সচলায়তনে রিচ টেক্সট এডিটর যুক্ত হলো। বেটা ভার্সন টেস্টে আগ্রহীরা এই পোস্টের মন্তব্যে আপনার অংশগ্রহণের কথা জানালে এটা আপনার জন্য উন্মুক্ত করা হবে।
ব্যবহারবিধি
১। কীবোর্ড বাছাই করতে কীর্বোড ড্রপ ডাউন থেকে পছন্দে কীবোর্ড বেছে নিন।
২। ইউনিকোড বদল করতে আগে প্রচলিত বাংলা টেক্সটটি এডিটরে পেস্ট করুন। তারপর প্রচলিত বাংলা টেক্সটটি বাছাই করে "ইউনিকোডে বদল" ড্রপ ডাউন থেকে প্রচলিত টেক্সটের ফরম্যাট সিলেক্ট করুন। তৎক্ষনাৎ লেখাটি বদলে যাবে। টেক্সটের আকার অনেক বেশি হলে অল্প অল্প করে পরিবর্তন করুন। নইলে অনেক সময় লাগতে পারে।
৩। প্রচলিত বাংলায় বদল করতে আগে ইউনিকোড বাংলা টেক্সটটি বাছাই করে "প্রচলিতে বদল" ড্রপ ডাউন থেকে প্রচলিত টেক্সটের ফরমেট সিলেক্ট করুন। তৎক্ষনাৎ লেখাটি বদলে যাবে। টেক্সটের আকার অনেক বেশি হলে অল্প অল্প করে পরিবর্তন করুন। নইলে অনেক সময় লাগতে পারে।
৪। মাউস টিপে বাংলা লিখতে 'অ' লেখা ড্রপ ডাউনটি বাছাই করুন। সেখান থেকে মাউস টিপে বাংলা লিখতে থাকুন।
ব্রাউজার নিয়ে কথা
১। ফায়ারফক্স ৩.৬.x: সমস্যা নেই
২। ইন্টারনেট এক্সপ্লোরার ৮: সমস্যা নেই
৩। ক্রোম ৫: সমস্যা নেই
৪। অপেরা ১০.x: লেখার সময় কার্সর একই জায়গায় দাঁড়িয়ে থাকে। স্পেস চাপলে কার্সর জায়গামতো সরে যায়। কার্সরের পজিশন ইগনোর করে লিখতে থাকলে সমস্যা হয় না।
৫। সাফারী ৫: কিছুই লেখা হয় না। সাফারির জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউনিকোড ভিত্তিক তথ্য জমা রাখতে পারে না। ওয়েবকিট ডেভলপমেন্ট লিস্ট বাগ ফাইল করা হয়েছে।
অন্যান্য ব্রাউজারে পরীক্ষা করে আমাদের জানান।
জানা সমস্যা
১। যদি এডিটরে কোনো লেখা না থাকে এবং বার বার ব্যাকস্পেস চাপা হয় তাহলে পুনরায় কিছু লেখার পর ব্যাকস্পেস কাজ করে না। এক্ষেত্রে একবার স্পেস দিলে ব্যাকস্পেস আবার কাজ করতে শুরু করে।
২। ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যাকস্পেস মাঝে মাঝে সমস্যা করে। ঠিক কখন এই সমস্যাটা করে সেটা বোঝা যায়নি।
কিছু বিষয়
১। অযথা ফন্ট ব্যবহারে বিরত থাকুন। বাংলা ফন্ট অনেকের কম্পিউটারে থাকে না।
২। প্রথম পেইজের সৌন্দর্য্যের কথা বিবেচনা করে প্রথম অংশে বেশি কোডিং করবেন না। অবশ্য ভবিষ্যতে প্রথম পেইজের প্রসেসিংয়ে কিছু পরিবর্তন করে এটা সংশোধন করা হবে।
৩। এডিটর প্রথমবার লোড হতে বেশ খানিকটা সময় নিতে পারে। তারপর এটা অনেক দ্রুত গতিতে লোড হবে, যদিও সাধারণ টেক্সট বক্সের চেয়ে একটু বেশিই সময় লাগবে।
এনজয়!!!
মন্তব্য
হুঁম। এখন নানা রং-বেরং-এর লেখা বেশি করে দেখা যাবে।
আগেরটাও ভালই ছিল। একটু কোড মনে রাখতে হতো।
১। আচ্ছা, এডিটরে একটি ছবি ওয়ার্ড-রাপ ছাড়া দেয়ার কোন ব্যবস্থা আছে? এমনিতে দিতে টেবিল বানাতে হয়?
২। য-ফলা সমস্যার সমাধান হয়েছে কি?
দেখবো নে।
রং বেরংয়ের লেখাটা আসলে উদ্দেশ্য না। আসল বেনিফিট:
১। ফোনেটিক লেখার সময় পপ আপে ইংরেজীটা দেখানো গেলে।
২। ছবি টেনে হিঁচড়ে রিসাইজ করা গেলে।
৩। ভুল বানান হাই লাইট করা গেলে।
বাকি সুবিধাগুলি বাই প্রডাক্ট।
তোমার প্রশ্নের উত্তর:
১। এটার জন্যই দরকার রিচ টেকস্ট এডিটর।
২। য-ফলা সমস্যার সমাধান আসলে আরো উঁচু লেভেল থেকে হতে হবে। আমি এ ব্যাপারে কিছু উদ্যোগ নিচ্ছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ ভাই জিন্দাবাদ।
আপনার ইউনিকোড লেখনিটা আপডেট করলে একটু কইয়েন। ঘুরার সময় কিন্তু বেশিরভাগ সময় ওটাতেই লিখবো।
ওটা সচলের মতই, সবই ঠিকঠাক, খালি সামহোয়্যারইন লেখার স্টাইলটায় যথারীতি য-ফলা সমস্যা।
য ফলার সমস্যা:
ব়্যাব, ব়্যাম তো আমার এখান থেকে (উবুন্টু ৮.০৪.৪) ঠিকই লেখা এবং দেখা যাচ্ছে (কৃতজ্ঞতা: সারিম)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ভাই, আরেকবার একটু বলেন তো কিভাবে লেখে? আমারো উবুন্টু লেটেস্ট+ফফ।
হাজির! টেস্ট করতে চাইতেছি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ডান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আগ্রহী
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ডান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাজিরা দিলাম।
কিন্তু গত দুদিন ধরে একটা সমস্যা দেখতে পাচ্ছি। সচলের ফন্টগুলো বিশাল হয়ে গেছে। এটা টেকনিক্যাল সমস্যা কিনা। অন্য সব ওয়েব সাইট কিংবা ব্লগ ঠিক দেখা যায়। কিন্তু সচল পাতাটা খুললে দেখা যায় ১৮ সাইজের ফন্ট। জুম আউট করে লেখা পড়তে হয়।
আমার ভার্সন ফায়ারফক্স ৩.৬.৪
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ডান।
ফন্ট এমবেডিং করা হয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারের মত ফন্ট ইনস্টল করা না থাকলেও এখন অসুবিধা হবার কথা না। একারনে ডিফল্ট ফন্টটা সহ বেশ বড় দেখাতে পারে। নীচের তথ্যগুলো পাঠাতে পারবেন?
১. ওএস
২. ব্রাউজার
৩. স্ক্রীন সাইজ
৪. স্ক্রীন শট
contact এট sachal
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার এখানেও আগের চেয়ে একটু বড় দেখায়। অভিযোগ করার মতো কিছু না। হয়তো ১ বা ২ পিক্সেল বড় হয়েছে। আমি ভেবেছিলাম ফায়ারফক্স আপডেটের কারণে বোধহয় এমন হয়েছে।
১. ওএস : উবুন্টু ১০
২. ব্রাউজার: ফায়ারফক্স (নামোরোকা ৩.৬.৬প্রি)
৩. স্ক্রীন সাইজ: কেমনে দেখে বুঝতে পারতেছিনা
৪. স্ক্রীন শট: দরকার নাই।
আমরা যার অ-চল তারা কি ব্যবহার করতে পারব?!
জহিরুল ইসলাম নাদিম
আপাতত অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি। কারন বাগ আছে কিছু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাজির! বহুদিন লিখি না!
নতুন এডিটরে লিখতে চাই!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আছি!
ফায়ারফক্সে ফন্ট এমবেড কাজ করছে। আজ পরীক্ষা করে দেখেছি। সবকিছু ঠিকঠাক।
কি মাঝি, ডরাইলা?
ডান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- আমি তো দেখি না, কই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ডান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাত তুললাম!
নতুন এডিটর কি শুধু পোস্ট লেখার পাতায়, নাকি মন্তব্যেও ব্যবহার করা যাবে?
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ডান।
আপাতত শুধু পোস্টে। প্রতি মন্তব্যে এটা লোড করতে গেলে খবরাছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আছি ভাইডি
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ডান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গ্রেট মুর্শেদ ভাই!
দয়া করে এই মন্তব্যে কেউ জবাব দেবেন না । জবাব দিলে পরে এডিট করা যায় না । আমি চাচ্ছি এখানে আমার অবজারভেশনগুলো জড়ো করতে । এই মন্তব্যের জবাবে আলাদা করে নিচে মন্তব্য করুন ।
কপি করতে গেলে এরকম মেসেজ দেখায় - ছবি
পেস্ট করতে গেলে এরকম একটা মেসেজ দেখায় - ছবি
২. ইউটিউব থেকে একটা লিংক ইনসার্ট করার চেষ্টা করলাম ।
টেক্সট এডিটর উইন্ডোতে ওটা এরকম দেখাচ্ছে - ছবি
৩. লিনাক্সে ফন্ট স্পষ্ট । অন্য ওএসগুলো কেমন আসে বলতে পারছি না । টেক্সট বক্সের ফন্ট আরেকটু বড় করা গেলে সুবিধা মনে হয় । ছবি ।
৪. আপ এ্যারো একবার একবার করে কাজ করে । আমি যদি ওটা চেপে ধরে বসে থাকি তাহলে এরকম একটা অবস্থা দাড়ায় । ছবি ।
৫. জাস্টিফাই করার জন্য কিছু থাকলে ভালো হতো । সব যখন আছে ওটা বাদ থাকবে কেন । জাস্টিফাই করতে সোর্সে গিয়ে জাস্টিফাই ট্যাগ যোগ করলাম । কাজ করে এভাবে । তবে ওটা করে আবার মূল এডিটরে ফেরত আসলে ট্যাগটা দেখা যায় । ছবি ।
৬. আমার এখানে স্পিড সন্তোষজনক ।
৭. এখানে লিখে মন্তব্যঘরে পেস্ট করলে ফরম্যাটিং থাকে না । যেটা করতে হয় সেটা হলো সোর্স ক্লিক করে সোর্স কপি করে মন্তব্যঘরে পেস্ট করতে হয় ।
সংযুক্তঃ সোর্স থেকে কপি পেস্ট করলে ৭ নাম্বার পয়েন্টের শেষ লাইনটা মন্তব্যঘরের বাইরে চলে যাচ্ছে । ছবি ।
অন্যান্য তথ্য -
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব ভাই,
স্পিড সংক্রান্ত আরেকটা ব্যাপার। টেকস্ট ইনসার্নের জন্য একটা নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সাধারণ এডিটরে বড় লেখা লিখলে সমস্যা করত। এটা করার কথা না। টেস্ট করে দেখবেন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বুঝি নাই ভালো করে । আরেকটু বিস্তারিত বলবেন ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
অনেক বড় লেখা লিখতে গেলে পুরো টেকস্ট কপি করে ইনসার্ট করা হতো। সেটা এখন হয়না। টেস্ট করতে:
১। একটা বড় লেখা কপি করুন।
২। পেস্ট করুন প্লেইন টেকস্ট এডিটরে।
৩। লেখার শেষে এবং মাঝে কিছু টাইপ করুন। দেখবেন থেমে থেমে আসছে লেখাগুলো।
৪। একই কাজ করুন রিচ এডিটরে। এখানে সমস্যাটা হবার কথা না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সমস্যা নেই । ঠিকঠাকমতো কাজ করছে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এইজন্যেই কি আজ সচলের লেখাগুলো সব হাতির সাইজ ধরেছে !
তাড়াতাড়ি টেস্ট-প্রিটেস্ট সারেন। রিচ-টেক্সট থাকতে আর পুঅর-টেক্সট থাকতে ভালো লাগবে কেন ! অপেক্ষায় আছি...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এখানে খোঁচা দিন
সাফারীর বাগটা নাকি ম্যাক ওস এক্সে রিপ্রডিউস করা যাচ্ছে না।
কেউ কি অনুগ্রহ করে উইন্ডোজ এবং ম্যাক ওসএক্সে চেষ্টা করে দেখবেন বাগটা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাসিব ভাইয়ের প্রশ্নের উত্তর।
১. ফায়ারফক্সের সিকিউরিটি সেটিংস এমন যে কিছু কপি করতে দেবে না। এতে করে পাসওর্য়াডের মত সেন্সিটিভ তথ্য কপি থেকে রক্ষা করা হয়।
২. পোস্ট করে জানাতে পারবেন কি হয়?
৩. করা হবে।
৪. উইন্ডোজে নট রিপ্রডিউসিবল।
৫. করা হবে।
৬. গ্রেইট।
৭. মন্তব্যে প্লেইন থাকুক। দুটো মিক্স না করাই ভালো মনে হয়।
হাসিব ভাই, টেস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মতে এটা কি রিলিজেবল?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন