সচলায়তন পরিসংখ্যান, ১লা জুলাই, ২০০৯

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৪:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত দুই বছরে (জুলাই ১, ২০০৭ থেকে জুন ৩০, ২০০৯ পর্যন্ত),

  • সচলায়তন ভিজিট করা হয়েছে ৭০৬,৮৮১ বার। ৬,৬২৭,৯২১ টি পেজভিউ হয়েছে ১৩৩,১১০টি অ্যাবসলিউট ইউনিক ভিজিট থেকে।

  • ৬টি মহাদেশের ১৪৬টি দেশের ৪,৫৩৭টি শহর থেকে সচলের সদস্য ও পাঠকেরা গত এক বছরে সচলে দৃষ্টি রেখেছেন। ভিজিট সংখ্যা অনুসারে শীর্ষ দশটি দেশ যথাক্রমে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়া

  • সরাসরি প্রবেশ ও সন্ধানযন্ত্র ছাড়া অন্য যেসব সাইট থেকে সচলায়তনের সূত্র ধরে পাঠকেরা সচলে এসেছেন, সেগুলির মধ্যে শীর্ষে রয়েছে ফেসবুক, সামহোয়্যারইনব্লগ, আমারব্লগ, মুক্তমনা, ক্যাডেটকলেজব্লগ, প্রজন্ম ফোরাম, গুরুচণ্ডালি, দৃষ্টিপাত, এনওয়াইবাংলা ও ই-বুক.কম.এইউ। এ ছাড়াও ব্যক্তিগত ব্লগের মধ্যে ব্লগস্পট থেকে দেশিভয়েস, রয়েসয়ে ও রেজওয়ানুল, ওয়ার্ডপ্রেস থেকে ম্যাকতানিম, বিজ্ঞানপুরী ও লোনলিক্লাউড এবং লাইভজার্নাল থেকে বোলোক্স, বনবিবি ও স্টিং-ক্রলার এ প্রদত্ত লিঙ্কের সূত্র ধরে সর্বাধিক ভিজিট এসেছে।

  • সচলে একজন ভিজিটর গড় সময় কাটান ২৮ মিনিট ১৩ সেকেন্ড, গড়ে ৯.৩৮টি পেজ প্রতি সেশনে ভিজিট করা হয়। ভিজিটরদের ১৮.৮০% নতুন ভিজিটর।

  • ৫২% ভিজিটর ব্যবহার করেন ইন্টারনেট এক্সপ্লোরার, ৪২% ফায়ারফক্স, ৩% শতাংশ অপেরা ও ৩% অন্যান্য ব্রাউজার।

  • সচলায়তনের প্রতি দশজন ভিজিটরের মধ্যে জন আসেন সরাসরি, জন আসেন অন্য কোন ওয়েবসাইট থেকে, জন আসেন সন্ধানযন্ত্রে খোঁজ পেয়ে।

  • সচলায়তনে এ যাবৎ সর্বাপেক্ষা ভিজিট হয়েছে মার্চ, ২০০৯ এ (৪৬,৭৮৫টি), এবং সর্বোচ্চ অ্যাবসলিউট ইউনিক ভিজিটর এসেছেন মে, ২০০৯ এ (১৩,৩১৩ জন)


    পরবর্তী আপডেটে জানানো হবে সচলের ভেতরের পরিসংখ্যান।

    ধন্যবাদ।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি সচলায়তনকে জন্মদিনে শুভেচ্ছা।
_MG_2975
বড় করে দেখতে এখানে ক্লিক করুন।

রেনেট এর ছবি

১৪৬ টা দেশ!!!!!!!!!!!!!!!!!!!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

লীন এর ছবি

সমস্যা কি? আমার তো ধারণা সব দেশেই বাঙ্গালী আছে।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

রেনেট এর ছবি

সমস্যার কথা বলিনি তো! অবাক ও খুশি হলাম।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

দক্ষিন মেরু তে কে আছেন ভাই ? একটু হাত তুলেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লীন এর ছবি

পরিসংখ্যান পেয়ে ভালো লাগলো। হাসি

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

ইশতিয়াক রউফ এর ছবি

সচলায়তনকে জন্মদিনের শুভেচ্ছা...

অনিকেত এর ছবি

দারুন--------!!!!!!!
শুভ জন্মদিন সচলায়তন

অমিত আহমেদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মহামান্য ধুগো, আপনি এরকম একটা ছবি+মুভি সহকারে কোবতে ছাড়েন। মজার যেনো হয়। আমি ভাবতেছি একটা ভারী লেখা ছাড়লে কেমন হয়, এই ধরুন "জীবনে সচলায়তনের প্রভাব"-টাইপের আরকি চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- কোবতে তো আমি লিখতে পারি না পিপিদা। গইদ্য হলে একটা ট্রাই মারা যেতো। কিন্তু এখনতো সেটাও সম্ভব না। রাত হয়ে গেছে না? আর তাছাড়া, কোনো কিছুতে তাল পাচ্ছি না। প্রচণ্ড গরম ছিলো আজকে সারাদিন। এসিযুক্ত প্যান্ট পাওয়া যায় কোথায় সেটার তথ্য তালাশ করছি।

জীবনে সচলায়তনের প্রভাব তো পুরোটাই। এই মরার সচলায়তনের জন্যই তো... থাক আর বললাম না! কষ্টের কথা এই শুভ মুহূর্তে বলতে চাই না মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কেন, আপনার একটা চলমান কোবতের কথা আমার এক্ষণে মনে পড়ছে। ভিডিওর সাথে সাথে কোবতে, মনে আছে?

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওই হলো আরকি, কোবতের ফরম্যাটে ছিলো মনে হয়।

এমি এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন ।

খুব বেশীদিন হয়নি আমার সচলে আনাগোনার, কিন্তু অলপদিনেই আসক্ত হয়ে গেছি ।
একদিন না ঢুকলে মনে হয় কি যেন বাদ রয়ে গেল ।

অনেক অনেক শুভ কামনা ।

রেনেট এর ছবি

এই যা...পরিসংখ্যান পড়ে আসল কথাটাই বলা হয়নি।

শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সাইফ তাহসিন এর ছবি

শুভ জন্মদিন, সচলায়তন, এই দিনটিকে "সচলায়তন দিবস" হিসাবে পালন করার বুদ্ধিটা কেমন লাগে শুনতে? আমরা যে যেই দেশে আছি, কোন এক জায়গায় মিলিত হয়ে এই দিনটি পালন করতে পারি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অমিত এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন
অভিনন্দন সব সচল, সদস্য বা অতিথি নির্বিশেষে
সচলায়তনের ফ্যাশিস্ট মডুরা দীর্ঘজীবি হোক চোখ টিপি

জেবতিক রাজিব হক এর ছবি

প্রিয় সচলায়তন, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

নীড় সন্ধানী এর ছবি

‍‌আর কতো দিক্কার দেবো......পোষ্ট পড়তে পড়তে হয়রান হয়ে গেলাম! মন খারাপ

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

জ্বিনের বাদশা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা আর এগিয়ে যাবার জন্য শুভকামনা, প্রিয় সচলায়তন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ফারুক হাসান এর ছবি

সিঙ্গাপুরবাসি সকল সচলপ্রেমিকের পক্ষ থেকে সচলায়তনকে উত্তম জাঝা!

লুৎফর রহমান রিটন এর ছবি

শুভ জন্মদিন, জয়তু সচলায়তন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন!

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!

ইমরুল কায়েস এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!
......................................................
পতিত হাওয়া

রাফি এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

প্রোষ্ট!!! প্রিয় সচলায়তন!!!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ইশতিয়াক রউফ এর ছবি

ঠিক এক বছর আগে এই দিনে জুবায়ের ভাই এই পোস্টটি লিখেছিলেন।

অনেক ঘেঁটে তিনি সব সিরিজ-খেলাপীর নাম তালিকাভুক্ত করেছিলেন। মাত্রই একটা বছর আগে। জুবায়ের ভাই চলে যাওয়ার পর প্রতিটা ঝড়-ঝাপটায় কাউকে না কাউকে মেসেঞ্জার/ফেসবুকে বলেছি (বা কারও মুখে শুনেছি), "আজকে জুবায়ের ভাই থাকলে এমনটা হত না। আমাদের অভিভাবক চলে গেলেন..."

সচলায়তনের জন্মদিনে সচল-অন্তপ্রাণ এই মানুষটিকে মনে পড়ছে খুব। প্রথম মন্তব্যে রেনেটের কথার জবাবে লিখেছিলেন,

ঠিকাছে। আগামী হালখাতার সময় দেখা হবে।

রেনেট এর ছবি

মনটা খারাপ হয়ে গেল
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ইশতিয়াক রউফ এর ছবি

মনটা আমারও খারাপ। প্রাথমিক উচ্ছ্বাসের সময় ভেবেছিলাম আমিও সচলের জন্মদিনে উপলক্ষে কিছু লিখি। একটু পর দেখলাম, জুবায়ের ভাইকে বাদ দিয়ে সলের স্মৃতি-রোমন্থনের মত শক্তি আমি এখনও সঞ্চয় করতে পারিনি।

এই দিনটায় অনেক বেশি খুশি হতেন জুবায়ের ভাই। প্রথম বছরে সচলের প্রায় সব ব্লগারই ছিলেন পুরানো পাপী। কেউ ব্লগ লিখতেন অন্য কোথাও, কেউ ব্লগ পড়তেন। দ্বিতীয় বছরে এসে সচলের মূল শক্তি এখন এক ঝাঁক নবীন লেখক, যাঁরা সচলের মধ্য দিয়েই ব্লগ/ব্লগিং-এর সাথে পরিচিত হয়েছেন। ব্লগের ভবিষ্যৎ নিয়ে কথা হত...

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ হয়ে গেল...

--------------------
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কান্দ কেনে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিপ্লব রহমান এর ছবি

ওরে বাব্বা! এতো কাণ্ড! হাসি
---
শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

জয়তু সচল !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।