সার্ভারের বড্ড ঘুম পেয়েছিল...

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৯:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় মাস খানেকের উপর আপনাদের সচলায়তন সার্ভ করে করে সার্ভার বেচারার খুব ঘুম পেয়েছিল। একবার রিস্টার্ট দিতেই ঠিক হল।

প্রায় ঘন্টা দুয়েকের এই ডাউন থাকার সময়টায় আপনারা সচলায়তন খুব মিস করেছেন। আমরা এজন্য খুব দুঃখিত।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কতদিন আপ ছিল?

প্রশ্নটা মনে হয় বেকুবের মত করে ফেলেছি। উপরে তো বলেছেন 'মাস খানেক'।

প্রজাপতি [অতিথি] এর ছবি

আসলেই সচল্কে মিস করেছি ।

লীন এর ছবি

হুম, আমি ঘুম থেকে উইঠা দেখি সচলায়তন সার্ভার ঘুমায়, হতাশ হইছিলাম।

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

দ্রোহী এর ছবি

হুঁ! টের পেয়েছিলাম দুপুরবেলায় ।

রণদীপম বসু এর ছবি

যাক্, আমি টেরই পাই নাই ! নইলে না জেনে হয়তো চিন্তায় পড়তাম। ঘুম কেটেছে, এটাই ভালো কথা।
ধন্যবাদ সচল কর্তৃপক্ষকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রিয়াজ উদ্দীন এর ছবি

আমি ডরাইসিলাম। ভাবসি আমারে মনয় আইপি শুদ্দা ব্যান করসে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।