১ জুলাই, ২০০৭ এ আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর গতকাল ২৮শে মার্চ, ২০০৯ একটি মাইলফলক অতিক্রম করলো সচলায়তন। এই দিনে সচলের অ্যাবসলিউট ইউনিক ভিজিটর সংখ্যা অতিক্রম করলো এক লক্ষের মাইলস্টোন।
তবে এক লক্ষ ভিন্ন পাঠকের আগমনের দাবি করা যৌক্তিক হবে না, যেহেতু বিভিন্ন কারণে একজন পাঠক ঘুরে ফিরে একাধিক আইপি বা একাধিক পাঠক ঘুরে ফিরে একই আইপি ব্যবহার করে থাকেন। তারপরও, এ সংখ্যাটির তাৎপর্য ন্যূন নয় আমাদের কাছে।
সচলের এই রিডারশিপ সচলায়তনের সদস্য, অতিথি ও পাঠকদের মিলিত প্রয়াসের ফল। সন্দেশের পক্ষ থেকে তাই সবার জন্য রইলো উষ্ণ শুভাশিস। বহু বিঘ্ন ও প্রতিকূলতা ঠেলে সচল মন্থর পায়ে স্পর্শ করুক আরো দূরতর লক্ষ্য।
সচল থাকুন, সচল রাখুন।
.
.
.
মন্তব্য
১ বছর ৮ মাস তথা ৬০০ দিনে ১ লাখ অ্যাবসলিউট ইউনিক ভিজিটর । মাথা পিছু হিসেব করলে আরো বাড়বে কারন বাংলাদেশের তো এক আইপিতে অনেক মানুষ। দৈনিক ১৭০ জনের মতো গড় অ্যাবসলিউট ইউনিক ভিজিটর । দারুন ব্যাপার। অত্যন্ত সুখবর।
জয় সচলায়তন!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
অভিনন্দন সবাইকে!! সেই সাথে নিজেকেও অভিনন্দন সচলায়তনের সাথে থাকতে পেরেছি বলে
...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আমারেসহ সবাইরে অভিনন্দন!! ... গ্রাফটার কালার কম্বিনেশন তেমন একটা যুতের হয় নাই...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ডেটাগুলি বসিয়ে একটা যুতমতো গ্রাফ করে ফ্লিকারে আপলোড করে দিতে পারেন, জুড়ে দেয়া যাবে।
শীঘ্রই কোটির বাতি জ্বলুক...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
৯ মাসে ট্রাফিক তিনগুণ বেড়েছে, আশার কথা। দ্য স্কাই ইজ দ্য লিমিট।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমারও এটাই পর্যবেক্ষণ ছিল। চলতে থাকুক এভাবেই। সুস্থির, সবল ভাবে এগিয়ে চলুক সচল।
জয় সচলায়তন।
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
এই মুহুর্তে সচলায়তনের সাথে থাকতে পেরে ভাল লাগছে
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এমন খবরে মনটা উত্ফুল্ল হলো।
----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এমন খবরে মনটা উত্ফুল্ল হলো।
----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এটি অবশ্যই একটি বিরাট প্রাপ্তি, তবে সচল আরো এগুবে যদি এখনকার কোয়ালিটি ধরে রাখা যায়। কোয়ালিটি লাস্টস।
...............................
নিসর্গ
ঠিক কথা ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...
হে : হে : হে :!
আমরা তাইলে লাখপতি হইয়া গেলাম.... হেঃ হেঃ হেঃ
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জয়তু সচলায়তন।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
ও মানিক কি বাত্তি জ্বালাইলিরে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জয় সচলায়তন!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ভালো লাগলো
...........................
Every Picture Tells a Story
লাখো অভিনন্দন।
এই গতি যেন না থামে... আরো অনেক এগিয়ে যাবে সচলায়তন... আমি সাথে আছি না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কারে যে অভিনন্দন জানাইমু বুস্তার্সিনা। সবাই অভিনন্দন নেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ওরে খাইছে, তলে তলে এত!
সাবাস! আনন্দ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দারুণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমার জন্মদিনে সচল লাখে পৌছল, কী ভাগ্য আমার।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জবর খবর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জোশিলা ব্যাপার
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
লাখপতিরে এখন কোটিপতি বানাতে হবে।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
খুশির খবর। খুব ভাল্লাগছে!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সচলায়তনকে
হিসেব করে দেখলাম, এই হারে বাড়তে থাকলে আর ৩ বছর পর ৭ লাখ সাড়ে চার বছরের মধ্যে এক মিলিয়নে পৌঁছাবে .... তবে বৃদ্ধির হারের সেকেন্ড ডেরিভেটিভ হিসেবে নিইনি (স্ট্রেইটলাইন ফিটিং শুধু), সেটা হিসেবে নিলে হয়তো আরো দ্রুত বাড়তে পারে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অভিনন্দন!
জ
য়
স
চ
লা
য়
ত
ন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বাত্তিটা সোন্দর হইছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাত্তিটা খুব কাজের
অভিনন্দন
খুশীর সংবাদ.......লাখ থেকে কুটিতে যাউক সচলের চাকা.......
ব্যাপক অভিনন্দন!
সাপবাঁশ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
অভিনন্দন সবাইকে।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
অভিনন্দন!!!
**************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দারুন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আহারে এই খুশির খবরে এখনো কেউ পানের আয়োজন করলো না। ও নজু ভাই, কই গ্যালেন আপনি, একটা চিয়ার্স সন্ধ্যার ডাক দেন না। আমি বালক মানুষ, আমার ডাকে কেউ সাড়া দিবো না। নইলে বিরাট একখানা ডাক দিতাম।
অনেক অনেক অভিনন্দন! অনেক অনেক!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
---------------------------------
তাও যে ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন