প্রায় মাস খানেকের উপর আপনাদের সচলায়তন সার্ভ করে করে সার্ভার বেচারার খুব ঘুম পেয়েছিল। একবার রিস্টার্ট দিতেই ঠিক হল।
প্রায় ঘন্টা দুয়েকের এই ডাউন থাকার সময়টায় আপনারা সচলায়তন খুব মিস করেছেন। আমরা এজন্য খুব দুঃখিত।
কতদিন আপ ছিল?
প্রশ্নটা মনে হয় বেকুবের মত করে ফেলেছি। উপরে তো বলেছেন 'মাস খানেক'।
আসলেই সচল্কে মিস করেছি ।
হুম, আমি ঘুম থেকে উইঠা দেখি সচলায়তন সার্ভার ঘুমায়, হতাশ হইছিলাম।
______________________________________ বৃষ্টি ভেজা আকাশ
______________________________________ লীন
হুঁ! টের পেয়েছিলাম দুপুরবেলায় ।
যাক্, আমি টেরই পাই নাই ! নইলে না জেনে হয়তো চিন্তায় পড়তাম। ঘুম কেটেছে, এটাই ভালো কথা। ধন্যবাদ সচল কর্তৃপক্ষকে।
------------------------------------------- ‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি ডরাইসিলাম। ভাবসি আমারে মনয় আইপি শুদ্দা ব্যান করসে।
আমিও! ____________ অল্পকথা গল্পকথা
মন্তব্য
কতদিন আপ ছিল?
প্রশ্নটা মনে হয় বেকুবের মত করে ফেলেছি। উপরে তো বলেছেন 'মাস খানেক'।
আসলেই সচল্কে মিস করেছি ।
হুম, আমি ঘুম থেকে উইঠা দেখি সচলায়তন সার্ভার ঘুমায়, হতাশ হইছিলাম।
______________________________________
বৃষ্টি ভেজা আকাশ
______________________________________
লীন
হুঁ! টের পেয়েছিলাম দুপুরবেলায় ।
যাক্, আমি টেরই পাই নাই ! নইলে না জেনে হয়তো চিন্তায় পড়তাম। ঘুম কেটেছে, এটাই ভালো কথা।
ধন্যবাদ সচল কর্তৃপক্ষকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি ডরাইসিলাম। ভাবসি আমারে মনয় আইপি শুদ্দা ব্যান করসে।
আমিও!
____________
অল্পকথা গল্পকথা
নতুন মন্তব্য করুন