একুশে ফেব্রুয়ারির ই-গ্রন্থঃ বিষয় "বাংলা ভাষা"

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১৪/০২/২০১০ - ৬:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা ভাষাকে ঘিরে আপনার চিন্তা, প্রস্তাব আর অভিজ্ঞতার কথা লিখুন। আঁকুন ছবি। তারপর পাঠিয়ে দিন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সচল ই-গ্রন্থ সম্পাদনা পর্ষদের কাছে। লেখালেখি আর আঁকিবুকি পাঠানোর শেষ সময় ১৬ ফেব্রুয়ারি ২০১০*।

সচল নজরুল ইসলাম এই ই-গ্রন্থটি সম্পাদনা ও অলঙ্করণের কাজ সমন্বয় করবেন। লেখা পাঠান তাঁর ঠিকানা ami.nazrul অ্যাট gmail.com বরাবর।

আর মন্তব্যের ঘরে প্রস্তাব করুন এই ই-গ্রন্থের নাম।

সচলের নিবন্ধিত সদস্য ও অতিথি ছাড়াও অতিথি লেখকেরা লেখা পাঠাতে পারবেন।

সকলকে ধন্যবাদ।


পূর্বনির্ধারিত সময়সীমা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিবেচনায় বর্ধিত সময়সীমা ২৮ফেব্রুয়ারি, ২০১০ নির্ধারিত হলো।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এমন একটা সিরিয়াস বিষয়ে লেখার জন্য এত কম সময় কেন? এমন কোন কথা নেই যে এটা ফেব্রুয়ারী মাসেই বের হতে হবে। তাড়াহুড়া করে বের করার চেয়ে বরং একটু সময় নিয়ে বইটা করা হোক যাতে সেটা বাংলা ভাষার এবং বাংলাভাষী মানুষের কাজে লাগে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নৈষাদ এর ছবি

সময় বেশ কম হয়ে গেছে এ ব্যাপারে সহমত।
(যদিও এর পরিকল্পনা এবং আনুষাঙ্গিক বিষয় গুলি জানিনা)

আবু রেজা এর ছবি

মনে হয়, আরেকটু সময়ের দাবি বিবেচনা করা যায়।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

রণদীপম বসু এর ছবি

আচমকা এমন একটা গুরুতর বিষয় ও পরিকল্পনা দৌড়ের ওপর ছেড়ে দেয়া হলো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইবার লেখা দেন সবাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী এর ছবি

ও বাবা! শুধু লিখলে হবে না আবার ছবিও আঁকতে হবে! আমি ছবি আঁকতে পারি না৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরে না, যে লেখার সে লিখবে, যে আঁকার সে আঁকবে... আপনি লিখেন....
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

হ। ভালৈছে। সময়ের জন্য ধন্যবাদ। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।