আজ একটা ইমেইলে আমরা জানতে পেরেছি যে contact এট sachalayatan এর ঠিকানার মত নকল ঠিকানা ব্যবহার করে ইমেইলে এটাচমেন্ট ছড়ানো হচ্ছে। এটাচমেন্টে কি আছে আমরা জানি না, কিন্তু এটা যে বদ মতলবে পাঠানো হয়েছে সে বিষয়ে আমাদের সন্দেহ নেই। এরকম ইমেইল পাওয়া মাত্র ডিলিট করে দিতে অনুরোধ করছি।
যদি সম্ভব হয় ইমেইলটির একটি কপি বা সোর্স আইপি ঠিকানা contact এট sachalayatan বরাবর ইমেইল করে আমাদের জানাতে অনুরোধ করছি। কোন প্রশ্ন থাকলে contact এট sachalayatan বরাবর ইমেইল করে জিজ্ঞেস করতে পারেন।
বিষয়টি পরিচিত সচল, হাচল, অতিথি এবং পাঠকদের জানিয়ে দিন। এই কারণে কারো সমস্যা হলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
কয়েকটি তথ্য:
১। আমাদের নয়। সচলায়তন খোলার এক সপ্তাহের মাথায় একজন সেটা দখল করেন এবং মানুষ জনকে বিভ্রান্তিকর ইমেইল পাঠান। তখনও আমরা সর্তক করে দিয়েছিলাম।
অতি সম্প্রতি অধিকারীকে আমরা একাউন্টটি ফিরিয়ে দিতে অনুরোধ জানাই। কিন্তু তিনি প্রথমে $১০০০ ডলার চান। সেটা দিতে অপারগতা প্রকাশ করলে চুপ করে যান।
তাছাড়া ও বোধহয় এনারই দখলে।
২। twitter.com/sachalayatan, facebook sachalayatan.com গ্রুপ এগুলো অবশ্য আমাদের।
৩। গুগল অ্যাপস ফ্রি এডিশন দিয়ে আমাদের ইমেল সার্ভার চলছে। মাঝে সচলায়তন সার্ভারের বিপর্যয়ের পর গুগলের সার্ভার ব্যবহার করার সিদ্ধান্ত নেই আমরা। সুতরাং আমাদের ইমেইল গুলোতে গুগল ইমেইল সার্ভারের সিগনেচার পাবেন।
৪। এই ধরণের স্প্যামিং কিন্তু সারা জীবনই চলবে। এবং চলবে বিভিন্ন পরিচিত ওয়েবসাইটের নাম দিয়ে। সবচেয়ে বেশী স্প্যামিং চলে কিন্তু মাইক্রোসফটের নামে। সুতরাং যত বিশ্বস্ত ওয়েবসাইটই হোক না কেন সন্দেহজনক এটাচমেন্ট সহ কিছু আসলে সাবধান। প্রয়োজনে সেই প্রতিষ্ঠানের কারো সাথে যোগাযোগ করুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- এক হাজার ডলার? কও কী! (উল্টে পড়ার ইমো)
ইমেইল বিজনেস শুরু করুম নাকি হালায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি তাইলে হটমেইলে খুলতেসি...টাকাপয়সার টানাটানি যাইতেসে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
টাকা দিতে রাজি হতেন, বসরে বলতেন তার একাউন্ট ইনফো পাঠাতে... অন্তত ফেইক আইডি খোলা্নোর জটিলতা দিয়ে যাওয়ানো যেত
হে হে - ভালো আইডিয়া
খাইছে!!!!
নতুন মন্তব্য করুন