এবার আমাদের পরিকল্পনা একটি কবিতার ই-সংকলন প্রকাশ করার। সংকলন সম্পাদনার জন্যে অনুরুদ্ধ হয়েছেন সচল হাসান মোরশেদ ও সুমন চৌধুরী।
বরাবরের মতো এবারেও লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম থাকছেঃ
২. কবি'কে বর্তমানের কোন পূর্ণ বা অতিথি সচল হতে হবে।
৩. কেবল বাংলা ভাষায় লিখিত কবিতাই সংকলনে স্থান পাবে। বিদেশী কবিতার বাংলা অনুবাদও পাঠানো যেতে পারে।
৪. একজন কবি সর্বোচ্চ পাঁচটি কবিতা পাঠাতে পারবেন।
৫. কবিতা পাঠানোর শেষ তারিখ অগাস্ট ১৫, ২০০৯।
কবিতা পাঠানোর ঠিকানা kabitayatan অ্যাট gmail.com, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে, ইউনিকোডে।
সংকলনে কবিতার ভুক্তির ব্যাপারে সম্পাদনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেপ্টেম্বর ১, ২০০৯ তারিখে ই-সংকলনটি প্রকাশিত হবে।
সকলকে অগ্রিম ধন্যবাদ।
মন্তব্য
এবার কবিদের মুখ-বেজার কিছুটা কাটবে আশা করি ! হা হা হা !
ধন্যবাদ সচল-কবিতায়তন'কে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চমৎকার উদ্যোগ। ব্লগের কবিরা কবিতা লেখার অনুপ্রেরণা পাবে এধরণের আয়োজন থেকে। ধন্যবাদ এই উদ্যোগের জন্য।
নিবন্ধন নাম - মেঘলা জীবন
ইমেইল -
দারুন উদ্যোগ। খুব দরকার ছিলো এটার।
টু থাম্বস আপ।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
বাদ ক্যান? নতুন কবিতা লেখেন !
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বদ্দা বলছেন? তাহলে তো ভাবতেই হয়। কিন্তু সবুজ বাঘ যে বললো, "কবিতা নেকা কি ভালো"
এই একই কারনে আমিওতো বাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কবিতা নেকা কি ভালো?
যা ভালো না তা কি খারাপ?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হাহাহা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লা জবাব...........দারুণস॥
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
খুবই ভালো একটি উদ্যোগ। আশাকরি অনেক চমৎকার কবিতার সমাহার পাবো আমরা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
চমৎকার!
শুভকামনা রইলো আর অপেক্ষায় থাকলাম...
____________
অল্পকথা গল্পকথা
আইতাছি মামা....
.................................................................................................................
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
দারুণ একটা কাজ হবে। অপেক্ষায় থাকলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অপেক্ষায় নাজির।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমার আবার কবিতা আসেনা। আমি বাদ।
আমিও বাদ, কবিতা লেখার চেষ্টা করিয়া অতীতে অশ্বডিম্ব প্রসব ব্যতিরেকে কিছুই করিতে পারি নাই। পেটেও মইদ্যে অনেক কবিতা ঘুরে কিন্তু বের হবার সময়েই কুবিদ্যা হয়ে বেরোয়। যন্ত্রণা।
দুচোখ মেলে রাখি...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ, ভালো উদ্যোগ।
এইদিকে আমি যে কষ্টে আছি আইজুদ্দিন!
৫টা কবিতা! তা-ও আবার আনকোরা!!!
কিন্তুক, আশা ছাড়ন দেয়া কি ভালো?
কবিতা তো বহুদিন লিখি না। আচ্ছা দেখি টেরাই মাইরা আবার!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
কবিতায়তনে যে মেইলটা দিলাম সেটা মনে হয় পোকায় খেয়ে ফেলেছে, কোন কনফার্মেশন পেলাম না যে
ওরেব্বাশ্ ! বউনিটা পিপি দা' করলেন তাইলে ! চমৎকার !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তা তো নিশ্চিত নই, অন্য কেউ করেও থাকতে পারে
অফিসিয়ালি কবিতার প্রতি আগ্রহ প্রকাশের জন্য সচলকে একজন কবিতাপাঠকের অভিনন্দন। অপেক্ষায় থাকলাম, সংকলনটি পাঠের।
অপেক্ষায় থাকলাম!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এ ব্লগে এটাই আমার প্রথম মন্তব্য, কিন্তু মন্তব্য করবার বেলার যুতসই কিছু লিখব কি উল্টোতো দেখি বিপদই পড়ে গেলাম।
এমন একটা পোষ্টে মন্তব্য করতে এসেছি পুরো বিষয়টি আমার কাছে বেশ রোমাঞ্চকর
কারণ তো এখনো বলিনি, বলছি
প্রসঙ্গ : 'কবিতা' আর তার রচয়িতা 'কবি'
দুটো বিষয়ই ভাল লাগে এবং যথাক্রমে ভালবাসি
কিন্তু সীমাবদ্ধটা সেখানেই যেখানে নিজস্ব তৃপ্তবোধের কোন সুযোগ নেই, সোজা কথায় কোনদিন আজও পারলাম না দু-চারটে লাইন মিলিয়েই হোক আর বেসুরাই হোক একটা কবিতা লিখে ফেলতে।
তবুও যখন এমন উপলক্ষ হয় কবি ও তাদের কবিতা একসাথে মুঠোয় তালুবন্দী করতে পারি তখন উপলক্ষটা উপভোগ্যই হয়।
শুভকামনা রইল আপনাদের উদ্যোগের প্রতি।
প্রচেত্য দা
ন কবিতা সংকলন হলে আমি কয়েকটা কপিপেষ্ট করতাম সচল থেকে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সচলের কবিরা সব কই ভাগলো?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বলেন কী ! কবি'রা কি সব ভাগলো ? তাঁদের ছিটের মধ্যে কিঞ্চিৎ সমস্যা থাকে জানি, তাই বলে ভাগন্তিস ! না না, আমরা কবি চাই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সুমন চৌধুরীর প্রশ্নের জবাব চাই। দিতে হবে।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ভাবতেছি একটা কবিতা লিখেই ফেলবো কী না... বাতিল হইলেও তো দুই সম্পাদক ছাড়া আর কেউ জানবো না...
এই চান্স... খাড়ান... আইতেছি...
আরো একটা পদ্ধতি এপ্লাই করা যায়... ধরেন রবীবাবু থেকে ১ লাইন, জীবু থেকে ১ লাইন... এভাবে গোটা দশেক কবি মেরে একটা আস্ত কবিতা নামায়ে ফেলা যায়। যথারীতি দূরবোধ্য হবে, (কারন এইটা তো আসলে একটা জগাখিচুড়ী)
কিন্তু কবিতা দূরবোধ্য হওয়া ভালো...
আমি কবিতা দিমুই দিমু এইবার... হ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঐটা ফাটাফাটি এট্টা কিছু হবে। লিখা ফালান........
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
পাঠায়া দিছি...
পাইছেন কিনা একটু জানায়েন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমরাও নজুগীতের অপেক্ষায় থাকলাম.....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কবিদের ঘটনা কী? ঘ্যাজম্যাজ কইরা লিখা পাঠাইতে থাকেন...জশনে জুলুছে...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ব্লগারদের জলসায় নীরব কেন কবিরা?
বহুদ্দিন বাকি আছে তো টাইম!
কবিতা ল্যাক্তে টাইম লাগে না?!
পুরান কবিতা চাইতেন, দিয়া দিতাম নগদে দশ-পুনারোটা!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো উদ্যোগ।
অপেক্ষায় রইলাম আমিও। সুন্দর হয়ে প্রকাশিত হোক কবিতার ই-সঙ্কলন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মানে কী?! আপ্নে দিবেন না কবিতা?!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
যে-লেখিকার গদ্যই কবিতার মতো মনোরম, তিনি কবিতা দেবেন না??
ডোন্ট ওয়ারি।
আজকাল অভ্যাস খারাপ কইরা ফেলাইছি, ইংরাজি ফুটফাট করতাছি। শেষের সেদিন কি ভয়ঙ্কর! হয়তো বাংলা টাংলাই ভুইলা যামু গা।
তবু এইসব সঙ্কলনে কিছু যদি থাইকা যায়! আর কি, দিন যায়, সবই যায়।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অবস্থাগরিব বিনয়ের সহিত জিজ্ঞাসিতেছি-
পুরানো (বছর দুয়েক আগের) কবিতা হৈলে হবে তো, না? আগে কোথাওই প্রকাশিত হয় নাই। কী? হবে না?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
৩টা নতুন কবিতা লিখে পাঠাইলাম, নগদে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সেপ্টেম্বরের ২ তারিখ আজ। আর কত অপেক্ষা করতে হবে
সেপ্টেম্বরের 3 তারিখ আজ। আর কত অপেক্ষা করতে হবে
এইটার খবরর্কী? কেউ দেখি কিছু জানায় না। সেপ্টেম্বর গিয়া অক্টোবর আইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও অপেক্ষায় আছি...
নতুন মন্তব্য করুন