পরীক্ষামূলকভাবে কিছুদিনের জন্য আড্ডাঘর চালু করা হয়েছিল। কিন্তু এটা আগের মতই প্রচুর ব্যান্ডউইথ টানছিল এবং সচলায়তন ধীর গতির করে দিয়েছিল। এ কারণে আড্ডাঘর আপাতত বন্ধ রাখা হল।
কিন্তু আড্ডাঘরের বিপুল জনপ্রিয়তাও অস্বীকার করা যায় না। তাই নীচের অল্টারনেট সমাধানগুলি যাচাই করে দেখা হচ্ছে:
১। ব্যাকআপ সার্ভারে আড্ডাঘর হোস্ট করা
২। সচলায়তন আপগ্রেডের পর উন্নততর চ্যাট সার্ভার সফটওয়্যার ব্যবহার করা
৩। শুধু মাত্র দিনের একটা বিশেষ সময়ে আড্ডা চালু রাখা।
আপনাদের মতামত জানাতে পারেন।
মন্তব্য
স্কাইপে একটা চ্যাটরুম খুলে আড্ডাঘর নাম দিয়ে রেখে দেওয়া যায় না? মানে ওখানে কি বাংলা টাইপ করা যায়?
ইন্টিগ্রেশনে সমস্যা। আপনি এই চ্যাটরুমে জানেন যে শুধু সচলরাই এখানে। ওখানে নিয়ন্ত্রন করবেন কিভাবে? বাংলা টাইপের ব্যাপারটাও আছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আয় হায় - চ্যাটরুম বন্ধ হয়ে গেলে আমার মতন পোস্টহীন ব্লগার(-এর/দের) কি হবে?
অফটপিক: মা,মু, - আপনের এই প্রফাইল ছবিটা বস, একটা সুফি ভাব আছে - আগেরটা ভালো ছিল না, গ্রাজুয়েট স্টুডেন্ট মার্কা ছিল
সুফি? ইয়াক! ছবিটা বদলাতে হয় তাহলে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মামু,
আমার আর মেম্বরের মতন ভুঁড়িওয়ালাদের লইজ্জা দেওনার লাইগা এই ছবি লাগাইছে।
ওস্কো- এই মন্তব্যে কি ঝাড়ি লইবো আন্দাজ করতেছি।
আপনে কি মনে করছেন মা,মু,র ভুড়ি নাই? দুনিয়ার সব কম্পু-বিদ্বানদের মত ওনারও ভুড়ি আছে - দেখেন না ভুড়ি ক্রপ করে খালি বুকের উপর থেকে প্রফাইল ছবি মারছেন
তারপরেও ছবিটা ভালো বলছি কারণ চশমা খুইলা মির্জা টাইপ পোজ নিছেন। এতে চেহারায় একটা চেকনাই ভাব আইছে। চুলে মনে হয় ডোইল্লা তেল মাখছেন - এমনকি কপালও চক চক করতাছে
আগের ছবিটা ভাল ছিল,ভাইয়া...সত্যি বলছি।
-স্নিগ্ধা করবী
ইয়ে, মামুর চেহারার সাথে আমার চেহারার প্রবল সাদৃশ্য আছে বলেই আমার ধারণা। এই ছবিটা নিশ্চিত স্ত্রীর অবদান--- আমারতো খুবই ভালো লাগছে। খোমাখাতা আপাতত সংযম শিখতে বন্ধ রাখছি, নইলে ছবি-সিরিজটা দেখতে পাইতাম হয়তো। আমি ছবি বদলানোর বিপক্ষে।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
আমি ২য় প্রস্তাবের পক্ষে।
দুনিয়াজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন সচলরা। একেকজন একেক সময়ে বসবাস করছেন। দিনের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলে অনেকেই আসতে পারবেন না হয়তো।
১ম প্রস্তাবটিও ভালো। তবে আমার মতে আড্ডাঘরে কিছু আপগ্রেড দরকার। গত কদিন ধরে একটা নোটিফিকেশন সাউন্ডের অভাব বোধ করেছি বারবার। প্রায়শই আড্ডাঘর লোড হতে দিয়ে অন্যদিকে চলে যাই আর ভুলেই যাই যে আড্ডাঘরে আছি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নোটিফিকেশন সাউন্ডতো আছে। বাই ডিফল্ট বন্ধ করা। আমাদের মত যারা অফিসে চুরি করে চ্যাটাই তাদের জন্য সাউন্ডটা বিব্রতকর। সাউন্ড আইকনে ক্লিক করলেই এনাবল হবার কথা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাই ডিফল্ট বন্ধ থাকাই ভাল নইলে হেজেমনি লাইগা যাইতে পারে
দ্বিতীয়টা ভালো। সাময়িক সমাধান হতে পারে -- দিনের বিশেষ একটি সময়ে চালু না করে সপ্তাহের বিশেষ কোনো দিনে ২৪ বা ৩৬ ঘন্টার জন্য চালু করা। আড্ডাদিবস হবে সেই দিনটা।
এই বুদ্ধিটাও ভালো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুদ্ধিটা পছন্দ হইছে। ঢাকা সময় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত করা গেলে মনে হয় বেস্ট।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি কিছু জানিনা...আমার আড্ডাঘর চাইই চাই... (
আমি মোটামুটি টেকিকানা...তাই কোনটা যে ঠিক ভালো হবে তা জানা নাই...
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বন্ধ হৈলেই ভালো- পোলাপান খালি আড্ডা দিয়া সময় নষ্ট করে... ছিক সব !!!
_________________________________________
সেরিওজা
একমত। ব্লগেই বহুত সময় নষ্ট করি আবার আড্ডাঘর। নিজে না পারলে আর কেউ দিব কেন? বন্ধ হৈলেই ভালো।
ভাই আপনে তো ভুল বুঝলেন - সুহান নিজেই সারাদিন চ্যাটরুমে মোটামুটি পাকাপোক্ত আখড়া বানাইছিল
আড্ডাঘর মিস করতেছি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আড্ডাঘর বন্ধ করায় ব্যাপক দিক্কার। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার ব্যাপারটা বুঝতে পারতেসি। ইশতি'র আড্ডাদিবসের আইডিয়াটাও ব্যাপক পসন্দ হইসে।
আরেকটা কথা, আবার যখন আড্ডাঘর চালু হবে, সেইখানে সুহান এবং স্বাধীনের আইপিসহ ব্যাঞ্চাইলাম - আড্ডাঘরকে তাচ্ছিল্য করে মন্তব্য দেয়ার জন্য।
ইসসস,,,, আমার শুধু ধুলোল আর লিমুর কথা ভাইবা খারাপ লাক্তেছে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
- হ। আমারো। এখন আর জনৈক লুল্বুড়ার কীর্তির ইসকিন শট নেয়া হবে না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কাইন্দেন না। শোককে শক্তিতে পরিণত করেন। আবার নতুন উদ্যমে ফেসবুকে ঝাঁপিয়ে পড়েন। নতুন গামছা যেটা অর্ডার দিছিলেন মোছামুছির জন্য, সেইটা আইসা পৌঁছাইসে?
মাওলানা মহাবুব লুলাজাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কালকে আড্ডাঘরে থাকা অবস্থায় যখন বিনা নোটিশে হুট করে বন্ধ করে দিলেন, তখন একটু খারাপ-ই লেগেছিলো। ব্যান্ডওয়াইডথের ব্যাপারস্যাপার তো আর তেমন বুঝি না- তবে এরপর বন্ধ করলে নিদেনপক্ষে কিছু সময় দিয়েন। কিংবা অন্তত চলমান আড্ডাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
শুনেছি অ্যাজাক্সভিত্তিক চ্যাট বক্স বানালে নাকি ব্যান্ডওয়াইডথ কম খরচ হয়।
অফটপিক: সেদিন জুমলাআর্ট সাইটে গিয়ে দেখলাম ওখানে বেশ কিছু ড্রুপাল-টেমপ্লেট আছে যেগুলোকে সচলের জন্য মানানসই বলে মনে হয়েছে। সচলের টেমপ্লেট বদলানোর চিন্তাভাবনা থাকলে ওখানে একটা ঢু মারতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দুঃখিত। ~১০ জনের আড্ডার জন্য ২০০ জন দুর্ভোগ পোহাচ্ছিলেন বলে কাজটা করতে হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হুমম, কিন্তু সেটা তো আপনি আগেই জানতেন!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমি আড্ডাবাজ
...........................
Every Picture Tells a Story
আড্ডাঘর প্রয়োজন। টেকি ব্যাপারটা অপটিমাইজ করবেন আশাকরি সংশ্লিষ্টরা। কিন্তু আড্ডাঘরের প্রয়োজনীয়তা অনুভব করি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমার ভোট ১ এর পক্ষে। সেটাতে দেরি হলে কাজ চালানোর জন্যে ৩ করা যেতে পারে। আর ১ অথবা ৩ চলতে থাকা অবস্থায় ২ বাস্তবায়নের চেষ্টা করা উচিৎ।
(তিনটা মার্কাতেই ভোট দিলাম )
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
সার্বিক পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত আমার ভোট হচ্ছে......
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
২ নং এর সাথে সহমত ।
আড্ডা যদিও আখেরে ভালু ফল আনবে না, কিন্তু আড্ডা না দিলে খ্রাপ লাগে!!
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
যাক্, জীবনে একবার তো আড্ডাঘরে গেছিলাম ! তখনই বুঝছি, বালকদের থাইকা বালিকারা আড্ডাবাজ বেশি হয় ! কিন্তু কেন হয় ? এইটা জানতে হইলে আবার আড্ডাঘর চালু করতে হইবো।
২ নম্বর অপশন খারাপ না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আড্ডাঘর বাতিল... এতো সময় কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে আপনেই না সারাদিন আড্ডাঘরে বৈসা থাকতেন?
http://blog.chatroll.com/how-to/add-a-drupal-chat-module-to-your-site-in-5-easy-steps
এই মড্যুলটা কি হোসটেড না নিজেদের হোসট করতে হবে?
নতুন মন্তব্য করুন