১ জুলাই, ২০০৭ এ সচলায়তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবার পর তিনটি বইমেলা আমরা দেখেছি। ২০০৮ থেকে ২০১০ এ একুশে বইমেলায় সচলায়তনের সদস্য ও অতিথি লেখকদের প্রকাশিত বইগুলোর প্রচ্ছদ এই শোকেসে সংগ্রহ করা হবে। এ কাজে সহযোগিতার জন্যে সকল সচল ও অতিথি লেখকের মনোযোগ কামনা করা হচ্ছে।
ধন্যবাদ।
মন্তব্য
হুমমমম।
বাহ। চমৎকার।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
পুরোনো বইয়ের প্রচ্ছদগুলোও সংগ্রহে রেখেছে সচল দেখে ভালো লাগছে।
ধন্যবাদ হিমু ভাই এবং সচলায়তন
-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
নতুন মন্তব্য করুন