একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে সচলায়তনে। সচলায়তনে এ যাবৎ কালে প্রায় দুইশর মত ব্যানার তৈরী হয়েছে। সবগুলো ব্যানার একসাথে করে গ্যালারীর অভাব অনেকে অনুভব করেছেন। এবারের সেই সমস্যাটির সমাধান করা হয়েছে।
গ্যালারী যুক্ত হয়েছে বর্তমান ব্যানারের সাথেই। ব্যানার ক্রেডিটের আগে এবং পরে দেখবেন '<<' এব '>>' চিহ্ন যুক্ত হয়েছে। এগুলোতে ক্লিক করলে যথাক্রমে আগের এবং পরের ব্যানারগুলো দেখতে পাবেন। ভবিষ্যতে এই ডাটাবেইজ আপডেট রাখা হবে। এটি কাজ না করলে Ctl+F5 দিয়ে পেইজ রিফ্রেশ করে নিন।
ব্যানারগুলো কারা বানিয়েছে সেটা স্মৃতি থেকে পুনরোদ্ধার করার চেষ্টা করা হয়েছে। যদি কোন তথ্যে ভুল পান তাহলে contact এট সচলে ইমেইল করার অনুরোধ রইল।
সচলায়তনে এ যাবৎকালে প্রায় ১৬ জনের মত ব্যানার বানিয়েছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মন্তব্য
আহ্, দারুণ একটা কাজ হয়েছে!
এভাবে দেখতে গেলে তো জীবন বের হয়ে যাবে। সবগুলো ব্যানার একটা পোস্টে থাকলে ভালো হতো। স্ক্রল করে দেখে নেওয়া যেতো। আগে তো এরকম একটা পোস্ট ছিলো। সেটাকে আপডেট করা যায় না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গ্যালারি ভাল লেগেছে। তবে আগে হয়ত ব্যানারের উচ্চতা কম ছিল, তাই এখন পুরোনো কিছু ব্যানারে vertical repeat হচ্ছে। css এ রিপিট বন্ধ করে দিয়েন।
কালো থিমটা ভালই কিন্তু লিঙ্কের রঙ ও কালো, যা খুবই বিভ্রান্তিমূলক। আমার মতে এটাও পরিবর্তন করে ফেলা প্রয়োজন।
ভালো লাগলো... এটার খুব দরকার ছিল...
সবগুলো ব্যানার একটা পোস্টে থাকলে ভালো হতো। স্ক্রল করে দেখে নেওয়া যেতো।
- সহমত।
-------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
কামের কাম হইছে !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
চমৎকার ফিচার। খুব দ্রুতই <<' '>> করা যায়।
এইটা একটা কামের কাম অইলো।
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
বেশ কিছু ব্যানার একাধিকবার এসেছে বলে মনে হল। এটা ঠিক করা হলে ব্যানারের সংখ্যা কিছু কম হতো। এতে স্পিডে কিছু সুবিধে হতো কি? আমার ধারণা নেই। জানিয়ে গেলাম শুধু।
সবচাইতে বেশি ব্যানার করেছেন দেখলাম শিল্পী '-'। তাঁকে শ্রদ্ধা ও অভিনন্দন। এই প্রচারবিমুখ শিল্পীর বিশাল প্রচার দাবি করছি।
এরপরেই, মুস্তাফিজ। অনন্য। তাঁর হাতদুটো প্লাটিনামে বাঁধিয়ে রাখা হোক।
অন্য সবাইকেও ভালোবাসা।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
হা হা হা...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- আমার করা ন্যুনতম দুইটা ব্যানার মাননীয় শিল্পী '-' এর নামে চলে গেছে। হিমু'র গেছে একটা (আমার জানামতে)।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোনটা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখানে নাম্বার পাবা। লেখকের নামের পাশে। ওই নাম্বারটা বললেও হবে।
http://www.sachalayatan.com/banner/33289
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- নাম্বার খুঁজতে তো সময় লাগবে। খাড়াও এমনিই বলে দেই, পরে আবার নাম্বার দেখে বলবো নি।
একটা হলো হিরোশিমা-নাগাসাকি দিবসের (ফিল্মস্ট্রিপে করা), আরেকটা হলো ঝরাপাতা। দেখবা অনেকগুলা সেঞ্চুরি পাতা মাটিতে গড়াগড়ি করতেছে। দেখলেই বুঝবা, হেহেহে, এগুলা আমার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিক করছি। Ctl+F5
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৪৫, ৭১ নাম্বার মুস্তাফিজের করা।
৭৫ ত্রিবেদির করা, এইটা ডাবল এসেছে, ১৬তেও আছে।
...........................
Every Picture Tells a Story
৯৪ নাম্বার আমি করেছি না উজানগাঁ করেছে মনে নাই, তবে শাহ করিমের ছবিটা মনে হয় উজানগাঁর তোলা ওকে একটু জিজ্ঞেস করে নিবেন।
...........................
Every Picture Tells a Story
৫ নাম্বারটা আমি করেছি বলে মনে হচ্ছেনা।
...........................
Every Picture Tells a Story
১০ নাম্বার সাঈদ আহমেদের করা।
...........................
Every Picture Tells a Story
আমি এখনো পুরাটা দেখার সময় পাই নাই। দৌড় শেষ হয় নাই। তবে একটু নেড়ে চেড়ে দেখলাম আমার একটা মুস্তাফিজ ভাইয়ের কান্ধে চাপানো হইছে
খাড়ান, কয়দিন পরে পুরাটা দেখে তদন্ত রিপোর্ট দাখিলামুনে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাইলে ৯৪টা আপনারই হবে।
...........................
Every Picture Tells a Story
http://www.sachalayatan.com/themes/andreas01/front-che_guevara.jpg
http://www.sachalayatan.com/themes/andreas01/front-juddho_oporadhi.jpg
http://www.sachalayatan.com/themes/andreas01/front-gaza.jpg
এই ৩ টা আমার করা ছিল... '-' এর নামে চলে গেছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ব্যানারগুলো কী চমৎকার হচ্ছে!
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন