ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। কিন্তু তাঁদের পরিশ্রমটুকুর স্বীকৃতি হিসেবে দর্শকের প্রতিক্রিয়া জানানোর কোনো সরাসরি উপায় এখনও সচলে নেই। এ পরিস্থিতি নিরসনের জন্যে ব্যানার নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই পোস্টে ধারাবাহিকভাবে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
এইটা একটা ভালো উদ্যোগ।
প্রথম প্রতিক্রিয়াটা জানাই। উজান মিয়া সুন্দর জিনিস দিছে। মাশাল্লাহ। তার হাতে বরকত হোক।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ আসলেই এই ব্যানারখান বড় সুন্দর হইছে। ধন্যবাদ উজান গাঁ ভাইকে।
আর উদ্যোগটাও ভালো ব্যানারশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। ব্যানারায়তন ধাঁচে কিছু একটা কি করা যায়, যেখানে সচলায়তনে ব্যবহৃত সবগুলো ব্যানার সংকলিত থাকবে, আর একেকটা ব্যানারের নিচে দর্শকরা প্রতিক্রিয়া জানাবেন। বeর মতো আর কি ...
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
অসংখ্য ধন্যবাদ, গতকালই উজানগাঁ এর ব্যানার দেখে তার পোস্টে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসলাম, আসলে তিনি জানতে পারল কিনা তাও জানতে পারলাম না। এখানে এসে অন্তত ধন্যবাদ জানালে কেউ তা জানতে পারবেন।
তাই আবার বলি, শীতের সকালের কুয়াশামাখা ব্যানারটা অসাধারন হয়েছে, যেন বিদেশ বিভূইয়ে বসেও শীতের আমেজ পেলাম। অসংখ্য ধন্যবাদ উজানগাঁ
=================================
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আসলেই! ভালো উদ্যোগ! উজান ভাইয়ের ব্যানারখান বড়ই সৌন্দর্য হয়েছে!
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
- সিনেমার ডিলিটেড সিনের মতো এইটা আমার ডিলিটেড ব্যানার।
ব্যানার: ডিলিটেড সিন
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উজানগাঁর ব্যানার খুব সুন্দর হয়েছে
ব্যানারের প্রসঙ্গ আসলেই অরুপের কথা মনে হয়
তার মতো ব্যানার বোধহয় কেউ করতে পারবেনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
উজানগাঁর এই অসামান্য ব্যানারটি শিল্পীর ব্যাখ্যার প্রয়োজন দাবী করে, ফোটোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে। এমন সাররিয়াল ছবি তোলার পিছনের নন্দনতত্ত্ব ছাড়াও টেকনিক্যাল দিকগুলো জানতে ইচ্ছা হয়। বলবেন না কি একটু, উজানগাঁ?
আমার ধারণা ছবির সাথে কিছুটা গ্রাফিক্স্ এর মিশেল দিয়ে এই চমৎকার ব্যানারটা তৈরী হয়েছে। উজাঙ্গাঁ বলুক
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ইস কী সুন্দর! খুব ভালো হয়েছে মুস্তাফিজ!! ছবিটা সুন্দরবনের তাইনা?
জ্বী আপা, সুন্দরবন। আমি সেখানকার কয়টা ছবি প্রিন্ট পাঠাবো আপনাকে।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ছবিটা আমার গ্রামে তোলা। উজানগাঁয়ে।
ছবির গাছটার সাথে আমার শৈশব জড়িয়ে আছে নানাভাবে। গাছটার একপাশ দিয়ে ছিপছিপে নৌকার মতো একটা নদী চলে গেছে। শীতকালে হাঁটু সমান পানি হয়ে যায়। হেঁটে পার হওয়া যায়। বর্ষাকালে এই নদীরই আবার অন্যরূপ। দেখলে বুক কাঁপে। আমার বয়সী ছেলেগুলো ঐ গাছের উপর থেকে বর্ষকালের সেই স্রোতস্বিনী নদীতে ঝাঁপ দিতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দূর থেকে। বুক কাপতো ওদের সাহস দেখে। ভাবতাম, আমার কেনো ওদের মতো সাহস হয় না।
শৈশবের সেই গাছটা ঠিক তেমনি আছে। শুধু আমি বড় হয়ে গেছি। বাড়িতে গেলে শীতের সকালে হেঁটে হেঁটে ঐ গাছটার সামনে গিয়ে দাঁড়াই মাঝে-মধ্যে আর দেখি আমার শৈশবের সেই গাছটা সাদা কুয়াশা গায়ে জড়িয়ে কীরকম এক রহস্যময়তা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেই রহস্য ভেদ করে কখনো বুঝে উঠতে পারি না তাকে।
এই যে না বুঝতে পারা কিংবা শৈশবে এর উপর থেকে নদীতে ঝাঁপ না দিতে পারার বেদনা থেকেই হয়তো আমার ছবিতে এই গাছটা বারবার এসেছে।
নানাভাবে নানাসময়ে এই গাছটা আমার ক্যামেরায় ধরা পড়েছে। কিছু ছবি ফ্লিকারে আপলোড করা ছিল। দিয়ে দিলাম। সঙ্গে ব্যানারে ব্যবহৃত মূল ছবিটিও।
১.
২.
৩.
৪.
৫.
এই ছবিগুলো কোনো মানুষের তোলা না। আজকাল যে আর ছবি তোলার সাহস পাই না সে আর আশ্চর্য কী!
আপনি মাঝে মাঝে একটা করে পোস্ট দিন না, একটা করেই ছবি দেবেন, আর আমরা মুগ্ধ হয়ে ধপাধপ পড়তে থাকবো।
উজানগাঁর ব্যানারটি আমার কাছে অসামান্য মনে হয়েছে। শুধু এটুকুই বলে গেলাম।
উজানগাঁর ব্যানারটি অসাধারণ লাগলো!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আজকের মানে নভেম্বর ৯-এর মুস্তাফিজ ভাইয়ের ব্যানারটাও অসাধারণ লাগছে, সুন্দরবনের এমন ১টা প্যানারামিক ভিশন আমার মনের মধ্যে মনে হয় গেথে আছে, খুবই ভালো লাগলো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধন্যবাদ সুজনদা
কেওড়াশুটি কেওড়াশুটি, কী সুন্দর একটা নাম, শোনা মাত্রই মনের ভেতর শান্তি শান্তি ভাব নেমে আসে। বনাঞ্চলের সবগুলো নামই এমন, নীলকমল, নীলডুমুর, কলাগাছিয়া, দেবোকী, আলকী, গেওয়াখালী, সুপতি আরো কত কত। নাম যেমন জায়গাও তেমন, প্রকৃতির নিজের হাতে গড়ে তোলা এগুলো একটা অন্যটার চাইতে সুন্দর, যেনো প্রতিযোগিতা চলে নিজেদের ভেতর। একজন নিজেকে সাজায় কেওড়া (Sonneratia apetala) দিয়ে তো অন্যজন গড়ান বা গর্জনে (Ceriops decandra), কারো আছে সুন্দরী (Heritiera fomes) গাছের সমাহার, গেওয়া (Excoecaria agallocha), বাইন (Avicennia alba), ধুন্দুল (X. granatum), হেঁতাল (Phoenix pelludosa) কী নেই এখানে? আর ১৬৭০০ স্কোয়ার কিমির এবনের শরীরের পুরোটা জুড়ে রক্তনালীর মত ছড়িয়ে থাকা সব নদী নালা, খাঁড়ির দুপাড়ে গোলপাতা (Nipa fruticans) নেই তেমনটি চিন্তা করাটাও বোকামী। এপর্যন্ত খুঁজে পাওয়া ৫০ প্রজাতির ম্যানগ্রোভ প্রজাতির গাছের ৩৫টাই যে বনে পাওয়া যায় তাকে সুন্দরী না বললে লজ্জ্বা পেতে হবে নিজেকেই।
এ সুন্দরী আমাকে কাছে টানে, বার বার আমি ফিরে যাই ওর কাছে। সকাল বিকাল সন্ধ্যা, শীত গরম বর্ষায় একেক সময় একেক রূপে চমকে দেয় আমাকে।
ব্যানারের ছবিটা শীতের কুয়াশার ভোরে কেওড়াশুটিতে তোলা। একটু খেয়াল করে তাকিয়ে থাকলে এর ভেতর খেলা করে যাওয়া আলো আপনাকে মুগ্ধ করবেই।
পুরো ছবিটা দেখুন
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
অসাধারণ, ছবির আলোছায়া আর গভীরতার জন্যই ঐরকম মেজাজী ভোরটা!
কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবোনা, মনে হচ্ছে এই সকালটা আমি চিনি।
আজকে অনেকদিন পর ওয়াটার কালার করতে ইচ্ছা করছে।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অলৌকিক , এরকম এক ছবি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, মুস্তাফিজ ভাই।
স্বপ্নদ্রোহ
দুর্দান্ত! নানা রকম অনুভূতি হলো ছবিটা দেখে। সুন্দরবনের সৌন্দর্য তো আছেই, এমনকী জমিটা বাদ দিলে কেমন জানি উত্তর ভারতের আমবাগানের আলোছায়ার কথাও মনে হয়, একটু বেশি নীল সে তুলনায়। সেই পুরোনো 'জুনুন' সিনেমার আমবাগানের মতো। আপনারা খাঁটি শিল্পী!
এত্ত সুন্দর ছবি জীবনে খুব কমই দেখেছি, হয়তবা দেখি ও নাই মনে করতে পারছিনা।
একটা ছবি যে এতো কথা বলে জানা ছিল না!!
এক অসাধারন ছবি... ... ... মুস্তাফিজদা
পথিক
জয়তু মুস্তাফিজ ভাই...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অসম্ভব সুন্দর হয়েছে ব্যানারখানা। মুস্তাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
লিংকের সবুজ রঙের সাথে ব্যানারটা একেবারে খাপে-খাপ।
ব্যানার দেখে তাব্ধা মেরে আছি।
অসাধারণ ছবি।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
জোস!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এটা সচলের সেরা ব্যানারগুলোর একটা। মুস্তাফিজ ভাইকে কৃতজ্ঞতা জানাই এমন দারুন একটা ব্যানারের জন্য।
মুস্তাফিজ ভাই,
কিছু কিছু লোকের কাজের প্রশংসা করাটা ধৃষ্টতার পর্যায়ে পড়ে।
আমি জানি আমি কেউ না।
তবুও ধৃষ্টতা নিয়েই বলছি, আপনার আজকের ব্যানারটা 'অসাধারন' শব্দটাকে নতুন মাত্রা দিয়েছে!!
আমার প্রণতি গ্রহন করুন
অসাধারণ।
অদ্ভূত সুন্দর হয়েছে মুস্তাফিজ ভাইয়ের ব্যানারটা! কেমন করে যে এইসব ছবি তুলেন আপনারা, আর ব্যানার বানান আমি বুঝতে পারি না মোটেই।
উজানগাঁ-এর ব্যানারটাও ভীষণ ভালো লেগেছিলো। জানানো হয় নি আগে, এখন জানিয়ে গেলাম।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
সুন্দরবনের ব্যানারটা দুর্দান্ত লাগছে!
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মুস্তাফিজ ভাইয়ের ব্যানারটা দেখে লর্ড অফ দ্যা রিঙস এর কথা মনে পড়ে গেলো। কী যে চরম হইছে ব্যানারটা বলা সম্ভব না! হ্যাটস তো অফই, কল্লাও অফ টু ইউ মুস্তাফিজ ভাই।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
মনে হচ্ছে স্বপ্নে দেখা কোনো ছবি
দূর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মুস্তাফিজ ভাইয়ের ব্যানারটা অসাধারণ হয়েছে!
ব্যানারটা অসাধারণ উইথ আ ক্যাপিটাল অ!
কিংবা বলা যায়, AWEসাধারণ!
মুস্তাফিজ ভাই, আবারো অসাধারন এর ঘাড়ে দুর্দান্ত চাপিয়ে নতুন বিশেষনের জন্ম দিলেন।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সুন্দর। অনেক সুন্দর। সবুজের পিঠে সবুজ অক্ষরে 'সচলায়তন' লেখাটা চমৎকার লাগছে।
মুস্তাফিজ ভাই, কি কমু রে ভাই, আমি আর রোয়েনা অনেক্ষন হা কইরা চায়া রইলাম ব্যানারটার দিকে। এইটা কি??? মাথাটা পুরাই আউলায়া গেলোগা।
-------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ব্যানারটা অসম্ভব, অসম্ভব সুন্দর!!!
উজানগাঁ-এর ব্যানারগুলো খুব সুন্দর ছিল।
মুস্তাফিজ ভাইয়ের এই ব্যানারটি অসম্ভব সুন্দর!!!
শুভ কামনা-
মুস্তাফিজ ভাই এবং শাওন তোর জন্য
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
এই ব্যাপারটা মিস করছিলাম এতদিন। মাঝেমধ্যেই সুন্দর সুন্দর ব্যানার দেখে শিল্পীকে ওই ব্যাপারে বলতে ইচ্ছে হয়েছে নির্দিষ্ট ক'রে, কিন্তু পারিনি।
মুস্তাফিজ ভাইয়ের এইটাও আরেকটা ফাটাফাটি সুন্দর জিনিস হৈছে। জট্টিলেশ্বর! অসাধারণরণরণ!!!!!!!!!!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অপরূপ ব্যানার, মুস্তাফিজ ভাই! ছবিটাতে এত চমৎকার একটা রহস্যময় গভীরতা, মনে হয় হেঁটে ঢুকে যাই বনের আলোছায়ার মধ্যে।
অপূর্ব।
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
যারা এসব ব্যানার বানাচ্ছেন, আমি তাঁদের হিংসা করছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ক্যামনে বানায় এত সুন্দর জিনিস?
মুস্তাফিজ ভাই যে গ্রাফিক্সে কাজ করে এটা জানতাম না।
আমি ভাবতাম তিনি শুধু ফটোগ্রাফিই করেন।
কি যে চমেৎকার একটা ব্যানার।
বহুত সময় দিয়া নিশ্চই তৈরি করছেন। অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধন্যবাদ সবাইকে। অভিনন্দন একটু বেশী বেশী হয়ে গেলো।
আসলে ছবিটাই সুন্দর, আমি শুধু মাপানূযায়ী কেটে এনেছি। আর ছবিটা অবশ্যই আমার তোলা।
শোহাইল ভাই এখানে গ্রাফিক্সের কাজ তেমন নেই শুধু শিরোনাম আর ট্যাগ বসানো ছাড়া। শিরোনাম আমার হাতে লেখা। আমি এডবি আর কোরেলের সার্টিফাইড প্রফেশনাল ছিলাম সেই ৯৬সালে, এ অঞ্চলে আর কেউ সেসময় ছিলো বলে শুনিনি। একসময় গ্রাফিক্সের কাজও করতাম, শেখাতামও। বিশেষ করে চারূকলার ছেলেদের। আমার শ’দেড়েক ছাত্রের সবাই এখন খুব ভালো অবস্থানে। দেশের প্রায় সবগুলো নামকরা বিজ্ঞাপনী সংস্থার সেরা ভিসুয়ালাইজাররা আমার ছাত্র, তাদের কেউ কেউ আবার সর্বোচ্চ পদে। আমার ভালোই লাগে যখন মনে পড়ে এদের অনেককে হল থেকে ধরে/টেনে এনে শেখাতাম, এমনকি মাঝে মাঝে সারা রাত কেটেছে। অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত। এখন পারিনা, সংসার এমনই জিনিষ।
ভুতুম, ছবিটা তোলার সময় আমারও লর্ড অফ দ্যা রিঙস এর কথা মনে পড়েছিলো।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, আমি আর কী বলবো? অদ্ভুত !!
আপনি কি এখন গ্রাফিক্সের কাজ শেখান?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
উজানগাঁ,মুস্তাফিজ ভাই-- ধারাবাহিক স্যালিউট দুজনকেই! আলবাব ভাইকেও অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় "সঞ্জীব চৌধুরী"কে আজ, এতো চমত্কারভাবে মনে করিয়ে দেবার জন্য... *তিথীডোর
সময়-সঙ্কটে অন্য কোথাও কিছু বলছি না। এখানেই বলি-
সঞ্জীবদা'র ব্যানারে
সুন্দর এবং ভালো হৈছে।
নজমুল ভাইকে ধন্যবাদ।
আর, সঞ্জীবদা'র সৃষ্টি আর স্মৃতির প্রতি শ্রদ্ধা।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সঞ্জীবদা'র ব্যানারে এ প্লাস। উনার প্রতি শ্রদ্ধা।
দারুন ব্যানার আলবাব ভাই, আর সঞ্জীবদা'র প্রতি শ্রদ্ধা।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ব্যানারের এই আঙ্গিক অনেক উঁচু দরের
সুফিয়া কামালের প্রতি আমার শ্রদ্ধা। এটা মনে রেখে ব্যানার দেয়ার জন্য আলবাব কে ধন্যবাদ
..........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ঝাপসা কী-বোর্ড, ঝাপসা স্ক্রীন।
অসাধারণ ব্যানারটা যিনি তৈরি করেছেন তাঁর প্রতি গভীর করৃতজ্ঞতা।
নজমুল আলবাবের করা সাম্প্রতিক দুটো ব্যানার, সঞ্জীবদা এবং সুফিয়া কামাল ; দুটোই খুব ভালো লেগেছে।
ভাই নূরুল আমিন রাসেল, দুর্দান্ত
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
রাসেলের করা ব্যানারটা খুউব পছন্দ হল----
আমার অভিনন্দন গ্রহন করুন রাসেল!!!
ধন্যবাদ রাসেল। প্রায় ২ বছর পর... আশা করি তোমার কাজকর্মের কিছুটা আমাদের সাথে ব্যানার তৈরীর মাধ্যমে শেয়ার করবে।
দুর্দান্ত ব্যানার।
ধন্যবাদ সবাইকে
বেশ ভাল লাগল ব্যানারটা ব্যবহার করা হয়েছে দেখতে পেয়ে। সময় পেলে আর আলস্য থেকে বের হতে পারলে আরো ভাল কিছু সামনে দিতে পারব আশা রাখি।
@প্রকৃতিপ্রেমিক - করব করব করে ২বছর পরে করা হল অফিসে সারাক্ষণ ফরমায়েসী কাজের চাপে ক্রিয়েটিভ কাজের সময় বা আগ্রহ কোনটাই থাকে না - তার উপর নিজের আলস্য তো কিছু আছেই
নূরুল আমীন রাসেল
ছাদা-কালু আমি আবার বিয়াপক ভালু পাই। জব্বর হইছে রাসেল ভাই।
একটা কথা ঝান্তে মঞ্চায় - ব্যানার জমা দিমু কেমতে আর কোন মাপে ??? (আমিও ব্যানার ছিল্পি হইতাম ছাই)।
===================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছাদা-কালু আমি আবার বিয়াপক ভালু পাই। জব্বর হইছে রাসেল ভাই।
একটা কথা ঝান্তে মঞ্চায় - ব্যানার জমা দিমু কেমতে আর কোন মাপে ??? (আমিও ব্যানার ছিল্পি হইতাম ছাই)।
===================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৯৬৫ × ১৫০ বর্গপিক্সেল বস। contact অ্যাট সচলায়তন ডট কম বরাবর মেইল মারলেই চলবে।
আপনার ব্যানারটি বেশ ভালো লাগছে রাসেল। অভিনন্দন....
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
হিমু'র এই ব্যানারটা সুন্দর। ধন্যবাদ তাকে।
আবুল হাসানরে যেই ভালোবাসে, তারেই আমার ভালো লাগে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মাতিসকে দেখা যাচ্ছে মনে হয়?
চমৎকার ব্যানার মুস্তাফিজ ভাই
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ঠিক, মাতিস, সাদ আর মাতিসের এক কাজিন।
...........................
Every Picture Tells a Story
আরেকটা মুস্তাফিজ ভাই ক্ল্যাসিক। অসামান্য পছন্দ হয়েছে এটা। অভিনন্দন।
এরকম ছবি দেখলে মনে চায় একখানা ক্যামেরা কিনে ঝাপায় পড়ি।
মোস্তাফিজ ভাই চম্রাইছে।
স্বপ্নদ্রোহ
আহা আহা মুস্তাফিজ ভাই---
ধন্যবাদ সবাইকে
...........................
Every Picture Tells a Story
ব্যানারের প্রতিক্রিয়া না জানায়া এতোদিন কেমন উচাটন হইতো এলা বুঝেন?
আবারও ফাটিয়েছে বুড়াভাই।
মাতিস কি এটা দেখেছে?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। সেই হিসেবে সচলের ব্যানারে পরিবর্তন আশা করছি।
বলতে ভুলে গেছি, জেনারেল মুস্তাফিজ ভাইয়ের এই ব্যানারটাও যথারীতি অন্যগুলোর মতই সুন্দর।
শহীদ বুদ্ধিজীবী দিবসের জন্য একটা ব্যানার আগেই পাঠিয়েছিলাম, সেটা মানমত না হলে অন্যকারোটা এতক্ষণে উঠে যাওয়া উচিত ছিলো।
...........................
Every Picture Tells a Story
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ,
সচলে তাদের স্মরণে ব্যানার পরিবর্তন দেখতে চাই।
*************************************************************************
ভুল করে যদি পেছনে তাকাই, ভুল ভেবো না
আমি অন্ধ পথিক সামনে- পেছনে কিছুই দেখি না।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আজকে একটা ব্যানার খুবই প্রয়োজন ছিলো। মুস্তাফিজ ভাই তৈরি করে পাঠিয়েছেন দেখলাম, সেটা মনমতো না হলে অন্য কিছু একটা হতে পারতো। (যদিও আমি মনে করি, মুস্তাফিজ ভাই অমানসম্মত ব্যানার চেষ্টা করলেও বানাতে পারবে না)
মডু আর ডেভুরা একটু দেখবেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আজকের দিনটাকে মনে রেখে ব্যানারটা বদলানো হবে আশা করেছিলাম। মুস্তাফিজ ভাই যেখানে আগেই ব্যানার দিয়ে রেখেছেন সেখানে তো কথাই ছিল না। মনটা খারাপ হয়ে গেল।
এর আগে ডিসেম্বরের ৯ তারিখে বেগম রোকেয়াকে নিয়েও একটা ব্যানার আশা করেছিলাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মুস্তাফিজ ভাইয়ের বানানো ব্যানারে "মান" কোনো প্রশ্ন হতেই পারে না। আমার ধারণা, কোনো কারণে miss হয়ে গেছে। সবাই তো নিজের কাজে ব্যস্ত থাকে। ইউরোপ/আমেরিকার তুলনায় বাংলাদেশ প্রায় এক দিন এগিয়ে থাকাও একটা কারণ হতে পারে। আরেকটু অপেক্ষা করে দেখা ছাড়া গত্যন্তর নেই। আশা রাখছি পরের বার দেরি হবে না।
আসন্ন ব্যানার নিয়ে একটা পোস্ট থাকলে মন্দ হতো না। তাহলে বেগম রোকেয়ার মতো কারও দিবসে কিছু আসছে কিনা আগেই জানা যাবে। ব্যস্ততার কারণে বিলম্ব হলে মান নিয়ে প্রশ্ন/শঙ্কা উঠবে না।
আমার মতে কেউ যদি ব্যানার তৈরি করে পাঠায়, সেটা যদি কর্তৃপক্ষের পছন্দ না হয়, তাহলে তা জানিয়ে দিলে ভালো। নয়তো সে অপেক্ষায় থাকে। অপছন্দ হতেই পারে। এটুকু মেনে নেওয়ার মতো মানসিকতা সম্ভবত সবারই আছে।
কষ্ট করে ব্যানার তৈরি করে পাঠানোর পরে সেটা না ঝোলালে, এবং পছন্দ বা অপছন্দ হলো কী না তার কিছুই না জানতে পারলে ব্যানার তৈরির প্রতি অনীহা আসতে পারে।
ব্যানার ব্যাপারটা এখনো ঐচ্ছিক এবং স্বেচ্ছাশ্রমের উপরেই আছে। কিন্তু ধরা যাক আগামী বিজয় দিবস উপলক্ষে মুস্তাফিজ ভাই, উজানগাঁ, রাসেল, অনুপম ত্রিবেদী, নজমুল আলবাব এরকম কয়েকজন ব্যানার করে পাঠালেন। তাহলে যেমন বিপদ। আবার উজানগাঁ ভাবলো মুস্তাফিজ ভাই করবে হয়তো, তাইলে আমি ভাত পাবো না, তারচে না করাই ভালো। অথচ ব্যস্ততার কারনে মুস্তাফিজ ভাই করলেন না। শেষ পর্যন্ত দেখা গেলো এ করবে ও করবে হিসেবে কেউই করলো না। এটাও বিপদ।
কর্তৃপক্ষ এক্ষেত্রে প্রস্তাব পেশ করতে পারেন। ধরা যাক ফেব্রুয়ারিতে কী কী ব্যানার চাই? এরকম একটা লিস্ট হলো। তারপর টেন্ডার আহ্বান
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ইসলাম এর সাথে একমত। সকালে দুটো ব্যানার বানিয়ে সচলের ইমেইলে পাঠিয়েছিলাম (অস্ট্রেলিয়ায় আবার অনেক আগে সকাল হয় কি-না)।
মুস্তাফিজ ভাই আগেই বানিয়েছেন জানলে অবশ্য একাজে হাতই দিতাম না!
ভাবলাম অন্যকারোটা হয়তো উঠবে। এখন দেখছি পুরান পাগলে ভাত পায় না, আবার...
তবুও বানিয়ে যখন ফেলেছি, দেখাই আপনাদের-
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
সাঈদ আহমেদ, আপনার ঐ ছবিগুলো নিয়ে দেয়া ছবিব্লগে মন্তব্য করা হয়নি, তাই সেই বকেয়া কমেন্ট আর এই ব্যানার নিয়ে প্রতিক্রিয়া দুটোই জানাচ্ছি একসাথে - দারুণ! দ্বিতীয় ব্যানারটা বেশি ভালো।
ধন্যবাদ। ব্যানারটার ব্যানার না হবার কষ্ট একটু কমলো
-----------
চর্যাপদ
আপনাকে অভিনন্দন, সাঈদ ভাই। আজকে ফেইসবুকে আপনার ফ্লিকার আলবাম থেকে লোকজন সমানে আপনার তোলা ছবি প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করছে, আমি নিজেও আছি সে দলে। ধন্যবাদ অদ্ভুত সুন্দর সব শট তোলার জন্যে।
দুটাই অসাধারন ব্যানার সাঈদ ভাই।
আমি বিজয় দিবসের জন্যও একটা পাঠাচ্ছি
...........................
Every Picture Tells a Story
আজকে ব্যানার না বদলে ব্যানারের জায়গাটা কালো রং দিয়ে ঢেকে দিলেও হয়
আমার আসলে মন খারাপ।
নীচে আজকের দিনকে স্মরণ করে বানানো ব্যানারটা।
বিজয় দিবসেরটা এখন দিতে চাচ্ছিনা, হয়তো বিজয় দিবসেই দেখা যাবে। রক্তের সমুদ্র পেরিয়ে পতাকা ঢাকা সবুজ ভূমিতে ফিরে আসছে একদল মানুষ, সবশেষে একজন মুক্তিযোদ্ধা, কাঁধে আহত সহযোদ্ধা, পেছনে দুঃসহ স্মৃতি আর সামনে নুতন সূর্য।
...........................
Every Picture Tells a Story
আহা... কী দিনোপযোগী ছিল! চমৎকার।
---------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
সুন্দর!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অসাধারন ব্যানার
অসাধারণ ব্যানার।
অসাধারণ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ব্যানারটা অনেক ভালো লাগলো মুস্তাফিজ ভাই।
*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ব্যানার আপ করতে দেরি হয়ে গেলো বলে যার-পর-নাই লজ্জিত। ব্যানারশিল্পীদের কাছে ক্ষমাপ্রার্থী।
আপনাদের লজ্জ্বিত হবার কিছু নেই, ব্যস্ততা যে কারো থাকতে পারে এবং তা নিয়ম না মেনেই। ব্যাপারটা সেভাবে দেখাই ভালো।
আরেকটা কথা, বিশেষ বিশেষ দিনগুলোর কথা আগে ভাগে জানিয়ে রাখলে মনে হয় অনেকেই ব্যানার বানাতে উৎসাহী হবে, আমরাও অনেক প্রতিভার সাথে পরিচিত হতে পারবো, যা আমাদের সবার জন্যই ভালো।
...........................
Every Picture Tells a Story
হ্যাঁ, নিঃসন্দেহে।
নজরুল ভাই দেখলাম আশঙ্কা প্রকাশ করেছেন, ব্যানারের সংখ্যা বেশি হয়ে গেলে আমরা কী করবো সেটা নিয়ে। কোনো বিশেষ উপলক্ষ্যে ব্যানারের সংখ্যা বেশি হয়ে গেলে আমরা এক কাজ করতে পারি, ব্যানারগুলোকে স্লাইড হিসেবে কিংবা র্যানডমাইজ করে দেখাতে পারি। সংখ্যাধিক্য কোনো সমস্যাই নয়।
আমি আবারও লজ্জার কথা বলে যাই। মুস্তাফিজ ভাই চারদিন আগেই ব্যানারটা পাঠিয়েছেন। আমার শুধু সময়মতো আপ করার কথা ছিলো। ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় মনেই ছিলো না । এই ত্রুটি যাতে ভবিষ্যতে না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বড় প্রয়োজন ছিলো আজ ব্যানারটা মুস্তাফিজ ভাই, শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে ফেসবুকে আজ লিখেছেন তাঁর বাবাকে নিয়ে, তার পরেই মনে পড়লো এটা আজ বড় বেশী দরকার ছিলো।
খুব, খুব সুন্দর একটা ব্যানার আর খুব, খুব মন খারাপ করা কতগুলো মুখ ...
এঁদের দুজন আমার দুই বন্ধুর বাবা, আজকে ওদের কেমন লাগছে সেটাই ভাবি .........
চমৎকার ব্যানার মুস্তাফিজ ভাই।
"তোমাদের রক্তে উড়াই পতাকা" - কথাটাও দারুণ!
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
প্রচন্ড সুন্দর একটা ব্যানার, মুস্তাফিজ ভাই। আপনার কাজের প্রশংসা করতে হয়।
==================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
খুব চমৎকার একটি ব্যানার মুস্তাফিজ ভাই।
ব্যানারটা একেবারেই অসাধারণ, তাঁদের রক্তেই তো পতাকা উড়াই। শ্রদ্ধায়-লজ্জায় আজ মাথা নত, বিচার হলো না আজোও।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
তোমাদের হত্যাকারীরাও আজ তোমাদের রক্তে উড়ায় পতাকা, এই লজ্জা কোথায় রাখি মুস্তাফিজ ভাই ?
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ব্যানারটি অসাধারণ হয়েছে মুস্তাফিজ ভাই। শহীদদের রক্তে রঞ্জিত পতাকা হাতে নিয়ে শপথ নিই, বিচার তাঁদের হবেই।
দুর্দান্ত ব্যানার, মুস্তাফিজ ভাই। সাঈদ ভাইয়ের ছবিগুলো থেকে ব্যানার আশা করছিলাম, তা-ও পেয়ে ভালো লাগলো। প্রস্তাব রাখছি, বিজয়ের মাসের অন্যান্য দিনেও ব্যানারগুলো প্রদর্শিত হোক।
বছরের উল্লেখযোগ্য দিনগুলো নিয়ে একটা পোস্ট চাই। কোনো দিন বাদ পড়ে গেলে তা মন্তব্য থেকে শুধরে নেওয়া যাবে। সেই দিবস নিয়ে সচলে পূর্বপ্রকাশিত কোনো ব্যানার থেকে থাকলে সেগুলোও সংকলিত করা যাবে।
......................................................................
(কেবল আপনাকে সালাম জানালাম মুস্তাফিজ ভাই )
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দুর্দান্ত ব্যানার
ব্যানার যে সুন্দর হইছে তা কি আর বলা লাগবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
প্রতি বছর ১৪ই ডিসেম্বর আসলে একটা পাথরচাপা কষ্ট বুকে মোচড় দিয়ে ওঠে। পরিবারের কাছের কয়েকজন আছেন, আর ডি.ইউ-তে পড়তে গিয়ে সেমিনার-এ শ্রদ্ধেয় শহীদ স্যার- বড় ভাইয়াদের ছবি দেখলে খুব মন খারাপ হয়ে যেত। আমরা কিছুই কি করতে পারবো না? এতই মেরুদন্ড ভেঙ্গে গেছে আমাদের!
মুস্তাফিজ ভাই, বুঝতেই পারছেন, আপনার অসামান্য ব্যানার কেমন হাহাকার তৈরী করে দিলো। অভিনন্দন আপনাকে, নান্দনিক সৃষ্টিতে।
অসাধারণ ব্যানার মুস্তাফিজ ভাই, সিমপলি অসাধারণ।
বিজয় দিবস নিয়ে এই অসাধারণ ব্যানারটা লাগানোর জন্যে সংশ্লিষ্ট মডুকে ধন্যবাদ। (যদিও দু'ঘন্টা লেট)। মুস্তাফিজ ভাইকে বলার কিছুই নাই।
এই ব্যানারটা তৈরির পর দেখেছি। যে ধারণা থেকে এটা তৈরি সেটা শেয়ার করেছেন বুড়াভাই।
পেছনে সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে একজন মুক্তিসেনা, তার সামনে আরেকজন মুক্তিসেনা। তাদের সামনে একটা বাচ্চাসহ দুজন শরনার্থী। রক্তপ্লাবন শেষে এরা ফিরছেন সবুজ স্বদেশে।
আমরা কি সত্যি সত্যি সবুজ স্বদেশে আছি?
এইমাত্র ফিরেছি শহীদ মিনার থেকে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আজও। তবু মানুষের যে সম্মিলন দেখে এলাম, সেই সম্মিলন আমারে আশাবাদী হতে বলে।
প্রিয় স্বদেশ, শুভ জন্মদিন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুক্রিয়া মুস্তাফিজ ভাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মুস্তাফিজ ভাই, দয়া করে আমার প্রণাম নিন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আগের ব্যানারটা ফেসবুকে কপি মারলাম...এটা তো নির্ঘাত মারা লাগবে
অসাধারণ ব্যানার মুস্তাফিজ ভাই! মুগ্ধ হয়ে গেলাম!
উফফ কিভাবে এমন ব্যানার বানান।। মুস্তাফিজ ভাই হাজার সালাম আর অনেক ধন্যবাদ ব্যানারটির জন্য।
বিজয় দিবসে মুস্তাফিজ ভাইকে আমাদের আইকন ঘোষনা করলাম আনফিসিয়ালি (আমি তো আর অফিসিয়াল কেউ না)। ব্যানার দেখেই বুকে টান লাগে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে পতাকাটাকে সচলায়তনের উপরে সুপার ইম্পোজ করায়। এখানেই দুধভাত আর গুরুদের লেভেলের কাজ আলাদা হয়ে যায়। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত এবং সৌভাগ্যবান।
আজকের দিনটা ভিন্নমাত্রা পেল সচলায়তন আপনার ব্যানারের গুনে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সারা ডিসেম্বর জুড়ে এমন ব্যানার চাই!
দাবীর পক্ষে ভোট দিয়ে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
স্লোগান, পতাকা, ছবি সব মিলিয়ে মুস্তাফিজ ভাইয়ের ব্যানারটা খুবি অনুপ্রেরণাদায়ক হয়েছে
অদ্বিতীয়
অদ্বিতীয়
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ব্যানারটি দেখে এতো ভালো লাগছে।
অসাধারণ..... চমৎকার..... স্বদেশের জন্মদিনে ঠিক এমন ব্যানারটিই চেয়েছিলাম যেন
-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
আমি অভিভূত বললেও কম বলা হবে। উছ্বাস প্রকাশের মাত্রা একেকজনের একেক রকম, আমার কিছু সীমাবদ্ধতা আছে প্রকাশের ক্ষেত্রে, সবারই কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, এটাই স্বাভাবিক।
আপনারা কেউ গল্পে, কেউ কবিতায় বিজয়ের উছ্বাস দেখিয়েছেন, আমি পারিনি তাই এই ব্যানারটাকেই আমার উছ্বাসের প্রকাশ হিসাবে ধরে নিন।
সবাইকে ধন্যবাদ।
পতাকার ছবিটা জুবায়ের লোদী'র তোলা সেন্টমার্টিনে ঘুড়ি উৎসবে। সূর্য আর সামনের মানুষগুলোর ছবি আমার তোলা। আহত মুক্তিযোদ্ধা নিয়ে সবশেষের মুক্তিযোদ্ধার ছবিটি নেট থেকে নেয়া (আলোকচিত্রী অজানা)। পাঞ্চ লাইন ফন্ট অভ্র। এ ব্যানার তৈরীতে এরাও ভাগিদার।
...........................
Every Picture Tells a Story
সুজন্দার ব্যানারটা ভাল্লাগছে।
(বামদিকে সচলায়তন লেখায় লএর মাত্রাটা চিকন হয়ে গেছে একটু)।
সুজন ভাইয়ের ব্যানারটি ভালো লাগলো।
*************************************************************************
"জীবন কিছুটা যাতনা শেখায়__ক্ষুধা ও খরার এই অবেলায়__অতোটা ফুলের প্রয়োজন নেই।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
সুন্দর ব্যানার সুজন্দা।
সুজন্দা রক্স
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
এইটা একটা মাস্টার পিস
...........................
Every Picture Tells a Story
এক্কেরে ঠিক্কইছেন।
সুজন চৌধুরীর ব্যানারটা জোস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সুজন্দার বরাহশিকারের ব্যানারটি জোস। বুকের ভেতর ঢাকের আওয়াজ টের পাচ্ছি। মনে বলছে, চল আজ বরাহশিকারে...!
জয়তু সুজন্দা! ক্লাসিক ব্যানার!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সুজন্দা এক্কেবারে রক্স!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
এনকিদু ভাইর ব্যানারে
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
চমৎকার ব্যানার হয়েছে।
থাম্বস আপ ...এনকিদু ভায়া।
এনকিদু ভাই এর ব্যানারে জাঝা ।
কালারটা চমৎকার লাগছে
বোহেমিয়ান
প্রথমে বুঝিনাই, পরে নীচে দেখি এনকিদু, চমৎকার হইছে।
...........................
Every Picture Tells a Story
মউ, অসমাপ্ত, বোহেমিয়ান এবং মুস্তাফিজ ভাই - আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ । ব্যানার ভাল লেগেছে জেনে আমারো অনেক ভাল লাগল ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এঙ্কু ভায়া ব্যানারটা খুবই সুন্দর।
আমার ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ তানিয়া
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ওহ মুস্তাফিজ ভাই,
আপনার জন্যে আমার নতুন একটা বিশেষন বানাতে হবে দেখছি---
প্রচলিত বিশেষন দিয়ে আপনার কাজ বর্ণনা সম্ভব নয়
এখন থেকে ফাটাফাটি কিছু দেখলেই 'মুস্তাফিজ' বলব বলে ভাবছি,
(অবশ্যই আপনার যদি আপত্তি না থাকে---)
এই ব্যানারটা দেখে আমার বলতে ইচ্ছে করছে,
এইটা তো পুরাই মুস্তাফিজ হইসে
ধন্যবাদ অনিকেত দা
ব্যানারের পেছনের কথা নিজের ব্লগে প্রকাশিত আছে। সামনে আনতে পারছিনা। একবার পড়ে দেখবেন।
...........................
Every Picture Tells a Story
প্রতিক্রিয়া লিঙ্কটা মুস্তাফিজ ভাইয়ের ব্যানার সংক্রান্ত পোস্টের সাথে কানেক্ট করা হোক।
http://www.sachalayatan.com/mustafiz/29644
টেকি মডু দের দৃষ্টি আকর্ষণ করছি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সুজন ভাই,
আপনে একটা বস্।
আমাগো অনুপম ত্রিবেদি দেখি ফাডায়লাইছে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বাহ্ ! চমৎকার ব্যানার হয়েছে অনুপমদা
-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
পটুয়ার সাথে হিমুর চেহারার মিল কি আসলেই একটা ভ্রান্ত ধারমা?
কথাটা মনির হোসেনের সাথে নেক্সট টাইম দেখা হৈলে তারে বৈলেন
নীড়পাতা.কম ব্লগকুঠি
চমৎকার ব্যানার মুস্তাফিজ ভাই!
ফেব্রুয়ারীকে থিম করে আরো ব্যানার আসুক।
আরো একটি মুস্তাফিজীয় ব্যানার! অসাধারণ!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
সুন্দর ব্যানার, ধন্যবাদ মুস্তাফিজ ভাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অসাধারণ ব্যানার, মুস্তাফিজ ভাই। আমার দেখা অন্যতম সেরা। আমার খুব ইচ্ছা, কখনও সুযোগ পেলে, আপনার পাশে বসে দেখব কীভাবে এরকম একটা ব্যানার বানান আপনি
সচলায়তনে লেখা পড়ছি আজকে চারমাসের ওপরে হল। কিন্তু, এই ব্যানারটা আমার দেখা সবগুলোকে ছাড়িয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর একটি ব্যনার। অসাধারণ বললেও কম বলা হয়!
অসাধারণ মুস্তাফিজীয় ব্যানার .....
ওহ মুস্তাফিজ ভাই,
আরো একটা 'মুস্তাফিজিয়' ব্যানার পেলাম আপনার কাছ থেকে...
অসামান্য !!
এখানে আপনার প্রতিদ্বন্দী কেবল আপনি নিজে---!!!
মাভৈঃ
ঐ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মুস্তাফিজ ভাইরে কী আর কমু! এই ভদ্রলোক মানুষ না মনে হয়!
হ্যাটস অফফফফফ!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আরো একটা দারুণ ব্যানার, মুস্তাফিজ ভাই। ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
খুব সুন্দর!
প্রচণ্ড হিংসা লাগে।
এসব ব্যানার বানানো বন্ধ করেন মুস্তাফিজ ভাই
'হ্যাটস অফ' আর বলা যাচ্ছে না, কারণ মুস্তাফিজ ভাইয়ের সামনে হ্যাট পড়ে আসাটাই অন্যায়।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
সুন্দর ব্যানার, কিসের ছবি এইটা?
প্রজাপতির ডানা
...........................
Every Picture Tells a Story
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া দেয়ার জন্য ব্যানারটা একটা আলাদা নোডে থাকা প্রয়োজন। মানে ব্যানারটা নিয়েই একটা পোস্ট হবে, আর সবাই সেখানে মন্তব্য করবে। ট্যাগ হতে পারে "ব্যানার"। পোস্টটা নিজের ব্লগে থাকবে, প্রথম পাতায় নয়।
এটা না হলে কোন্ ব্যানারে কেমন প্রতিক্রিয়া এলো সেটা ১ মাস পরে আর বোঝার উপায় থাকবেনা।
আপনে কিভাবে যে বানান ব্যানারগুলা, দেখার পরে আর মাথা ঠিক থাকে না, কেমন মায়াজালে আবদ্ধ হয়ে থাকি। প্রশংসা করার মত শব্দ আর নাই আমার ভান্ডারে
================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এইজন্যেই আমি এই এলাকায় কমেন্টই করি না। খালি নিরবে স্যালুট জানায় যাই।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হিমুদার ব্যানার দেইখা তাবিজ ফারুকের গানটার কথা মনে পইড়া গেল। তাবিজে গায় "ভালোবাসার গুস্টি কিলাই", এক মাইয়া কয়, আই লাভ ইউ তাবিজ! তাবিজে কয়, সাইডে যা, ভাংতি নাই
রক্ত ছলকে উঠল আমার ব্যানারটা দেখে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সময়ের সাহসী সন্তানদের জন্য আমার ভালোবাসা
...........................
Every Picture Tells a Story
হিমু ভাইকে ধন্যবাদ এই অদ্ভুত সুন্দর ব্যানারটির জন্য।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
শ্রদ্ধা...
হিমু ভাইকে অনেক ধন্যবাদ।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
কি হয়েছিল ১৯৮৩ তে?এটা কি এরশাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পর্কিত?
দুরাচার লম্পট সামরিক শাসক এরশাদের পুলিশ সেদিন ছাত্রদের মিছিলের উপর ট্রাক তুলে দিয়েছিল। নির্বিচারে প্রান দিয়েছিল ওই ছাত্রগুলো।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধণ্যবাদ। আমি তখন ছোট, অস্পষ্ট মনে আছে। তবে এই নাম গুলো জানতাম না। সেলিম, দেলোয়ারের নাম জানতাম। এই ব্যানারটার কারণে আমি বিভিন্ন লিংক থেকে এ ব্যাপারে পড়ার উৎসাহ পেলাম।
হিমু ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্যানারের জন্য।
আজ অনেকেই সচলায়তনে এসে ব্যানারের জন্য দিনটি সম্পর্কে জানবে...
------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
এই ব্যানারটির জন্য একটু বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে যাই হিমু ভাইকে। লজ্জার সাথে বলছি, এই ব্যানারটি না হলে সেই দিনটি সম্পর্কে জানাই হতো না আমার। জানলাম বলে আর কিছু না হোক, সেই মানুষগুলির প্রতি একটুখানি শ্রদ্ধা জানাবার সুযোগ তো পেলাম।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
১৭ই ফেব্রুয়ারী - রূপসী বাংলার কবির জন্মদিন। সুবিনয় মুস্তফী, অনুপম ত্রিবেদী, সুরঞ্জনা আর বনলতা সেন - এই সব কজনার স্রষ্টা যেই জীবনানন্দ - আজকে তাঁর ১১১তম জন্মবার্ষিকী। এইদিনে তাকে উৎসর্গ করা একটি ব্যানার কি দেয়া যায়? গ্রাফিক্সের বিন্দুমাত্র কাজ জানিনা, নাহলে সাহস করে নিজেই একটা এলেবেলে ব্যানার বানিয়ে দিতাম।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আহা! এত্তো সুন্দর ব্যানার, এত্তো সুন্দর লাইনগুলো - বাকহারা হয়ে গেলাম! অনেক অনেক ধন্যবাদ, হিমু।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
পৃথিবীতে কেবল এক ধরনের বাঙালিই আছে, জীবনানন্দের কবিতা যাদের ভালো লাগে। অনেক ধন্যবাদ।
----------------------------------
~জীবন অনেকটা জড়ই, কিন্তু অনন্য!~
আপনাকে ধন্যবাদ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি হিমু ভাই।
তারপরও এই অসামান্য ব্যানারখানার জন্য আপনাকে ছোট করে গেলাম
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
প্রিয় কবিকে নিয়ে প্রিয় লাইনগুলো উদ্ধৃত করে তৈরি করা ব্যানার দেখে কী যে ভাল লাগল! অনেক ধন্যবাদ হিমু ভাই। আরও অনেকগুলো ব্যানারের জন্য আপনার ধন্যবাদ পাওনা, এবং অন্যদেরও...!
একটা বিনীত অনুরোধ, ছবির বামের লাইনগুলোর প্রথম লাইনের 'রৌদ্রের' শব্দটা বোধহয় 'রৌদ্রে' হবে, একটু দেখবেন...।
আজ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহার শাহাদাত দিবস ।১৯৬৯ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের রিডার ড. শামসুজ্জোহা পাক হানাদার বাহিনীর গুলিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ হন। তিনিই প্রথম বাঙালী শহীদ বুদ্ধিজীবী। তাঁর আগে কোন বাঙালী বুদ্ধিজীবী এদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়ার উদাহরণ নেই। ড. জোহার আত্মদান তৎকালীন সামরিক শাসক আইয়ুব শাহীর পতনকে ত্বরান্বিত করেছিল। চলমান গণআন্দোলন রূপ নিয়েছিল প্রবল গণঅভু্যত্থানে। শহীদ ড. শামসুজ্জোহাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি
ব্যানারে যদি হিমু ভাই বা মুস্তাফিজ ভাই তার ছবি দিতেন ভাল হত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শহীদ মিনারটা খুব ভালো লাগছে দেখতে।
সবুজে সচলায়তন দেখতে ভালো লাগছে না।
হিমু ভাই, আপনি কি লাল-সবুজ মাথায় রেখে এ রং দিয়েছেন? এটা কিন্তু সবুজ না, হালকা জলপাই রং।
আমার মনে হচ্ছে লেখাটা ধূসর হলে ভালো হতো। শহীদ মিনারের লাল সূর্যের উপর পুরো ফোকাস যেত।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
" পাহাড়ে বাঙালিদের পাকিপনা বন্ধ হোক" এই স্লোগানটা দূর্দান্ত, এমনিতে ব্যানারটা আলাদা কিছু মনে হয় নি।
শহীদ মিনারটা হলুদ না হয়ে সাদা হলে সেইরকম সুন্দর একটা ব্যানার হতো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ব্যানার দেখে মনে হচ্ছে, বঙ্গবন্ধু রাতে ভাষণ দিয়েছিলেন।
সুন্দর এই ব্যানারটার জন্যে, অরূপদাকে অনেক ধন্যবাদ।
.......................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
× × × × × ×
সচলায়তনের সাথে আমার স্থায়ী সম্পর্কচ্ছেদ হয়েছে অনেক দিন। ব্যানারের নীচে নিজের নামটা দেখতে বিব্রতকর লাগে, তাই পুরোনো এসব ব্যানার না ব্যবহার করাই সঙ্গত। আশা করবো, অনুরোধ রক্ষা করা হবে..
অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet
অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet
উজানগাঁ'র ব্যানারটা দারুণ হয়েছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই ব্লগে বানান এত ভুল কেন ? সাধারণত, বানান তো ভুল হওয়ার কথা নয়।
প্রায় সবাই "অভ্র কীবোর্ডের" কথা বলে। এই জীবনে "বাংলা কীবোর্ড" কম বেবহার করলাম না! বিজয়,নয়ন,অভ্র সহ আরো অনেক। অনেক দিন থেকে আমি, একটা কীবোর্ড এর পক্ষে। উইন্ডোজ তার অপারেটিং সিস্টেম এর সাথে বাংলা কীবোর্ড দিয়েছে। এই কীবোর্ড নিয়ে খুব কম, আলোচনা চোখে পড়ে! একেক জন , একেকটা কীবোর্ড এর পিছনে না দৌড়ে, আমরা কী উইন্ডোজের কীবোর্ড বেবহার করতে পারিনা ?
বানান বিষয়ক আপনার জ্ঞান দেখে মুগ্ধ হলাম। বাংলা বানান সম্পর্কিত আপনার অগাধ জ্ঞানের একটু-আধটু নিজের লেখার ক্ষেত্রেও কাজে লাগান।
ভাই, আপনার নিজের লেখায়ই তো বানান ভুল দেখছি। বাক্যের গঠনেও কিছু ঘাপলা আছে। আর বানান ভুলের সাথে কিবোর্ড ব্যবহারের কি সম্পর্ক বুঝলাম না। যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করবে, আপনার উইন্ডোজেরটা ভাল লাগলে সেটাই ব্যবহার করুন।
==========================
আবার তোরা মানুষ হ!
মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা ব্যানারই আগেরটার চেয়ে একপ্রস্থ বেশি ভালো হয়। মুগ্ধতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা আজকেরটা দেখে।
মুস্তাফিজ ভাই, ব্যানার অপূর্ব হয়েছে।
আচ্ছা, ব্যানারের ছবিগুলো কি আগে অন্য কোন মাধ্যমে এঁকে নিয়ে তারপর ছবি তুলে ফটোশপে ব্যানার বানালেন? কিভাবে?
যুধিষ্ঠিরদা, এগুলো মুখোশের ছবি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নববর্ষের ব্যানারটা চমৎকার হয়েছে। মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নববর্ষের ব্যানারটা দেখে একই সাথে ভালও লাগল, মনটাও খারাপ হয়ে গেল। মন খারাপ হল কারণ দেশে থাকলে আর মোটামুটি ৮-১০ ঘন্টা পরে (নির্ভর করে কত দেরি করে ঘুম থেকে উঠি ) একটা উৎসবের মধ্যে থাকতাম, কোন মিছিলে এই মুখোশ আর আরো অনেক সুন্দর জিনিসপত্র দেখতাম।
দুধের স্বাদ ঘোলে মিটানোর মত করে তাই ব্যানারটার দিকে তাকিয়ে আছি আর কল্পনা করার চেষ্টা করছি। অনেক আপন লাগছে ব্যানারটা।
মুস্তাফিজ ভাইকে অনেক ধন্যবাদ।
==========================
আবার তোরা মানুষ হ!
মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ এমন অসাধারন একটা ব্যানার উপহার দেবার জন্য। আমার এক আমেরিকান বন্ধুকে দেখালাম সচলের ব্যানারটা, খানিক পরে দেখি ব্যাটা নিজেই ফ্লিকার ঘেটে ঘেটে বাংলাদেশের ছবি দেখছে।
অসাধারণ ব্যানারের জন্য মুস্তাফিজ ভাইকে উত্তম জাঝা।
বহুদিন বাদে কমলা রঙ থেকে মু্ক্তি মিলল।
অভ্র'র সাথে আছি & থাকবো। কাগু - মুর্দাবাদ।
ধূগো দা কে অনেক ধন্যবাদ এই ব্যানারের জন্য ... আসলেই, ভাষা হোক উন্মুক্ত ...
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চমৎকার ব্যানার! দুই প্রিয়-- সচল ও অভ্রকে পাশাপাশি দেখতে ভালো লাগছে।
ধুগোদাকে ধন্যবাদ
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
খুব সুন্দর ব্যানার। ধুগো-কে ধন্যবাদ।
...............................
নিসর্গ
ব্যানারটি দারুন হয়েছে। অভ্র ছাড়া এতো মানুষ বাংলা টাইপিং শুরু করতে পারতো না। অভ্রের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই।
***********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
প্রথার র-ফলাটা কি ইচ্ছাকৃতভাবে অমন করা হয়েছে?
- এই ব্যানার মোটেও আমার করা না, আমি এর দায় নিবো না! আপনেরা হিমু'রে ধরেন।
আমি কেবল শ্রম দিছি। আর এই ব্যাটা "বাজারে গিয়া প্রাপ্ত আইডিয়া" দিয়া বকবক করে আমার আসল প্ল্যানের বারোটা বাজাইয়া দিছে।
ব্যানারের নিচে নামটা তার থাকার কথা, কিন্তু ব্যাটা বিনয়ের অবতার! অরে কইষ্যা মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগো ভাই আর হিমু ভাই দুইজনকেই শুভেচ্ছা।
শুভেচ্ছা প্রদানে,
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
চমৎকার ব্যানার। ধুগোদা, হিমু ভাই দুইজনকেই ধন্যবাদ। কিন্তু প্রথার র-ফলাটা কি ইচ্ছাকৃত?
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
যারই হোক, ব্যানারটা অসম্ভব সুন্দর হইছে। হিমু ধুগো, দুইজনরেই জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অদ্ভুত! অদ্ভুত! অদ্ভুত! ধুগোদা, হিমু ভাই যার যতটুকু অবদান তার শতগুণ ধন্যবাদ রইলো তাঁদের প্রতি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কঠিন ব্যানার!
- ব্যানারটির দৃষ্টিকটু যে অংশটুকু আছে পুরোটার দায় আমার। নান্দনিকতার ধন্যবাদ যাবে হিমুর ঝোলায়।
সবাইকে ধন্যবাদ। আসুন আমরা অভ্র'র পাশে আমাদের উপস্থিতিকে জোরালোভাবে জানাই। কোনো এক মহাজনীয় শ্লেষনামাকে ঘৃণাভরে প্রত্যাখান করি। প্রত্যাখান করি সেই মহাজনের বাণিজ্যের ভেজাইল্যা পণ্যটিকেও।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফাটাইছো ম্যান! আসো পিঠ চুলকাই দেই।
ভাইসব এইসব কিন্তু ভাইয়ে ভাইয়ে পিঠ চুলকা চুলকি। অন্য কিছু ভাবা ছৈল্ত ন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- ইয়ে বলছিলাম কি, পিঠ চুলকানোর কী দরকার, শইলডাএকটু বানায়া দিতারো। খালি ম্যাজম্যাজ করে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেখা হইলে মনে করায়ে দিয়েন - ঠ্যাঙানি দিয়া না হয় ''শইলডাএকটু বানায়া দিতা''রি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
সমর্থন আছে, থাকবে।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অসম্ভব সুন্দর হয়েছে ব্যানারটা!!
ধুগোদা, হিমু ভাই দুইজনকেই ধন্যবাদ।
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"হ
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সুপার্ব ব্যানার। ধুগো ও হিমু ভাই চুইম্মা পাবে
অশ্লীষ... আপত্তিকর
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সবুজে সবুজময় আজ সচলায়তন! দেখতেও ভাল লাগছে আমার প্রিয় রঙের উপস্থিতি।
ব্যানারটা দিয়ে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিলাম সারা পৃথিবীকে, পাশে বরাবরের মতোই অভ্র'র টিমকে সাথে নিয়ে। মেহদী আর ওর বন্ধুরা জানুক এই নোংরা যুদ্ধে ওরা একা নয়, আমার মতো হাজার হাজার কৃতজ্ঞ ব্যবহারকারীরা আছে ওদের সাথে। 'অভ্র' না হলে এই কথাগুলোই তো লেখা হতো না কোনোদিন!
ব্যানারটির কনসেপ্ট, ডিজাইন, লে-আউট - সবকিছুর জন্যে মানিকজোড় হিমু-ধূগোকে অশেষ ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
ধুগো-হিমু ও সচল দলকে অনেক ধন্যবাদ এই চমৎকার এবং প্রয়োজনীয় ব্যানারটির জন্য। আর আমার প্রিয় সবুজ রঙে সচলায়তনকে সাজানোর জন্যও।
কৌস্তুভ
অভ্রনীলের করা ব্যানারটাতে ভাঙা বানানটা ঠিক করা দরকার
শব্দটা ভাঙ্গা নয় ভাঙা
ctl+F5 দিলে সঠিক বানানে ব্যানারটা দেখতে পাবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সত্যজিত রায়ের অলঙ্করণ অবলম্বনে, তা না হয় বুঝলাম, কিন্তু ব্যানারটা কে বানালো, সেটা কেন লেখা নাই !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সচলায়তন কোন ফন্টে লেখা হইছে? এই ফন্ট চাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কার করা ব্যানার?? সুন্দর, সুন্দর!!!
ব্যানারটা একটু মাইট্টা মাইট্টা লাগতেসে কেন জানি।
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
দারুণ ব্যানার! কার করা? বেনামি ব্যানার বাদশা (অথবা বেগম) কে ধন্যবাদ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
বরাক উপতক্যার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। ১৯ মে অমর হউক।
ছোট গল্পের কাগজ সহবাস এর প্রথম সংখ্যা উৎসর্গ অমর উনিশের ভাষা শহীদদের উদ্দেশ্যে। সেই উৎসর্গ পত্রটা এখানে দেই -
আমাদের চুড়ান্ত বিশ্বাস স্থিত নয় কোন ভৌগলিক পরিসীমায়। যেহেতু ভূগোল বদলে যায়। শ্বাশ্বত শুধু আমাদের শেকড়ের শুদ্ধতা। তাই বিশ্বের যে কোন প্রান্তে যারা কথা বলেন আমাদের মাতৃভাষায় অথবা স্বপ্ন দেখেন আমাদের চিন্তার পরিভাষায় তারাই সহোদর আমাদের। ১৯ মে ১৯৬১। বরাক উপত্যকায় বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় প্রাণ দিলেন আরো এগারোজন। ৫২'র ঘটনার পুনরাবৃত্তি। আমরা একাত্ববোধ করি এ সংগ্রামে, সহবাস পরিবারের পুরো নির্মাণ 'অমর উনিশের' ভাষা শহীদদের উদ্দেশ্যে--
ওরা এগারোজন
কমলা ভট্টাচার্য- আমুড়া, ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট।
শচীন্দ্র চন্দ্র পাল- মোতাজিলপুর, সিলেট।
কানাইলাল নিয়োগী- খিলদা, ময়মনসিংহ।
হীতেশ বিশ্বাস- ব্রাক্ষণগ্রাম, সিলেট।
তরণী দেবনাথ- শ্যামগ্রাম, সিলেট।
সুকম পুরকায়স্থ- বাগবাড়ী, করিমগঞ্জ।
চন্ডীধরণ সুত্রধর- বেকীটেকা, সিলেট।
সত্যেন্দ্র দেব- দেওলী গ্রাম, হবিগঞ্জ, সিলেট।
কুমুদ রঞ্জন দাশ- জুড়ী, মৌলভীবাজার, সিলেট।
সুনীল সরকার, মুন্সীবাজার, ঢাকা।
বীরেন্দ্র সূত্রধর- হরিকান্দি, সিলেট।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই অধমেরও একটা লেখা ছিল:
http://www.sachalayatan.com/hussainuzzaman/21691
এটাকে আরেকটু বিস্তৃত করে এখানে।
দুই একটা নামের বানানে এবং নামে একটু এদিক সেদিক দেখছি বিভিন্ন সূত্রে!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এই অধমেরও একটা লেখা ছিল:
http://www.sachalayatan.com/hussainuzzaman/21691
এটাকে আরেকটু বিস্তৃত করে এখানে।
দুই একটা নামের বানানে এবং নামে একটু এদিক সেদিক দেখছি বিভিন্ন সূত্রে!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
শহিদদের স্মৃতি স্তম্ভ যেটা সেখানে বানানো হয়েছে সেখানে তাদের নামের বানান এভাবেই লেখা। সুতরাং এটাকে সঠিক ধরতে পারেন, আমিও সন্দেহ তাড়াতে না পারলে নাম গুলা দিতামনা। ওদেরই একটা লেখায় নামের ইংরেজী বানান পেয়েছি এরকম
SHAHID KAMALA BHATTACHARJEE
SHAHID SACHINDRA PAUL
SHAHID BIRENDRA SUTRADHAR
SHAHID KANAI LAL NEOGI
SHAHID CHANDICHARAN SUTRADHAR
SHAHID SATEYNDRA DEB
SHAHID HITESH BISWAS
SHAHID KUMUD RANJAN DAS
SHAHID TARANI DEBNATH
SHAHID SUNIL SARKAR
SHAHID SUKUMAR PURKAYASTHA.
...........................
Every Picture Tells a Story
দারুণ।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ ভাই।
লিস্টে পুরকায়স্ত একজনই; ওনার নামটাই শুধু ইংরেজি আর বাংলায় আলাদা হয়ে গেছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
Ctl+F5 দিলে ধুসর থীম দেখতে পাবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চোখের সামনে কাঁচটা রূপালি হয়ে গেল! আমি ভাবলাম চশমায় সমস্যা, না হয় ল্যাপটপের অ্যাডাপ্টার খুলে গেছে। পরে দেখি না, নতুন থিম! খুবই সুন্দর হইছে মুস্তাফিজ ভাই।
দারুণ !
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অনেক অনেক ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সচল-মডুগণ নতুন ব্যানার দেখে আমি ঈষৎ বিব্রত। প্রশ্ন জাগছে মনে, ১৯শে মে আর ২১শে ফেব্রুয়ারিকে কি একই সারিতে সত্যিই রাখা উচিত? দুটি আন্দলন-ই হয়েছিল বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবিতে, একথা সত্যি। কিন্তু ভারতবর্ষের USP "বিবিধের মাঝে দেখ মিলন মহান"- এই বক্তব্যের ঘোরতর পরিপন্থি বরাক উপত্যকার বাঙালীদের অসমিয়া ভাষা-সংস্কৃতি বিরোধিতা। ১৯শে মে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটি বিচ্ছিন্নতাকামী আন্দোলন-ও বটে। এই কারনেই ব্যানার দেখে বিব্রত বোধ করছি ও সচল-মডুগণকে এই বিষয়ে পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি।
-----------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
একজন বাঙালি হিসেবে আরেকজন বাঙালির (যদিও আমি জানি না বাংলা আপনার মাতৃভাষা কি না; যেহেতু বাংলা ব্লগিংয়ে আছেন সেরকমই ধরে নিচ্ছি) কাছ থেকে এই ধরণের মন্তব্য শুনে আমিও বিব্রতবোধ করছি।।
আপনি বলছেন ভারতের ইতিহাসে এ আন্দোলন বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন;তাতে কী হয়েছে? পাকিস্তানিদের দৃষ্টিতে একুশে ফেব্রুয়ারির আন্দোলনও ছিল বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন; আজ তা আন্তর্জাতিক মর্যাদায় অভিষিক্ত। সেদিন আসামের এই শহীদেরা যে দাবিতে লড়েছিলো তা হচ্ছে মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার। সে-ই আন্দোলনের ঢেউ যেখানে গিয়ে ঘা দেয় দিক; একজন বাঙালি হিসেবে আমি এই শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই; আজীবন জানিয়ে যাবো। নিজের ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে 'সত্যাগ্রহ' আন্দোলনে লিপ্ত অসহায় বাঙালিদের উপর গুলি চালানো যদি ভারত সরকারের জাতীয় ঐক্য বজায় রাখার পন্থা হয়; আমি সেই পন্থাকে ঘৃণা করি।
ভালো থাকবেন।।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
হরফ,
আপনি সম্ভবতঃ ভারতবর্ষ বলতে ভারতরাষ্ট্রকে বুঝিয়েছেন। দুটি কিন্তু এক নয়।
সে যাক, বরাক উপত্যকার ভাষা আন্দোলন বিষয়ে আপনার মনোভাব, যুক্তি নিয়ে একটা লিখা দেন।
আমি নিশ্চিত জমজমাট আলোচনার সূত্রপাত হবে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এব্যাপারে একটা লেখা আশা করছি আপনার কাছ থেকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুন্দর ব্যানার, শহীদদের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা রইলো।
ধূসর থিম জানি কেমন লাগছে - বেশী লাইট হয়ে গেছে আমার জন্য। সবুজটা এত সুন্দর ছিলো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
সেটাই, ধুসর থীমটা বড় মলিন লাগছে আমার স্ক্রীনে।
মুস্তাফিজ ভাইয়ের ব্যানারের চমৎকারিত্ব নিয়ে তো আর নতুন কিছু বলার নেই। ব্যাকগ্রাউণ্ডের মুখগুলো বোধহয় সচলায়তন সংকলনের প্রচ্ছদেও দেখেছি, তাই না?
১৯শে মে সম্পর্কে প্রায় কিছুই জানি না, কিন্তু ব্যানারটা বড়ই সৌন্দর্য হয়েছে।
দারুণ!!!
মুস্তাফিজ ভাই
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধরুন বাংলাদেশের পাহাড়ীরা বা চাকমারা যদি কাল দাবী করেন বাংলা বর্জন করবেন বা বাংলার সাথে নিজেদের ভাষার সমদাবী করেন, settlerদের যদি সমতলে চলে যেতে হয় তা কি বাংলাদেশের ঐক্যের পক্ষে গ্রহণযোগ্য হবে? ভেবে বলুন।
কোন সরকার যখন (এখেত্রে অসম ও ভারত সরকার) যখন নাগরিকদের হত্যা করেন তা যেমন ভয়ানক নিন্দনীয় তেমন-ই ভারতের মতো multi-racial, multi-lingual দেশে বিচ্ছিন্নতাকামী আন্দোলন-ও ঘোর নিন্দনীয়। আবার-ও বলছি ৫২-র ভাষা আন্দোলন আর বরাকের ৩-টে জেলার বাঙালীদের ভাষা আন্দোলন আমার মতে সমগোত্রীয় নয়। একজন ভারতীয় নাগরিক (ideally) প্রথমে ভারতীয় পরে ভাষাভিত্তিক জাতি। যখন-ই এই বোধের বিচ্যুতি ঘটেছে বা ঘটছে তখন-ই বিচ্ছিন্নতাবাদ প্রশ্রয় পেয়েছে/পায়। তাই বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে আমি পক্ষপাতী নই। আমার "মাতৃভাষা" বাংলা হোক বা নাহোক তাতে ঠিক কি এসে যায় বলুন, আমার অবস্থান তো জানিয়েই দিচ্ছি। আর একটি অনুরোধ, যদি উঃ-পূর্ব ভারতে অবস্থানকারী কোন বাঙালীর সাথে আপনার পরিচয় হয় তবে জিজ্ঞাসা করবেন বাঙালীদের তীব্র নিজ ভাষাপ্রীতি কি তার উঃ-পূর্ব ভারতে অবস্থানের পক্ষে সহায়ক হয়েছে না অন্তরায়।
------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
শহীদদের জন্য অসীম শ্রদ্ধা৷
প্রিয় আলোকচিত্রী মুস্তফিজকে কী আর বলব! যা-ই করেন, অসাধারণ হয়৷
হরফের সাথে সম্পূর্ণ দ্বিমত৷ ৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সকল শহীদের প্রতি নিঃসংশয় বিনম্র শ্রদ্ধা।
মুস্তাফিজ ভাইকে আন্তরিক ধন্যবাদ আর অভিবাদন, আরো একবার।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নীল থিম দেয়া হয়েছে। Ctl+F5 চেপে রিলোড করে নিন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুন্দর হয়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
নীল থিমটা অনেক ভাল্লাগছে...
ব্যানারের রঙের সাথে বেশ মানিয়েছে
--------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
বেশ লাগছে ব্যানারটি দেখতে অনুপম'দা
----------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
শুভ জন্মদিন, মুজুদা
[সম্পাদিতঃ দ্রোহীর মন্তব্য পড়ে খেয়াল হলো ইশতিকে ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম, এবার বলছি - ধন্যবাদ, ইশতি!]
শুভ জন্মদিন mz1971
ইশতিকে ধন্যবাদ।
শুভ জন্মদিন জুবায়ের ভাই!
জুবায়ের ভাই জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
অনেক মনে পড়ে আপনাকে। চলে গেলেও মনের আড়াল হবেন না কখনও।
জানি ভালো আছেন তাও বলছি আরও ভালো থাকুন।
শুভ জন্মদিন ভাই।
ইশতি অনেক কৃ্তজ্ঞতা।
ইশতিকে দিক্কার... মনটা খ্রাপ করে দেয়ার জন্য...
ইশতিকে ধন্যবাদ... মনটা ভালো করে দয়োর জন্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কাল ঢাকার বাইরে ছিলাম । দেখতে পারি নি । শুভ জন্মদিন জুবায়ের ভাই ।
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
শুভ জন্মদিন জুবায়ের ভাই ...
ইশতি ভায়াকে অনেক ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জবরজং না করেও দারুণ ব্যানার। দারুণ হইছে হিম্ভাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ
ব্যাপারটা এখনও কিন্তু কনফার্ম না। নর্থ সাইড থেকে আজ রোববার যারা সামিট পুশ করেছে সেই লিস্টে কিন্তু নাম দেখলামনা
http://explorersweb.com/everest_k2/news.php?id=19383
...........................
Every Picture Tells a Story
চমৎকার ব্যানারের জন্যে ধন্যবাদ হিমু আপনাকে। ২৩ মে ২০১০ সত্যি সুবর্ণ দিন বাংলাদেশের ইতিহাসে।
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ওডিন,
ব্যানার অসাধারণ হইছে।
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ওডিন ব্যনারটা অসাধারণ হয়েছে!!
সচলায়তনের ব্যানারগুলোর একটা ভার্চুয়াল প্রদর্শনীকক্ষ থাকা দরকার।
নর্সদেব এইসব গ্রাফিক সার্জারীও করেন নাকি?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
চমৎকার ব্যানার ওডিন!
চমৎকার (দল ভারী হচ্ছে)
...........................
Every Picture Tells a Story
আরিব্বাস! আমি তো এইটার কথা ভুলেই গেছিলাম!!!!
এইখানে একটা ডিসক্লেইমার আছে- সচল লোগোটা কিন্তু মুস্তাফিজ ভাইয়ের করা একটা ব্যানার থেকে অনুমতিক্রমে নেয়া- আমি খালি সামান্য ভুতূড়ে ফটোশপিং এর চেষ্টা করেছি- তাই এইটার অনেকখানি প্রশংসাই তাঁর প্রাপ্য। আমি জমা দেয়ার সময় মেইলে লিখেছিলাম যাতে তাঁর নামটাও থাকে- আবারও এই অনুরোধ থাকলো।
আর সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে স্টেইন্ড গ্লাসের জানালাটা ফরাশগঞ্জের রূপলাল হাউজ এর।
হ্যাঁ, অনেক সুন্দর হইছে ওডিন।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ওডিন দাদা, চমৎকার!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমি বড় হয়ে "ওডিন" হবো!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওডিন, ব্যানার ম্রাত্মক হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হিমুভাইকে স্যালুট।
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
হিমু ভাই, ব্যানারটা টাইম মতো দিছেন, অনেক ধন্যবাদ, মনটা হাল্কা শান্তি শান্তি লাগতেছে। -- shafquat
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ব্যানারটা চমৎকার হয়েছে, যদিও ছবিটা শার্প না তারপরও এখনকার এই মেঘ এই বৃষ্টির কথা ঠিকই মনে করিয়ে দেয়। গতকাল একা একা গাড়ি চালিয়ে সিলেট থেকে ঢাকায় ফিরছিলাম। পুরোটা পথেই এমন দৃশ্য বারবারই এসেছে। দেখলেই ভালো লাগে।
ধন্যবাদ ডাক্তার এমন সুন্দর একটা ব্যানার উপহার দেবার জন্য।
...........................
Every Picture Tells a Story
আমার ব্যানার পছন্দ হয় নাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওডিন,আপনার ব্যানারটা খুব ভালো লাগলো মাত্তরই ঢুকে দেখলাম। অনেকদিন পর ঝাপসা বৃষ্টির ছবি!
আলবাব ভাইয়ের লেখাটা পড়েছি ঘুম থেকে উঠেই। তার সাথে ওডিনের এই ব্যানারটা এমন ভাবে মিলে গেল তখন! আমার গ্রামটাও ঠিক এমনই যেন। মধুমতিতে নৌকায় উঠলে একদম এমনই। চরের উপর গাছের গুচ্ছ, ধানক্ষেত বাড়ি। আর পাশদিয়ে যাওয়া নৌকা। আর এই যে একটা ঘোলাটে ভাব এসেছে। ছবিটা একদম শার্প হলেও হয়তো নস্টালজিয়ার অনুভুতিটা ধরতে পারতনা এত গাড় ভাবে। খুব ছুয়ে গেল প্রিয় ওডিন।
শুভেচ্ছা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ছবি শার্প না হওয়ার এক নম্বর কারণ বৃষ্টি, আর দ্বিতীয় কারণটা হলো ক্যামেরা। আমারটা সাধারণ পয়েন্ট এন্ড শুটার। ভালো ক্যামেরা দিয়ে তুললে হয়তো আরেকটু ভালো কিছু করা যেতো।
আর ছবিটা তোলা হয়েছে সিলেটে কোম্পানিগঞ্জের আশেপাশে কোথাও। মে মাসের আটাশ তারিখে।
ধন্যবাদ সব্বাইকে। আর শুভ বর্ষাকাল!!!!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ভাইরে! বর্ষাস্নাত ব্যানারটার সাথে সাথে আমাদের এদিকেও যদি একটু বৃষ্টি পাঠাইতে পারতেন, ভাল হত। চমৎকার ব্যানারটা উপভোগ করতে পারতাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বৃষ্টির ব্যাপারটা ধরতে পারি নাই। তাতে কোন সমস্যা নাই। আমার এমনিতেই দারুন লেগেছে।
অনেক শুভেচ্ছা।
ওডিন বস্, আপনি তো আমাকে পাগল করে দিবেন।
কী যে ব্যানার ...............
-বুদ্ধু
শুভ বর্ষাকাল!!! (কপি করি নাই)
নাহ এবার সত্য সত্যই (মুস্তাফিজ) নামক আইকন বানাতেই হবে! হ্যাটস অফ মুস্তাফিজ ভাই। সেই সুন্দরবন!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আষাঢ়স্য দ্বিতীয় দিবসে এই দারুণ ব্যানারটার জন্য মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ব্যানারটা খুবই পছন্দ হইলো, কিন্তু মাঝের কথাগুলি না থাকলে মনে হয় বেশি ভালো হইতো। কেন জানি এই লেখাটা দেখতে ভালো লাগতেসে না।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নতুন মন্তব্য করুন