "না বলা কথা"তে নিজের লেখা ছাপা হয়, খুশি ছিল তখনও। বিশেষভাবে উল্লেখ্য, এই সংকলনে আমার লেখাটা জমা দেই ডেডলাইনের একদিন পর, বিশেষ সমস্যার কারণে। তাই অনিচ্ছাকৃত এক ভুলের কারণে সচলায়তন সংকলনে নিজের লেখা বাদ পড়ে যাওয়ায় যদি অভিমান করি বা রাগ করি, তাহলে আগের এতগুলো প্রাপ্তিকে কি ছোট করা হয় না, অথবা ছোট করা হয় না সচলায়তন ও এর সাথে জড়িতদের আন্তরিকতাকে? এতটা অবিবেচক হতে মন সায় দেয় না। তাই আমি একদমই মন খারাপ করিনি। আর নিজের লেখা নিয়ে কখনই বাড়াবাড়ি উচ্ছ্বাস ছিল না। লিখি মনের আনন্দে। ছাপা হলো কী হলো না, এসব নিয়ে ভাবি না। এসবের প্রতি মোহও নেই। তবে এটা যেমন ঠিক যে লেখাটা এলে প্রচন্ড ভাল লাগত, তেমনি না আসাতেও যে খুব বেশি কষ্ট নেই, সেটাও মিথ্যা নয়। শুধু- যাদেরকে জানিয়েছিলাম, তাদের কী বলব- এটাই ভাবছি।
সচলায়তন আমার কাছে শুধুই একটা "ব্লগ লেখার জায়গা" না। লিখতে গিয়ে, শুরু থেকে আজ পর্যন্ত অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সম্পর্ক গাঢ় হয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যাদেরকে কখনও দেখিনি। অথচ এরা সবাই পরম মমতায় পাশে দাঁড়িয়েছেন সবসময়, লেখা নিয়ে উৎসাহ দিয়েছেন, কিছুদিন অনুপস্থিত দেখলেই উদ্বেগ প্রকাশ করেছেন। এত মানুষের ভালবাসা, আন্তরিকতা পেয়েছি এই সচলায়তনের কারণেই। আমার কাছে এটা আরেকটা পরিবারের মতোই। আর পরিবারের কারো উপর রাগ বা মন খারাপ করে থাকার প্রশ্নই আসে না। তাই সুদূর প্রবাস থেকে যখন কনফু ভাই ফোন করে দুঃখপ্রকাশ করেন, সান্ত্বনা দেয় ইশতি-শিমুল ভাই, অথবা মুমু অনুরোধ করে মন খারাপ না করতে, তখন আসলে একটা লেখা প্রকাশ হলো কী না হলো- সে কথা মাথায় থাকে না, বরং হাজার মাইল দূরে থাকা এইসব আপনজনদের সাথে সম্পর্কের গভীরতাটুকুই বড় সত্য হয়ে ধরা দেয় নিজের কাছে।
আবারও বলছি- ভুল হতেই পারে। তাই অনুরোধ করব- এই একটা ভুলের কারণে সম্পাদকমন্ডলীর যেন কোনোরকম কষ্টবোধ না থাকে। বরং তাঁদের যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে আমার জন্য, তার কারণে আমি সত্যিই লজ্জিত। আনুষ্ঠানিক পোস্ট দেখে খুব লজ্জা লেগেছে, এবং এরপর পোস্টে, ফেসবুকে, মেইলে, টেক্সট মেসেজে যতজন পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত। এতটা আশা করিনি। তাই মনে হচ্ছে, যা পাওয়ার কথা ছিল, তা না পেয়ে বরং বহুগুণ বেশিই পেয়ে গেছি। আপনাদের সবার ভালোবাসা-সহানুভূতি-সহমর্মিতার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মুর্শেদ ভাই: আমার আর কোনো মন খারাপ নেই। সম্পাদকদের দোষ দেই না, ভুল তো যে কারুরই হতে পারে। আপনাকে ধন্যবাদ
শিমুল ভাই: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, "অথবা গল্পহীন সময়ে"র লেখক
সন্ন্যাসী'দা: কিছুই বলতে হবে না ভাইয়া, সব বুঝে নিয়েছি। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা
পিপি'দা: হা হা। এখন অভিমান বা মন খারাপ কিছুই নাই। প্রশংসার জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ
কিংকং: আমার সম্পর্কে এত উচ্চ ধারণা তোমার, আগে জানতাম না থ্যাংকস ম্যান।
জিজ্ঞাসু'দা: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
তানভীর ভাই: আপনাকে ধন্যবাদ। আর ভুল তো অনিচ্ছাকৃত, হয়েই থাকে এমন এক আধটু। ভাল থাকবেন।
মৃদুল ভাই: আপনার অবজার্ভেশন ঠিক আছে। তবে শেষের অংশটা মনে হয় ভুল
রেনেট ভাই: ধন্যবাদ ভাইজান
দৃশা'পা: হ, ভালু থাকার চেছতা কুরতেছি আপনারে ধইন্যাপাতা।
অমিত ভাই: ধন্যবাদ অমিত ভাই। অনেক ধন্যবাদ
পান্ডব'দা: সচলের মানুষজন কেমন, তা আমিও জানি ভাইয়া। আপনাদের সংস্পর্শে ছিলাম জন্যই মন খারাপ লাগেনি কাল। ধন্যবাদ। ভাল থাকবেন। আশা করি দেখা হবে আবার।
অনিকেত'দা: আপনাকে যে কী বলব বুঝতে পারছি না। আপনি খুবই ভাল একজন মানুষ, এটা নিশ্চয়ই অসংখ্যবার শুনেছেন। নতুন করে আর না-ই বা বললাম। ভাল থাকবেন। মন খারাপ কখন পালিয়েছে!
পরিবর্তনশীল: মন খারাপ কইরো না তুমি। সব ঠিক আছে তো
তারেক: সেইটাই, ব্যাপার নাহ্। জীবনানন্দ পড়েন আপনি
রায়হান আবীর: মন খারাপ কইরো না। ধইন্যাপাতা
সবজান্তা: খুবই ভাল বুদ্ধি দিসেন একটা
কীর্তিনাশা ভাই: অসংখ্য ধন্যবাদ। আপনার পাশে আছেন জন্যই তো মন খারাপ কখনও পাত্তা পায় না
নজু ভাই: কী আর বলব ভাই আপনাকে... নো মোর মন খারাপ করাকরি
আকতার ভাই: কী যে কন না আপনি!
স্বপ্নাহত: অনেক ধন্যবাদ ছোট ভাই। মন খারাপ নাই, ভাবতেছি না আর এসব নিয়ে। ভাল থাইকো। কাল মেলায় আসলে ভাল্লাগতো, আসলা তো আর না, গ্লু দিয়ে চেয়ারে নাকি লাইগা বসছো এক্কেবারে
আমি দ্বিতীয়টাই কিনব তাহলে, প্রহরী শুদ্ধা ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মাননীয় থ্রি বিস্কুটিয়ার্স, একটা আবদার আছে... পরের সঙ্কলনে যেন আপনেরা ভুল কইরা আমার গল্প বাদ দেন...
গল্প বাদ পইড়া প্রহরীরে নিয়া যে বিশাল পোস্ট আর কমেন্টের স্রোত বইয়া গেছে, তাতে আমি হিংসায়িত। মনে অইতাছে, আমার গল্পটা বাদ গেলেও ভালো অইত! সবাই আমারে বাবা-বাছা কইয়া মাথায় মাথায় হাত বুলাইয়া কতই না আদর করত...
আমি একটা সুযোগ চাই!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সহমত।
এরকম ভুল যেন আর না হয় বিস্কুটওয়ালাদের সেই প্রতিজ্ঞা করার আহবান জানাই।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- করদাতাদের দলে না থাকবার পারলেও প্যাদানীদাতাদের দলে আমি থাকবার চাই। আমি যদি হুকুম দিবার নাও পারি তাইলেও প্যাদানীদলে আমারে তোমরা রাইখা দিবা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রায়হান আবীরের কাছ থেকে প্রথম প্রহরী ভাইয়ের কথা শুনলাম। আমি তো জানতামই যে, প্রহরী ভাই একদমই মাইন্ড করবেন না...
— বিদ্যাকল্পদ্রুম
মৃদুল ভাই: আশা করি থ্রী বিস্কুটিয়ার্স আগামীতে কখনও আপনার মনোবাসনা পূর্ণ করবে
অরূপ'দা, বদ্দা: হ, নিজেরে খুব ফেমাস-ফেমাস লাগতেসে। থ্রী বিস্কুটিয়ার্সকে থ্যাংকু
শিক্ষানবিস: হুমম, ঠিকই জানতা
নতুন মন্তব্য করুন