সচলায়তন পরিসংখ্যান ২০১০

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০১/০৭/২০১০ - ৯:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি মর্মান্তিক কারিগরি ত্রুটির কারণে সচলায়তনের জন্মলগ্ন থেকে চলমান ভিজিটর লগটি গত বছরের নভেম্বরে নিশ্চিহ্ন হয়ে যায়। তাই সচলের প্রথম দুই বছরের ভিজিট তথ্যের জন্যে স্ক্রীনশট, সাইটের তথ্য এবং গত ছয়মাসের ভিজিটর লগটি সম্বল।

গুগল অ্যানালাইটিক্স লগ অনুযায়ী ২০১০ এর জানুয়ারি ১ থেকে জুন ৩০ পর্যন্ত সচলায়তনের ভিজিট তথ্য আপনাদের জন্যে পরিবেশন করা হচ্ছে।

পরিসংখ্যান দেখতে পোস্টের ভিতরে ঢুকুন।

  • ১৪১,৫১৯টি অনন্য ভিজিট এসেছে ২,৫৬৪,২৭১টি পেইজভিউয়ের বিপরীতে।

  • পাঠক গড়ে ২০ মিনিট ২২ সেকেণ্ড সময় কাটিয়েছেন সচলায়তনে। তুল্য একক পাঠক কল্পনা করে নিলে গত ছয় মাসে তিনি কাটিয়েছেন ১৭ বছর ৩৪০ দিন ৪ ঘন্টা সময়।

  • ৬টি মহাদেশের ১৩৩টি দেশের ৩,১৬৮টি শহর থেকে সচলের সদস্য ও পাঠকেরা গত এক বছরে সচলে দৃষ্টি রেখেছেন। ভিজিটের হিসেবে বাংলাদেশ, আমেরিকা এবং কানাডা সবচেয়ে শীর্ষে আছে। তবে সাইটে থাকার মোট সময় অনুযায়ী জার্মানী, সিঙ্গাপুর, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডা শীর্ষে রয়েছে।

    দেশভিত্তিক ভিজিট ২০১০দেশভিত্তিক ভিজিট ২০১০

  • সচলায়তনে ভিজিটরদের শতকরা ৩৩ ভাগ গুগল থেকে খুঁজে পান, সরাসরি আসেন শতকরা ৩০ ভাগ এবং ফেইসবুক থেকে আসেন শতকরা ২৪ ভাগ। বাকি ভিজিটর বিভিন্ন ব্লগ থেকে আসেন।

  • অন্যান্য যেসব কমিউনিটি ব্লগ ও ফোরামে সচলায়তনকে রেফার করা হয়েছে, সেসবের মধ্যে শীর্ষে আছে সামহোয়্যারইনব্লগ, ক্যাডেটকলেজব্লগ, প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি ফোরাম, আমরাবন্ধু, এনওয়াইবাংলা, মুক্তমনা, ক্যালকাটাওয়েব, কফিহাউজেরআড্ডা ও আমারব্লগ।

  • রেফারার সাইটগুলোর তালিকায় ব্যক্তিগত ব্লগের মধ্যে শীর্ষে রয়েছে ব্লগার ডট কমে কনফুসিয়াস, মেঘপালকি ও রেজওয়ানুল; ওয়ার্ডপ্রেসে অভ্রনীল, সেইভঅভ্র ও হরপ্পা; স্বতন্ত্র হোস্টিঙে অমিতআহমেদ ডট কম, নীড়পাতা ডট কম ও নুশেরা ডট কম।

  • ছয় মাসে সবচে সাড়া জাগানো তিনটি পোস্টের শিরোনাম, "ভাষা উন্মুক্ত হবেই" (৯,৫৮৫টি ইউনিক পেইজভিউ), "বরাহপোনাদের ঘৃণ্য কুকর্মের নতুন ধরন" (৬,১৪৫টি ইউনিক পেইজভিউ), "নতুন অতিথি সচলদের জন্য" (৫,৬৭৫টি ইউনিক পেইজভিউ)।

  • সচলায়তনে প্রতি বছর মাসিক ভিজিট প্রায় দ্বিগুন হয়। ২০০৮ এ প্রায় ২৫,০০০ মাসিক ভিজিট থেকে বেড়ে ২০০৯ প্রায় ৫০,০০০ হয়েছে। ২০১০ এ দাঁড়িয়েছে প্রায় ৯০,০০০ হাজারে। এই বৃদ্ধি খুব সুস্থির এবং ক্রমান্বয়ে উর্ধ্বমুখী।

    মাসিক ভিজিট জানুয়ারি ২০০৮ থেকে আগস্ট ২০০৯মাসিক ভিজিট জানুয়ারি ২০০৮ থেকে আগস্ট ২০০৯

    মাসিক ভিজিট জানুয়ারি ২০১০ থেকে জুন ৩০ ২০১০মাসিক ভিজিট জানুয়ারি ২০১০ থেকে জুন ৩০ ২০১০

নীচের বিন্যাসগুলো সচলায়তনে সংরক্ষিত তথ্য থেকে প্রস্তুত করা হয়েছে।

জুলাই ২০০৯ থেকে জুন ২০১০ পর্যন্ত মোট পোস্টের ক্রম অনুসারে দশজন সচল:

ক্রম সচল সদস্য সর্বমোট হিট পোস্ট হিট/পোস্ট
অতিথি লেখক ১৯৬৭১৩ ৭৭০ ২৫৫
সিরাত ৫৭৫০৩ ১৪৫ ৩৯৬
তুলিরেখা ২৩৫১১ ১২৮ ১৮৩
হিমু ৮৬৫১৫ ১১৫ ৭৫২
শুভাশীষ দাশ ৪৪৮০০ ৯৯ ৪৫২
রণদীপম বসু ২১৮২৫ ৭৪ ২৯৪
নজরুল ইসলাম ৩২০৬৪ ৬৪ ৫০১
সচল জাহিদ ২৪১৯১ ৫৬ ৪৩১
মামুন হক ২১০৫৫ ৪৯ ৪২৯
১০ রেশনুভা ১৩৩৩৭ ৪২ ৩১৭

জুলাই ২০০৯ থেকে জুন ২০১০ পর্যন্ত গড় ইউনিক ভিজিটের ক্রম অনুসারে দশজন সচল:

ক্রম সচল সদস্য সর্বমোট হিট পোস্ট হিট/পোস্ট
মেহদী হাসান খান ১৩০৪২ ৩২৬০
লুৎফর রহমান রিটন ১৩৭১ ১৩৭১
মুখফোড় ৯৯৯১ ১২৪৮
মেহবুবা জুবায়ের ১০৫৪৩ ১১৭১
মুহম্মদ জুবায়ের ১১২৮ ১১২৮
ওয়াইল্ড-স্কোপ ১১২৬ ১১২৬
রাগিব ১৩৩৫৩ ১২ ১১১২
লুৎফুল আরেফীন ৪৪৪২ ১১১০
আরিফুর রহমান ১৯৭৪ ৯৮৭
১০ অভিজিৎ ৯২২ ৯২২

জুলাই ২০০৯ থেকে জুন ২০১০ পর্যন্ত সর্বমোট মন্তব্যের ক্রম অনুসারে দশজন সচল:

ক্রম সচল সদস্য মন্তব্য
অতিথি মন্তব্যকারী ১০৮৬৯
অতিথি লেখক ৯২৪৫
ধুসর গোধূলি ৩২৪৩
নজরুল ইসলাম ২৮৬১
হিমু ২৮৪১
সাইফ তাহসিন ২৮৩৩
প্রকৃতিপ্রেমিক ২৪৭০
মামুন হক ২২০২
শুভাশীষ দাশ ২১৩৪
১০ মূলত পাঠক ২০২৮

জুলাই ২০০৯ থেকে জুন ২০১০ পর্যন্ত সর্বোচ্চ ভিজিটকৃত দশটি পোস্ট। লক্ষণীয় যে, প্রতি সপ্তাহে রিফ্রেশ করা এই অভ্যন্তরীন লগের তথ্য গুগল অ্যানালাইটিক্সে রক্ষিত তথ্য থেকে খানিকটা ভিন্ন। একটি পোস্টে দুসপ্তাহের ব্যবধানে ভিজিট করলে সেটা অভ্যন্তরীন লগে দুটি ভিজিট হিসেবে গণ্য করা হয়।:

ক্রম সচল সদস্য লেখা সর্বমোট হিট
মেহদী হাসান খান ভাষা উন্মুক্ত হবেই ১০০৯৫
আলমগীর বরাহপোনাদের ঘৃণ্য কুকর্মের নতুন ধরন ৭১৫৭
মুস্তাফিজ মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় এবং একজনের অভিজ্ঞতা ৪২৩০
সন্দেশ ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪১০৭
অতিথি লেখক মৌলবাদ @ আইইউটি (IUT) ৩৮১৩
হিমু কপিরাইট অফিস নোটিশ পাঠালো মেহদী হাসান খানের কাছে ৩৫৮৩
রাগিব উইকিপিডিয়ায় যুদ্ধাপরাধীদের কালো থাবা -- প্রতিরোধে এগিয়ে আসতে হবে আপনাকেই! ৩১৭৪
রাগিব উইকিযুদ্ধ - মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সমবেত প্রয়াস (পর্ব ১) ৩০৮৯
জ্বিনের বাদশা অভ্র, বিজয়, পেটেন্ট বিষয়ে ২৮৪১
১০ সন্দেশ অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ সচলদের বই (অনলাইনে বই অর্ডার দেয়ার লিঙ্কযোজিত) ২৭৬৬


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- আয়হায়, গত এক বছরে আমি পাঁচ হাজার দূরের কথা, সাড়ে তিন হাজার মন্তব্যও করতে পারলাম না! এই দুঃখ কোথায় রাখি! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তাসনীম এর ছবি

তোমার জন্য দরকার (নিজের করা পোস্ট)/(অন্যের পোস্টে করা মন্তব্য) এই পরিসংখ্যান হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দ্রোহী এর ছবি

মেম্বর নাই। তাই ফাঁকা মাঠে তিন হাজার মন্তব্য যা, তেত্রিশ হাজার ও তা।


কি মাঝি, ডরাইলা?

দময়ন্তী এর ছবি

অন্যান্য সাইটে সচলের রেফারেন্সের এই তালিকাটা হোস্ট সার্ভার ধরে বানানো, তাই না?

ক্যালকাটাওয়েবের নাম দেখে বুঝলাম৷ ক্যালকাটাওয়েব গুরুচন্ডা৯কে হোস্ট করে৷ হাসি গুচ'য় সচলের লিঙ্ক তো আমি নিজেই প্রায়ই দিয়ে থাকি৷ ওদিকে ক্যালকাটাওয়েবের সেই অর্থে কোনও ফোরাম টাইপ কিছু নেই৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অতিথি বাদ দিলে মন্তব্যকারী সচলদের মধ্যে আমি দ্বিতীয়? ধূগো আমারে হারায়া দিলো? আগামী বছর যদি আমি তারে না হারাইছি তাইলে...
থাক কিছু কইলাম না...
দেখা যাবে এইবার
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- মন্তব্যের কারণে আমি হারছিলাম একজনের কাছেই। তদানিন্তন চোর ভাইয়ের কাছে, আমার সামুকা বেলায়।

আর সচলে আমার কাছাকাছি প্রতিদ্বন্দী ছিলেন মেম্বর সাব। তিনি রিটায়ার্ড হার্ট হইয়া যাওয়ার পর আর মন্তব্য করার জোশ পাই না। নাইলে, এনশাল্লা মন্তব্যবাজীতে আমি নিখিল অতিথি সমাজরেও কাইত করে ফেলতে পারতাম।

আইজকা থাইকাই শুরু করেন নজু ভাই। এনশাল্লা এইবার হারের ব্যবধান কমাইতে পারবেন। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

দেখে নিয়েন একদিন আমি আবার ....


কি মাঝি, ডরাইলা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার নাম শীর্ষ মন্তব্যকারীদের তালিকায় স্থান পাওয়ায় অবাক হয়েছি। ধারণা ছিল সচলদের মধ্যে আমি বোধহয় কম মন্তব্য করার দিক থেকে অন্যতম।

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

তাতো খাওয়াতেই হবে। ইদানিং আপনি গ্রাফিক্স-এর যেমন কারুকাজ দেখাচ্ছেন তাতে আপনার কাছেই গ্রাফিক্যাল মিষ্টির অর্ডার দিতে হবে।

শীর্ষ দশে এসেছি ভালো কথা, কিন্তু সন্দেশ একটা পরিসংখ্যান কখনো দেয়না, সেটা হলো, সবচেয়ে বেশী সময় ধরে কে লগিন করে থাকে? এটার হিসাব নিলে আমি প্রথম ৩ জনের মধ্যে থাকার আশা করি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উইন্ডজর প্যালাসের সেই খাওয়াটা ধু-গো'র জম্মান দেশে কি আর পাওয়া যাবে? @প্র/প্রে ভাই। আহ! এখনো মুখে যেন স্বাদ লেগে আছে... চোখ টিপি

সাফি এর ছবি

এই মুহূর্তে দেখছি আমি গত ১সপ্তাহ জুড়ে লগড ইন আছি। সাবধান পিপিদা...

শুভ জন্মদিন সচলায়তন

ধুসর গোধূলি এর ছবি

- আইছে পুলাপাইন। গেলো একমাস ধরে টানা লগিং সময় কাটাইলাম। আজকে টেকনিক্যাল ত্রুটির কারণে নতুন করে লগিন করতে হৈছে, নাইলে ক্যাডা হইতো "মুরুব্বি লগার", শুনি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মহাস্থবির জাতক এর ছবি

হ, আপনি শুধু এখানেই না, বাইরেও খ্যাতি পেয়েছেন।

যাউগগা, লাজ লজ্জার মাথা খেয়ে একটা কথা জিজ্ঞেস করেই ফেলি, "কলেজের স্মৃতিযুক্ত ই-বইটা কি আদৌ বের হবে?"
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধৈজ্জ ধরেন। আসিতেছে।

ধুসর গোধূলি এর ছবি

- আমি শিউর, পিপিদা এই বই বাংলাবাজার নিয়ে গিয়ে বেচে দিয়ে সেই টাকা দিয়ে শন পাঁপড়ি খেয়েছে। নাইলে, আমার বয়সে সব লেখা নিয়ে এখন আমার নাতিপুতির আমলেও বই বের না হবার কারণ কী? জাতিকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী শ্লোগান তোলার আহ্বান জানাচ্ছি।

এইত্তা ছৈল্ত ন! বই ছাই, বই দ্যান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচলায়তনের ১ম বছরে আমি ছিলাম টপ ২ কমেন্টকারী, ধু-গো ১ নম্বর।

এই বছর ফেইল করলাম ;(

তাসনীম এর ছবি

ধূগোকে অভিনন্দন, মন্তব্যে সেকেন্ড না হওয়ার জন্য। ওর সাথে লড়তে গেলে জামানত বাজেয়াপ্ত হতে পারে।

সচলায়তনে প্রতি বছর মাসিক ভিজিট প্রায় দ্বিগুন হয়। ২০০৮ এ প্রায় ২৫,০০০ মাসিক ভিজিট থেকে বেড়ে ২০০৯ প্রায় ৫০,০০০ হয়েছে। ২০১০ এ দাঁড়িয়েছে প্রায় ৯০,০০০ হাজারে। এই বৃদ্ধি খুব সুস্থির এবং ক্রমান্বয়ে উর্ধ্বমুখী।

এটাই হচ্ছে বড় হয়ে যাওয়া...কয়েকদিন পরে আর বাপ-মায়ের কথা শুনবে না...

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাহাদাত উদরাজী [অতিথি] এর ছবি

শুভ কামনা।
প্রতিদিন ৪/৫ বার আমি ডু মারি। কিছু কিছু মন্তব্য ও করছি (!) কিন্তু সচলায়তনে লেখার মত এখনো ... হই নাই। আমি বহু আগে সদস্য হবার জন্য আবেদন করেছি। কিন্তু এখনো লগিন পাচ্ছি না।
দয়া করে আমাকে ... নিন।
সাহাদাত উদরাজী

অতিথি লেখক এর ছবি

কবে যে সচল হবো। এত এত নাম দেখি। নিজের নাম নেই
কেবল অতিথি--- আফসুস

প্রখর-রোদ্দুর এর ছবি

একদিন আমিও ............
দেখে নিও একদিন আমিও আসবো এই কাতারে ।
নিজের মেধা সচলের চালিকা দুই য়ে দুইয়ে চার হওয়ার জন্য সবার কাছে শুভকামনা চাই ।

অনেক শুভ কামনা আমাদের এই মিলন মেলের জন্য । বলে তো সচলের জন্য ।

সুহান রিজওয়ান এর ছবি

অনেক সহ্য করেছি, আর না...

আগামীবার শীর্ষদশে নাম তুলবৈ, তুলবো...

এখন থেকে আর সুন্দড়ীদের জন্যে জন্যে নয়, সচলায়তনের জন্যেই আমার সকল্লুল বরাদ্দ করলাম...

_________________________________________

সেরিওজা

ডিবিব্লগ এর ছবি

প্রযুক্তিগত কারনে সমস্যা হওয়াটা স্বাভাবিক। যা হোক আমরা ভবিষ্যতে আরো ভালো দেখব।

শুভাশীষ দাশ এর ছবি

গাণিতিক ব্যাফার স্যাফার

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দ্রোহী এর ছবি

আহারে! এ বছর আমি কোন কিছুতেই নাই!


কি মাঝি, ডরাইলা?

থার্ড আই এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন। একনজরে পরিসংখ্যান উপস্থাপনের জন্য সন্দেশকে ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

২০১০ কাটিয়া ২০২০ লিখিয়া অনুরূপ একখানা পোস্টের আবদার জানিয়ে গেলাম! পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।