প্রিয় সচল, অতিথি ও পাঠকবৃন্দ,
২০০৯ সালে সচলায়তনে প্রকাশিত লেখাগুলো থেকে নির্বাচিত কিছু লেখা নিয়ে ২০১০ এর ফেব্রুয়ারিতে মুদ্রিত গ্রন্থ আকারে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে সচল সংকলন তৃতীয় খণ্ড।
লেখা নির্বাচনের জন্যে এ বছর সংকলক পর্ষদ থ্রি বিস্কুটিয়ার্সে যোগ দিয়েছেন এমন তিনজন সচল, যাঁদের কেউ মডারেশন প্রক্রিয়ার সাথে যুক্ত নন। বিগত দিনে সংকলন প্রকাশে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্তে এসেছি, সচল সংকলনে লেখা নির্বাচনের কাজটি সচলদের মধ্যে থেকে তিনজনের পালন করা শ্রেয়। মডারেটররা বছরভর বিভিন্ন পুলিশি তৎপরতায় নিয়োজিত থাকেন বলে তাঁদের নির্বাচন নির্মোহ না-ও হতে পারে বলে যে সন্দেহ ও আশঙ্কা বিগত দিনে নানা মহলে গুঞ্জরিত হয়েছে, তা থেকে পাঠকবর্গকে মুক্তি দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে, যা আগামী দিনগুলোতেও অনুসৃত হবে বলে আমরা মনে করছি।
সঙ্গত কারণে নির্বাচকদের নাম বিগত দিনের মতো এবারও গোপন রাখা হচ্ছে।
সচলায়তনে লেখকের সংখ্যা বাড়ছে, ভালো লেখার পরিমাণও বাড়ছে, কিন্তু সকলের লেখা সংকলনে রাখতে গেলে এর বাণিজ্যিক দিকটি নিয়ে প্রকাশককে বিব্রত হতে হয় বলে এবার আমরা সংকলনের আকার ৫ থেকে ৬ ফর্মার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সচলের পুরনো লেখক ও মডারেটরদের লেখা এ সংকলনে প্রকাশ না করে সীমিত পরিসরটুকু অপেক্ষাকৃত নতুন লেখকদের জন্যে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত নির্বাচকমণ্ডলীকে জানানো হয়েছে, এবং তাঁরা তাঁদের নিজস্ব নির্বাচনরীতির সাথে এ সিদ্ধান্তটি যোগ করে নির্বাচনের কাজ সম্পন্ন করেছেন।
সংকলনের নির্বাচনকাজ শেষে তাঁদের পাঠানো বার্তার অংশবিশেষ সকলের জন্যে উপস্থাপন করা হচ্ছে।
প্রিয় মডারেটরবৃন্দ,
প্রথমেই আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই “সচলায়তন সংকলন ২০০৯”-এর নির্বাচক হিসেবে আমাদের কাজ করার সুযোগ দেবার জন্য। লেখা নির্বাচনের কাজটি ১৬ই ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আপনাদের অনুরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত ব্যস্ততা এবং কাজটির বিশালতা ও জটিলতার জন্য কিছুটা দেরি হয়েছে। আমরা এরজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও কাজটি শেষ করতে পেরে আমরা আনন্দিত। বিগত এক বছরে প্রায় ৩৬৯ জন ব্লগারের সকল লেখা পাঠ শেষে আমরা বেশ কয়েকধাপে চূড়ান্তভাবে নির্বাচিত লেখার তালিকা আপনাদের নিকট পেশ করছি। চূড়ান্তভাবে নির্বাচিত ২৫ টি লেখার মধ্যে ৪ টি কবিতা, ১১ টি গল্প এবং ১০ টি লেখা প্রবন্ধ/নিবন্ধ। চূড়ান্তভাবে নির্বাচিত ২৫ জন ব্লগারের মধ্যে ৫ জন অতিথি সচল। আপাতদৃষ্টিতে অতিথি সচলের সংখ্যা কম মনে হলেও বাস্তবে আমরা অতিথি সচলদের লেখা যথেষ্ঠ সহৃদয়তার সাথে বিচার করার চেষ্টা করেছি। কিন্তু এই সহৃদয় বিবেচনার সাথে আমরা এও বিবেচনা করেছি যে সংকলনটি যেন কোনভাবেই মানের দিক দিয়ে প্রশ্নের মুখে না পড়ে। লেখার মানে ও বৈচিত্র্যে সচলায়তন পাঠকদের যে আস্থা অর্জন করেছে কোন বিবেচনায়ই তা হারানোর অর্থ নেই। সচলায়তন সংকলন সচলায়তনের প্রতিনিধিত্ব করে সুতরাং সেটি স্কুল ম্যাগাজিনের মানের হতে পারে না। অপেক্ষাকৃত নবীনদের অগ্রাধিকার দেবার জন্য আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী মডারেটরদের সকলের এবং অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত লেখকদের কিছু লেখা বাদ দিয়েছি। আমরা তাদের সকল ব্লগ পড়ে সেখান থেকে উচ্চমানের লেখা নির্বাচন করেছিলাম। কিন্তু প্রদত্ত নীতির কারণে সেগুলো আমাদের বাদ দিতে হয়েছে। এই বাদ দেবার বিষয়টি আমাদের জন্য বেদনাদায়ক ছিল। লেখা নির্বাচনের ক্ষেত্রে লেখার মানকে সর্বোচ্চ স্থান দেয়া হলেও ব্লগারদের মিথষ্ক্রিয়ার ব্যাপারটিও আমরা বিবেচনা করেছি। বিশেষতঃ অতিথি সচলদের অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি তারা উন্নতমানের লেখা দেন সত্য কিন্তু পাঠকের প্রতিক্রিয়া বা অন্য লেখকের ব্লগে মন্তব্যর ব্যাপারে নিস্পৃহ থাকেন। কারো কারো মাঝে সচলায়তনের প্লাটফর্মটিকে নিছক তাদের লেখা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতাও লক্ষ করা গেছে। আমরা এই ধরনের ব্লগারদের লেখা উচ্চমানের হলেও বাদ দিয়েছি। বস্তুতঃ তাদের পক্ষে সচলায়তনের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়। ভবিষ্যতে ব্লগে মিথষ্ক্রিয়ার ব্যাপারে তারা সক্রিয় হলে তাদের ব্যাপারে আমাদের মনোভঙ্গি অবশ্যই ভিন্ন প্রকার হবে। কবিতা নির্বাচনের ক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছি, যাতে কবিতার সংখ্যা আপনাদের পরামর্শ অনুযায়ী সীমাবদ্ধ রাখা যায়। আমরা লক্ষ করেছি যে খুব স্বল্পসংখ্যক কবি ব্যতীত প্রায় সকল কবি ব্লগে মিথষ্ক্রিয়ার ব্যাপারে উদাসীন। আমরা সচলে শুধু তাদের কবিতাই পড়তে চাইনা, বরং কবিতা নিয়ে এবং অন্যদের ব্লগ নিয়ে তাদের মূল্যবান মতামতও দেখতে চাই। তাই কবিতার উচ্চ মানের পাশাপাশি ব্লগে অপেক্ষাকৃত সক্রিয় কবিদের কবিতাই নির্বাচন করা হয়েছে। [অপ্রকাশিত] আমরা আশা করি সংকলনটি অচিরেই আলোর মুখ দেখতে পাবে। আমরা বিশ্বাস করি প্রকাশিতব্য “সচলায়তন সংকলন ২০০৯” পাঠকপ্রিয়তা পাবে। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। শুভেচ্ছাসহ |
সংকলনের প্রকাশ, বিতরণ ও প্রচারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
- আমার লেখা যদি না আইছে তো ঐ বিস্কুটগুলারে চায়ে ডুবাইয়া খাইয়ালামু কৈলাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি নিজে তো কিছু লিখতে পারি না! বিস্কুটিয়ার্সদের কেউ যদি আমার নামে কিছু লিখে চালিয়ে দেন তাহলে বাধিত থাকতাম!!!!
আরেকটা কথা। লেখা না ছাপেন ক্ষতি নাই। কিন্তু আমার খোমাটাকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার না করলে কইলাম খবরাছে!!!!!!!!!!!
আমার নামেও একটা লেখা হলে প্রীত হইতাম
বিস্কুটিয়ার্স ভাই/বোনদের চিঠিটি দারুণ লাগলো। মিথস্ক্রিয়ার ব্যাপারে দারুণ মন্তব্য করেছেন, অনেক শিখলাম।
আমার গল্প পড়া হয় কম। আশা করছি এরকম একটা সংকলনে পড়া বাড়বে।
সকল প্রকাশিত লেখককে আগাম শুভেচ্ছা।
ইনারা কারা? ঝাঁতি ঝাঁন্তে চায়।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
বিস্কুটদের জন্য শুভেচ্ছা রইল। (লেখা থাকলেও না থাকলেও।)
বই তাড়াতাড়ি বের হোক। বিস্কুট ভাইদের কষ্টের কথা ভাবতেছি।
মডারেটরদের এবং প্রতিষ্ঠিত লেখকদের লেখা না ছাপানোর প্রতিবাদ জানাচ্ছি। এই ঘোষণাটাই এই সংকলনের মানকে প্রশ্নবিদ্ধ করে দিলো। জাতীয় দলের বদলে 'এ' দলের খেলা কেন দেখবো আমরা? সচলায়তন সংকলন হবে সচলায়তনের গত এক বছরের সেরা লেখাগুলোর সংকলন। কে বাদ পড়লো আর কে রাগ করলো, এই ভাবনায় বসে থেকে কখনোই সেরা কাজটা সম্ভব হয় না।
আমার মতে বিষয়টা এভাবে ভাগ করা যায়, যে ৫/৬ ফর্মা ছাপা হবে। এতে ২৫টার মতো লেখা আঁটানো যাবে। তো সচলের গত ১ বছরের সেরা ২৫টা লেখাই ছাপা হওয়া উচিত।
এতে আমার একটা অক্ষর ছাপা না হইলেও আমার রাগ করার কিছু নাই। আমি সচলায়তন সংকলনে সেরা লেখাগুলোই পড়তে এবং সংরক্ষণ করতে আগ্রহী।
সবাইকে খুশি করার নীতিতে বই ছাপলে পাঠক হিসেবে প্রথমেই আমার অখুশীটুক জানায়ে রাখলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। প্রতিষ্ঠিত লেখক কথাটি একবারেই প্রাতিষ্ঠানিক এবং আপেক্ষিক। ব্লগে এ জাতীয় শব্দের অনুপ্রবেশ ঠেকাতে হবে। এখানে এ-টিম বি-টিম বলে কিছু থাকাটা ব্লগ নীতিমালার বিপক্ষে যায়। জাতীয় দল বা এ-দলের খেলোয়াড় যাই হোন না কেন পাড়ার মাঠে সবাই সমান। ব্লগে এসেও যদি কেউ ব্রাহ্মণ-শূদ্র বাছতে থাকেন তাহলে আমরা প্রাকৃতজন কোথায় যাই।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
সচলায়তন সংকলন প্রকাশের প্রাক্কালে সকল সচলকে(প্রকাশিতব্য ও অপ্রকাশিতব্য নির্বিচারে) শুভেচ্ছা !
বিস্কুটী ভাইদের সাফল্য কামনা করছি।
আহ্, কথন বিস্কুটগুলো হাতে পাবো?
সল্টেজ নাকি ক্রিম ক্র্যাকার??
--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সংকলনের পি ডি এফ ও কি পাওয়া যাবে?
বই এর দাম কত পড়বে?
- আপনে আমার লেখা ছাপানোর লাইগ্যা আন্দোলন করেন, অবস্থান ধর্মঘট করেন, সরকাররে হুমকি ধামকি মারেন। আমার লেখা ছাপাইলে এনশাল্লাহ, আমিই আপনেরে এট্টা বই দিমুনি, অটোগ্রাফ সহ।
বাই দ্য ওয়ে, মেম্বরও আছে আমরার লগে। তিনি আছেন প্রচ্ছদ নিয়া। লেখা নিয়া তেনার কোনো মাথাব্যথা নাই। মাথাব্যথা নাকি হেবোর ডিপার্টমেন্ট।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনের লেখা পকাশ না পাইলে জাতি বুজে ফেল্বে যে আপনেই গোলাপী মডু
- আমারে এইসব অডু-মডুর দোহাই দেয়া ছৈল্ত ন। মেম্বররে ধরেন। মেম্বর মানুষের মডু হওয়ার সম্ভাবনা পচুর। (আমি যে এইটা কইছি, মেম্বররে কৈলাম কৈয়েন না।)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেম্বর পচ্ছদ না পাইলে বুজবাম হ্যাতে পতিস্ঠিত লেখক।
চমৎকার উদ্দ্যোগ। তবে প্রতিষ্ঠিত লেখক ও পুরানো সচলদের-ও বিশদ পরিসরে অন্তর্ভুক্ত করা হোক।
কবিদের প্রতি এতো রাগ কেন? সবাই তো আর একগতিতে চলে না।
বইয়ের পিডিএপ সংস্করণ করলে আমরা যারা বৈদেশে থাকি তাদের জন্য উপকার হবে।
বিস্কুটধারীদের অভিনন্দন।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
চমৎকার উদ্দ্যোগ।
*************************************************************************
"জীবন কিছুটা যাতনা শেখায়__ক্ষুধা ও খরার এই অবেলায়__অতোটা ফুলের প্রয়োজন নেই।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
বিস্কুট খাইতাম মঞ্চায়। ভালু উদ্যোগ। বইকান কবে বাইর অইবো ???
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
থ্রি বিস্কুটিয়ার্স ভাইদের সফলতা কামনা করি।
শেখ আমিনুল ইসলাম।
আইডিয়া ভালো লেগেছে। আগাম অভিনন্দন।
একটি কঠিন ও সময় সাপেক্ষ কাজ, এই কাজের জন্য নাম না জানা বিস্কুটদেরকে আলাদা ভাবে জিন্দাবাদ দিলাম।
থ্রি বিস্কুটিয়ার্সদের ধন্যবাদ জানাই তাঁদের এই পরিশ্রমের জন্য। সচল সংকলনের সফলতা কামনা করি। সচল থাকুন।
আমি বিস্কুট ভালু পাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এতগুলো লেখা যারা পড়বেন তাদের জন্য সমবেদনা রইল!*নক্ষত্র
একটা বই কিনলাম
মাত্র ২৫টা লেখা ?? ... ইশশ... কবে যে জাতের হমু...
_________________________________________
সেরিওজা
এইটারে সচল সংকলন ২০১০ নাম দেয়া দরকার ছিল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সংকলনের নাম আসলে "সচলায়তন সংকলন তৃতীয় খণ্ড"। আর প্রকাশকাল ধরে ডাকা হয় না, যে বছরের সংকলন, সে বছর ধরে ডাকা হয়।
আমার লেখা না থাকলে ধরে নিতে হবে আমি প্রতিষ্ঠিত লেখক
---------------------------------------------------------------------------
একা একা লাগে
মডুও তো হইতে পারেন
আহারে ! তিন বিস্কুটের লাইগা কষ্ট লাগতেছে ! সারাটা বছর হেগোরে এমন হাত-পা বাইন্ধা পড়াইছে !
তয় কাজটা দারুণ হইছে !
অভিনন্দন ! এক কপির বুকিং দিলাম।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চমৎকার উদ্যোগ। কোন লেখাগুলি নির্বাচিত হয়েছে তা কবে জানতে পারব ?
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
কখন বের হবে? বইমেলায়?
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। যারা এতখানি পরিশ্রম করে লেখা নির্বাচন ও আরো পরিশ্রমসাধ্য অন্যান্য প্রক্রিয়া চালিয়ে সুন্দর সংকলনটি প্রকাশ করছেন, তাদের জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অভিনন্দন বিস্কুট টিম কে
ইয়ে...আপ্নাদের নাম বিস্কুট কেন?!?
এইটা কি কাগজে ছাপা বই হবে নাকি পিডিএফ?
পিডিএফ চাই...
বিস্কুট টীমকে অনেক অনেক ধন্যবাদ...
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
নজু ভাইয়ের সাথে সহমত!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম।
মধুবন্তী মেঘ
নজরুল ভাইয়ের মতো আমিও এই নির্বাচন প্রক্রিয়ার প্রতিবাদ জানাচ্ছি। লেখা নির্বাচনের মূল প্রক্রিয়া হওয়া উচিত ছিলো দুটি। প্রথমত, লেখার মান, সেটা যার-ই হোক না কেন। শুধু নিরপেক্ষতার খাতিরে বা কোনো প্রশ্ন যাতে না ওঠে (যেহেতু বিচারকের প্রতিযোগী হওয়া সাজে না) সেজন্য নির্বাচকদের লেখা বাদ যেতে পারে। আর দ্বিতীয়ত, একই লেখকের একাধিক ভালো লেখা থাকলে সেখান থেকে একটি লেখা বাছাই করা। তবে মিথস্ক্রিয়ার বিষয়টি আসায় সেটা একটা ভালো কাজ হয়েছে। সচলের অন্যতম প্রাণশক্তি মিথস্ক্রিয়া- সেটায় যাদের অংশগ্রহণ নেই, সচলের কোনো প্রকাশনায় তাদের লেখা না আসাই ভালো।
এখন যাদের লেখা প্রকাশ হবে তাদরেকে মোটামুটি ট্যাগ করে দেয়া হলো- তারা 'অপেক্ষাকৃত পুরনো' নন, তারা 'মডারেটর' নন এবং তারা 'অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত' লেখক নন। 'অপেক্ষাকৃত পুরনো' বিষয়টি সময়ের সাথে সম্পর্কিত- লেখার মানের সাথে নয়। 'মডারেটর' হওয়া লেখাপ্রকাশের ক্ষেত্রে 'অযোগ্যতা' হয়ে গেলো ! আর যাদের লেখা ছাপা হলো না, তাদেরকে 'অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত' বলে স্বীকৃতি দেয়া হলো!
দুঃখিত, বিষয়টাকে সমর্থন করতে পারলাম না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখা নির্বাচনের শর্তের সাথে একমত হতে পারলামনা।
লেখা প্রকাশের ক্ষেত্রে লেখার মান ছাড়া আর কিছু বিবেচ্য হওয়া উচিত নয়।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
গুড লাক...
ভয়ে ভয়ে আমিও হাত তুললাম, নজু ভাইয়ের কথার সাথে একমত আমিও।
সচল সংকলনটা যেহেতু প্রতিটা বছরের প্রতিনিধিত্বকারী সংকলন, সেহেতু সেখানে বছরের সেরা লেখাগুলোই আসা উচিত। আর সে কারণে, মডারেটরদের বা অন্যান্য প্রবীনদের (আমি বাদে!) লেখা বাদ দেবার কোন কারণ দেখছি না। এটা সত্যি যে আমরা নতুন নতুন লেখকদেরকে উৎসাহিত করতে চাই এবং গত বছরে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের অনেকেই ঈর্ষাজাগানিয়া লেখা দিয়েছেন। কিন্তু সংকলন করতে গেলে আমার মনে হয় কেবল সেরা লেখা গুলো নিয়েই করা উচিত---সে কারণে যদি নতুনদের লেখা বেশি থাকে, তবে তাই হোক। আর যদি পুরাতনদের লেখা বেশি হয়, তাতেই বা ক্ষতি কী!
সংকলন প্রকাশের ক্ষেত্রে মানের শর্তটা সবার আগে রেখে তারপর সদস্যদের আয়ুস্কাল বিবেচনায় আনলে মনে হয় ভাল হয়।
একজন পুরাতন সদস্য হিসেবে এই মন্তব্য রাখার কারণে অনেকের হয়ত মনে হতে পারে আমি আমার নিজের লেখার অন্তর্ভুক্তির জন্যে এমন করছি। সে ভয় কাটানোর জন্যে আমি বিস্কুটিয়ার্সদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাব, আমার কোন লেখা অন্তর্ভুক্ত না করতে। বরং তার বদলে যদি আরো কোন সদস্য বা মডারেটরদের লেখা অন্তর্ভুক্ত করা হয়, আমি তাতে কৃতার্থ বোধ করব।
আশা করি এই মন্তব্য কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি করবে না।
সাদা চোখে আমিও দ্বিমত পোষণ করি লেখা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। তবে, বাস্তবতাকে আমলে নিলে একটু ভিন্ন ভাবে ভাবতেই হয়।
সচলায়তন সংকলনকে আমি "সেরা" লেখার বাছাই/সংকলন হিসেবে দেখি না। সেক্ষেত্রে অজ্ঞাতনামা বিস্কুটিয়ার্সের পরিচয় জানার প্রসঙ্গ আসে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসে, ইত্যাদি। অজ্ঞাত তিনজন বিস্কুটিয়ার্সের অজানা পদ্ধতির সাবজেক্টিভ জাজমেন্টেও আমরা বিশ্বাস স্থাপন করি। এটা কি ঠিক "সেরা লেখা বাছাই"-এর দিকে ইঙ্গিত করে?
আমি মনে করি, প্রকাশিত সংকলনের মাধ্যমে সচলায়তন নিজেকে কাগজের বইয়ের পাঠকদের কাছে পরিচিত করে তুলতে পারে। হরেক রকম শর্ত মিলিয়ে হয়তো ৬০০ পৃষ্ঠার একটি সংকলন ছাপানো যায়, তবে সেক্ষেত্রে সেই বই বাজার পাবে না। আগের সংকলনগুলোর ক্ষেত্রে এটাই হয়েছে। কাউকে না কাউকে ছাড় দিতেই হবে। স্রেফ "সেরা" বাছলে বাঁধা ২০-২৫টা নামের একটা লাইন-আপ বছরের পর বছর ঘুরবে। এতে করে সচলায়তনের সাথে পাঠকের পরিচয় হবে না, পরিচয় হবে ঐ নির্দিষ্ট লেখকদের সাথে।
এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমি মডু ও পুরনো সচলদের লেখা বিবেচনায় না নেওয়ার পক্ষপাতী।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বাস্তবতা বলতে এটাই বোঝাচ্ছিলাম যে সচলায়তন সংকলনগুলো মানে খুব ভালো হলেও কলেবর এবং প্রচারজনিত কারণে খুব কম বিক্রি হয়েছে বিগত দুইটি বইমেলায়।
কঠোর নিয়ন্ত্রণের কারণে সচলের প্রায় প্রতিটি লেখাই উচ্চমান সম্পন্ন এবং অনেক লেখাই প্রকাশনাযোগ্য। সংকলনে এই সার্বিক মানের সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় বলেই মনে করি আমি। আমার চোখে এটা coronation নয়, sampling.
ভেবে দেখুন, যদি সেরা ২৫টি লেখাই "গল্প" হয়ে থাকে, সংকলনে শুধু সেই লেখাগুলোই থাকবে? যদি সেরা ২৫টি লেখা একই লেখকের হয়ে থাকে, তাহলে কি শুধু তাঁরই ২৫টি লেখা নিয়ে সংকলন তৈরি হবে? অবশ্যই না। নেতিবাচক উত্তর কিন্তু এক্ষেত্রে অন্যায্য পন্থা।
আমি মডু ও পুরনো লেখকদের লেখা বাদ দেওয়াকে সমর্থন করেছি কারণ আমি সার্বিক মানের উপর আস্থা পোষণ করি। তাঁদের লেখার পরিবর্তে অন্য যেকোন লেখাও সচলায়তনকে ভালো ভাবেই প্রতিনিধিত্ব করতে পারবে।
ভালো লেখক অনেকেই আছেন, তবে কিছু লেখক অন্য উচ্চতার। "সেরা" ২৫টি লেখায় হিমু ভাই, মৃদুল ভাই, আকতার ভাই, হাসান ভাই, প্রমুখ জনা বিশেকের লেখা থাকবেই। এটা তাঁদের লেখার গুণেই। বছর বছর যদি ২০ জন পুরনো লেখক এবং ৫ জন নতুন লেখকের লেখা নিয়ে সংকলন প্রকাশিত হয়, তবে তা একটা পর্যায়ে "সংকলন" হিসেবে তার আকর্ষণ হারাবে না কি?
মূল বিরোধটা হলো, আপনারা সংকলনকে সেরা লেখার বাছাই হিসেবে দেখছেন, আমি দেখছি সচলায়তনের পরিচায়ক হিসেবে। আপনাদের দৃষ্টিকোণ থেকে দেখলে মডু/পুরনো হওয়ার কারণে কাউকে বঞ্চিত করা অবশ্যই অন্যায্য। আমার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা তুলনামূলক ভাবে স্বাভাবিক।
ভাই ইশতি কোনো কিছুর 'পরিচায়ক' হিসেবে যখন কিছু উপস্থাপন করা হয় তখন কি 'সেরা' অংশটুকুকে সমগ্রের সাথেই উপস্থাপন করা হয় না?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কবি আল মাহমুদের একটি কথা দিয়ে শুরু করি- তিনি একবার বলেছিলেন, কবি সয়ম্ভূ। তাঁর লেখা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য কেউ রাখেন না। তবে যা করা হয়, তা নিছক যার যা ধারণাপ্রসূত। আপনারা সেটি করেছেন; এই সাহসিকতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
মিথষ্ক্রিয়ার বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, নবীনদের চেয়ে পুরাতন সচলরাই বেশি অচল। সবচেয়ে আশংকার বিষয় হচ্ছে, তারা নিজেরা একটি গোষ্ঠি তৈরী করে নিয়েছেন। এটি সুখের বিষয় নয়। আরো ভয়ংকর বিষয় হচ্ছে, একজন মন্তব্য না রাখলে অন্যজন মন্তব্য করেন না। তাহলে যারা এখনও গোষ্ঠি তৈরী করতে পারেননি তাদের কী হবে?
আপনাদের প্রচেষ্টার প্রশংসা করি, তবে সাথে সাথে এও বলি, ভালো কাজ করার পর বলার প্রয়োজন হয় না, নিশ্চয় এটি একটি ভালো কাজ হবে। পড়ার অপেক্ষায় থাকলাম। বাকি মন্তব্য না হয় পরেই করা যাবে। আবারও ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
এটা পৃথিবীর প্রতিটি সমাবেশে একজন নবাগতের উপলব্ধি। সময়ের সাথে আপনার এই উপলব্ধি পাল্টাবে। ইতিহাস সেরকমই বলে।
আমি নিজের ব্যক্তিগত চর্চার কথা বলতে পারি। কেবল নিজের পোস্টে যারা মন্তব্যের উত্তর দিয়ে আমাদের ধন্য করেন, তাদের পোস্টে আমি কোনো মন্তব্য করি না। এই চর্চা যদি দ্বিতীয় কেউ করেন, তার মানে এই না, তিনি আমার সাথে গোষ্ঠীবদ্ধ। আত্মমগ্ন লেখকদের জন্যে লেখক সমাবেশ একটা পীড়াদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় প্রায়ই। আপনার খেদোক্তিতে সেই পীড়ার ছাপ পেলাম।
চমৎকার উদ্যোগ, ২০০৯ সংকলনের সাফল্য কামনা করি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বিস্কুট ভায়ারা নীরব কেন?
অনেক কঠিন দায়িত্ব পালন করলেন “থ্রি বিস্কুটিয়ার্স”। এত ভালো ভালো লেখার মধ্যে থেকে মাত্র ২৫টা লেখা নির্বাচন করা বেশ ভোগান্তির। অভিনন্দন।
ইবরাহিম যুন
দারুণ উদ্যোগ। বই প্রকাশিত হওয়ার অপেক্ষায় থাকলাম।
এইবার আশাকরি অপ্রর লেখা বাদ পড়বে না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
প্রতিষ্ঠিত বা অপেক্ষাকৃত পুরোনো আমি নিশ্চয়ই না।
মডুও তো না-ই, যতোদূর জানি।
মিথস্ক্রিয়াশীল না কি মিথনিস্ক্রিয়ের দলে পড়লাম, সেটা অবশ্য জানি না।
আর, নিজের লেখালেখির সেইরকম নিঃসন্দেহ মান আছে ব'লেও মনে করি না।
তবু, নিজে অপ্রকাশিত থাকি কি প্রকাশিত হই, সেটা নিয়ে কোনো খেদ-খুশি ছাড়াই (মানে, সেটা নির্বিশেষেই), আমারও বড় বেশি ক'রেই মনে হচ্ছে, ব'লেও ফেলি ছোট মুখে, যে- লেখক নির্বাচনের ওই নিরপেক্ষতাপ্রবণ নীতিগুলো বরং সংকলনটির সম্ভাবনাকে ছোট এবং নিচু ক'রে ফেললো। এটা তো সচলায়তন সংকলনই, না? অমডু-অবিস্কুট-নতুন-সচল-সংকলন তো না? না কি?
মিথস্ক্রিয়াকে আমিও সচলত্বের একটা উচিত শর্ত ব'লেই বিশ্বাস করি। কিন্তু মডু এবং পুরোনোদের লেখা বিবেচনা না করবার বিষয়টা বোধ হয় দরকার ছিলো না। এর মানে কখনই এটা না যে নতুনদের লেখার মান খারাপ; কিন্তু আমার কথা হচ্ছে- পুরোনোদেরকে শুধু শুধু হারানো কেন?! এমনকি, থ্রি বিস্কুটিয়ার্স এই অমানুষিক কঠিন দায়িত্ব পেয়ে এবং পালন ক'রেও তার পার্শ্বপ্রতিশাস্তি হিসেবে এই প্রকাশনা থেকে বাদ যাবেন- এটা কেমন হ'লো?! তিনজনে মিলে তো নৈর্ব্যক্তিক বাছাই সম্ভব ছিলো। এটা তো আর একজনের ব্যাপার না যে স্বয়ম্ভু তিনিই স্বেচ্ছাচার ক'রে নিজের মানহীন লেখা প্রকাশ করে ব'সে থাকতেন!
নতুনরা ওটা নিয়ে ঈর্ষাকাতর হ'তেন ব'লে তো মনে করি না। কেনই বা হ'তেন! ঈর্ষা করাটা কি যৌক্তিক হ'তো? প্রতিষ্ঠিত বা পুরোনো হওয়ার জন্য তো সেই সময়টা দিয়ে ধৈর্য-শৌর্যের সাথেই সেই জায়গাটাতে আসতে হবে। সেটা অবিচার বা পক্ষপাত কেন হবে? সেটাই তো প্রাকৃতিক স্বাভাবিক! কী জানি! আমার তো তা-ই মনে হয়।
যাক, সংকলনের সাফল্য কামনা করতে তবু কার্পণ্য করলাম না।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বিস্কুটিয়ার্সদের পক্ষ থেকে একটা লেখা থাকা উচিত, যাতে তারা এমন কিছু লেখার শিরোনাম দিতে পারেন যেই লেখাগুলো প্রতিষ্ঠিত লেখকদের কিন্তু প্রতিষ্ঠিত লেখক হবার দরুণ বা বৈচিত্রের খাতিরে তারা সংকলনে নিজেদের স্থান সংকুলান করাতে পারেনাই। যদি বইয়ে এমন একটা মুখবন্ধ থাকে, তাহলে আগ্রহী পাঠকেরা হয়ত পরে নিজ উদ্যোগে পরে সচল ঘেটে লেখাগুলো পড়ে নিতে পারতো।
সবশেষে বিস্কুটিয়ার্সদের ধন্যবাদ এমন একটা কঠিন এবং সময়ক্ষেপণকারী কাজ হাতে নেবার জন্য
আমি একজন প্রতিষ্ঠিত লেখক
হ। আমি ও।
একবছরের ভালো লেখার বাছাই। ক্র্ইটেরিয়া নিয়ে প্রথম দর্শনে দ্বিমত হয়। পরে মনে হয় খারাপ না। অনেকটা এইরকম যে কোনো সাময়িকী পুরনোদের বাদ দিয়ে অপেক্ষাকৃত নবীনদের নিয়ে কাজ করছে। ভালো। (আমি মডু না। খানিকটা পুরনো সচল। অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত লেখকও না।)
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
সংকলনটা পড়ে দেখার পর মন্তব্য করবো।
সবই বুঝলাম - কিন্তু বাহির হইব কবে?! মনে হয় কিছু মিস করছি ...
প্রতীক্ষায় রইব। আচ্ছা, একটা অফ টপিক প্রশ্ন আছে আমার, ওই যে সেই কোন কবে কবিতা সংকলন হবে বলে কবিতা পাঠালাম, সে কি কোনোদিন আলোর মুখ আর দেখবে?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নতুন মন্তব্য করুন