সামগ্রিকভাবে সচলায়তনকে মনোনয়ন দেয়ার জন্যে তাই আপনাদের কাছে একটি প্রস্তাব বিবেচনার জন্যে উপস্থাপন করা হচ্ছে।
সচলায়তন ইতোমধ্যে ব্লগোপেডিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। এই পৃষ্ঠায় গেলে আপনারা মনোনয়ন দেয়ার জন্যে পাঁচটি চেকবক্স দেখতে পাবেন, তার মাঝে সেরা ওয়েব্লগ ও সেরা বাংলা ওয়েব্লগ সিলেক্ট করে ভোট দেয়ার প্রস্তাব করা হচ্ছে।
.
.
.
নিচের ছবিটি দেখুন।
.
.
.
.
.
এই পোস্টের লিঙ্কটি আপনারা প্রয়োজনবোধে ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানাতে পারেন।
আপনাদের মতামত ও প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
- ডয়চে ভেলে কেবল টিভি চ্যানেল না, তারা হলো জার্মানীর সরকারী ব্রডকাস্টিং সংস্থা।
যাইহোক, ভুটাইয়া আসি গিয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সন্দেশরে খবর দিলাম আমি, আর শালা আমার কথা কয়না, ওরে কইষ্যা মাইনাস, আর সচলরে পেলাচ
সচরাচর জুরির সাথে সম্পর্কিত সবকিছু প্রতিযোগীতার বাইরে থাকে। জানা ভাবির জুরি হিসেবে অন্তর্ভুক্তির কারণে সামওয়্যারইন এর যেকোন ব্লগেরই মনোয়ন হওয়া উচিত নয়।
এ প্রসংগে বলতে পারি, যখন এত ব্লগ ও ব্লগার ছিলনা, আমি ও আমরা কতিপয় তখন ফাঁকা মাঠে গোল দিচ্ছিলাম। এমতাবস্থায় এশিয়া ব্লগ এওয়ার্ড হয় এবং তাতে জুরি হিসেবে রেজওয়ান ভাই দায়িত্ব পালন করেন, সে কারণে ওনার ব্লগ এওয়ার্ডের জন্য বিবেচিত হয়নাই, তাই ফাঁকতালে আমার ব্লগ ফাইনালিস্ট হয়ে গেছিল।
সন্দেশ আমার নাম কয়নাই তো কি হইসে নিজের ঢোল আমি নিজেই বাজামু
আমি যদি বলি এই মনোনয়নে সামুব্লগ থাকবে বলেই প্রতিযোগিতায় বাংলা ভাষা ঢুকানো হয়েছে এবং সামহোয়্যার ইন'কে পার্টনার করা হয়েছে— সেটা কেমন শোনায়!
জানা'র জুরি প্রোফাইলে পুরা হাই-প্রোফাইলের কথাবার্তা দেখেই মনে সন্দেহ জাগে, "এইটা পুরাই হেবো'স কম্ম!"
দেখা যাক কী হয়। আমি আপাতত জিনিষটা ফান হিসাবেই দেখতেছি। এবং ব্যাপক মজা নিচ্ছি 'ববস'এর কাছ থেকে। কী মজা, সেইটা অবশ্য গোপনীয়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ববস বানান কিন্তু খেয়াল কইরা, আকার উকার পইড়া গেলে মুশকিল
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জানা ভাবি ?!
নীড়পাতা.কম ব্লগকুঠি
আরিল্ড আর জানা ভাবি আমি যেই কম্পানিতে (ই সিনিক) চাকরি করতাম, তার শেয়ারহোল্ডার।
ওঁ
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভোট দিলাম। কিন্তু মন্তব্য করা যাচ্ছে না এখানে!!
এখানে ভোট দিলে তারা কি অবগত হবে?
শেখ নজরুল
শেখ নজরুল
ভোটালাম।
শব্দ সৈনিক আব্দুল্লাহ্ আল ফারূক ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান এখন।
...........................
Every Picture Tells a Story
ভুটাইয়া আইলাম ৫-:
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কিন্তু এইখানে এখন ভুট দিয়া লাভ কি? বাংলা ভাষার একমাত্র জুরির নাম দেখলাম- সৈয়দা গুলশান ফেরদৌস জানা- তিনি আবার "সামহোয়ার ইন ব্লগ’ নামের বাংলা ভাষার জনপ্রিয় ব্লগ সাইটের প্রধান এবং অন্যতম প্রতিষ্ঠাতা৷"
ডয়েশ ভেলে বরাবর আগে নিরপেক্ষ জুরি নিয়োগ বিষয়ে আবেদন জানানো হউক।
আমরা ভোট দিয়ে যাই। তারপর ফলাফল দেখি ।
হোক্কে। ভুটাইলাম
জুরি আপার প্রোফাইল পৈড়া বিয়াপক ভালু লাক্সে
তাহলে তো ভোটটা দিতেই হয়। দেখা যাক ফলাফল কি হয়।
হা হা হা। গলদ তো এখানেই।
যাই হোক, ভোট দিলাম। দেখা যাক কী হয়!
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
হে হে হে .... যে দুই পাতা বাংলা লিখতে চাইরটা কিবোর্ড ভাঙ্গে সে হৈছে জুরি । একদিক থিকা ঠিকি আছে । জামিলুর রেজা যেই দেশের আইটিপাল সেই দেশে এর থিকা বেশি আশা করা ঠিকনা ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আর আপনি কি না ... ছিছিছি হাছিব্বাই! নিশ্চয়ই অন্য কোনো কারণে আপনি চ্যাতা ... বলেন্না হাছিব্বাই বলেন্না কী হইছিল ...
আমি ভালু লুক ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভুটায়াস্লাম!
=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ভোট দিলাম......
-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
দয়া করে ডয়চে ভেলের লিংকটিকে কি http://www.dw-world.de/bengali এভাবে করে দেয়া যায়? কারণ এখানে বাংলা ভাষাকে গুরুত্বটা বেশি দেয়া উচিত৷ এবং সেটা ডয়চে ভেলে বাংলাতে গেলে আরো বিস্তারিত জানা যাবে৷ বিস্তারিত এখানে ...
পোস্টটা স্টিকি করেন ভাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নগদে ভুটাইলাম। এই শুভকাজে কুনু দিরং ছইলতন।
প্রিয় সচলায়তন এগিয়ে যাক, অনেক ... অনেক দূর।
=============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রথমত, নিরপেক্ষ জুরি পাওয়া না গেলে এই প্রহসনে অংশগ্রহণের অর্থ দেখি না। কেউ আয়োজকদের চিনে থাকলে এই ব্যাপারটি তাঁদের জানানো প্রয়োজন। বাংলা ব্লগোস্ফিয়ারে অনেক ব্লগার আছেন যাঁদের পরিচিত ও বিচরণ একাধিক ব্লগে আছে, এবং সকল প্ল্যাটফর্মেই তাঁরা সমান ভাবে সম্মানিত। তেমন কাউকে নিয়োগ দেওয়া উচিত ছিলো।
দ্বিতীয়ত, ভোটের পাশাপাশি উপযুক্ত মন্তব্য যুক্ত থাকা উচিত। "এই ব্লগ দারুণ/সেরা!" জাতীয় মন্তব্য অনেক আসবে। সচলায়তনে বিভিন্ন সময়ে দায়িত্বশীল ও আলোড়ন তোলা অনেক লেখা এসেছে। সেগুলোর লিংক যুক্ত করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে ভিন্ন ভাষার জুরিরা কিছুটা হলেও আন্দাজ পাবেন ভেতরের মাল-মশলা সম্পর্কে। ছবিব্লগ, ব্যানার, স্টিকার, ইত্যাদি মাত্রা সম্পর্কেও মন্তব্যে পরিচয় করিয়ে দেওয়া উচিত।
তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি নিয়ে সচলে দারুণ কিছু লেখা আছে। বিশেষ ভাবে মনে পড়ছে শামীম ভাই ও জাহিদ ভাইয়ের লেখাগুলোর কথা। সেই লিংকগুলো জুড়ে দেওয়া উচিত মন্তব্যে।
চতুর্থত, বাংলা ভাষার ব্লগ নিয়ে সমীক্ষা হলেও এই তথ্যগুলো ইংরেজিতেও লিখে জমা দেওয়া উচিত বলে মনে করি। স্রেফ ভোট সংখ্যার বিচারে দেখতে গেলে আমরা কোনো ব্লগের সাথেই পারবো না। সচলের সবচেয়ে বড় গুণ এর সার্বিক মান ও পরিবেশ। অন্য কারও প্রোপাগান্ডা মেশিনে সচলকে টেনে নিয়ে যেতে দেওয়া না হোক।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দিলাম ভোট
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দিলাম ভোট
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আংরেজিতে কমেন্ট দেয়া মনে হয় বেটার। সচলের মূল্যায়নের জন্য সচলের অতিথিরা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। অতিথিদের বিরাট অংশ অনেকগুলো কমুনিটি ব্লগের নিয়মিত পাঠক। সুতরাং লেখা ও পরিবেশের মান বিচারে সচলের লেখকদের তুলনায় তাদের কথাকেই বেশি গুরুত্ব দেবো। তাদের ভোট পেলে সচলের প্রকৃত মূল্যায়নে গণতন্ত্র কোনো সমস্যা করবে না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দিছি
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ভোট দিয়েছি। ... তবে ইশতি ভাইয়ের মন্তব্যটাও যথাযথ।
_________________________________________
সেরিওজা
দেলাম
ভোট দিলাম
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
দিলাম ভোট
---নীল ভূত।
ভোটের সংখ্যাবিচারে যদি শ্রেষ্ঠত্য নির্ধারণ হয় তাহলে এই ভুটাভুটি অর্থহীন । তাই অংশগ্রহণ থিকা বিরত থাকলাম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
কাছা মাইরা দিয়া দিলাম
স্পার্টাকাস
আমরা অসচলরা কি ভোট দিতে পারব?
ভোট দিতে হলে কি সচল হতে হবে?
ভোটের আয়োজক ডয়েটশে ভেলে। ভোটের সাইটটাও তাঁদের। সেখানে ভোট দেবার জন্য সচল হবার কিছু নাই।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
না ভাই। ভোট দিতে গেলে সচল হওয়া লাগবে না। কারণ ভোট নিচ্ছে ডয়েচে ভেলে। তাদের ওয়েব সাইটে কে সচল, কে অসচল, কে সাপ, কে ব্যাং, কে ছাগু, আলাদা করার উপায় নাই। আপনি নিশ্চিন্ত মনে ভোট দিতে পারেন। অশেষ ধন্যবাদ।
ভোট তো দিয়া আসলাম, কিন্তু স্নাপশটে যে প্রতিযোগিতা বানান ভুল, তার কী হবে?
ওরে .........
এখানে বলা হচ্ছে :
আমাদের ব্লগোপিডিয়ার দিকে একবার নজর বোলান৷ সেখানে কি আপনার ব্লগটি আছে? যদি না থাকে, তাহলে এখুনি জমা দিন আপনার বাংলা ব্লগটি৷ এজন্য আমাদের ব্লগ ওয়েবসাইটের সাবমিট অংশে আপনার ব্লগ সম্পর্কে বাংলায় লিখতে হবে কয়েক লাইন৷ জানাতে হবে আপনার ব্লগটি কোন বিষয়ের উপরে৷ এরপর এই বছরের বাংলা ব্লগ প্রতিযোগিতায় নিশ্চিত করতে হবে আপনার অংশগ্রহণ৷ লক্ষ্য রাখবেন, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সেরা বাংলা ব্লগ নির্বাচনের প্রতিযোগিতায় ব্লগ নিবন্ধন গ্রহণ করবো৷
ব্লগ বলতে কি ব্লগিং প্লাটফরম যেমন সচলায়তন, সামহোয়ারইন ইত্যাদিকে বুঝানো হচ্ছে, নাকি নিজেদের ব্যক্তিগত ব্লগের কথা বলা হচ্ছে? কারো কি বিষয়টা সম্পর্কে পরিস্কার ধারনা আছে?
- কারো ব্যাক্তিগত ব্লগ হিসাবে যদি এন্ট্রি দেয়া হয় তাইলে তো ববস এর ডেটাবেজ ব্লগবন্যায় ভেসে যাবে। জনৈক ছাগুরামের একলাই তো শুনতাম কয়েক'শ নিক আছে সামুতে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার সাইট কে যানি তুইলা দিছে । কাহিনী এইরকম যে আমি ভুটে দাড়াইতে চাই না । কিন্তু আমার হয়া কেউ নমিনেশন পেপার সাবমিটাইসে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভোট দিয়া আইলাম।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমার মন্তব্য দেখি এখনো ছাড়ে নাই। ব্লগিংয়ের অভিজ্ঞতা থেকে সচল/আমু/সামুর তুলনা করতে গিয়া সামুর মডারেশন নিয়া সমালোচনা করায় আটকায় দিলো নাকি কে জানে! যদিও তাদেরকে টেকনিক্যালি খুব ভালো সাইট আর বাংলা কমিউনিটি ব্লগের পথিকৃত বলেছি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এখনো ছাড়ে নাই
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- আর তাছাড়া সামু ব্লগের জানা আপার নামে অনেক অজানা তথ্যই দেখলাম জুরি বোর্ডে জ্বলজ্বল কর্তাছে। বাকি যারা জাজ আছেন, তারা বোধকরি বাংলার 'ব'টাও বুঝেন না। এখন সামু ব্লগের কেউ এন্ট্রি মারলেই সোজা ফাইনালিস্ট, যৌথভাবে।
ডয়চেভেলে'র আভ্যন্তরীন কাউকে তো জুরিবোর্ডে দেখলাম না (ভাষা সংক্রান্ত পর্ষদকে গোণায় আনলাম না)। তার মানে বাংলায় ব্লগকে নির্বাচনের ক্ষেত্রে সর্বেসর্বা ব্যক্তি কেবলমাত্র আমাদের চেনাজানা জানা আপাই।
জানা আপার কারণে সামু সরাসরি কিংবা সামু'র অন্যসব ব্লগার যদি নিজেদের ব্লগ নিয়ে প্রতিযোগিতায় না আসে তাইলে তো প্রতিযোগীর সংখ্যাটা একেবারেই নগণ্য হয়ে যাবে। তাইলে সমীকরণ কী খাড়াইলো! সামু থাকবে!(?) জানা আপাও থাকবেন। আর যেহেতু জানা আপা এবং তাঁর সামুও থাকবে, সুতরাং প্রতিযোগিতার ফলাফলও আমাদের জানা! বলেন, আলহামদুলিল্লাহ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পুরাই ড়কিঙ্গ
দোস্ত, বানানের দিকে যত্নবান হও। আমার সাথে সুর করে সুরসুর করে বলো, "ঢ়-কিং-গ"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আলহামদুলিল্লাহ
এ পাতায় বলা হচ্ছে:
এখানে সামু সার্বিকভাবে নাকি জানার ব্যক্তিগত ব্লগ বোঝাবে?
দিলাম ভোট।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
দিলাম ভোট
একই কমেন্ট দুইবার আসায় ৫৬ নম্বরটি বহাল রেখে এই কমেন্টটি মুছে দিতে মডারেটরকে অনুরোধ করছি।
প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হওয়ার মাঝে কোন ভুল দেখি না। আমি শ্রেষ্ঠ, আমি ভাল এটা শুধু আমি বা আমার পরিবার জানার মাঝে তৃপ্তি আছে ঠিকই, কিন্তু এটাও তো সত্যি যে একই কথা যদি পরিবারের বাইরে থেকেও উচ্চারিত হয় তাহলে আনন্দের পরিমান হাজারগুণ বেড়ে যায়।
নিরপেক্ষ উদ্যোগ কিংবা যোগ্য জুরির উপস্থিতি জরুরী কোন সন্দেহ নাই। তা না হলে ঘটনা দাঁড়ায় অনেকটা এমন যে নায়িকা মৌসুমী জাজ হিসাবে প্রতিযোগীকে বলছেন ' আপনাকে আরো অনেক স্লিম হতে হবে আর নাচের প্রতি যত্নবান হতে হবে, হুম।' কিন্তু কোনো ক্ষেত্রেয় তো ১০০% দূরে থাক নিদেনপক্ষে ৫০% নিরপেক্ষতাও খুঁজে পাওয়া যায় না। একারণেই কি তাহলে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব খালি নিজেদের মাঝেই প্রমান করবো কারণ ওরা লুক খ্রাপ? নিরপেক্ষ কমবেশী আমরা কেউই না। ডয়চে ভেলের উদ্যোগ কতখানি হাস্যকর জানি না, কিন্তু এখানে সচলায়তনের অংশগ্রহনের মাঝেও একটা পজেটিভ দিক আছে। ২০ টা বেশী মানুষ সচলায়তনের কথা জানতে পারল, এর মধ্যে হয়তো ১০ জনের বেশ ভাল লাগল, ১০ জনের খারাপ। সেই ১০ জনের ভাল লাগাটা হল সচলায়তনের প্রাপ্তি, এদের মধ্যে ৫ জন্য হয়তো হবে দুর্দান্ত লেখক আর ৫ জন হবেন চিন্তাশীল পাঠক। এই ১০ জনের যেমন সচলায়তনকে প্রয়োজন, সচলায়তনেরও এদের ১০ জনকে সমানভাবেই দরকার। প্রতিযোগিতায় জিতে যাওয়া যেমন শ্রেষ্ঠত্ব প্রমান করে না তেমন হেরে যাওয়াও প্রমান করে না আমরা সর্বার্থে শ্রেষ্ঠ নই, বরং এটা মানুষের আর একটু কাছে যাওয়ার মাধ্যম হিসেবেও গণ্য হতে পারে।
তাই ভোটাইলাম, আবারও মনে লয় ভোটামু।
(ইহা এক লুপ্তপ্রায় বানান অশিক্ষিত পাঠিকার একান্ত ব্যক্তিগত মতামত)
দৃশা
একমত না । প্রতিযোগিতা জিনিসটাই একজন থেকে আরেকজনের সাথে পার্থক্য নির্দিষ্ট করার জন্য আবিস্কৃত ।
আমার পয়েন্ট এখানে সংখ্যার বিচারে নান্দনিক বিষয়ের শ্রেষ্ঠত্য নির্ধারণের বিষয়ে । জার্মানিতে বেটহফেন আর লেডি গাগা ভোটের প্রতিযোগিতায় নামলে বেটহফেনের হেরে যাবার সম্ভাবনা প্রবল । আমার আপত্তি এই জাতীয় বিষয়গুলো ভোটের পাল্লায় তোলার ব্যাপারে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
উদ্ধৃতি
‘প্রতিযোগিতা জিনিসটাই একজন থেকে আরেকজনের সাথে পার্থক্য নির্দিষ্ট করার জন্য আবিস্কৃত ।‘
থিওরিটিক্যালি যদি বলতে হয় তাহলে হাসিব ভাই আপনার কথা ১০১% সত্য। কিন্তু প্রাক্টিক্যালি কিন্তু ঘটনা বেশীরভাগ ক্ষেত্রেয় অন্যরকম হয়। আমগো দেশের পটভূমিতে একটা পিচকা উদাহারণ দেই, ক্লোজ-আপ ওয়ান বিজয়ী সালমা কিংবা নোলক বাবু যতখানি না নিজ যোগ্যতায় জয়ী হয়েছিলেন, তার চেয়েও বড় কারণ ছিল ভোট প্রদানকারীদের বাঁধভাঙ্গা আবেগ(দুষ্ট লুকেরা বলে উদ্যোগক্তাদের বদ মতলব আছিল)। বলছি না তাদের নিজেদের প্রতিভা ছিল না, কিন্তু একি প্রতিযোগিতায় সোনিয়া, রাজীব,মুহিন,মাহাদীর মত ভার্সেটাইল গায়ক গায়িকারাও ছিল। শুধুমাত্র ভাল ফোক গান গায় কিংবা আর্থিক অসচ্ছলতা তো কোন প্রতিযোগিতার মানদন্ড হতে পারে না, তাও জিতছে। কিন্তু বিজয়ী না হয়েও মাহাদী , রুমী, সোনিয়া, মুহিন কোনাংশে এদের থেকে পিছিয়ে নেই, বরং বলা যায় ভার্সেটাইল ভয়েস কোয়ালিটির অধিকারী হওয়ার দরুন এরা সালমাদের চেয়েও এগিয়ে আছেন আজকের সময়ে। যারা তাদের ভোট না দিয়ে পিছিয়ে রেখেছিলেন তারাই এখন তাদের গান হরদম গুনগুন করে গেয়ে বেড়ান নোলক বাবুদের গানের তুলনায়। কিন্তু এরা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহনই না করতো তাহলে না আমরা এদের কথা জানতাম না পরবর্তীতে মূল্যায়ন করতে পারতাম তাদের প্রতিভা। সবাই যদি ভাবতো ‘হুত্তোর কি লাভ এই ছাতার প্রতিযোগিতায় নাম লিখাইয়া, ভোটের সংখ্যায় তো মাইর খামু ‘ তাহলে হয়তো ২০০৮ এ আবারো কিছু ভাল শিল্পীর দেখা পেতাম না। ঠিক এ কারণেই সন্দেশের করা প্রস্তাবটা আমার কাছে আপত্তিকর মনে হয়নাই। ফলাফল যাই হউকগা, সচলায়তন কি বা কেমন এইটা বেবাক্তে জানুক আরো বেশী বেশী কইরা, তৈরী হউক নতুন নতুন পাঠক, আবিষ্কৃত হউক প্রতিভাবান লেখক-কবি। যাদের চোখ কান মস্তিষ্ক সচল এবং সুস্থ, তারা দেরীতে হলেও যাচাই বাছাই করে তার জন্য যে জায়গাটা উত্তম সেখানেই আবাস গড়ে। কিন্তু সেই সুযোগটা তো আগে দেওয়া চাই। এমনকি পুরা বিষয়টা যদি তামশাও হয় (বদ্দার ভাষায়), তাইলে সেই তামশা থেইক্কাও সচলায়তনের লাইগা আতকাই ভাল কিছুই আইবো এই আশাটা করতে দুষ কি?
(দুঃখিত উদাহারণটা মনে হয় একটু চিজী হইয়া গেল, কিন্তু আমার পয়েন্টটা বুঝাবার জন্য দরকার ছিল)
দৃশা
আমার মনে হচ্ছে সন্দেশ কোথাও ভুল করছেন।
প্রকল্পটি সম্ভবতঃ সেরা ব্লগ প্লাটফর্ম নির্বাচনের জন্য না, বরং সেরা ব্যক্তিগত ব্লগের জন্য। ব্যক্তিগত ব্লগ মানে সচলায়তনে বা অন্য যে কোন ব্লগপ্লাটফর্মে একেকজন ব্যক্তির ব্লগ। কাজেই সচলরা সচলায়তনকে নোমিনেশন না দিয়ে বরং সচলদের ব্লগকে নমিনেশন দিতে পারেন (যার যেটাকে ভালো লাগে)। সেরা বাংলা ব্লগ হিসেবে নির্বাচিত হতে পারে এমন অনেক ব্লগারের ব্লগ সচলায়তনে আছে।
আর এখন যেটা নেয়া হচ্ছে সেটা নোমিনেশন, ভোটিং না। ভোটিং তো মনে হয় মার্চে শুরু হবে।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আপনার পর্যবেক্ষনের সাথে একমত। এটা জ্বিনের বাদশার ওয়েবলগ কিংবা আরিফ জেবতিকের ওয়েবলগ , এভাবে বিচার করাটাই যৌক্তিক।
একটি ব্লগ সাইট হিসেবে যেরকম ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস বিবেচনায় আসবে না, একই ভাবে কমিউনিটি সাইটও বিবেচনায় আসবে না, এরকমটাই মনে হচ্ছে যুক্তিযুক্ত।
তবে কথা হচ্ছে পুরোটাই একটা ভজঘট।
ব্লগের সংজ্ঞা দেয়া হয়েছে :
বাংলা ব্লগের একদিকপালকে রেডিও ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, ব্লগ বলতে কী বুঝায় আমাদের শ্রোতাদেরকে একটু বুঝিয়ে বলুন।
উনি বলেছিলেন, ব্লগ হচ্ছে যে ইন্টারনেট সাইটে বাংলায় লেখা যায়।
এখন ব্যক্তি পর্যায়ে এসব ধারনা পোষন করা যায় , কিন্তু ডয়েচে ভেলের মতো একটা প্রতিষ্ঠান যখন ব্লগের সংজ্ঞা হিসেবে উপরে উল্লেখ করা বাক্যবন্ধ ব্যবহার করে তখন কী আর বলব।
আমি দৈনিক আমারদেশ আর দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইটগুলোকে নমিনেশন দেব ভাবছি, ডয়েচে ভেলের সংজ্ঞানুযায়ী ওগুলোও ব্লগ।
নমিনেশনের একটা মজার শর্ত হচ্ছে :
অকেজো ইউআরএল যে মনোনয়ন তালিকায় আসবে না , এমনটাও শর্ত বটে !
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হুমমম ... এটা ঠিক ঠিক যে ব্লগ কি এই বিষয়ে ব্লগের নেচারের মতোই একটা ভার্চুয়ালিটি বিরাজ করছে ব্লগারদের মাঝেই ... তবে আমার মনে হয় জিনিসটা একসময় একটা সংজ্ঞায় এসে কনভার্জ করবে ... ভাই, "অফিসিয়াল" সংজ্ঞা নির্ধারণের কাজটা যে কি কঠিন জিনিস সেটা প্রায়ই হাড়েহাড়ে টের পেতে হচ্ছে বলে আমি এসব কেতাবী বিষয়গুলোকে ওভারলুক করতেই আগ্রহী
আপাতঃদৃষ্টিতে তাদের লিস্টআপগুলো দেখে মনে হলো ব্যক্তির ব্লগকেই তারা খুঁজছেন ... আমার মনে হয় এরকম একটা আন্তর্জাতিক আয়োজনে বাংলার এত দ্রুত সংযোজিত হয়ে যাওয়াটাকে আমাদের বাংলাভাষী ব্লগারদের বরং আনন্দের সাথেই নেয়া উচিত ...
আমি তো এর মধ্যে মনে মনে কার কার ব্লগকে সময় করে নোমিনেশন দিয়ে আসবো তার একটা লিস্টিও বানিয়ে ফেলেছি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
বস, ব্লগার বা ওয়ার্ডপ্রেস তো ব্লগ সাইট না। ব্লগ এনজিন। সচলায়তনের যেমন দ্রুপাল। সচলায়তন যেমন দ্রুপাল এনজিনভিত্তিক লেখক সমাবেশ, ক্যাডেটকলেজব্লগ যেমন ওয়ার্ডপ্রেস এনজিনভিত্তিক কমিউনিটি ব্লগ ... এবং বিভিন্ন এনজিনে চালিত গাড়ি যেমন অনায়াসে রেসিঙে নামতে পারে, এখানেও তেমনি।
সম্পূর্ণভাবে একমত। ব্লগার বা ওয়ার্ডপ্রেসের সাথে পার্থক্যটা এখানেই যে ব্লগার বা ওয়ার্ডপ্রেস কোথাও তাদের ব্লগগুলোর সংকলন করেনা। সামহ্য়ার বা সচলায়তনের প্রথম পাতায় যেভাবে সবার লেখাগুলো আসে, সেটা একটা কোলাবরেটিভ ব্লগ বা কমিউনিটি ব্লগ যাই বলেন না কেন। ব্যপারটা এভাবে চিন্তা করতে পারেন, ধরুন একটা বই, তাতে ৫০জন লেখকের লেখার সংকলন আছে, আবার একটা বই যেটা শুধু হুমায়ুন আহমেদের। এখন যদি সেরা বই বাছাই করতে বলা হয়, তাহলে কি শুধুই হুমায়ুনের বই তার জন্য বিবেচিত হবে?
সচল বা অন্য বাংলা ব্লগের প্রথম পাতা/নীর পাতাই তাকে ব্লগ হিসেবে একটা আলাদা স্বত্তা দেয়। একারণেই যদি প্রথম পাতায় কোন আপত্তিকর লেখা প্রকাশিত হয়, তার দায়বদ্ধতা ব্লগারের চেয়ে ব্লগ কর্তৃপক্ষের উপরেই বেশী পরে - তাই প্রায়শ:ই দেখবেন লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু লেখকের নিজের ব্লগে রয়ে যায়।
একটা যদি জরিপ খোলা হয়, কতজন পাঠক সচলায়তন এ নীড়পাতা পড়তে আসেন বনাম কতজন সরাসরি ব্লগারের পেজ যেমন : এটা আমার ব্লগ পাতা পড়তে আসেন, কে জিতবে বলে মনে হয়?
এনজিনের ব্যাপারটা বুঝি ; কিন্তু কম্পুকানা মানুষ, বুঝাইতে পারি নাই।
মানে বলতে চাচ্ছিলাম উনারা বোধহয় পুরো ব্লগ সাইট খুঁজছেন না , খুঁজছেন ব্যক্তিগত ব্লগ।
যেমন ধরেন আমার একটা ব্লগ থাকতে পারে, kuddus.blogspot.com/
এবং সচলায়তনে থাকতে পারে http://www.sachalayatan.com/user/kuddus ; অর্থাৎ এখন মূল্যায়নটা কী হবে ? উভয়ক্ষেত্রে হোস্ট সাইট আর ইউজার কিন্তু আলাদা বিষয়।
আপনার "বোধহয়" এর ব্যবহারের মধ্যেই কিন্তু উত্তর আছে আরিফ ভাই। উনারা কোথাও বলেন নাই তাঁরা একক কুদ্দুসের ব্লগ খুঁজছেন। উনাদের ক্রাইটেরিয়া মন দিয়ে পড়ে দেখলাম, কোনো সমস্যা চোখে পড়েনি।
আপনি কিন্তু কুদ্দুসের ব্লগকেও মনোনয়ন দিতে পারেন। কোনো সমস্যা নেই। ব্যক্তির ব্লগ যদি সামগ্রিক সমাবেশের চেয়ে বেশি মনোনয়নযোগ্য মনে হয় আপনার কাছে, অবশ্যই দিতে পারেন।
মূল্যায়নের কথা আমি কী কহিব আর ? এটা তো জুরি আপাদের জারিজুরির আওতায় পড়ে। আপনি তো জুরি আপার চেনা লুক, আলাপ করে দেখেন ।
এক্টা গান ক্যান জানি মনে পড়ে গেলো ... আপায় কইছে, আমারে বাল্যশিক্ষা কিনা দিবে ♪♫
না, নিয়ম মতো আটকানোর কথা না।
না বাদশা ভাই, সন্দেশ মনে হয় ভুল করছে না। ব্লগের মানদণ্ড যা নির্ধারণ করেছে ডেভে, তাতে সচলায়তন খুব ভালোভাবেই মনোনয়নের জন্যে যোগ্য।
কোন এক আলুপোড়া খাওয়া আমার নাম ভাংগিয়ে ঐখানে কমেন্ট করেছে। আমাকে বলাইদা কমেন্ট টার কথা এই মাত্র বললো আমি করেছি কিনা। আমি কমেন্ট টা দেখে অবাক হয়েছি। এই ভেলের সাথে ইমেইল যোগাযোগের কোন উপায় দেখলাম না, সব খানেই কন্টাক্ট ফরম দেওয়া। কারো কাছে কি ভেলের ই-মেইল আছে? আমি ঐ কমেন্ট টার বিরুদ্ধে রিপোর্ট করতে চাই।
সুশান্ত
86.147.***.60
বহুদিন পরে কোনো বিষয়ে নতুন ক'রে ভয়াবহ কনফ্যুজড হৈলাম! এক্কেরে কেম্নেকী অবস্থা!
পোস্টটা যখন শুরু হৈলো, তখন একদমই ধারণাও করিনাই যে বিষয় এইরকম বিবিধ ভেজালে ভেজালারণ্য! দুঃখজনক, লজ্জাজনক, হতাশাজনক না কি এইটা কী-জনক- কী বলবো জানি না। স্যরি।
ভাউ মেলে না। কিছুই বুঝতার্তাছিনা!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এইটা তো ভালো ব্যাপার । কনফ্যুজড হৈছেন মানে হৈলো আপনার মনে দ্বন্দ্ব উপস্থিত হৈছে । এইটা যাগো হয় না তারা হয় নির্বোধ নাইলে মৌলবাদি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভোট দিতে আগ্রহী নই।
অবস্থা পর্যবেক্ষণ করছি। অনলাইন ভোটিংকে মানদণ্ড ধরে সচলের মান বিচার করা সম্ভব নয়।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি মানসচোখে যা দেখতে পাচ্ছি, তা হচ্ছে প্রতিক্রিয়াশীল কোনো একটি বা একাধিক ছাগুব্লগ ঠিকই অংশগ্রহণ করবে, কারণ এ ব্যাপারে তাদের কোনো দার্শনিক দ্বন্দ্ব নেই। বিবিসি যখন শ্রেষ্ঠ বাঙালির জন্যে মতামত চেয়েছিলো, গোলাম আজমের মতো একটা নিকৃষ্ট বরাহ তালিকায় ২৪ নাম্বারে চলে এসেছিলো। যদিও সেই প্রতিযোগিতায় বঙ্গবন্ধু প্রথম আর রবীন্দ্রনাথ দ্বিতীয় হয়েছিলেন, এবং আমরা দিনভর তর্ক করতে পারি সেটা ঠিক না ভুল, কিন্তু এ কথা সত্যি, তাদের জন্যে কেউ চিঠি না লিখলে গোলাম আজমই হতো বিবিসির আয়োজনে শ্রেষ্ঠ বাঙালি। আমরা তখন কী করতাম? বলতাম বিবিসি ভুয়া? জুরিরা জরদ্গব পাকিস্তানপন্থী? ঐ ভোটে গোলাম আজম জিতলেও সে একটি শুয়োরই রয়ে যেতো আমাদের চোখে, কিন্তু লজ্জাটা সেই আমাদের ঘাড়েই এসে চাপে, কারণ আমাদের নিষ্ক্রিয়তাই এদের ছোটো শুয়োর থেকে বড় শুয়োর করে তোলে। নানারকম দার্শনিক দ্বন্দ্বে আক্রান্ত হয়ে আমরা গ্যালারিতে এতো বেশি বসে থাকি, যে ঊনআশি সালে গোলাম আজমকে শেষ জুতাপেটা করা হয়েছে, আর সেই স্মৃতির ঘা চুলকে আমরা আজো আমোদ পাই।
যাঁরা নানা কারণে দ্বিধাগ্রস্ত, বা সচলায়তনকে মনোনয়নের বিরুদ্ধে আছেন, তাঁদের অবস্থানকে সম্মান করেই আমি বাকিদের অনুরোধ করবো, ডয়েচে ভেলের জন্যে কাজটা সম্মানজনক করে তুলতে। তাদের যেন "চানপুরের চান মিয়ার স্বাধীনতার ঘোষণা ব্লগ" আর "জরুরি কাজে বাইরে যাচ্ছি ফিরে এসে সব বলবো ব্লগ"-এর মধ্যে কোনটা সেরা, সেটা বাছতে বসে বাংলা ব্লগিং সংস্কৃতির অপমান করতে না হয়। ডয়েচে ভেলের সম্মান তাহে সামান্যই বাড়ে, আপনার আমার মান একেবারে ছাড়ে।
ভালো বলছেন, এটাও একটা বিবেচনার বিষয় বটে।
- অত ভেজালের কী কাম! ভুট দেয়া দরকার, চলেন আমরা গিয়া খালি ভুটাইয়া আসি। গ্যালারীতে বসতে মঞ্চাইলে, ভুটখানা দিয়া গ্যালারীতে বসি। দিনশেষে পরে নগদান বহি নিয়া বসা যাইবো নে, কেয়া সহি হ্যায়, কেয়া নেহি! অখন লুঙ্গি কাছা মাইরা খালি ভুটান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মনিরোশের কি বুক্কিপিং আছিলো এসএসসিতে ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
হ মনিরোশেনের তো সাহসে বুক কাঁপে যে বুক্কিপিং নিয়া মরবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মানদন্ড নিয়ে এত অহমিকা, তাহলে ভোটে যেতে ভয় কেন? এতই যদি ভালো, তাহলে জনপ্রিয়তায় কেন সচলায়তন পিছিয়ে থাকবে বলে মনে করেন? ব্লগার, পাঠক সবাই তো ভোট দিবে? সচলায়তন ব্লগ হিসেবে ছিমছাম, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে গর্ব গরিমা এখানে এমন পর্যায়ে চলে গেছে যে অন্যের প্রতি শ্রদ্ধার চরম অভাব এই কমিউনিটি ব্লগে - উপরের কিছু রেষ্ট্রিকটেড, আনরেষ্ট্রিকটেড কমেন্ট পড়লেই তা স্পষ্ট হয়ে যায়। ভালো ব্লগারের থেকে ভালো মানুষের দাম বেশি, এ কথাটা কেন বারবার ভুলে যাই। আমি ভোট দেবার পক্ষে।
আনন্দ [extra_mundane এট ইয়াহু]
দুঃখিত, আপনার সাথে একমত হতে পারলাম না। আপনি আবার এই লেখার একদম প্রথম থেকে আপনার আগের কমেন্ট পর্যন্ত পড়ে এসে বলেন তো, কোথায় ''গর্ববোধ" নিয়ে আলোচনা দেখলেন? কিছু আলোচনা আছে বিচার প্রক্রিয়া নিয়ে, এই তো! সেটা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক নয় কি (সবকিছু পড়ে আসার পর)? আমি নতুন মাত্র লেখছি, আর পড়ছি প্রায় এক বছরের উপর, কাজেই আপনাকে নিজের মতামত না জানিয়ে পারলাম না কারণ আপনি সঠিক বলছেন না দেখে। ধন্যবাদ।
ধ্যাত্তেরিকা, বড়োই গিয়ানজাম! সব পড়ে টড়ে পাগলে গেলাম!
ভোট দিলাম। পয়সা বা সময় কোনটাই লাগে নাই। তাই আমার বা জানাশোনা কারো কোন লস হয় নাই।
সামহোয়্যার ইন কিন্ত অনেক বেশী জনপ্রিয়, এবং নির্বাচনে সেটি একটি অত্যন্ত প্রভাবশালী (যদি সবচাইতে বেশী প্রয়োজনীয় না হয়ে থাকে) মাপকাঠি। বিশ্বাস না হলে alexa.com এ গিয়ে দেখুন (যদিও এটা খুব নির্ভরযো্গ্য মাপকাঠী নয়, তবে জনপ্রিয়তার পার্থক্য অনেক)। সচলা্যতনের কনটেন্ট অনেক বেশী ভাল মানের । তবুও জনপ্রিয়তা অনেক বেশী গুরুত্বপুর্ণ।
আর সচল একটি সমমনা ( লেখক ও অন্যান্য) গো্ষ্ঠীর জন্য। এখানে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ভাল পোষ্ট দেখা যায়। এটি অত্যন্ত আশ্চর্যজনক নয় কি যে অন্য বড় দলটির সমর্থকদের মাঝে কোন মানসম্পন্ন লেখকই নেই যিনি এখানে লেখার মত বুদ্ধি রাখেন। ভিন্ন মতামতের বিকাশ কিন্ত ভাল অনেক জিনিশই বয়ে আনে। একমুখী ব্লগ কিন্ত শ্রেষ্ঠ হতে পারবেনা।
নীতিমালাটা পড়ে দেখবেন দয়া করে।
সচলায়তন কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি পোষণ করে না। আর আপনি হয়তো এমন একটি বড় দলের কথা বলছেন, যারা তাদের গঠনতন্ত্র সম্প্রতি সংশোধন করে যুদ্ধাপরাধীদের দলের শীর্ষ পর্যায়ে নিয়োগকে বৈধ করেছে। সচলায়তন ভিন্ন মত বিকাশের খাতিরে কোনো যুদ্ধাপরাধীর অ্যাপোলজিস্টকে প্রশ্রয় দেবে না।
আর এটি আমাকে মাঝে মাঝে ভাবায়, এই শুয়োরের বাচ্চা যুদ্ধাপরাধীরা কেন নিজেদের দলে কোনো ভালো লেখক নিয়োগ করতে পারে না? ফররুখ আহমদ আর আল মাহমুদ ছাড়া আর কোনো কবিকেও মনে হয় আইকন বানাতে পারেনি।
আমার উপরের মন্তব্যটি এই বক্তব্যের প্রেক্ষিতে করা:
আমি কয়েকদিন আগে ভোট দিয়ে এসেছিলাম, এখন এতসব পড়ে মাথা ভন ভন। ভিতরে ভিতরে এত জিলাপির প্যাঁচ তা জানলে কে ভোট দিতো!
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন