ভাল করে খোঁজ নিয়ে এবং যাচাই করে দেখা যায় যে সার্ভার হোস্ট প্রদানকারী সংস্থা একটি টেকনিক্যাল কাজ করতে গিয়ে এই বিপর্যয়টি ডেকে আনে। তাদের সাথে যোগাযোগ করার পরও তাদের এই সমস্যা সমাধানে প্রচুর দেরি হয়।
এর মাঝে সচলায়তনের সদস্য আলমগীর এবং প্রকৃতিপ্রমিক সক্রিয়ভাবে সব রকম সহায়তা করেন। শেষমেষ সিদ্ধান্ত নেয়া হয় যে নিসর্গ.কম এ সচলায়তনকে সাময়িক ভাবে হোস্ট করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সচলায়তন.কম এখন নিসর্গ.কম থেকে এক্সেস করা যাচ্ছে।
www. যুক্ত করে সচলায়তনে এখন এক্সেস না করা গেলেও খুব শীঘ্রি সেটা করা যাবে আশা করা হচ্ছে। তাছাড়া সমস্ত ডাটা নিসর্গে জমা হলেও মূল সার্ভার ঠিক হয়ে গেলে আমরা এই সার্ভার কিছুক্ষণের জন্য বন্ধ করে মূল সার্ভারে ফিরে যাবো। সুতরাং আপনার স্বাভাবিক ভাবে লেখা চালাতে পারেন।
এই সমস্যাটির সাথে তৃতীয় কোনো পক্ষের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শুভ নববর্ষ।
মন্তব্য
পিপিদা আর আলমগীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এসব বলে লজ্জা দিয়েন না
পিপিদাকে থ্যাংকস।
লজ্জা দেয়ার এই সুযোগ কেউ ছাড়ে?
পিপিদাকে ধন্যবাদ!
- ঈশ, আমি খালি দেরী করে ফেলি। পিপিদাকে লজ্জায় ফেলার একটা সুযোগ পাইছিলাম নগদে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি তো www দিয়েই ব্রাউজ করতে পারছি। আশা করি সচল শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠবে। ভবিষ্যতে এরকম সমস্যা বা এর চেয়েও বড় সমস্যা (যেমন ডিস্ক ফেইলিওর) মোকাবেলায় এখন থেকেই মিরর সাইট করে রাখার কথা চিন্তা করা যেতে পারে।
আমাজনে স্পেস কেনা যেতে পারে, তবে অন্য সাইটে/সার্ভারে মিরর সাইট রাখা যেতে পারে কিনা ভেবে দেখার অনুরোধ রাখলাম।
...............................
নিসর্গ
যাক সাইট কাজ করছে দেখে ভাল লাগল। এবারো আইপিশুদ্দা ব্যনের ভয় পাইসিলাম। পিপিদা আর আলমগীর ভাইকে ধন্যবাদ।
------------------------
যেহেতু www.sachalayatan.com কাজ করছে না, সচলায়তনের সব সদস্যকে নববর্ষের শুভেচ্ছা সমেত সাময়িক ভাবে www. ছাড়াই সচলে একসেস করার বার্তা দিয়ে একটা মেসেজ দেয়া যায় কি? এতে করে অনেক দিন ধরে যারা সচলের সদস্য হয়েও সচলে লেখছেননা তাদের কাছেও সচলায়তনে এই বার্তা একটা মধুর সারপ্রাইজ হতে পারে।
হা হা হা ভালই বলেছেন। আমার মনে হয় দুটো দিয়েই চেষ্টা জারী থাকা ভালো
আমার এখানে দুটো দিয়েই ডোমেইন রিজল্ভ করে।
www আমার এখানে কাজ করছে না। আমি twitter এ না ঢুকলে জানতেই পারতাম না যে www ছারা চেষ্টা নিলে পাওয়া যাবে। কিন্তু twitter যে দেখতে হবে সেই মেসেজটাও কনসিস্টেন্টলি পাওয়া যাচ্ছে না। কাজেই অনুমান করছি অনেকের কাছে এখনো হয়ত সচলায়তন এক্সেসিবল হচ্ছে না। তাই মেসেজের প্রস্তাবটি রাখলাম। তবে যদি দ্রুত সমস্যার সমাধান হয়, বা রিডাইরেক্ট করার ব্যবস্থা করা যায় তাহলে হয়ত মেসেজের দরকার পরবে না।
কপি করলাম।
Our host is up. We will be back later tonight.
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই গ্রুপটিতে জয়েন করুন সবাই। এখানে সচলায়তনের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে বার্তা পাঠানো হবে।
sachal-emergency তো সেকারনেই খোলা হয়েছিল। আবার আরেকটা কেন খুলতে হচ্ছে বুঝলামনা
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এটার কিসিম একটু অন্যরকম।
এত কিসিম করলে লোকে কনফিউজড হবে বলে আমার ধারনা। আমাদের কমিউনিকেশন গুলি কম ভ্যাজাল করে ইফেক্টিভলি করাটা যুক্তিযুক্ত মনে হয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
না, কনফিউশন কমানো হবে।
- দুইটাই বাতিল কর। নতুন করে আরেকটা খোল।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পিপিদার সার্ভার তো দেখি ভত ভত করে পাদতেছে; মানে ভাল চলতেছে। (প্রাকৃতিক শব্দ ব্যবহার করেই উপমা দিলাম)
বস্ মানুষ এগুলা কী কয়! গরীব রে নিয়া ঠাট্টা করা ঠিক্না।
দুপুরের পরপরই সচলায়তন কে আর এক্সেস করা যাচ্ছিলো না ,এদিকে কতদিন আগে থেকে প্ল্যান বছরে'র প্রথম দিনে সচলে নিবন্ধন করবো, রাত হলো,নতুন বছর শুরু হলো,সচলায়তনের শুরু আর হলো না।আমি সচলের কাউকে ব্যক্তিগত ভাবে চিনি না- তাই কোথাও ফোন করে জানার পথও নাই।অগত্যা খবরে'র আশায় সচল যাদের ব্যক্তিগত ওয়েব সাইট আছে তাদের সাইটে-ও গেলাম।কোথাও একটা খবর পেলাম না। দু:খজনক।প্রায় ১০ ঘন্টা পর জানলাম সচলায়তন সার্ভার সমস্যা। সহজ ভাবে সল্পসময়ে জানার কোন পথ'কি ছিলো ? জানতে চাচ্ছি ।
এমন পরিস্থিতিও এ-ই প্রথম।
এখানে চোখ রাখতে পারেন পরে এমন পরিস্থিতি দেখা দিলে।
আপনার সমস্যার জন্য দুঃখিত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই সার্ভারের গতি দেখে আমি মুগ্ধ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গতির জন্য সবাই মিলে পিপিদাকে থ্যাংকস দ্যান।
-পিপিদা রকস
-দিলাম একটু লজ্জা পিপিদাকে!
---------------------
আমার ফ্লিকার
এখন থেকে সমস্যা হলে টুইটারে দেখতে হবে ।
পিপিদাকে ধন্যবাদ!
আলমগীর ভাই কে ধন্যবাদ
সচল এর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
ওহ যাক, আমি তো গতকাল থেকে রীতিমতো টেনশানে ছিলাম ! শেষপর্যন্ত আজ 'সচল-ইমার্জেন্সী'তে ঢুকে খোঁজ পেলাম।
আশা করছি শীঘ্রই আমরা আমাদের পুরনো উঠোন ফেরত পাবো।
সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সবাই।
পিপি দা'র জন্যে বিশেষ অভিনন্দন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলায়তনকে খুঁজে পেয়ে বেশ ভাল্লাগছে
সব্বাইকে নতুন বছরের শুভেচ্ছা.......
পিপিদাকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অভিবাদন
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
একদিন ঢুকতে না পেরে বুঝলাম এতদিনে সচল আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।
চিন্তা মুক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ।
...........................
Every Picture Tells a Story
ভাই, আমাকে ধন্যবাদ দেয়ার কিছু নাই
গরীবের বাড়িতে হাতি বেড়াতে এসেছিল, আমি তাতেই খুশি।
গরুপোড়া ঘর তো, তাই চিন্তা হওয়াই স্বাভাবিক।
পিপিদা আর আলমগীর ভাইকে জামাতে লজ্জা দিলাম।
নতুন মন্তব্য করুন